নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

পাখ-পাখালি - ২৮ : ম্যাকাও

০২ রা জুলাই, ২০২৪ রাত ৮:১৮

ম্যাকাও

Common Name : Red and Green Macaw, Green-winged macaw
Binomial name : Ara chloropterus

এদের বাংলা কোনো নাম না থাকলেও বাংলাদেশে এরা ম্যাকাও নামে পরিচিত। ম্যাকাও নামটি ব্রাজিলের টুপি ভাষা থেকে এসেছে যার অর্থ হল "বড় গাঢ় তোতাপাখি"



ম্যাকাও দক্ষিণ আমেরিকান একটি বড় আকারের তোতা প্রজাতির পাখি। এদের পিঠের ও পাখার উপরের অংশ বেশিরভাগ আকাশি ও সবুজ রঙের। মাথা-গলা ও বুকের নিচের অংশ লাল রঙের। এদের লেজের উপরের পালক আকাশি-সবুজ এবং নিচের অংশ লাল রঙের। এদের পা ধূসর রঙের। এদের মুখের প্রায় কোনো পালক নেই বললেই চলে এবং চোখের চারপাশে একটি লাল রঙের ডোরাকাটা প্যাটার্ন থাকে। ম্যাকাওদের খুবই শক্তিশালী ঠোঁট রয়েছে। ঠোঁটের উপরের অংশ সাদা এবং নিচের অংশ কাল রঙের। এই ঠোঁট ব্যবহার করে তারা যেকোনো বীজের খোসা ভাঙ্গতে পারে। তাছাড়া গাছে উঠতে ও ঝুলতেও তারা ঠোঁটের ব্যবহার করে।

এরা বাদাম খেতে খুব পছন্দ করে। বাদামের পাশাপাশি নানান ধরনে বীজ, ফল, পাতা খায়। তাছাড়া পোকামাকড়, শামুক ইত্যাদিও খেয়ে থাকে।



স্ত্রী পাখিটি সাধারণত দুই বা তিনটি ডিম পারে। স্ত্রী পাখিটি প্রায় ২৮ দিন ধরে ডিমে তা দেয়। সাধারণত প্রথম ডিম ফুটে যে ছানাটি বের হয় সেটি বেশী এ্যঅক্টিভ হয় এবং খাবারের বেশী অংশ পায়। অন্য ডিমগুলি থেকে যে ছানারা জন্ম নেই সাধারণত তারা নীড়েই মারা যায়। বাচ্চা জন্ম হওয়ার প্রায় ৯৭ দিন পর বাসা থেকে উড়ে প্রকৃতিতে বেরিয়ে যায়। এদের বয়স ৩ থেকে ৬ বছর হলেই এরা বংশবিস্তারের জন্য প্রস্তুত হয়। পুরুষ পাখির রঙ সাধারণত উজ্জ্বল এবং গাঢ় রং থাকে। এই সুন্দর্য তাকে ভাল একটি স্ত্রী সঙ্গী পাওয়ার সুযোগ করে দেয়। ম্যাকাও বন্য অবস্থায় সাধারনত ৩০ থেকে ৩৫ ইঞ্চি লম্বা হতে পারে। এদের ওজন ১ থেকে ১.৫ কেজি হতে পারে। ম্যাকাওরা সাধারণত ৬৫ থেকে ৭০ বছর পর্যন্ত বাঁচতে পারে।



ম্যাকাওরা ভার্জিয়া, গ্রীষ্মমন্ডলীয় দক্ষিণ আমেরিকার বনভূমি এবং সাভানারা বনভূমিতে বাস করে। এই প্রজাতিটি কলম্বিয়া, ভেনিজুয়েলা, পেরু, ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর এবং প্যারাগুয়েতে দেখা যায়।

তাদের আকর্ষণীয় রঙ, কথা বলার ক্ষমতা, বিশাল আকার, পোষ মানার প্রবনতা এবং মানুষের সাথে ঘনিষ্ঠতার স্বভাবের কারণে পোষা পাখি হিসেবে এরা খুবাই আকর্ষণীয় ও জনপ্রিয়। তবে এদের দাম তুলনামূলক অন্যান্য পোষা পাখির তুলনায় অনেক বেশী।




ছবি তোলার স্থান : বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুর, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৪ই জানুয়ারি, ২০১৪ খ্রীষ্টাব্দ।
তথ্য সূত্র : অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : নিজ।




=================================================================
সিরিজের পুরনো পর্বগুলি দেখতে -
পাখ-পাখালি - ০১, পাখ-পাখালি - ০২, পাখ-পাখালি - ০৩, পাখ-পাখালি - ০৪, পাখ-পাখালি - ০৫
পাখ-পাখালি - ০৬, পাখ-পাখালি - ০৭, পাখ-পাখালি - ০৮, পাখ-পাখালি - ০৯পাখ-পাখালি - ১০
পাখ-পাখালি - ১১, পাখ-পাখালি - ১২, পাখ-পাখালি - ১৩, পাখ-পাখালি - ১৪, পাখ-পাখালি - ১৫
পাখ-পাখালি - ১৬, পাখ-পাখালি - ১৭, পাখ-পাখালি - ১৮, পাখ-পাখালি - ১৯, পাখ-পাখালি - ২০
পাখ-পাখালি - ২১, পাখ-পাখালি - ২২, পাখ-পাখালি - ২৩, পাখ-পাখালি - ২৪, পাখ-পাখালি - ২৫
পাখ-পাখালি - ২৬, পাখ-পাখালি - ২৭

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:০৮

কামাল১৮ বলেছেন: এদের আয়ু বেশ লম্বা।এদেরকেই পোশতে হবে।দাম কেমন?

০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- দাম নির্দিষ্ট করে বলা মুশকিল। ধারনা করি প্রজাতি ভেদে লাখ টাকা থেকে শুরু করে অর্ধকোটি টাকার মতো হতে পারে এদের মূল্য।

২| ০২ রা জুলাই, ২০২৪ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: ১০ বছর আগের ছবি !!!

০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাড়ে দশ বছর।

৩| ০৩ রা জুলাই, ২০২৪ রাত ১২:২০

কিশোর মাইনু বলেছেন: কিরে!!!
২৮তম পর্ব মানে!!!
আমি গত ২৭ পর্ব ধরে কয় ছিলাম!!! :||

আপনি বললেন বাংলা কোন নাম না থাকলে ও। আমাদের তোতা পাখি, ঠিয়া পাখি আর ম্যাকাও র মধ্যে পার্থক্য কি???
আমার মূর্খতার জন্য ক্ষমা চাচ্ছি। পশু নিয়ে আমার মোটামূটি ধারণা থাকলে ও পাখি নিয়ে আমি একেবারেই মুর্খ।

০৩ রা জুলাই, ২০২৪ সকাল ১১:৩৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সিরিজের প্রথম পোস্ট করেছি ৩০ শে জানুয়ারি, ২০২০ সালের সকাল ১১:০৫ মিনিটে। সাড়ে চার বছর হয়ে গেছে। এইমাত্র দেখলাম পুরনো পর্বের ছবিগুলি দেখা যাচ্ছে না। আজকে আবার ছবিগুলি নতুন করে বসিয়ে দিতে হবে।

- পশু-পাখি সম্পর্কে আমার জ্ঞান শূণ্যের কোঠায়।
- আমাদের তোতা পাখি, টিয়া পাখি আর ম্যাকাও র মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এদের সকলের আকার আকৃতি, প্রজাতি, রং, বাসস্থান ইত্যাদিতে বিস্তর ফারাক।

৪| ০৩ রা জুলাই, ২০২৪ দুপুর ১:৩৯

রানার ব্লগ বলেছেন: নীলক্ষেতে একবার ম্যাকাও এর দাম শুনে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম ।

০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৩:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমাদের মতো লোকে প্রায় অজ্ঞান হওয়াটাই স্বাভাবিক।

৫| ০৪ ঠা জুলাই, ২০২৪ সকাল ৭:০১

সোহানী বলেছেন: আমার খুব পছন্দের পাখী। কিন্তু এতো বড় পাখি পালা খুব কঠিন কাজ বিশেষকরে কানাডার মতো ঠান্ডা ওয়েদারে। আমার মেয়ের আছে ছোট্ট বাজি।

০৪ ঠা জুলাই, ২০২৪ দুপুর ১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এদের পালতে বেশ বড় জায়গার ব্যবস্থা করতে হয় যাতে উড়তে পারে। বরং বাজরি পালা সহজ।

৬| ০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:১৪

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর বর্ণবৈচিত্রের পাখি ম্যাকাও। এদের গর আয়ুও প্রায় মানুষের গড় আয়ুর সমান। তবে মূল্য গলাকাটা।
দরকার নেই পাখি পোষার। ওরা আকাশেই থাকুক, বনেই থাকুক!

০৯ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেকেই এদের পোষেণ। বাংলাদেশেও কয়েকজন বেশ বড় খাঁচা তৈরি করে পুষছেন। তবে এই শখ পূরন করা মেলা খরচান্তি ব্যাপার। আমাদের মতো ছাপোষাদের পোশাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.