নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং, না ইদানিং না বরং অনেক দিন ধরেই প্রচন্ড গরম। গরম কালে গরম থাকবেই, কিন্তু গত দুই বছর গরমটা যেনো সব মাত্রা ছাড়িয়ে তাপ ঝড়াচ্ছে। গরমে সবার অবস্থাই চরম। তবে আজকের এই পোস্ট গরম আবহাওয়া নিয়ে নয়, বরং গরম শব্দটি নিয়ে। বাংলা ভাষায় এই গরম শব্দের ব্যবহার প্রচুর। একেকবার এই গরম শব্দটি একেক রকম অর্থের প্রকাশ ঘটায়। বেশি ঘাটাঘাটি করলে মাথাই গরম হয়ে যায়।
নানান ডিকশনারি ঘাটলে গরমের যেসব প্রতিশব্দ-সমার্থকশব্দ পাওয়া যায় তা হচ্ছে -
অহংকার, উগ্র, উত্তাপ, উত্তেজক, উত্তেজনাপূর্ণ, উদ্ধত, উষ্ণ, ঔদ্ধত্য, ঔদ্ধত্যদর্প, কড়া, ক্রুদ্ধ, গর্ব, গর্বিত, গ্রীষ্ম, চড়া, টাটকা, তপ্ত, তাপ, তিরস্কার, তীব্র, দপ, দম্ভ, বিকার, ভর্ৎসনাপূর্ণ, ভীষণ, মশলা, মহার্ঘ, যুদ্ধোম্মুখ, রুষ্ট, রোগ, শীত নিবারক, সদ্যপ্রাপ্ত, ইত্যাদি।
এবার গরম শব্দের কিছু ব্যবহার দেখা যাক।
১। চৈত্র মাসের গরম - উত্তাপ, উষ্ণতা।
২। একটুতেই কথার গরম দেখায় - ঔদ্ধত্য।
৩। অনেকেই টাকার গরম দেখায় - দর্প, দম্ভ, অহংকার।
৪। খোকা বাবুর অল্পতেই পেট গরম হয় - রোগ।
৫। গরম জল হতে সাবধান - উষ্ণ, তপ্ত।
৬। গরম কাল - গ্রীষ্ম।
৭। শীতকালে গরম জামা গায়ে দিতে হয় - শীতনিবারক।
৮। চোখ গরম করে কোনো লাভ নেই - উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ।
৯। মেজাজ গরম করে কোনো লাভ নেই - উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ।
১০। গরম গরম কথা বলে লাভ নেই - কড়া, তিরস্কারপূর্ণ।
১১। কাঁচা মরিচের বাজার খুব গরম ছিলো - চড়া, মহার্ঘ।
১২। গরম পরিস্হিতিতে মাথা ঠান্ডা রাখতে হয় - উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ।
১৩। আন্দলনের গরম খবর কি? - টাটকা।
১৪। গরমাগরম পিঁয়াজু আমার খুব পছন্দ - একেবারে সদ্য-ভাজা, টাটকা।
১৫। গরম গরম পিঁয়াজু আমার খুব পছন্দ - একেবারে সদ্য-ভাজা, টাটকা।
১৬। ঈদের আগেই গরম মশলার দাম বেড়ে যায় - এলাচ, দারচিনি ও লবঙ্গ ইত্যাদি উত্তেজক মশলা।
১৭। শীতের দেশে গরম মোজা খুবই কাজের জিনিস - পশমি মোজা।
১৮। শীত কালে কুসুমকুসুম গরম জলে স্নানেই আনন্দ - ঈষদুষ্ণ. কবোষ্ণ।
১৯। এখন চলছে গুমোট গরম - যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।
২০। এখন চলছে ভ্যাপসা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।
২১। এখন চলছে পঁচা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।
তথ্য সূত্র : অন্তর্জাল
=================================================================
বাংলা ভাষার সৌন্দর্য
প্রবাদ-প্রবচনে "অতি"
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে চাঁদ
চাঁদ নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বাংলা বাগধারা-প্রবাদ-প্রবচনে তাল
আম নিয়ে ৬৮ টি প্রবাদ-প্রবচন
তাল নিয়ে আরো ৪৩টি প্রবাদ-প্রবচন
অন্ধ নিয়ে ২০টি প্রবাদ-প্রবচন
অন্ধ বা কানা নিয়ে আরো ১৫৫টি প্রবাদ-প্রবচন
অন্ধকার নিয়ে ৪৮টি প্রবাদ-প্রবচন
কপাল নিয়ে ৫১টি প্রবাদ-প্রবচন
কুকুর নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে ২৮টি প্রবাদ-প্রবচন
গাধা নিয়ে আরো ৫৯টি প্রবাদ-প্রবচন
বানর নিয়ে ৬৭টি প্রবাদ-প্রবচন
বাঘ নিয়ে ১৩২টি প্রবাদ-প্রবচন
সাপ নিয়ে ১১০টি প্রবাদ-প্রবচন
হাতি নিয়ে ১৫২টি প্রবাদ-প্রবচন
ভাল্লুক নিয়ে ২৪টি প্রবাদ-প্রবচন
বৃষ্টি নিয়ে ৪৪টি প্রবাদ-প্রবচন
শীত নিয়ে ৩৭টি প্রবাদ-প্রবচন
ঢাকাবাসীকে ডেকে কই, নাক-মুখ ঢাকা কই!!!, দেখা-দেখি, হট্টবিলাসিনী (১৮+), শুক্তিবাক্য
ব্যাসবাক্য সহ কতিপয় সমাস, আধুনিক বাক্য সংকোচন, নতুন শব্দার্থ, নতুন বিপরীত শব্দার্থ, অ তে অজগর, A for Apple
ক কাব্যের কচকচানি, প পদ্য....., এ-পলাশ সে-পলাশ নহে, বিবাহ বিভ্রাট - ১, বিবাহ বিভ্রাট - ২
পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ১, পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ - ২
=================================================================
১১ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি সাঁতার জানি না বলে পুকুরে নামার তেমন কোনো স্মৃতি নেই। খুবই কম সুযোগ হয়েছে পুকুরে গোসল করার। তবে বর্ষার নতুন জলে মেলা দাপাদাপি করার সুযোগ পেয়েছি।
২| ১০ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৮
জনারণ্যে একজন বলেছেন:
১১ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কখনো চাক্ষুস করার সুযোগ হবে কি না কে জানে!
৩| ১০ ই জুলাই, ২০২৪ রাত ১১:০৮
কামাল১৮ বলেছেন: আবহাওয়া পরিবর্তের ফল।যেটা আমরাই সৃৃষ্টি করেছি।পরিবেশকে নষ্ট করে।
১১ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কথা সত্য বলছেন। এর জন্য কেমবল মাত্র মানুষই দায়ি।
৪| ১০ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
গরমের অনেক সুন্দর প্রতিশব্দ জানা গেল ।
প্রচ্ছদের পাকা রাস্তার পাশে ঘাট বাধানো
জলাসয়ের ছবিটি খুব সুন্দর । এটা কি
কোন পুকুরের ছবি ?
শুভেচ্ছা রইল
১১ ই জুলাই, ২০২৪ রাত ১২:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- পুকুরটি সোনারগাঁয়ের পানাম নগরের শেষ প্রান্তে অবস্থিত।
৫| ১১ ই জুলাই, ২০২৪ রাত ১২:২২
মনিরা সুলতানা বলেছেন: বাহ বেশ হয়েছে গরম কথন।
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ধন্যবাদ মন্তব্যের জন্য। আরোও কিছু গরম কথা বাকি আছে, কাল-পরশু বলবো।
৬| ১১ ই জুলাই, ২০২৪ রাত ১:১৬
কাছের-মানুষ বলেছেন: আমি যেখানে থাকি সেখানেও এখন প্রচণ্ড গরম! বাইরে বের হলে অবস্থা কেরোসিন হয়ে যায়!
গরম কখনই ভালো লাগেনি!
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গরম আমারও কখনোই ভালো লাগে না। তবেকিনা গরম কালে বেশ কিছু রসালো ফল পাওয়া যায়, সেইসব আবার খুব ভালো লাগে।
৭| ১১ ই জুলাই, ২০২৪ রাত ২:০২
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু,
এই যে গরমকালে পুকুরে স্নানের ছবি সহ গরম গরম একখানা পোস্ট করলেন সেটা কোন অর্থে ধরবো?
মন্তব্যটি গরম গরম থাকতেই বলে ফেলুন...................
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ১:১৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গরম গরম মন্তব্য পাওয়ার লোভ ধরতে পারেন।
৮| ১১ ই জুলাই, ২০২৪ রাত ২:০৭
আহমেদ জী এস বলেছেন: মরুভূমির জলদস্যু
"সামুর পরিবেশ ঠান্ড কিন্তু বাইরের আবহাওয়া বেশ গরম"!! গরম গরম লিখতে গিয়ে চরম টাইপো হয়েছে। এক্ষনি গরম গরম " আ - কার" বসিয়ে দিন।
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আর বইলেন না, সব দোষ আমার কিবোর্ডের। দুইটা নষ্ট হয়ছে। এখন পুরানা একটা দিয়া কোনো রকমে কাজ চালাইতেছি। এর অনেগুলি কি আটকে আটকে থাকে। কখনযে কোনটা বাদ পরে যায় বলা মুশকিল। এইটা হচ্ছে ৩ নাম্বার হাত।
- অশেষ ধন্যবাদ ভুলটি দেখিয়ে দেয়ার জন্য।
৯| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৮:৩৫
শেরজা তপন বলেছেন: ভাল হৈসে ভ্রাতা। ঠান্ড দেখে আমিও একটু অবাক হয়েছি।
১৪/১৫ একই হয়ে গেছে। আহা গরম -শুনলেই গরমে গা জ্বলে!
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এতো দেড়িতে চোখে পড়লো আপনাদের!! আগে কেউ লখ্যই করে নাই!!
১৪ / ১৫ তে সামান্য তফাত আছে, চুল পরিমান।
১০| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ৯:১১
ধুলো মেঘ বলেছেন: জলদস্যু আমাদের ব্লগের একজন অমূল্য সম্পদ। ব্লগ বন্ধ হয়ে গেলে এই অসাধারণ তথ্যগুলো আমরা কোত্থেকে পাব?
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এখনই বিদায়ের সুর শুনতে আমি নারাজ।
১১| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ১০:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার পোস্টে গরমের অনুভব।
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- গরম আরো বাকি আছে।
১২| ১১ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৩২
আরইউ বলেছেন:
জলদস্যু,
আপনার পোস্ট পড়ে ১৩ ডিগ্রি সেলসিয়াসেও আমার গরম লাগছে! শিরোনামে ঠান্ডা শব্দটা দয়াকরে ঠিক করে নেবেন।
ভালো থাকুন।
১১ ই জুলাই, ২০২৪ দুপুর ২:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- অশেষ ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
- ঠান্ডা ঠিক করে নিয়েছি।
১৩| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০৩
পবন সরকার বলেছেন: গরমে গরম
বলতে নাই শরম
অবস্থা হয় চরম
১১ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবার গরমের তেজ সত্যি সত্যিই চরম
১৪| ১১ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:৫১
করুণাধারা বলেছেন: পুকুরের ছবিটা খুব সুন্দর।
গরমের যে এতো রকম অর্থ আছে জানা ছিল না। ভালো লাগলো পোস্ট।
১১ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- পোস্টে মন্তব্য ও ভালোলাগা জানানোর জন্য অশেষ ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২৪ রাত ৯:১৮
জনারণ্যে একজন বলেছেন: ছবিটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেলো, জলদস্যু।
গ্রীষ্মের ছুটিতে বেড়াতে গেলেই সারাদিন এরকম এক পুকুরে চলতো দাপাদাপি। চোখ লাল হয়ে যেতো, উঠতেই ইচ্ছা করতো না তারপরেও। শেষ-মেশ মায়ের ধমকে অনেক অনিচ্ছা নিয়ে উঠে আসা। স্বপ্নের মতো দিন ছিল ঐগুলি।
এবারের গরমের ছুটি কেটেছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, বোস্টন আর নিউ হ্যাম্পশায়ারে ছোটাছুটি করে।
আপনার জন্য বিখ্যাত সেই হার্ভার্ড স্কয়ারের একটি ছবি।