নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল, ভূষণহীনা বনদেবী কার হবি তুই দুল.....

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬



ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল।
ভূষণহীনা বনদেবী কার হবি তুই দুল।।
হার হবি কার কবরীতে
সন্ধ্যারানী দূর নিভৃতে,
বসে আছে অভিমানে ছড়িয়ে এলোচুল।।
মাটির ধরার ফুলদানিতে তোর হবে কি ঠাঁই,
আদর কে আর করবে তোরে, বসন্ত যে নাই হায় বসন্ত নাই।
গোলক-চাঁপা খুঁজিস কারে —
সে দেবতা নাই রে হেথা শূন্য যে আজি গোকুল।।

----- কাজী নজরুল ইসলাম -----


কাঠগোলাপ
অন্যান্য ও আঞ্চলিক নাম : কাঠচাঁপা, কাঠচাম্পা, গবুবীয় চাঁপা, গরুড়চাঁপা, গুলঞ্চ, গুলঞ্চচাঁপা, গুলাচি, গোলকচাঁপা, গোলাইচ, গোলাঞ্জবাহার, গৌরচাম্পা, চালতাগোলাপ।
Common Name : Calachuchi, Dead Man's Fingers (Australia), Flower Of The Cross, Frangipani, Graveyard Tree (Caribbean Islands), Kalachuchi, Kappal arali, Mary's Flower, May Flower (Nicaragua), Pagoda Tree (Far East), Plumeria, Sacuanjoche, Seemai arali, Singapore Frangipani, Singapore graveyard flower, Temple Tree (India), West Indian Jasmine.

Scientific Name : Plumeria
ফরাসী উদ্ভিদবিদ শার্ল প্লুমিয়ে-র নামানুসারে কাঠগোলাপের বৈজ্ঞানিক নাম Plumeria রাখা হয়েছে।

কাঠগোলাপ আমাদের দেশে খুবই সহজলভ্য এবং পরিচিত ফুল। প্লুমেরিয়ার শত শত হাইব্রিড তৈরি হয়েছে এবং এখনও হচ্ছে।
দুনিয়ার প্রায় সব ফুলই সুন্দর তাতে কোনো সন্দেহ নেই, তবে সবচেয়ে সুন্দর ফুলগুলির মধ্যে একটি হচ্ছে কাঠগোলাপ। সারা দুনিয়া জুড়ে নানার রং আর আকারের কাঠগোলাপ আছে।



তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমায় লাগে ভালো।

----- অর্ণব -----


ফিলিপাইনস দ্বীপপুঞ্জের মানুষেরা বিশ্বাস করে, কাঠগোলাপ গাছে ভূত থাকে। তাই তারা কবরস্থানে কাঠগোলাপের গাছ লাগিয়ে রাখে। তারা মনে করে ভূতেরা মৃত আত্মাগুলির যত্ন নিবে, পাহারা দিবে, কবরের উপরে ফুল বিছিয়ে দিয়ে কবরকে শোভিত করবে। এই কারণেই তারা কাঠগোলাপকে ডাকে Graveyard Tree নামে।


হাওয়াই দ্বীপে প্রচুর কাঠগোলাপের গাছ আছে। সেখানে অতিথিদের কাঠগোলাপের ফুলের মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হতো। দ্বীপের মেয়েরা কানে কাঠগোলাপ ফুল গোঁজে। বাম কানে ফুল দিলে বুঝতে হবে সে বিবাহিতা, আর ডান কানে ফুল দিলে বুঝতে হবে সে এখনো অবিবাহিতা।



কাঠগোলাপ মেক্সিকো, মধ্য আমেরিকা, ভেনেজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল হলেও বর্তমানে পৃথিবীর অনেক দেখেই একে দেখতে পাওয়া যায়। ১৯৭১ সালে নিকারাগুয়ার জাতীয় ফুল হিসাবে লাল কাঠগোলাপকে (Plumeria rubra) ঘোষণা করা হয়। বাংলাদেশে বেশ কয়েক রকমের কাঠগোলাপ দেখতে পাওয়া যায়। ধবধবে সাদা, সাদার মধ্যে উজ্জ্বল হলুদ ছোপ, লাল, খয়রি লাল ইত্যাদি নানান রং এর কাঠগোলা হরহামেশাই দেখতে পাওয়া যায় সৌখিন বাগানে। রমনীদের অনেকেই খোঁপায় কাঠগোলাপ ফুল গুঁজে ছবি তুলতে পছন্দ করে।



কাঠগোলাপের গাছ এবং কাঠগোলাপের ফুল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র এবং পূজার উপকরণ।। তারা তাদের নানান পূজায় কাঠগোলাপের ফুল ব্যবহার করে। তাছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও এটি খুবই পবিত্র। বৌদ্ধরা এটিকে মৃত্যুহীন প্রাণের প্রতীক বলে মনে করে। তারাও এই ফুল ধর্মানুষ্ঠানে ব্যহার করে। হিন্দু ও বৌদ্ধ মন্দিরগুলিতে কাঠগোলাপের গাছ রোপন করা হয়। কাঠগোলাপের গাছকে তাই টেম্পল ট্রি (Temple Tree) ডাকা হয়।



কলম করে কাঠগোলাপের বংশবিস্তার করা তুলনামূলক ভাবে সহজ। কখনো কখনো কলম করা গাছে পাতা গজানোর আগেই ফুল ফুটতে দেখা যায়। কাঠগোলাপের গাছ বিচিত্র গড়নের হয়ে থাকে। কিছু গাছ ছোট ঝোপালো আকৃতির হলেও কিছু কিছু গাছ আবার ৮ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। এর নিকটাত্মীয় করবী।



শীতে কাঠগোলাপ গাছের অধিকাংশ পাতা ঝরে যায়। নিষ্পত্র ন্যাড়া গাছটিকে তখন মৃত বলে মনে হয়। পাতা ঝরার পর ডালে একটি চিহ্ণ রয়ে যায়। বসন্তে গাছে নতুন পাতা গজায়। অনুকুল পরিবেশ পেলে কিছু কিছু গাছ সাধারণত চিরসবুজ থাকে। পাতা আকারে বেশ বড় ও পুরু, শিরা-উপশিরা স্পষ্ট। পাতাগুলো ডালের শেষ প্রান্তে গুচ্ছবদ্ধ হয়ে থাকে। ফুলের পাশাপাশি এর পাতার বিন্যাসের সৌন্দর্যও দৃষ্টিনন্দন। এই গাছ নরম, ভঙ্গুর শাখা-প্রশাখা ছড়ানো-ছিটানো, বিষাক্ত দুধকষভরা। কাঠগোলাপ ফুলগাছ সাধারণত লবণ এবং খরা-সহনশীল, তবে শুষ্ক বায়ুতে একে পানি দিতে হয়। গাছে ৫ থেকে ৬ ইঞ্চি লম্বা শক্ত খোলস যুক্ত ফল হয়। কোনো পশুপাখি এই ফল খায় না।



কাঠগোলাপ ফুল সারা বছর ধরে ফুটতে দেখা যায় তবে গ্রীষ্ম, বর্ষা ও শরতে বেশি ফুল ফোটে। সাধারণত কাণ্ডের ডগায় একগুচ্ছ কাঠগোলাপ ফুল তার সবটুকু সৌন্দর্য নিয়ে ফোটে। ফুটন্ত ফুলের সুঘ্রাণে চারপাশ মৌ মৌ করে। ফুলের গন্ধ রাতে তীব্রতা পায়। ফুলে কোনো মধু নেই। মধু না থাকলেও এই ফুলের কদর একটুও কমে নাই। মধুর লোভে প্রজাপতি আর মৌমাছি না এলেও ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে পতঙ্গ এর পরাগায়ন ঘটায়। কাঠগোলাপের ফুলে পাঁচটি ছড়ানো পাপড়ি থাকে। ফুলগুলি সাধারনত আকারে বেশ বড় হয়, তিন থেকে পাঁচ ইঞ্চি চওড়া হতে পারে।



শুনতে পাই এই গাছ থেকে তেল, সুগন্ধি, লোশন ও মোম বানানো হয়। গাছের নানা অংশের ঔষধি ব্যবহার রয়েছে। নারকেল তেলের সঙ্গে এর কষ চর্মরোগের ওষুধ হিসেবে কাজ করে। এর পাতা ফুলের তোড়াতে ব্যবহার করা হয়। হাওয়াইতে কাঠগোলাপ ফুলের মালা তৈরি করা হয়। কোথাও কোথাও এই মালা ব্যবহার করা হয় বিয়ের জয়মাল্য হিসেবে।

আমার বিদায়-রথের চাকার ধ্বনি ঐ গো এবার কানে আসে।
পুবের হাওয়া তাই কেঁদে যায় ঝাউ-এর বনে দীঘল শ্বাসে।।
ব্যথায়-বিবশ গুলঞ্চ ফুল
মালঞ্চে আজ তাই শোকাকুল,
মাটির মায়ের কোলের মায়া ওগো আমার প্রাণ উদাসে।

----- কাজী নজরুল ইসলাম -----


তথ্য সূত্র ও বর্ণনা : উইকিপিডিয়া, অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু।
ছবি তোলার স্থান : বৃক্ষমেলা, ঢাকা, বাংলাদেশ।

=================================================================

অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), আকন্দ, আমরুল, অপরাজিতা, আফ্রিকান টিউলিপ,
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী, এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কালো বাসক, কালো বাদুড় ফুল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, ক্যাসিয়া রেনিজেরা, কামান গোলা, কাগজ ফুল, কাঠগোলাপ, কাঁটামুকুট, কন্টকমুকুট, কাঞ্চনার, কাঞ্চনক, কুর্চি, কুরচি, কৃষ্ণচূড়া, খাড়া মুরালি
গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু, গুলমোহর, ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা), ছোটপানা
জবা, সাদা জবা, ঝুমকো জবা, ঝুমকা জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা, হাইব্রিড জবা, হাইব্রিড গোলাপী জবা, হাইব্রিড ক্রিম জবা
জারবেরা, জ্যাকারান্ডা, ঝুমকোলতা, ঝুমকো জবা
টগর, জংলি টগর, ডালিয়া, তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দদ্রুমর্দন, দাদমারী, দেবকাঞ্চন, দোলনচাঁপা, দুপুরমনি, ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগেসর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীলচূড়া, নীল বনলতা, নীল লতা, নীলাতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা, বার্মিজ গোলাপি সোনাইল, ভাট ফুল, ভ্রমরপ্রিয়া
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক, রক্তপুষ্পিকা, রক্ত শিমুল, রক্ত কমল, রক্তচূড়া
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লাল কাঞ্চন, লাল শাপলা, লাল কমল, লাল শিমুল
শটি ফুল, শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শিবঝুল, শিমুল, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ
সন্ধ্যামালতী, সন্ধ্যামনি, সুলতান চাঁপা, সুভদ্রা, সুখ মুরালি, সূর্যমুখীসোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে, সোর্ড লিলি, সাদিমুদি
হাতি জোলাপ, হাতিশুঁড়, হলুদ জবা

অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, তিল ফুল, বিষকাটালি, পাহাড়ি বিষকাটালি,

বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, পারিজাতের পরিচয়, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩১

মিরোরডডল বলেছেন:





এই ফুলকেই তো কাঠগোলাচি, কাঠমালতি বলে?
সাদাটাই সবচেয়ে প্রিয়।
কি মিষ্টি ঘ্রাণ!!!

এখানেও আছে, Frangipani বলে।



২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন:



- এটির সবচেয়ে পরিচিত নাম হচ্ছে কাঠগোলাপ। এছাড়াও কাঠচাঁপা, কাঠচাম্পা, গবুবীয় চাঁপা, গরুড়চাঁপা, গুলঞ্চ, গুলঞ্চচাঁপা, গুলাচি, গোলকচাঁপা, গোলাইচ, গোলাঞ্জবাহার, গৌরচাম্পা, চালতাগোলাপ ইত্যাদি নানান নামে ডাকা হয়। তবে কাঠগোলাচি নামটি আমি কখনো শুনি নাই, আর কাঠমালতি হচ্ছে টগর ফুলের আরেক নাম।

টগর / কাঠমালতি

২| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিশদ বর্ণনা সমৃদ্ধ পোস্ট।

কাঠগোলাপ, কাঠবাদাম - এগুলোর আগে 'কাঠ' শব্দ যোগ না করলে কী হইত? :)

'কার হরি তুই দুল' কি ঠিক আছে, নাকি 'কার হবি তুই দুল' হবে?

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন:



- কাঠবাদামটা তাও মানা যায়, দেখতে কিছুটা কাঠ কাঠ রং আছে, কিন্তু কাঠগোলাপে তো কাঠের কোনো সম্পর্কই দেখতে পাইনা। এমনকি গাছটিও কাঠ সমৃদ্ধ নয়! অনেক ক্ষেত্রে বাংলা নামগুলি ঠিক ঠিক মেলে না, তবে কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো মিলে যায়।

- হবি আর হরি ভুলটি ধরিয়ে দেয়ার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে। আমি ঠিক করে নিয়েছি।

৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৬

আজব লিংকন বলেছেন: আমার পছন্দের ফুলগুলির মধ্যে একটা কাঠগোলাপ।
আমার প্রিয়তমার প্রিয় ফুল।
সুন্দর পোষ্ট +

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:



- কাঠগোলাপ খুবই চমৎকার একটি ফুল, শত শত ভ্যারাইটি আছে। আপনার পছন্দের কথা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। আপনাকে আর আপনার প্রিয়তমাকে কাঠগোলাপের শুভেচ্ছা।

৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২০

শায়মা বলেছেন: ব্যাংককে তো এত এত কাঁঠগোলাপ!!!


ওদের জাতীয় ফুল কাঠগোলাপ নাকি??

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:



- ধন্যবাদ আপনাকে মন্তবের জন্য।
- থাইল্যান্ডের জাতীয় ফুল হচ্ছে সোনালু।

৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


ফুল সমাচার এখনো শেষ হয়নি আপনার?

২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:




- এতো শেষ হওয়ার নয়।

৬| ৩০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:২০

নাহল তরকারি বলেছেন: অসাধারণ একটি লেখা! কাঠগোলাপ ফুলের পরিচয় এবং তার ইতিহাস এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে পড়ে মনটা ভরে গেল। বিশেষ করে বিভিন্ন সংস্কৃতিতে এই ফুলটির মর্যাদা এবং ব্যবহার সম্পর্কে জানতে পেরে বেশ ভালো লাগলো। লেখায় ফুটে উঠেছে কবির প্রতিভা এবং পাঠকদের মুগ্ধ করার ক্ষমতা। আপনার কাছ থেকে আরও এমন লেখার অপেক্ষায় রইলাম!

আমি আপনাকে চিঠি লিখেছি। আপনি কি চিঠি পেয়েছেন?

৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:



- আপনার মন্তব্য পড়ে আমি অবাক হয়েছে!! মন্তব্যের ধরন-ভাষা অনেক পরিপক্ক হয়েছে। অভিনন্দন আপনাকে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
- চিঠি পাই নাই। কিন্তু চিঠিতো ঈদে লেখার কথা ছিল!! যাইহোক চিঠির জন্য্টও ধন্যবাদ জানাই।

৭| ৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৩

নাহল তরকারি বলেছেন: আপনাদের গুলসানের পোস্ট মাষ্টার ফোন দিয়েছিলো। সে বলেছে “আমি তো ঠিকানা চিনতেচিনা। প্রাপকের ফোন নাম্বার থাকলে ভালো হতো।” গুলসান পোস্ট অফিসে খোজ নিলে ভালো হয়। আপনার ও একটু অভিজ্ঞতা হলো।

৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ঠিকানা খুব সহজ। গুলশান পোস্ট অফিসে চিঠি আসার পরে ওরা উত্তর বাড্ডায় যারা ডেলিভারি দেয় তাদের হাতে চিঠি দিয়ে দেয়। সে চিঠিটা নিয়ে আসে উত্তর বাড্ডার তেঁতুল তলায়। সেখানে এসে আমার বাবা ওমর আলী মেম্বার সাহেবের বাড়ি জিজ্ঞাস করলেই যে কেউ চিনিয়ে দেয়। আমার নাম বললেও কেউ কেউ চিনে।

- যাইহক, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার টাইপকৃত চিঠিটি আমি ঘন্টা খানেক আগে হাতে পেয়েছি। চিঠিটি হাতে লেখা থাকলে বেশি ভালো হতো। সবচেয়ে বড় কথা এতো গুছিয়ে চিঠি লিখেছেন যে সেটি পড়ে আমার বিশ্বস হতে কষ্ট হচ্ছে যে চিঠিটি আপনি লিখেছেন। আমি কোনো কিছুই গুছিয়ে লিখতে পাড়ি না।

৮| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

নাহল তরকারি বলেছেন: চিঠি আমি লিখেছি। কিন্তু এটাকে কয়েকজন দিয়ে মোডিফাই করেছি। আমার হাতের লেখা খারাপ, তাই হাতে লিখতে সৎ সাহস পাই নি। আমার আর্থিক অবস্থা ২০১৯ সালের আগের মত হলে আপনাকে একটি মানি ব্যাগ গিফট করতাম। এবং সেটাও পোস্ট অফিসের RP যোগে পাঠাতাম।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন:

নাহল তরকারি বলেছেন: চিঠি আমি লিখেছি। কিন্তু এটাকে কয়েকজন দিয়ে মোডিফাই করেছি।
- চিঠি চমৎকার হয়েছে আগেই বলেছি। যারা মোডিফাই করেছে, তারাও ভালো কাজ দেখিয়েছ। আমার তরফ থেকে তাদের ধন্যবাদ জানাবেন।

আমার হাতের লেখা খারাপ, তাই হাতে লিখতে সৎ সাহস পাই নি।
- হা হা হা। যদি চিঠির উপরের ঠিকানা আপনি লেখে থাকেন তাহলে অবশ্যই আপনার হাতের লেখা খারাপ। এবং আমার হাতের লেখা আপনার চেয়ে বেশি খারাপ হওয়ার প্রতিযোগীতায় নামতে পারে। হাতের লেখা খারাপ বলে আমিও প্রায় সকল লেখা লেখির কাজ কম্পিউটারেই করি। এবং আমার দুই বন্ধু হিরা ও ইশ্রাফীলের হাতের লেখা আমার এবং আপনার চেয়েও অনেক বেশি খারাপ। তাই হাতে লেখা খারাপ বলে আমার কাছে কুন্ঠিত হওয়ার কোনো কারণ নাই।

আমার আর্থিক অবস্থা ২০১৯ সালের আগের মত হলে আপনাকে একটি মানি ব্যাগ গিফট করতাম।
- গিফ্ট কেনো করতে হবে!! চিঠি পেয়েই আমি আনন্দিত হয়েছি। বর্তমানে আমার আর্থিক অবস্থা আপনার চেয়েও অনেক অনেক বেশি খারাপ। আপনার হাতে হয়তো চলার মতো টাকা নেই, আর আমিকে চলার জন্য প্রতি মাসে অন্ততো ৬০ থেকে ৭০ হাজার টাকা ঋণ করতে হচ্ছে। সময় সব সময় এক রকম যায় না। খারাপ সময়ে ভেঙ্গে পড়তে নেই, চেষ্টা চালিয়ে গেলে সময় পরিবর্তণ হবেই। আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।

৯| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১০

নাহল তরকারি বলেছেন: চিঠি পাওয়ার পর আপনার অনুভূতি জানিয়ে একটি ব্লগ লিখলে কৃতজ্ঞ থাকিবো।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- চিঠির প্রাপ্তি স্বীকার পোস্টতো করবোই, দুই একদিন পরেই।

১০| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:০২

জনারণ্যে একজন বলেছেন: @ নাহল, আপনার হাতের হাতে লেখা যতই খারাপ হোক না কেন, আমারও একটা চিঠি পেতে ইচ্ছা করছে আপনার কাছ থেকে। কত কত বছর আগে যে এরকম এক চিঠি পেয়েছিলাম, ভুলেই গেছি।

আশেপাশের অতি-বুদ্ধিমান, ধুরন্ধর, ঘোড়েল, তথাকথিত-স্মার্ট সব মানুষ দেখতে দেখতে যখন ক্লান্ত, আপনার পোস্ট পড়লে তখন মন ভালো হয়ে যায়। মাটির ছোয়াঁ পাই, এমনটা মনে হয়।

আপনার যদি কোনো গিফট পেতে ইচ্ছা করে; কি পেতে চাইবেন বলুন তো, প্লিজ?

@ জলদস্যু - দুঃখিত, পোস্ট বহির্ভূত মন্তব্যের জন্য।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
@ জলদস্যু - দুঃখিত, পোস্ট বহির্ভূত মন্তব্যের জন্য।
- আপাততো এই পোস্টে আমরা দুজন আমি আর তরকারি পোস্ট বহির্ভূত আলোচনাই করছি। সো, কোনো সমস্যা নেই।

১১| ০২ রা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

নাহল তরকারি বলেছেন: @জনারণ্যে একজন ভাই সাব, আপনিও আপনার ঠিকানা দিন। মোবাইল নম্বর সহ।

১২| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩৭

এম ডি মুসা বলেছেন: অনেক দিন ধরে ব্লগ না আসায় আপনাদের লেখা গুলো মিস করছি

১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রায় ১ মাস হয় ব্লগে কোনো পোস্ট করা হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.