নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কন্যারা বড় হয়ে যাচ্ছে, ওদের পড়ার চাপ বেড়ে গেছে। বড় কন্যা ও-লেভেল পরীক্ষার জন্য প্রস্তুতির কোচিং শুরু করেছে। সপ্তাহে ৬ দিন কোচিং থাকে, আমাকেই দিয়ে আসতে আর নিয়ে আসতে হয়। ফলে কোথাও বেড়াতে চাওয়ার সময় পাওয়া যায় না। ডিসেম্বরের ২৫ তারিখ থেকে জানুয়ারির ৩-৪ তারিখ পর্যন্ত ওর ছুটি আছে। ছুটি আছে ছোট কন্যারও। এই সুযোগে একটি ২-৪ দিনের ট্যুর দেয়া যেতো। কিন্তু আমি আটকে গেছি বাড়ির কাজ নিয়ে। জানুয়ারির ১ তারিখে ৬ষ্ঠ তলায় ভাড়াটিয়া উঠবে, কাজ এখনো শেষ হয়নি। শেষ মুহুর্তের ফিনিশিং কাজ চলছে। তাই চাইলেই বের হতে পারছি না বেশি সময়ের জন্য। সবদিক বিবেচনা করে প্লান করেছি নাটোর ডে ট্রিপের। পরিকল্পনাটা হচ্ছে এমন -
২৭ তারিখ রাত ১০টায় বাসা থেকে বের হবো কমলাপুর রেল স্টিশনের উদ্দেশ্যে।
রাত ১১টা ৩০ মিনিটের পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে ভোর ৪টার দিকে পৌছে যাবো নাটোর রেল স্টিশন।
সেখান থেকে সারাদিনের জন্য একটি সিএনজি চালিতো অটো রিজার্ভ করবো।
সকাল ৬ টায় নাটোর স্টিশন থেকে রওনা হয়ে সকাল ৭টা ৩০মিনিটের মধ্যে বীরকুৎসা জমিদার বাড়ি / হাজারদুয়ারি জমিদার বাড়ি দেখে ফেলবো।
সকাল ৮টা ৩০মিনিটের মধ্যে দেখা হয়ে যাবে গোয়ালকান্দি জমিদার বাড়ি।
সকাল ৯টা ৩০মিনিটের মধ্যে তাহেরপুর রাজবাড়ি বেড়ানো শেষ করবো।
সকাল ১১টার মধ্যে দেখা হয়ে যাবে তারাপুর হাওয়া খানা।
দুপুর ১২টা ৩০মিনিটের মধ্যে দেখা শেষ করবো পুঠিয়া রাজবাড়ি।
দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে লাঞ্চ করবো।
বিকেল ২টা ৩০মিনিট পর্যন্ত থাকবো উত্তরা গণভবন / দিঘাপতিয়া রাজবাড়ি।
বিকাল ৫টায় শেষ হবে নাটোর রাজবাড়ি দেখা।
বিকাল ৫টা ৩০মিনিটে পৌছে যাবো নাটোর রেল স্টিশন।
বিকাল ৫টা ৩৫মিনিটের ফিরতি ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ধরে রাত ১০টা ৩০মিনিটে পৌছাবো কমলাপুর রেল স্টিশন।
রাত সারে ১১টার মধ্যে বাসায় পৌছে যাবো।
১০০ কিলোমিটার পথ, ৭টি মূল পয়েন্টে অনেকগুলি দর্শনীয় স্থাপনা। শীতকালের দিনগুলি হয় খুব ছোট, দেখাযাক পরিকল্পনার কতটুকু কভার করতে পারি।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সাথে বউ থাকবে, বনলতার সাথে দেখা করতে চাইলে সব্বনাশ হয়ে যেতেপারে ট্রিপের।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:১৯
কলাবাগান১ বলেছেন: বয়স বেড়েছে তা স্পস্ট বুঝতে পারছি.... টাইটেল এ নাটোর না পড়ে ন্যাটোর ভ্রমন পড়ে আগ্রহ নিয়ে পড়া শুরু করলাম ন্যাটোর দেশ সুমুহের বর্ননা ও ছবি দেখার জন্য
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা। আমারও বয়স বাড়ছে, অল্পতেই মন উঠে যায়, চোখও....
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৬
জনারণ্যে একজন বলেছেন: @ জলদস্যু, সপরিবারে আপনার নাটোর ট্রিপের প্রতি শুভকামনা থাকলো। দেশে কখনো গেলে এবং উভয়পক্ষে সময় সুযোগ হলে, একটা চ্যাপ্টা বোতল বগলবন্দী করে আপনার সাথে ট্রিপে যাওয়ার ইচ্ছা আছে।
১৭০ কিলোমিটার পথ আমাকে নিয়মিত পাড়ি দিতে হয় কাঁচামরিচ কিংবা সবজি কেনার জন্য। এই শনিবারেই তো গেলাম, পুঁই শাক আর ব্লু ক্র্যাব কিনে এনেছি।
আমার এখানে এখন উইন্টার ক্লোজার চলছে। সবকিছু রেডি, কালকেই বেরিয়ে পড়বো রোড ট্রিপে। এখনো কিছুই ঠিক করিনি কোথায় যাবো, তবে দিন-দশেক সময় যেহেতু আছে, একদিকে রওনা দিলেই হয়।
ভালো থাকবেন আপনি।
২৫ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- দেশে চ্যাপ্টা বোতল সংগ্রহ করা কঠিন, ভেজালের ভয় আছে। তারপরেও চ্যাপ্টা বোতল হলে ট্রিপ কিন্তু জমে যায়।
- ওভাই!! নাটোরের ১০০ কিলোমিটার সিএনজিতে চেপে যাওয়া আর আপনার দেশে লং-ড্রাইভে যাওয়াটা এক পাল্লায় উঠানোটা কিন্তু ঠিক হইলো না।
- আপনার ভ্রমণের জন্যও রইলো শুভ কামনা। ছবিতোআর দিবেন না বেরিয়ে এসে।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
শিশির খান ১৪ বলেছেন: বাহ্ আপনার ভ্রমণ পরিকল্পনা শুনে তো আমার ও ঘুরতে মন চাইতেছে কিন্তু সম্ভব না অনেক পারায় আছি যান ঘুরে আসেন ছবি আপ দিয়ে ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার কইরেন যদি কোনো দিন নাটোরে যাই তে হইলে কাজে দিবে আর বনলতা সেন এর সাথে দেখা হইলে আমার সালাম দিয়েন।