নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যু

মরুভূমির জলদস্যুর বাগানে নিমন্ত্রণ আপনাকে।

মরুভূমির জলদস্যু › বিস্তারিত পোস্টঃ

শ্বেতশুভ্র সোর্ড লিলি

২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৪



সোর্ড লিলি বা মেক্সিকান সোর্ড লিলির নামের সাথে লিলি থাকলেও এটি আসলে লিলি বা লিলি পরিবারের কোনো ফুল নয়। কিভাবে কিভাবে যেনো এর নামের সাথে লিলি জুড়ে গেছে। এতো চমৎকার একটি ফুল কিন্তু এর কোনো বাংলা নাম নেই। মুখে মুখে সোর্ড লিলি নামটাই বাংলার মতো হয়ে গেছে। তবে সোর্ড লিলির আরেকটি প্রজাতি আছে যেটিকে "জল গোলাপ" বলা হয়।


সোর্ড লিলি / মেক্সিকান সোর্ড লিলি
Common Name : Mexican sword plant, Sword lily, Radican Sword, Creeping Burhead
Scientific Name : Echinodorus palifolius





মেক্সিকান সোর্ড লিলি মেক্সিকো ও ব্রাজিলের স্থানীয়। বাংলাদেশে এর বিস্তার বেশ ভালোই। বিশেষ করে বর্তমানে ছাদ বাগানে এবং বারান্দা বাগানে সোর্ড লিলি নিজেদের যায়গা করে নিয়েছে। তেমন একটা যত্ন নিতে হয় না। কিছুটা রোদ পেলেই চলে। ভেজা মাটি, পুকুরের ধার, নালা-নর্দমায় অনায়াসেই এর বিস্তার ঘটতে পারে। কেটে ছেটে না রাখলে চারপাশে ছড়িয়ে পরার চেষ্টা করে। যদিও খুব একটা আগ্রাসী নয় এরা। সোর্ড লিলি একটি জলজ উদ্ভিদ হলেও কচুরি পানার মতো জলে ভেসে চলা জলজ উদ্ভিদ নয়। এরা বহুবর্ষজীবী অর্নামেন্টাল জলজ উদ্ভিদ। সোর্ড লিলি সাধারণত শিকড় মূল, বীজ ও ফুলের ডাঁটায় শিকড় গজানোর মধ্য দিয়ে বংশবিস্তার করে।





সোর্ড লিলির কান্ড গুলি কৌণিক ও মসৃণ। কান্ড গুলি ২ থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। কান্ডের চূড়ায় থাকে একটি চকচকে সবুজ পাতলা শিরাযুক্ত লম্বাটে উপবৃত্তাকার পাতা। পাতাগুলি ৬ থেকে ৮ ইঞ্চির মত লম্বা এবং প্রস্থে ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। তবে কিছু কিছু পাতা ১৬ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে দেখা যায়। মাঝে মাঝে পাতার ওজনে ডালগুলি নিচে ভেঙ্গে পরে। পুরনো কান্ড ও পাতা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়া কান্ড ও পাতা সরিয়ে না ফেললে দেখতে বেশ খারাপই লাগে। প্রতি গুচ্ছ গাছে ৯ থেকে ১২টির মতো পাতা থাকে।





সোর্ড লিলির ফুল প্রায় সারা বছরই ফুটতে দেখা যায়। তবে বসন্ত থেকে শরৎ পর্যন্ত অবাধে প্রস্ফুটিত হয়। গাছের গুচ্ছের গোড়া থেকে ২ থেকে ৩ ফুট লম্বা একটি অনমনীয় পুষ্পদন্ড বের হয়। পুষ্পদন্ডের কয়েক ইঞ্চি পরপর ঘূর্ণায়মান ভাবে কয়েকটি করে ফুলের গুচ্ছ থাকে। গুচ্ছগুলিতে এক সাথে বেশ কয়েকটি করে ফুল ফুটতে শুরু করে। সোর্ড লিলি দীর্ঘ-প্রস্ফুটিত ফুল, এরা এক সাথে সবাই না ফুটে কয়েকটি করে দীর্ঘ সময় নিয়ে ফোটে।

ফুলগুলি হয় সাদা রঙ্গের। প্রতিটি ফুলে শ্বেতশুভ্র ৩টি করে পাপড়ি থাকে। ফুলগুলি দেখতে সসারের মতো। প্রতিটি পাপড়ি একে অপরের সাথে অভারলেপিং করে থাকে। পাপড়ি গুলি প্রায় এক ইঞ্চি লম্বা এবং এক ইঞ্চির চেয়ে সামান্য বেশি চওড়া হয়। এক-একটি পুষ্পদন্ডে ৮ থেকে ১৫ টি ফুলের গুচ্ছ হতে পারে। এই গুচ্ছগুলিতে পরবর্তীতে শিকড় গজায় এবং এগুলি দিয়ে অনায়াসেই চারা করা যায়। প্রতিটি ফুলের কেন্দ্রে হলদে রং এর ২০ থেকে ২৪টি পুংকেশর থাকে।





সোর্ড লিলি গাছে তেমন কোনো রোগ বালাই নেই। পোকা-মাকর, কীটপতঙ্গ খুব একটা আক্রমন করে না। তবে ছাদে বা বারান্দায় গাছ লাগালে পানির দিকে সব সময় নজর রাখতে হবে। মশার লাভা দেখা গেলে পানিতে কিটনাশক দিতে হবে। এর কোনো ঔষধীগুণাগুণ রয়েছে কিনা তা আমার জানা নাই।


ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু।
ছবি তোলার স্থান : বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২০শে আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: =================================================================

আজি যত কুসুম কলি ফুটিলো কাননে

অশোক, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), অপরাজিতা, আকন্দ, আমরুল, আফ্রিকান টিউলিপ, আলোকনন্দা (হলুদ)

উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী, এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)

কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কালো বাসক, কালো বাদুড় ফুল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, ক্যাসিয়া রেনিজেরা, কামান গোলা, কাগজ ফুল, কাঠগোলাপ, কাঠচাঁপা, কাঁটামুকুট, কন্টকমুকুট, কাঞ্চনার, কাঞ্চনক, কুর্চি, কুরচি, কৃষ্ণচূড়া, খাড়া মুরালি

গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু, গুলমোহর, ঘোড়া চক্কর

চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা), ছোটপানা

জবা, সাদা জবা, ঝুমকো জবা, ঝুমকা জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা, হাইব্রিড জবা, হাইব্রিড গোলাপী জবা, হাইব্রিড ক্রিম জবা

জারবেরা, জ্যাকারান্ডা, ঝুমকোলতা, ঝুমকো জবা

টগর, জংলি টগর, ডালিয়া, তমাল, তারাঝরা

দাঁতরাঙ্গা, দাদমর্দন, দদ্রুমর্দন, দাদমারী, দেবকাঞ্চন, দোলনচাঁপা, দুপুরমনি, ধুতুরা

নাগেশ্বর, নাগচম্পা, নাগেসর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীলচূড়া, নীল বনলতা, নীল লতা, নীলাতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,

পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি

ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)

বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা, বার্মিজ গোলাপি সোনাইল, ভাট ফুল, ভ্রমরপ্রিয়া

মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল, মুচকুন্দ চাঁপা, মেক্সিকান সোর্ড লিলি

রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক, রক্তপুষ্পিকা, রক্ত শিমুল, রক্ত কমল, রক্তচূড়া

লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লাল কাঞ্চন, লাল শাপলা, লাল কমল, লাল শিমুল

শটি ফুল, শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শিবঝুল, শিমুল, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ

সন্ধ্যামালতী, সন্ধ্যামনি, সুলতান চাঁপা, সুভদ্রা, সুখ মুরালি, সূর্যমুখী, সুরজমুখী, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে, সোর্ড লিলি, সাদিমুদি

হাতি জোলাপ, হাতিশুঁড়, হলুদ জবা

অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল

মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, তিল ফুল, বিষকাটালি, পাহাড়ি বিষকাটালি,

বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, পারিজাতের পরিচয়, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================

২| ২২ শে মার্চ, ২০২৫ রাত ৮:১৬

কামাল১৮ বলেছেন: চমতকার একটি ফুল।

২২ শে মার্চ, ২০২৫ রাত ১১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- সত্যিই চমৎকার একটি ফুল।

৩| ২২ শে মার্চ, ২০২৫ রাত ৮:৫৪

জ্যাক স্মিথ বলেছেন: অনেকদিন পর আপনার পোস্ট দেখলাম।
ফুল নিয়ে যদি কেউ গবেষণা করতে চায় তাহলে আপনার এই পোস্টগুলো তার জন্য হবে এক এনসাইক্লোপিডিয়া।

২২ শে মার্চ, ২০২৫ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কয়েকদিন আগেই আরেকটি পোস্ট দিয়েছিলাম।
- গবেষণায় আমার পোস্ট কোনো কাজে লাগবে না। তবে ফুল চিনতে, ফুল সম্পর্কে জানতে পোস্টগুলি কাজে লাগবে নিশ্চয়ই।

৪| ২৩ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৫৩

শায়মা বলেছেন:

এই ফুলটা আমি আঁকার চেষ্টা করেছিলাম। :)

২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাহ! চমৎকার।

৫| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: এই ফুলটা দেখতে নয়নতারা ফুলের মতোন।

২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:


নয়নতারার সাথে কোনদিক দিয়ে মিললো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.