| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা ২০১৫ সালের ডিসেম্বর মাসের ৬ তারিখ।
উত্তর বাড্ডা থেকে রওনা হয়ে সকাল ১১টার দিকে পৌছাই কমলাপুর রেলওয়ে স্টেশন। উদ্দেশ্য রেললাইন ধরে হেঁটে হেঁটে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো।
হাঁটা শুরু হবে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফর্ম থেকে রেললাইন ধরে। হেঁটে হেঁটে যতদূর সম্ভব যাব, যখন আর হাঁটতে ইচ্ছে করবে না তখন সেখান থেকে ট্রেন বা বাস ধরে ফিরে আসবো বাড়িতে। পরে আবার কোনো দিন ট্রেনে বা বাসে ফিরে যাবে আগের সেই যায়গায়। আবার শুরু করবো হাঁটা, হাঁটতে হাঁটতে পৌঁছাবো নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন।
আসলে আমার ইচ্ছে এইভাবে হেঁটে হেঁটে কমলাপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত যাওয়া।
ময়মনসিংহের উদ্দেশ্যে হাঁটা ধরার আগে উলটো পথের নারায়ণগঞ্জ পর্যন্ত যাওয়াটা হচ্ছে নিজেকে যাচাই করা।
হাঁটা শুরু করার আগে কমলাপুর রেলওয়ে স্টেশনের বেশ কিছু ছবি তুলেছিলাম। সেখান থেকে ১০টি ছবি রইলো।
২ । অবসর প্রাপ্ত ট্রেন.jpg)
৩.jpg)
৪.jpg)
৫.jpg)
৬.jpg)
৭.jpg)
৮.jpg)
৯.jpg)
১০.jpg)
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- উদ্যোগটি আসলেই ভালো ছিলো। এখন সেটি আরো বেশি করে বুঝতে পারছি।
- সেদিন আমার ভ্রমণসঙ্গী কেউ ছিলো না। এই কাজে কাউকে সঙ্গী করার মতো লোক পাওয়া মুশকিল। তাই আমি একাই ছিলাম।
- শেষ পর্যন্ত হেঁটে হেঁটে কমলাপুর থেকে নারায়নগঞ্জ যেতে পেরেছিলাম কিনা সেটি সেটি আগামি পর্বগুলিতে দেখতে পাবেন। প্রচুর ছবি তুলেছি রেললাইন আর তার আশপাশের জীবনচিত্রের। সেগুলি শেয়ার করবো নিয়োমিতো।
- ধন্যবাদ আপনাকে মন্তব্য এবং পোস্টে লাইক দেয়ার জন্য।
২|
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
শেরজা তপন বলেছেন: তারপর আর কি যাওয়া হইল??
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাঁটা শুরু করেছিলাম। যেতে পেরেছিলাম কিনা সেটি আগামি পর্বগুলিতে দেখতে পাবেন। প্রচুর ছবি তুলেছি রেললাইন আর তার আশপাশের জীবনচিত্রের। সেগুলি শেয়ার করবো নিয়োমিতো।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৩|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:১৬
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপনার লেখাটা পড়ে আমারও খুব ইচ্ছা করছে এভাবে হাটতে। একা একা পথ চলার ও একটা আনন্দ আছে।
৪|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৯
কামাল১৮ বলেছেন: হাজার হাজার নারী-পুরুষ, বালক-বালিকা ঢাকা থেকে হেটে মুন্সিগঞ্জ গিয়েছে ৭১ সালে।আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি স্কুল কলেজে।
আমি নিজে মুন্সিগঞ্জ থেকে হেটে বরিশাল গিয়েছি হেটে।সাথে আরো দুইজন ছিলো এবং সাথে ছিলো তিনটা রাইফেল যেগুলো মুন্সি গঞ্জ থানা থেকে লুট করা।
৫|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫১
কামাল১৮ বলেছেন: আমি অনেক বছর কমলাপুরের খুব কাছে ছিলাম।রোজ বিকালে হাটতে যেতাম কমলাপুর স্টেশনে।থাকতাম মতিঝিল এজিবি কলোনিতে।
৬|
১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৩
কামাল১৮ বলেছেন: ছবি সুন্দর হয়েছে।পরবর্তি পোস্টের অপেক্ষায় থাকলাম।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন। সেদিন আপনার সাথে ভ্রমণসঙ্গী কয়জন ছিল? শেষ পর্যন্ত হেঁটে হেঁটে কমলাপুর থেকে নারায়নগঞ্জ যেতে পেরেছিলেন কি? নাকি মাঝপথ থেকে রণে ভঙ্গ দিয়ে ট্রেন বা বাস ধরে বাড়ি ফিরে এসেছিলেন?
৩ ও ৪ নং ছবিদুটো সুন্দর। + +
পোস্টে প্রথম মন্তব্য ও প্রথম 'লাইক' রেখে গেলাম।