![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে কম্পিউটার ইন্জিনিয়ারিং -এ স্নাতক ও বিলেতে স্নাতকোত্তর ডিগ্রীর পাঠ চুকিয়ে বর্তমানে একটি সনামধন্য মাল্টিনেশনাল আইটি ফার্মে কাজ করছি। পাশ্চাত্য শিক্ষার্জিত ধ্যান-ধারনা, ধর্মীয় ও দেশী মূল্যবোধ সবমিলিয়ে বেশ ইতিবাচক কিন্তু জটিল মননশীলতা আমাকে প্রায়ই বিপদে ফেলে। অবশ্য নিজেকে ব্যাতিক্রমধর্মী ভাবতে আমার বেশ ভালই লাগে, সাধারনের মাঝে অসাধারন হয়ে থাকার ভাল-মন্দ দুটোই ভোগ করতে হয় অনবরত .....
ইংলেন্ডে আছি প্রায় ছয় মাস ধরে, আমার লেন্ড-লর্ড কেভিন কোর্টের সাথে তাই জমে গেছে। ইংলিশরা নাক উচু স্বভারের জন্য দুনিয়া জোড়া কুখ্যাতি অর্জন করলেও এই বেটা অনেক আলাদা। বেশ আমুদে ও মিশুক। ইংরেজদের চাইতে বরং আমেরিকান বা অস্ট্রেলিয়ানদের সাথে বেশি মিল খুজে পাওয়া যায়। গত পর্শু ছিল ওর জন্মদিন, ৫০ তম। হাফ সেন্চুরী করার দুখে তাই দাওয়াত দিল স্থানীয় এক পাবে। আমি না গেলেও ৪-৫ হাউজমেট ঠিকই কেক-গিফট নিয়ে হাজির। বেশি দুঃখ হল জুনিয়ার গুলির জন্য এক এক জন বেশ মান্জা মেরে পাবে গেল, এক জন ত দুপুরে ঠিক মত খেয়েছে কিনা সন্ধেহ ঐ খানে গিয়ে ত সবাই টাশকি , বিলাতের আজব নিয়মে সবারই মাথা খারাপ। এখানকার নিয়ম হল যার জন্মদিন সবাই মিলে তাকে খাওয়াতে হবে। পার্টিতে আসা বুড়াগুলা সব বিয়ার খাচ্ছে তাও আবার গাটের পয়সা খরচ করে। কিন্তু বাঙ্গালী আজব চিজ, কেভিনের কাছ থেকে ঠিকই সফ্ট ড্রিংসের পয়সা আদাই করা হল, উপরি হিসেবে নিজেদের কেনা কেকের দুই-তৃতিআংশ অক্ষত অবস্থায় ফেরত আনা হল।
বেটা আজ বাসায় নাই নইলে আজকে আবার ধরতে পারতাম কারন আমাদের সাহাদাত হোসেন রাজিব আজ লর্ডসে তার কেরিয়ারের ৪র্থ ৫ উইকেট পেয়েছে। আর তামিমের মাইরে বাংলাদেশ ভালই জবাব দিচ্ছে। গত সিরিজ থেকেই ওর সাথে বাজি সেন্চুরী বা ৫ উইকেট পেলেই খাওয়াতে হবে। ইংলেন্ডের বাংলাদেশ সফরের শুরুতে পারলে আমাদের ফু-দিয়ে উরিয়ে দেয় কিন্তু ওয়ানডে আর টেস্ট মিলিয়ে শেষ সফরে বেটা ভালই টের পেয়েছে আমরা কি পারি।
Bowling O M R W Econ
Shahadat Hossain 28 3 98 5 3.50 (2nb, 1w)
শাবাস সাহাদাত। অশেষ ধন্যবাদ তোমাকে আজ ব্রিটিস কমেন্টেটর ও বাংলাদেশের প্রসংশায় পন্চমুখ। আর তামিমকে যে এরা বেশ ভয় পায় তার প্রমান আবার পেলাম। বাংলাদেশ ভালই লড়ছে ১৩০/১ ।
ও আচ্ছা এটা জানেন কি, ক্রিকেটের মক্কা লর্ডসে ২ টা উইনার বোর্ড আছে যাতে ৫ উইকেট পাওয়া বোলার বা ১০০ করা ব্যাটসম্যানদের নাম লেখা হয়। প্রথম বাংলাদেশী হিসাবে তাই সাহাদাতের নাম উঠবে এই বোলার্স বোর্ডে। এবার অপেক্ষার পালা দেখি ব্যাটসম্যানদের কেউ ২য় বোর্ডে তাদের নাম তুলতে পারে কি না।
কেভিল রেডি হও....
২৮ শে মে, ২০১০ রাত ১০:৩১
ওরাকল বলেছেন: ভালই খেলছে ওরা।
২| ২৮ শে মে, ২০১০ রাত ১০:১৪
এস বাসার বলেছেন: শাহাদাতের জন্য অনেক শুভ কামনা।
৩| ২৮ শে মে, ২০১০ রাত ১০:১৯
নক্ষত্রের কান্না বলেছেন: ভাল কিছু আরো আশা করছি
৪| ২৮ শে মে, ২০১০ রাত ১০:২২
আলী প্রাণ বলেছেন: শাহাদাতের জন্য অনেক শুভ কামনা থাকলো।
শেয়ারের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকবেন।
৫| ২৮ শে মে, ২০১০ রাত ১০:২৩
জয়ার ভুবন বলেছেন:
৬| ২৮ শে মে, ২০১০ রাত ১০:২৩
সবুজ অঙ্গন বলেছেন: comment by: মাসুম আহমদ ১৪ বলেছেন: কংগ্রেচুলেশন সাহাদাত । এখন ব্যাটসম্যানদের পালা
৭| ২৮ শে মে, ২০১০ রাত ১০:২৪
তাহসিব বলেছেন: পুত্তম পিলাচ
২৮ শে মে, ২০১০ রাত ১০:৩১
ওরাকল বলেছেন: ধন্যবাদ।
৮| ২৮ শে মে, ২০১০ রাত ১০:৩৯
ফয়সল হাসান বলেছেন: আশা করি একজন না একাধিক ব্যাটসম্যান লিস্টিতে নাম তুলব, পিলাচ লন।
৯| ২৮ শে মে, ২০১০ রাত ১০:৪০
নুরুন নেসা বেগম বলেছেন: দেশের ভাল কিছু হলে দেশে-বিদেশে কত আনন্দ, গর্ব হয়!
২৮ শে মে, ২০১০ রাত ১১:০৯
ওরাকল বলেছেন: আসলেই
১০| ২৯ শে মে, ২০১০ রাত ১:০৯
বাবুকস বলেছেন: আশা করি ব্যাটসম্যানরাও এবার কিছু করে দেখাবে। এখন পর্যন্ত ব্যাটিং আশানুরূপ হচ্ছে। কালকে আগ্রহ নিয়ে খেলা দেখবো।
১১| ৩১ শে মে, ২০১০ রাত ১:৩১
সোহেল_সিএসই_ঢাবি বলেছেন: তামিম ও পেরেছে
শাবাস তামিম
১২| ০৬ ই জুন, ২০১০ দুপুর ১:০১
শূণ্য উপত্যকা বলেছেন: আপনি লন্ডন থাকেন বুঝি? খেলা দেখছেন মাঠে গিয়ে?
০৬ ই জুন, ২০১০ বিকাল ৫:০৯
ওরাকল বলেছেন: না আমি স্টেফোর্ড (বার্মিংহামের কাছাকাছি)
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১০ রাত ১০:১৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: কংগ্রেচুলেশন সাহাদাত । এখন ব্যাটসম্যানদের পালা