নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাদকতা , ধর্মান্ধতা , উগ্রতা ও অজ্ঞতামুক্ত ব্যক্তি জীবন ও সমাজ জীবন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি ও লালন করি । হিজল , তমালও জারুল বৃক্ষের স্নিগ্ধ ছায়ায় প্রাণ জুড়াতে চাই । কুরআনের সুর লহরীতে আকাশ বাতাস মোহিত করতে চাই দাউদ (আঃ) এর মত ।

হাফেজ মাওলানা গোলাম সরওয়ার

হাফেজ মাওলানা গোলাম সরওয়ার, আমি একজন শিক্ষক আমার বিবেকের ও সমাজের ।

হাফেজ মাওলানা গোলাম সরওয়ার › বিস্তারিত পোস্টঃ

ইসলামের নামে গোঁড়ামি , ভণ্ডামি আর বাড়াবাড়ি কদিন চলবে ?

০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২

আজ আমি আমার নিজকে নিয়ে লিখবঃ
আমার হৃদয় জুড়ে কুরআনের গান বাজে , কুরআনের সুরে আমার ঘুম ভাঙ্গে । কুরআনের শিল্প ছোঁয়ায় আমার প্রাণ ব্যাকুল হয় । কিন্তু আমার বাহির সত্ত্বায় বিরাজ করে শত্রুর আনাগোনা । আমার চারপাশ জুড়ে কুরআনের হৃদয়াঙ্গমের পরিবর্তে শুধু মত্ততা আর ব্যাস্ততা ।
কুরআনের ঐশী সুর আমার হৃদয়কে শানিত করে কোন আল্লামা,ক্বারি, মুন্সি কিংবা কুরআনের সওদাগর নয় , আমাকে সুরের ব্যঞ্জনায় মোহিত করে এ আর রহমানের '' কুন ফায়াকুন , কুন ফায়াকুন , কিংবা হাসবি রাব্বি জাল্লাল্লাহ , মাফি কাল্বি গাইরুল্লাহ " । আমার মধ্য রাতের ঘুম কেড়ে নেয় ঐশী সুরের সুর লহরী '' বারি সিদ্দিকির কথা -আপন মানুষ দুঃখ দিলে দুঃখ প্রাণে সয় না , আমি আঁতকে ওঠে কাঁদতে থাকি - ও আল্লাহ তুমি আমার সবচাইতে আপন , তোমার সৃষ্টিকে , তোমার পরিবার কে কষ্ট দিয়ে কতনা পাপ করেছি ! আমার হৃদয় জুড়ে কুরআনের ধ্বনি অনুরণিত হয় আর পাপময় চোখে অশ্রু ঝরে এই ভেবে , আমি কী গাইতে পেরেছি কুরআনের গান যেমন গেয়েছেন সামি ইউসুফ আর মাহের জাইনরা ! আমার কণ্ঠ ধ্বনি কী পৌঁছেছে ওই খানে , যেখানে পৌঁছেছে নুসরাত ফতেহ আলির কণ্ঠ ?

আমি দাওরা হাদিস পড়েছি , কামিল পাশ করেছি , ইসলাম শিক্ষায় এম এ পাশ করেছি , কুরআন কে বুকে ধারণ করে আছি ২২ বছর ধরে । কিন্ত আমার এসব ভুয়া , কেননা আমার অপচয়মুলক পোশাক পাঞ্জাবী নাই । আমার রবীন্দ্রনাথের মতো অথবা নরেন্দ্র মোদীর মতো দাড়ি নাই। তবে আমি যে সুরের মূর্ছনা শুনেছি মধ্য রাতের গোপন কনসার্টে , আমার হাতে সামি ইয়সুফ , এ আর রাহমান আর উম্মে কুলসুম '' ইয়া নাবি সালামু আলাইকা'র মধ্যে যে মশাল তুলে দিয়েছে তা আর নিভবে না ইনশাল্লাহ ।

আমাকে পথ দেখিয়েছেন মিশরীয় ক্বারি ডঃ আহমেদ নুইয়ানা , কারি আব্দুল বাসিত । ইন্দনেশিয়ার মুয়াম্মার যা , তুরস্কের ক্বারি ডঃ আহমেদ মোস্তফা কামিল ও সুমাইয়া ।
আমাকে উজ্জ্বল পথের সন্ধানে হাতছানি দিচ্ছেন ডঃ ইউসুফ আল কারজাবি , আহমেদ দিদাদ । আমি বুঝতে চাই , জানতে চাই লাখো কোটি রাসুলের বন্ধুর এ পবিত্র ভূখণ্ডই কি বেশি পবিত্র না (গ্রীনজোন) আধুনিককালের হেরেমখানায় পূর্ণ সেইসব দেশগুলোই কী বেশি পবিত্র ?
আমি ভণ্ডামি , গোঁড়ামি বা বাড়াবাড়ি বুঝিনা , তবে ইসলামের নামে যারা আমার ভাটিয়ালি ( আমায় ভাসাইলি রে , ডুবাইলিরে.) ভাওয়াইয়া ( ওকি গারিয়াল ভাই ) মুর্শিদি ( পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই) কে নিঃশেষ করতে চান , ধ্বংস করতে চান, তারা আর যাই করেন না কেন ; তাঁরা আমার এ ভূখণ্ডের উত্তরাধিকারী নন ।

বিঃ দ্রঃ আমার লেখার সমালোচনার জন্য আপনাদের সাদর আমান্ত্রন । আশা করি ৩০ লক্ষ শহীদের প্রাণ আপনাদের ও আমাদের বলবেন জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন ।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩০

বিজন রয় বলেছেন: শুধু ইসলাম না, যে কোন কিছু নিয়ে বাড়বাড়ি ভাল না।

একটি সুন্দর পোস্ট দিয়ে ব্লগিং শুরু করেছেন।
অনেক ভাল লাগল।

ব্লগে স্বাগতম।
ভাল থাকুন, শুভব্লগিং।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.