নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাদকতা , ধর্মান্ধতা , উগ্রতা ও অজ্ঞতামুক্ত ব্যক্তি জীবন ও সমাজ জীবন প্রতিষ্ঠার স্বপ্ন দেখি ও লালন করি । হিজল , তমালও জারুল বৃক্ষের স্নিগ্ধ ছায়ায় প্রাণ জুড়াতে চাই । কুরআনের সুর লহরীতে আকাশ বাতাস মোহিত করতে চাই দাউদ (আঃ) এর মত ।

হাফেজ মাওলানা গোলাম সরওয়ার

হাফেজ মাওলানা গোলাম সরওয়ার, আমি একজন শিক্ষক আমার বিবেকের ও সমাজের ।

হাফেজ মাওলানা গোলাম সরওয়ার › বিস্তারিত পোস্টঃ

আসুন এই রমজানে শপথ করি সত্যকে জানি , ধর্মান্ধতা কে ধ্বংস করি

১৭ ই মে, ২০১৬ দুপুর ১২:২৮

আসছে রমজানে আমার ২৩ তো তারাবী হএ এটা । অর্থাৎ আমি আজ থেকে ২৩ বছর আগে থেকে রমজানের খতম তারাবী পোড়ানো শুরু করি । আমি তখন মাত্র ১১ বছরের । এখন আমি ৩৪ বছরে আছি । কামিল প্রথম ক্লাশে পাশ করেছি । মিশকাত জামাত পর্যন্ত পড়েছি । ইসলামিক শিক্ষায় অনার্স ও মাস্টার্স করেছি । কিন্তু আমি নাকি ইসলাম সম্পর্কে কিছুই জানিনা । কারণ আমার আমার দাঁড়ি নেই আর পাঞ্জাবী নেই । আমি তারাবী পড়াই ঢাকা সেনানিবাসের একটি মসজিদে আজ থেকে ২১ বছর ধরে । কিন্তু আমার তারাবী বাদ দেয়ার চিন্তা করলো কেউ কেই , কেননা আমার দাঁড়ি নাই ।
আমার এসব বলার কারণ হচ্ছে --
ইসলামের বিধি বিধানে কতগুলো স্তর আছে । ফরয, ও সুন্নাত । কিন্তু যারা ফরয আর সুন্নতের মধ্যে পার্থক্য জানেনা , তারা কী করবে ? ফরজ আর সুন্নতের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে ।
ইসলামে ফরজ লঙ্ঘন করলে মানুষ কাফের বা ইসলাম থেকে বাহির হবে । সুন্নত লঙ্ঘন করলে পাপ হবে না , সওয়াব থেকে বঞ্চিত হবে । কিন্তু আমরা কী বলি ? দাঁড়ি না রাখলে নামাজ হবে না । কী ভাবে এই কথা বলে সে ? দাঁড়ি সুন্নত আর নামাজ ফরজ । তাহলে কী সে রাসুল (সাঃ) থেকে অনেক বড় হয়ে গেল না ? রাসুলের বিধান থেকে নিজে উচ্চতর বিধান বানাল না ?
এসব কিছু কেন ঘটে জানেন ? ধর্ম কে না জানার কারণে । ধর্মে অন্ধ হয়ে যাওয়ার কারণে ।
আসুন , এই রমজানে আমরা কুর'আন কে জানি ও ধর্মান্ধতা মুক্ত বাংলাদেশ গড়ি ।
প্রকৃত ধর্মভীরুতা দেখুন , সে যাকাত ফিতরা না খেয়ে বা না নিয়ে স্বীয় হস্তে উপার্জন করছে আর ঐ হাদিস মানছে -- ফরজ ইবাদতের পর হালাল উপার্জন করা ও আরেকটা ফরজ । আর আমরা যারা ধর্মের ঠিকাদার , আমরা ভিক্ষা করি , দুয়ারে দুয়ারে ঘুরি যাকাত ফিতরার জন্য । কেননা আমরা ইসলাম কে জেনেছি ধর্মান্ধতার মোড়কে ।

হাফেয মাওলানা গোলাম সরওয়ার
শিক্ষক ও গবেষক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.