নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

raajkobi

I am a simple man....

রাজকবি

রাজকবি › বিস্তারিত পোস্টঃ

মনিরাকে একটু সাহায্য করবেন প্লিজ?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

আপডেট - ১

একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে যার নাম্বার ০১৯৪১৯৪৫২৮৬



আপডেট - ২

এখন পর্যন্ত প্রায় ৮০,০০০ (আশি হাজার) টাকা কালেক্ট হয়েছে। তার মধ্যে আমার বন্ধু (যে ইন্ডিয়াতে আছে) – ১৫০০০, ওর পরিবার – ২০০০০, আমি – ১৫০০০, আমার আরেক বন্ধু – ৩০০০, ফিনল্যান্ডের আমার এক বন্ধু – ২০০ ইউরো (এখনো পাইনি, তবে পেয়ে যাব), একজন বিকাশ করেছেন – ৫০০০, ব্যাংকে টিটি করেছেন একজন – ২০০০

এভাবে আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি তাহলে হয়ত এ যাত্রা মনিরা বেচে যাবে



আপডেট - ৩

এখন পর্যন্ত ১২০,২৭৭ টাকার সংকুলান হয়েছে। শীগ্রই মনিরাকে ফার্স্ট সাইকেলের কেমো দেয়া হবে। আপনারা সবাই দোয়া করবেন। বিদেশে থেকে টাকা পাঠানোর জন্য:

Monirul Islam

MSA A/C No: 20502360200471314

Islami Bank Bangladesh Ltd. Fayez Khan Tower, Sonabandhu Sarak, Kumarkhali, Kushtia-7010, Bangladesh

SWIFT Code: IBBLBDDH133





সপ্তম শ্রেণির চঞ্চলমতী ছাত্রী মনিরা, বন্ধুদের সাথে খেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে সামান্য ব্যথা পায়। সে ব্যথা ক্রমশ বেড়ে গিয়ে পা ফুলে যায়। ডাক্তারের পরামর্শে ওর পরিবার জানতে পারলো ক্যান্সার বাসা বেধেঁছে ওর পায়ে। একের পর এক কেমোথেরাপীর খরচ মেটাতে গিয়ে সর্বস্বান্ত হল ওর পরিবার। তবুও পা বাঁচানো যায়নি। ওকেও বাঁচানো যাবেনা। দেশের বাইরে গিয়ে চেষ্টা করতে পরামর্শ দিলেন ডাক্তার। সন্তানের এরকম ক্রমশ নিস্তেজ হয়ে যাওয়া সহ্য করতে না পেরে ধারদেনা করে ওর বাবা মা ওকে নিয়ে গেলেন ইন্ডিয়াতে। ভর্তি করে দিলেন চেন্নাইয়ের ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে। সেখানকার ডাক্তার জানালো ভুল চিকিৎসা হয়েছে এতদিন। মাশুল দিতে হবে মনিরাকে। বাঁচানো যাবেনা ওকে। বাঁচাতে হলে আবারো ছয়টি কেমোথেরাপী দিতে হবে ওকে। পুরো পৃথিবীটা ভেঙে পরল ওর বাবা মার মাথায়। অনেক টাকার ব্যাপার। এতদিন যা খরচ হয়েছে তার চাইতেও কয়েকগুন বেশী। সর্বস্বান্ত এ পরিবার সন্ত্বানকে হারানোর আশংকায় ভেলোরের রাস্তায় দাঁড়িয়ে বিলাপ করছিল সেদিন। আমার এক বন্ধু তার পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্যে ভেলোরে অবস্থান করছিল তখন। মনিরাদের পরিবারের এই করুন কাহিনী গতকাল সন্ধ্যায় আমাকে ফোন করে জানাল। সাহায্য চাইল। বলল মাত্র সামান্য আট/দশ লাখ টাকার জন্যে মনিরার মত একটি ফুল অকালে ঝরে যাবে আমাদের সবার চোখের সামনে?



আমরা কি মনিরার পরিবারের পাশে এসে দাঁড়াতে পারিনা? পারিনা মনিরার স্কুলের বর্ণিল জীবনটাকে আরেকটিবার ফিরিয়ে দিতে? আমাদের সামান্য কিছু দান, যাকাত ফিতরা কিংবা আসন্ন কুরবাণীর ঈদের পশুর চামড়ার টাকা হয়ত মুমূর্ষু মনিরাকে এযাত্রায় বাঁচিয়ে তুলতে পারে। আর কিছু না পারি অন্তত পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে দোয়া তো চাইতে পারি ওর জন্য।





ওকে সাহায্য পাঠাবার ঠিকানা

মো: মনিরুল ইসলাম

হিসাব নং – ৪৭১৩

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.

কুমারখালী শাখা, কুষ্টিয়া

মন্তব্য ১১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

লেখোয়াড় বলেছেন:
পোস্টটি স্টিকি করা হোক।

সব ব্লগারদের অনুরোধ করছি মনিরার পাশে দাঁড়ানোর জন্য।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০১

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আজ আরেকটা মন ভাঙা পোস্ট পড়েছি। এই পোস্টটাও স্টিকি করা হোক। প্লীজ সবাই কিছু কন্ট্রিবিউট করুন।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮

ইউজারনেম বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

হেল্পফুল হাব বলেছেন: আপনাকে অনুরোধ করবো এখানে এই পোস্টটি কপি করে "মানবিক সাহায্য ও জরুরী" বিভাগে প্রকাশ করুন(নিবন্ধন করা লাগবে না)। এতে আরো কিছু লোক দেখবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯

রাজকবি বলেছেন: করেছি ভাই। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
ভাবছি কুষ্টিয়া যাব। ওর এলাকায় এবং ওর স্কুলে গিয়ে একটা ফান্ড রেইজ করার চেষ্টা করব।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৫

মুক্তকণ্ঠ বলেছেন: এখানে কপি-পেস্ট করে দিলাম। আপনার ক্রেডিট লিংক সহ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০

রাজকবি বলেছেন: ধন্যবাদ মুক্তকন্ঠ ভাই।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৭

সাদামাটা একজন বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৭

মুক্তকণ্ঠ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২

সাদা রং- বলেছেন: বাংলাদেশের চিকিৎসাটাই মেয়েটার জন্য কাল হল, প্রথম দিকে বললেন ন্ধুদের সাথে খেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে সামান্য ব্যথা পায়। সে ব্যথা ক্রমশ বেড়ে গিয়ে পা ফুলে যায়। ডাক্তারের পরামর্শে ওর পরিবার জানতে পারলো ক্যান্সার বাসা বেধেঁছে ওর পায়ে। কীভবে সম্ভব?

যাক মেয়েটার জন্য কষ্ট হচ্ছে দেখি কী করা যায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

রাজকবি বলেছেন: ধন্যবাদ সাদা রং ভাই।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩০

স্বাধীন বিদ্রোহী বলেছেন:
আসুন সবাই মনিরার পাশে দাঁড়াই।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫

কোবিদ বলেছেন:
কেনযে এই সকল ফুল মুকুলেই শুকিয়ে যায় !!
মনিরাকে সাহায্য করতে হৃদয়বান মানুষেরা
এগিয়ে আসবে সেই প্রত্যাশায়

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন:
গুরুত্বপূর্ণ স্টিকি করায় মডুকে ধন্যবাদ।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

অবাক েরাবট বলেছেন: গুরুত্বপূর্ণ স্টিকি করায় মডুকে ধন্যবাদ।

১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০১

খাটাস বলেছেন: ব্যাঙ্কে গিয়ে টাকা পাঠানো অনেক ঝামেলা ভাই। অনেকেই সময় বের করতে পারে না।
একটা বিকাশ একাউন্ত নাম্বার দিলে খুব ভাল হয়। যত টুকু পারি চেষ্টা করব।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৯

রাজকবি বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। একটা বিকাশ একাউন্ট খুলে শেয়ার করা হবে এখানে।

১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: গুরুত্বপূর্ণ স্টিকি করায় মডুকে ধন্যবাদ।

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: দেশের বাইরে গিয়ে চেষ্টা করতে পরামর্শ দিলেন ডাক্তার। সন্তানের এরকম ক্রমশ নিস্তেজ হয়ে যাওয়া সহ্য করতে না পেরে ধারদেনা করে ওর বাবা মা ওকে নিয়ে গেলেন ইন্ডিয়াতে। ভর্তি করে দিলেন চেন্নাইয়ের ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে। সেখানকার ডাক্তার জানালো ভুল চিকিৎসা হয়েছে এতদিন। মাশুল দিতে হবে মনিরাকে। বাঁচানো যাবেনা ওকে। বাঁচাতে হলে আবারো ছয়টি কেমোথেরাপী দিতে হবে ওকে। পুরো পৃথিবীটা ভেঙে পরল ওর বাবা মার মাথায়। অনেক টাকার ব্যাপার। এতদিন যা খরচ হয়েছে তার চাইতেও কয়েকগুন বেশী। সর্বস্বান্ত এ পরিবার সন্ত্বানকে হারানোর আশংকায় ভেলোরের রাস্তায় দাঁড়িয়ে বিলাপ করছিল সেদিন।

এ লাইন গুলো পড়ে চোখে পানি চলে আসছে ।

আর কত ভুল চিকিৎসা দিয়ে এমন হাজার হাজার মনিরার পরিবারকে নিঃস্ব করে মনিরাদের মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিবে এদেশের ডাক্তাররা !!!

একজন ডাক্তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী বোন । পারলে ক্ষমা করে দিও ।

ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে অনেক ভাল আন্তর্জাতিক মানের একটা হসপিটাল। আমার পরিচিত যত রোগী ওখানে গিয়েছেন তার মধ্যে ৯০ % ভালো হয়ে এসেছেন । আশা করছি নতুন করে ক্যামো দিলে মনিরাও বেঁচে যবে ।

এখন দরকার টাকা । আসুন আমরা সবাই নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেই ।

আমরা ওকে সাহায্য করলে আরেকদিন যদি আমরা এভাবে বিপদে পড়ি তাহলে আমাদেরকেও সাহায্য করার জন্য মানুষ এগিয়ে আসবে।

চট্রগ্রাম মেডিকেলে একদিন এক রোগী ভর্তী হয়েছিল । মটর বাইক এক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হওয়ার পর ডাক্তারের পরামর্শে ভ্যালুরে নিয়ে যাওয়া হয় তাকে ।

পরে ৩ মাস পরে সুস্থ হয়ে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিল সে পঙ্গু রোগীটি ।

আমরা কি মনিরার পরিবারের পাশে এসে দাঁড়াতে পারিনা? পারিনা মনিরার স্কুলের বর্ণিল জীবনটাকে আরেকটিবার ফিরিয়ে দিতে? আমাদের সামান্য কিছু দান, যাকাত ফিতরা কিংবা আসন্ন কুরবাণীর ঈদের পশুর চামড়ার টাকা হয়ত মুমূর্ষু মনিরাকে এযাত্রায় বাঁচিয়ে তুলতে পারে। আর কিছু না পারি অন্তত পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে দোয়া তো চাইতে পারি ওর জন্য ।

আল্লাহ মনিরাকে দয়া করে সুস্থ করে দিন । আমীন ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

রাজকবি বলেছেন: আমীন।

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: দোয়া রাখি মনিরা সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসুক

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

রাজকবি বলেছেন: দোয়া করবেন ভাইয়া।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

বাবুল হোসেইন বলেছেন: বাংলাদেশের ভুল চিকিৎসার বলি মেয়েটা! আর কত মুনিরাকে মেরে ফেললে শালারা ডাক্তার হবে।


আল্লাহ ওকে সুস্থতা দান করুক। দেখি কিছু করা যায় কিনা। কয়েকজনকে বলেছি। শেয়ার ও দিচ্ছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

রাজকবি বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

আমিনুর রহমান বলেছেন:


আপনার নাম্বারটা জানাবেন আমার মেইলে
[email protected]

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

রাজকবি বলেছেন: জানালাম ভাইয়া।

১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

বাংলার আকাশ বলেছেন: যাদের ভুল চিকিৎসার জন্য মেয়েটা মরে যাচ্ছে তাদের কিছু হবে না ? তাদের পরিচয় প্রকাশ করুন ... যদি পারেন ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

রাজকবি বলেছেন: আমি মনে করি তাদের পরিচয়ের চাইতে মনিরার চিকিৎসা এখন বেশী জরুরী।

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

বাংলার আকাশ বলেছেন: আমি অফিস থেকে চেষ্টা করছি টাকা তুলতে , খুব সমান্য হয়তো পারবো । মেয়েটার হুইল চে্য়ার এর ছবি দেখে খুব কষ্ট পাইছি .. ঐ বেটা ডাক্তারদের কিছু হবে না ??

২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

শ্যামল জাহির বলেছেন: অনুযোগী!
যথাসাধ্য কালই পাঠিয়ে দেব হাজার পাঁচেক।
ট্রাই করবো আরো।
আপনার নাম্বারটা দিন মেইল-এ।
[email protected]

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

রাজকবি বলেছেন: পাঠালাম ভাইয়া।

২২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

আলমগীর_কবির বলেছেন: আল্লাহু ওকে ভাল করুক। তবে বিকাশে টাকা পাঠানোর সুযোগ থাকলে ভাল হতো। কারণ সবজায়গায়তো ইসলামী ব্যাংক নেই। যদি বিকাশে পাঠানোর সুযোগ করেন ভাল হয়। লেখাটা আমি শেয়ার করলাম এবং পর্যবেক্ষণে রাখলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

রাজকবি বলেছেন: ভাইয়া বিকাশ অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করলাম উপরে। ধন্যবাদ।

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

আম্মানসুরা বলেছেন: খুব খারাপ লাগছে। সাধ্য থাকলে সবটুকু ভার নিতাম কিন্তু আমি সামান্য মানুষ! হয়ত খুব সামান্যই সাহায্য করতে পারব ।একটা বিষয় জানতে ইচ্ছা করছে খুব, ওই ভণ্ড ডাক্তারদের কি হবে? ওদের বিচার হওয়া জরুরি যাতে আর কোন মনিরা পা না হারায়, আর কোন বাবা মা এই কষ্টের মুখোমুখি না হয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০

রাজকবি বলেছেন: সহমত।

২৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২

এম মশিউর বলেছেন: মনিরার জন্য দোয়া রইলো। আর সবাই মিলে মনিরার বাবা-মা'র পাশে দাঁড়ানো দরকার। বিপদের সময় সামান্য কিছু সাহায্যও অনেক বড় অবলম্বন হিসেবে কাজে দেয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

রাজকবি বলেছেন: সহমত।

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: মনটা খারাপ হয়ে গেল

আমার সাধ্য মত তার জন্য কিছু করার চেষ্টা করবো।

আল্লাহ পাক ওকে সুস্থ্য করে দিন।






আপনাকে ধন্যবাদ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

রাজকবি বলেছেন: ধন্যবাদ।

২৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৪

তারিন রহমান বলেছেন: একটি বিকাশ নাম্বার দিন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

রাজকবি বলেছেন: উপরে শেয়ার করলাম।

২৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

বিশ্বাস করি 1971-এ বলেছেন: ১. বিকাশ একাউন্ট দেন। আর দরকার হলে যাতে এই মেয়েটার সাথে কথা বলতে পারি তার ব্যবস্থা করেন দয়া করে।

২. বাংলাদেশী যে ডাক্তার চিকিতসা করসে এবং যার ভুলের জন্য এইটা হইছে তার নাম ঠিকানা দেন পারলে। আর তার প্রেসক্রিপশন দিয়েন পারলে। আর ভেলোরের যে রিপোর্ট দিছে তার কপি পোষ্ট করেন যাতে বলছে ডাক্তারের ভুল চিকিতসার কথা বলা হইছে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

রাজকবি বলেছেন: বিকাশ অ্যাকাউন্ট নাম্বার উপরে শেয়ার করলাম। আপনার ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস আমার সাথে শেয়ার করেন ভাইয়া। আমি কথা বলার ব্যবস্থা করছি।

২৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

DD অনুসন্ধান বলেছেন: ভাই বিকাশ একাউন্ট দেন, কারন এখানে অনেক মানুষ আছে যাদের সাহায্য করার মতন যথেষ্ট মনোভাব আছে কিন্তু ব্যাংকে যেয়ে টাকা পাঠানোর মতন সময় বা ধৈর্য নাই তাই বিকাশ একাউন্ট দিলে ভালো হত।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

রাজকবি বলেছেন: উপরে দেয়া হল।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

আরজু পনি বলেছেন:

দোয়া রইল মনিরার জন্যে ।

দেখি কতটুকু কি করতে পারি ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

রাজকবি বলেছেন: ধন্যবাদ।

৩০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শুভ কামনা থাকলো। ডাক্তারদের টাকার দরকার আছে তা ঠিক, কিন্তু জেনে বুঝেও যে শকুনের মতো লোভী হয়ে যায় টাকার জন্য এটাই দুঃখ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

রাজকবি বলেছেন: সহমত

৩১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৩

খাটাস বলেছেন: আমি মনে করি, যে যেসব ডাক্তার ভুল চিকিৎসা করেছে, তাদের নাম এখন প্রকাশ করলে যদি ও প্রচারনা বেশি হউয়ার সম্ভাবনা আছে।
কিন্তু মনিরার পরিবার কোন হুমকি বা নানা সমস্যায় পড়তে পারে আপাতত। তাদের মানসিক অবস্থায় এই ধরনের ঝামেলার সম্মুখিন হউয়া কঠিন হবে সম্ভবত।
তাই আগে মনিরার চিকিৎসা বেবস্থা করে, মনিরা আল্লাহ এর রহমতে সুস্থ হলে তারপরে ডাক্তারদের বিরুদ্ধে বেবস্থা নেয়া উচিত বলে মনে করি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

রাজকবি বলেছেন: সহমত

৩২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মুনিরাকে আল্লাহ ভাল করে দেউক। আর বিকাশ একাউন্ট দেন দেখি আমি বা আমার প্রবাসী বন্ধুরা কতটুকু সহযোগিতা করতে পারি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

রাজকবি বলেছেন: উপরে দিয়েছি ভাইয়া। ধন্যবাদ।

৩৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৪

দুঃস্বপ্০০৭ বলেছেন: দেখি কতটুকু করতে পারি তার জন্য।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

রাজকবি বলেছেন: ধন্যবাদ।

৩৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০২

তুহিন সরকার বলেছেন: তার আসু আরগ্য কামনা করছি, সবার হাত প্রসারিত হবে নিশ্চয়ই
সবার সুস্বাস্থ্য কামনা করছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

রাজকবি বলেছেন: আমীন।

৩৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫০

সুফিয়া বলেছেন: কি বলব ভেবে পাচ্ছি না। সকাল বেলা ব্লগে ঢুকেই মনটা খারাপ হয়ে গেল। বেশী কিছু লিখব এমন ভাষা নেই। শুধু বলতে ওর চাই পাশে দাঁড়াতে চাই। আপনারা যে উদ্যোগ নিবেন আমি সাথে আছি।

এই মুহূর্তে ফেইসবুকে শেয়ার করে দিচ্ছি, যদি আরও কোন হৃদয়বান ব্যক্তি এগিয়ে আসেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

রাজকবি বলেছেন: ধন্যবাদ।

৩৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯

সুচিন্তিত মতবাদ বলেছেন: আল্লাহ পাক তাকে সুস্থ করে দিন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

রাজকবি বলেছেন: আমীন।

৩৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাসনুভা সাখাওয়াত বিথি @ , ভারতের চিকিৎসকরা রোগীর প্রতি অনেক বেশি আন্তরিক , হাসপাতাল গুলিও বিশ্ব মানের এতে সন্দেহ নাই । বাংলাদেশ থেকে যাওয়া অধিকাংশ রোগীদের বেলায় তাদের কমন ডায়লগ , '' ভুল চিকিৎসায় এমনটি হয়েছে ।''


বিকাশ নম্বরের অপেক্ষায় রইলাম , দেখি বোনটির জন্য কি করতে পারি ।

( প্রতিটা কমেন্টের রিপ্লাই দেয়ার জন্য পোস্ট দাতাকে অনুরোধ করছি ।)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

রাজকবি বলেছেন: বিকাশ নাম্বার উপরে শেয়ার করলাম।

৩৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

একজন আরমান বলেছেন:
কিছু একটা করার চেস্টা করছি সবাই মিলে। আগেও যেমন রুশানকে বাঁচাতে সবাই এগিয়ে এসেছিলেন, এবারও আশা করি মনিরার বেলাতেও তাই হবে। আমরা হতে চাই মনিরাকে বাঁচাবার উছিলা, বাকিটা সৃষ্টিকর্তার হাতে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

রাজকবি বলেছেন: সহমত

৩৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

শহীদুল্লাহ খান বলেছেন: ৫০০০ না পারলে ১০০০, ১০০০ না পারলে ৫০০, ৫০০ না পারলে ১০০/৫০। এক কাপ কফি খেতেও ৫০ টাকা খরচ হয়।

সকলেই সাধ্যমত এগিয়ে আসুক কামনা করছি।





@জানা
"র" দিয়ে নাম, একজনকে সমযোগিতা করতে গিয়ে সামুতে অনেকেই প্রতারিত হয়েছিল। মনিরার অসুস্থতার বিষয়টি ভেরিফাই করে একটি মন্তব্য করলে যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই সহযোগীতার হাত বাড়াবে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

রাজকবি বলেছেন: ধন্যবাদ

৪০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

আন্ধার রাত বলেছেন:
কুষ্টিয়ায় ইসলামী ব্যাংন্ক কুমারখালি শাখায় অনলাইন সুবিধা না থাকায় টি টি করে ২০০০/- টাকা আজকে পাঠালাম, টি টি নং-১৯

মনিরার দ্রুত সুস্হ্যতা কামনা করছি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

রাজকবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৪১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১

পদ্ম (কমল দাস) বলেছেন: এই পোষ্টের উল্লেখ করে ফেসবুকে একটা পোষ্ট এসেছে দেখলাম।

Click This Link

একজন মন্তব্য করে একটি বিষয়ে উল্লেখ করেছেন যেটা বেশ গুরুত্বপূর্ণ। সেটি হল মো: মনিরুল ইসলাম এর সাথে যোগাযোগের মোবাইল নম্বর। তাহলে সাহায্যের পথ আরও সুগম হত।
বিষয়টি ভেবে দেখবেন।

আর সবার কাছে অনুরোধ মেয়েটির সাহাযার্থে সবাই এগিয়ে আসবেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

রাজকবি বলেছেন: মনিরা, ওর বাবা, মা এবং এক খালু এখন ভেলোরে অবস্থান করছেন। ওখানে আমার বন্ধুটিও আছে। ওর মাধ্যমেই যোগাযোগ করি। আমি ওর নাম্বার শেয়ার করতে পারি প্রাইভেট মেসেজে।

৪২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

মাহিরাহি বলেছেন: আল্লাহ তাকে সূস্থ্যতা দান করুন।

৪৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

জুবাইদুর আকাশ বলেছেন: এখন দরকার টাকা । আসুন আমরা সবাই নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দেই । টিভিটে ডিটে চাাি

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

রাজকবি বলেছেন: খুব ভাল হয় ভাই। দেখেন কোন ব্যবস্থা করা যায় কিনা।

৪৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

আমিনুর রহমান বলেছেন:



আপডেট - ১
একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে যার নাম্বার ০১৯৪১৯৪৫২৮৬

এই অংশটা উপরে দিলে মনে ভালো হত। আর আমার মনে হয় আপনি মনিরা'র ভাইয়ের নাম্বারটিও এখানে এড করে দিতে পারেন এতে সকলে তার সাথে কথা বলে মনিরা'র খোঁজ খবর নিতে পারতো।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

রাজকবি বলেছেন: আপডেট করেছি। এটি মনিরার ভাইয়ের নাম্বার, ওর সাথে সরাসরি কথা বলতে পারবেন এই নাম্বারে। ধন্যবাদ।

৪৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

হৃদয় রিয়াজ বলেছেন: লেখোয়াড় বলেছেন: "পোস্টটি স্টিকি করা হোক।

সব ব্লগারদের অনুরোধ করছি মনিরার পাশে দাঁড়ানোর জন্য।"

সহমত...সবাই একত্রে পাশেই যদি দাঁড়াতে না পারি তবে এই স্টিকিই বিবেকের কাছে বর্শার আঘাত হয়ে বিঁধে থাকবে।

৪৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০

পথহারা নাবিক বলেছেন: ভাই কইলজাটা ফাইট্টা যাইতেছে। আমাদের সবার উছিত সাহায্য করা। ভাই বিকাশ নাম্বারটা কার। আমি টাকাটা পাঠালে কে টাকাটা পাবে। যে পাবে সে কিভাবে টাকাটা ইন্ডিয়ায় পৌছাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০১

রাজকবি বলেছেন: মনিরার ভাইয়ের নাম্বার। সে এখন কুষ্টিয়াতে আছে। ও ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়াতে পাঠিয়ে দিবে।

৪৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪

সাউন্ডবক্স বলেছেন: অবসশই করব, যতটুকু সামর্থ্য আছে, ৫০০ পারলে ৫০০ ই দিব, তবুও, সবাও যদি ৫০০ করে ও দেয় ১০০০জন দিলে তা হয়ে যায় ৫,০০,০০০ টাকা। অবসশই করব, আবার ও প্রমান করার সময় আসে গেছে মানুষ মানুশের জন্য।

৪৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

এমএইচ রাসেল্৯৩ বলেছেন: দোয়া করি মনিরা যেন সুস্থ হয়ে উঠে।

৪৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০

স্নিগ্ধ শোভন বলেছেন:

মনিরা'র দ্রুত সুস্থতা কামনা করছি।

একটি অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য পোষ্টদাতাকে ধন্যবাদ।
সকলের সাথে মনিরা'র পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

৫০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

অদৃশ্য বলেছেন:







মনিরার জন্য শুভকামনা রইলো...

প্রার্থনা করছি...

৫১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

আহ্‌মেদ সামাদ বলেছেন: মহান শ্রস্টা মনিরাকে সুস্থ করে তুলুন। আসুন আমরা সবাই দুহাত প্রসারিত করি মনিরার জন্য ।

৫২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১

নিশি মানব বলেছেন: মনিরার পাশে নিজে আছি। চেষ্টা করবো অন্য কাউকে শরীক করতে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

রাজকবি বলেছেন: আপনার নাম্বারটা একটু শেয়ার করবেন [email protected] এ।
ধন্যবাদ।

৫৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩

আমিনুর রহমান বলেছেন:



আমার কাছে ব্লগার শ্যামল জাহির পাঠিয়েছেন ৫০০০/=

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

রাজকবি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই। আজ রাতে আপনার সাথে কয়েকটা ব্যাপার ডিসকাস করব।

৫৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

অচিন্ত্য বলেছেন: আমার নিজের ফোনে বিকাশ অ্যাকাউন্ট নেই। আমি যদি বিকাশ সেন্টার থেকে টাকা পাঠাই তাহলে কি ওই নাম্বারে ফোন করে জানিয়ে দিতে হবে ? মানে, টাকা পাঠালে কি এমনিতেই জানতে পারবেন ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

রাজকবি বলেছেন: বিকাশ এজেন্টই গ্রাহককে ফোন করে জানিয়ে দেয়। তবে ফোন করে বলে দিলে ভাল হয়।

৫৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

সেমিবস বলেছেন: ব্যাংকে গিয়ে টাকা পাঠানোর সময় হয়ে উঠেনা, তাই

মো: মনিরুল ইসলাম এই নামটি যদি ইংরেজীতে দেন (যেভাবে ব্যাংকে দেয়া আছে)
হিসাব নং – ৪৭১৩ (অনলাইনের বড় ডিজিটের নাম্বার হলে ভাল হত, না হলেও চলবে)

তাহলে অল্প-বেশী যাই হোক চেষ্টা করতাম।

৫৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: বিকাশ একাউন্টে ১০০০/= টাকা পাঠালাম। আল্লাহ্‌ তা'লা মনিরাকে সুস্থ্য করে দিন।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

রাজকবি বলেছেন: ধন্যবাদ ভাই। হাসান আমাকে জানিয়েছেন।

৫৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

ছন্নছাড়া ছেলেটি বলেছেন: কাকে দোষ দেব বুঝতে পারছিনা .. খুবই হৃদয়বিদারক ঘটনা ।

৫৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯

তারছেড়া লিমন বলেছেন: আমিনুর ভাই প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কাজের উত্তর দেরি তে দেবার জন্য। আমার এক বড় ভাইকে পাঠিয়েছিলাম তিনি নিজে মনিরাদের বাড়িতে খোজ করে এসেছেন। মনিরার ঘটনা সম্পূর্ণ সত্য। এলাকার লোকজন ও মনিরার ব্যাপারে উৎকন্ঠিত।যে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়েছে। এখন সামগ্রীক ভাবে যদি সবাই আমরা সহোযোগীতা করতে পারি তবে মেয়েটি সুস্থ হতে পারবে।
আর মনিরার ভাই এর যে ফোন নম্বর দিয়েছিলেন আমি ডায়াল করলেই বন্ধ পাচ্ছি কেন বুঝছি না।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

রাজকবি বলেছেন: ভাই 01925379662 এই নাম্বারটিও হাসান (মনিরার ভাই) এর। এই নাম্বার এ ট্রাই করতে পারেন।

৫৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

শিহাবুর রহমান বলেছেন: আমি ১০০ টাকা পাঠিয়ে দেবো।
(আমারতো তেমন সাধ্য নাই, তবু এই কমেন্টটা এইজন্য যে আমার মত যাদের সাধ্য কম তারাও যদি অন্তত ১০০০জন ১০০ করে দেয়, তাইলেও ১০০০০০ টাকা হয়!)

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৭

রাজকবি বলেছেন: ধন্যবাদ ভাই।

৬০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২২

স্তব্ধতা' বলেছেন: বিদেশ থেকে কি বিকাশ করা যায়?

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

রাজকবি বলেছেন: বিদেশ থেকে বিকাশ করা যায়না। অ্যাকাউন্ট ট্রান্সফার করা যায়।

৬১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৬

অনি অন্তিলা বলেছেন: সব ব্লগারদের অনুরোধ করছি মনিরার পাশে দাঁড়ানোর জন্য।

৬২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৭

অনি অন্তিলা বলেছেন: সব ব্লগারদের অনুরোধ করছি মনিরার পাশে দাঁড়ানোর জন্য।

৬৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৭

অনি অন্তিলা বলেছেন: সব ব্লগারদের অনুরোধ করছি মনিরার পাশে দাঁড়ানোর জন্য।

৬৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০

বাংলার আকাশ বলেছেন: আজকে মনিরা কে সাহায্য করছি , কালকে পাপিয়াকে করবো ..একদিন হ্য়তো আমার জন্য আপনারা সাহায্য করবেন । আর কতেো ? প্রতিদিন হাজার হাজার মানুষ এই সব ডা্ক্তার , পুলিষ, উকিল, দারা প্রতারিত হচ্ছে , আমারা সবাই জানি কিন্তু কেউ কোন প্রতিবাদ করছি না । লেখক এর কাছে ঐ ডাক্তার এর পরিচয় জানতে চে্য়েছিলাম , উনি এরিয়ে গেলো । এই রকমই হয় । জাতি হিসাবে আমারা খুবই নিন্ম মানের , সাহা্য্য করতে পারি , প্রতিবাদ করতে পারি না । আমাদের কোনোদিনও উন্নতি হবে না ।

৬৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫

খাটাস বলেছেন: বাংলার আকাশ আপনাকে বলছি, কেউ পানিতে ডুবে গেলে কে তাকে পানিতে ফেলেছে, তা নিয়ে প্রথমে বিচার আচার করবেন? নাকি আগে পানি থেকে বাঁচাবেন? এখন ঐ ডাক্তার দের নাম প্রকাশ না করা মানে তাদের ছেড়ে দেয়া নয়। নাম প্রকাশ করলে আপাতত তা মুনিরার পরিবারের জন্য হয়রানি হতে পারে, যা সম্ভবত সম্মুখিন হউয়ার মানসিকতা তাদের নেই।
আপনার ইমসন কে শ্রদ্ধা জানাই। কিন্তু ইমসন কে বাধা হিসেবে নিয়ে আসবেন না।
ভাল থাকুন।

৬৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

জুবাইদুর আকাশ বলেছেন: আমরা কি মনিরার পরিবারের পাশে এসে দাঁড়াতে পারিনা? পারিনা মনিরার স্কুলের বর্ণিল জীবনটাকে আরেকটিবার ফিরিয়ে দিতে? আমাদের সামান্য কিছু দান, যাকাত ফিতরা কিংবা আসন্ন কুরবাণীর ঈদের পশুর চামড়ার টাকা হয়ত মুমূর্ষু মনিরাকে এযাত্রায় বাঁচিয়ে তুলতে পারে। আর কিছু না পারি অন্তত পরম করুনাময় সৃষ্টিকর্তার কাছে দোয়া তো চাইতে পারি ওর জন্য।

৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

শিহাবুর রহমান বলেছেন: এখন কি অবস্থা ?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

রাজকবি বলেছেন: গতকাল মনিরাকে প্রথম সাইকেলের কেমো দেয়া হয়েছে।

৬৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

বিশ্বাস করি 1971-এ বলেছেন: khub sammano kisu taka pathalam. asha kori peyeche munira. I have seen almost same type of a patient. I pray the almighty she recovts asap. this is not time to die rather live. amin...

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

রাজকবি বলেছেন: ধন্যবাদ ভাই।

৬৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০

বিশ্বাস করি 1971-এ বলেছেন: pls docor er details ta ektu den. onare to kisu korar ba bolr nai namt ektu jene rakhi jate ar keu at least. amar poribarer kaure munirar moto suffer korte na hoi...


nijer experience thekeboli amar father er cancer howar por bsmmu er present dean er kase gesilam tokhon uni sundor kore treament disilen bujhaye jhujhaye. treat seshe jokhon chemo round ses kore unar kashe nije gelam uni amake bolen rogir obostha je eto kharap ami to bujhi nai. ami sudhu ekta question korsilam treatment dewar age etto gula test korailen .. nijere desher etto boro cancer spcialist bolen keno taile? omanush tar kashe ar jai nai .. pore tata memorial e gele ora bolsilo treatment thik moto hoi nai. othocho we wanted to go outside long ago this person managed my dad to take treatment from him. the issue I am referrin to is that if a person is not an honest one or witbout integrity he can never be a good doctor..

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

রাজকবি বলেছেন: আমাকে আপনার ফোন নাম্বার টা একটু মেইল করেন। আমি আপনার সাথে কথা বলব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.