নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি

যদি কিছু ইচ্ছে করে ...

শাফকাত আহমেদ

সময় কোথায় ...

শাফকাত আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় জীবনযাপন

২৫ শে ডিসেম্বর, ২০০৬ সকাল ১১:২৯

কুয়ালামপুরে এ স্থায়ীভাবে থাকবার কথা চিন্তা করছি তাই মালয়েশিয়ায় জীবনযাপনের নানাদিক সম্পর্কে বিস্তারিত জানতে চাইছি।

নিজে একবার যেয়ে তিনদিন ঘুরে এসেছি, টুরিস্ট হিসাবে তিনদিন খুব ভাল লেগেছে, তবে তিনদিনে একটি দেশে থাকতে কেমন লাগবে তা জানতে পারা বেশ কষ্ট। ওখানে থাকছেন এমনকারও মতামত পেলে অত্যন্ত উপকৃত হব। সিন্গাপুরে থাকছেন এমন কেউ কিছু জানাতে পারলেও খুশি হব।



যেমন ধরাযাক নানা আর্থিক তথ্য : কুয়ালামপুরে থাকতে গেলে দুইজনের পরিবারে কি ধরনের খরচ হতে পারে, ওখানে কি জামাকাপড়ের দাম বেশি অথবা ট্যাক্সের পরিমান বেশী, ক্যাব এ যাতায়াতের কেমন খরচ, বিদ্যুত খরচ কেমন, চাইলে আঠার ঘন্টা এয়ারকুলার চালানো যাবে কিনা ইত্যাদি।



এছাড়া অন্যান্য তথ্য যেমন লোকজন কেমন, বন্ধুভাবাপন্ন কিনা, অপরাধ কি ধরনের হয়ে থাকে, সামাজিক পরিবেশ কেমন। বাংলাদেশী হলে কি হয়রানি হতে হয় (ছাত্র ও শ্রমিকদের ব্যাপরটি ছাড়া) ইত্যাদি



আই,টির অবস্থা কেমন এটা জানতে পারাটা হবে বোনাস।



মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:৩৮

অতিথি বলেছেন: যাইয়েন না থাইক্কা যান । :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:২২

অতিথি বলেছেন: মালয়েশিয়া ও সিন্গাপুরে অবস্থিত ব্লগারদের কাছ থেকে তথ্য আশা করছিলাম, আশাহত হতে যাচ্ছি কি। সাদিক, মাশীদ, অরুপ, গোপালভাড় ও আরও যারা ঐ এলাকায় আছেন, কোন তথ্য দিতে পারবেন কি?

৩| ২৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৪৫

মাশীদ বলেছেন: সিঙ্গাপুর জটিল জায়গা। এখানের সব কিছুই খুব অগর্ানাইজড - যেটা আমার খুব ভাল লাগে। দু'বছর আগে যখন এসেছিলাম তখন এত নিয়মের বাড়াবাড়ি বিরক্ত লাগত। এখন উলটা রাস্তার কোথাও একটা কাগজের গ্লাস পড়ে থাকতে দেখলে কোন উল্লুক ওটা করেছে ভেবে বিরক্ত হই। এখানের সবচেয়ে ভাল দিক হচ্ছে, multi-cultural বলে সবার প্রতি সবার উদার মনোভাব। মালয়েশিয়াও multi-culturalকিন্তু সেখানে মালেদের প্রভাবটা একটা বেশি হওয়ায় harmony amongst different races টা সিঙ্গাপুরের মত এতটা ভাল নয়। সিঙ্গাপুরের আরেকটা বড় সুবিধা হল দেশের প্রায় সব কিছু এখানে পাওয়া যায় আর দেশে ফোনে যোগাযোগের অনেক ভাল ভাল কার্ড পাওয়া যায়। বাংলাদেশী কমিউনিটিও এখানের অন্য সবকিছুর মতই বেশ অর্গানাইজড। এখানের পাবলিক ট্রানসপোর্ট (বাস, ট্রেইন) খুবই ভাল। ক্যাব একটু এক্সপেনসিভ কিন্তু ভাল সার্ভিস। এখানের একটাই প্রবলেম সেটা হচ্ছে living cost. মালয়েশিয়ার সাথে তুলনা করলে living cost. বেশ হাই। আমাদের দেশের থেকে তো বটেই। তবে তুলনা করাটা ঠিক হবে না মনে হয় কারণ দেশ হিসেবেও এদের বিস্তর পার্থক্য। মদ্দা কথা, পকেটে পয়সা থাকলে সিঙ্গাপুর থাকার জন্য চমৎকার জায়গা।

ও আচ্ছা, আরেকটা ভাল ব্যাপার হচ্ছে এখানের সেফটি। আমি রাত 2-4টার সময় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে পৌঁছে একটা বারের জন্যও ভয় পাই না। আমার ব্যক্তিগতভাবে এই সেফটিটা খুবই ভাল লাগে। মেয়ে হিসেবে ঢাকায় থাকতে আমাদের বাসায় সান্ধ্য আইন ছিল।

তবে একটা ব্যাপার হচ্ছে, এখানে বাংলাদেশী অসংখ্য লেবারাররা থাকায় এবং তাদের রেপুটেশান বেশি ভাল না থাকায় আমাদের সম্পর্কে লোকালদের ধারণা খুব ভাল নয়।

মালয়েশিয়া আমার বেড়ানোর জন্য ভাল লাগে বেশি আর শপিং এর জন্য। ওখানের খরচ অনেক কম। এটা একটা ভাল দিক। ক্যাব সস্তা। তবে পাবলিক ট্রানসপোর্ট সিঙ্গাপুরের ধারে কাছেও না। গাড়ি কেনা আবার সহজ। পরিবেশ বেশি সেফ না। ইংলিশ দুই দেশেই চলে, তবে সিঙ্গাপুরে বেশি।

মোটামুটি এই মনে পড়ল। আরো কিছু জানতে চাইলে আওয়াজ দিয়েন।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১১:৫৯

অতিথি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তথ্যগুলোর জন্যে, অনেক কাজে আসবে। তবে পরিবেশ সেফ নয় এব্যপারটি সম্পর্কে আরেকটি জানতে চাইছি, কেএল কি নিরাপদ নয়? ঢাকা থেকে নিশ্চয়ই নিরাপদ? রাত বারোটায় কি রাস্তা দিয়ে স্ত্রীকে নিয়ে হাওয়া খেতে যাওয়া সেফ হবে না ?

৫| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:০৬

মাশীদ বলেছেন: রাত বারোটায় স্ত্রীকে নিয়ে হাওয়া খেতে যাওয়া বাংলাদেশের তুলনায় অবশ্যই নিরাপদ কে এল এ। তবে পুরাপুরি নিরাপদ বলতে পারছি না। ছিনতাই টুকটাক হয় বলেই শুনেছি। তবে ব্যাপারটা আপেক্ষিক। বাংলাদেশ থেকে কে এল এ আসলে অবশ্যই নিরাপদ মনে হবে। আমি দু'বছর ধরে সিঙ্গাপুরে আছি বলে আমার এখন পৃথিবীর কোন জায়গাই আর সেফ বলে মনে হয় না।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:১৮

অতিথি বলেছেন: ঢাকায় থেকে আমার হয়েছে উল্টোটা, দেশের বাইরে পৃথিবীর যে কোন জায়গা অপেক্ষাকৃত নিরাপদ মনে হয়। একটা জিনিস খুব ভাল লাগে অন্য কোথাও গেলে বিষেশত যে জায়গায় লোক কম সেখানে, সেটা হল চোখাচোখি হলে সবাই হাই বলে অথবা একটা হাসি উপহার দেয়। দেশে এটা একেবারে অনুপস্থিত

৭| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:২১

অরূপ বলেছেন: চিকেন হার্ট মাশীদের কথায় কান দিলে কপালে দুঃখ আছে। সিংগাপুর হচ্ছে মাইন্ডলেস মেশিনের দেশ। খাম্বার গায়ে লাল বাটন না দেখলে বগার মতো দাড়িয়ে থাকে, রাস্তা পার হবার বদলে। নো ডাউট সিংগাপুর ইজ দ্য সেফেস্ট এন্ড মোস্ট সিস্টেমেটিক দেশ। বাট মেশিনের দেশে থাকার শখটা মনে হয় সবার হয় না!

বাংলাদেশের তুলনায় অধিকাংশ দেশ সুনিরাপদ। কেএল এ ক্রাইমরেট খুবই কম। আমরা রাত 3টা 4টা পর্যন্ত আড্ডা দেই। সমস্যা হয়নি। সম্প্রতি একজনের মোবাইল ছিনতাই হয়েছে, বিষয়টি ঘোলাটে।

সিঙ্গাপুরের নাইট লাইফ কেএল এর চেয়ে 10গুন ভালো। কেএল এ নাইট লাইফ সুবিধার না। একই কথা প্রযোজ্য ইটিং আউটের বিষয়ে। তবে কেএল মোর রিলাক্সড, ট্যাক্সি অ্যাফোর্ড করা কোন ব্যাপার না, গাড়ি কেনাও সহজ। সিংগাপুরের এসব.. ইন ইউর ড্রিমস! কেএলএ ক্রেডিট কার্ড নিয়ে ঝামেলা করে, স্পেশালী বিদেশীদের জন্য.. বাট খরচের হিসাবে সামান্য খরচে পেটভরে খেয়ে বাচা যায়। এখানে পাইরেসী এখনও চলে! রেসিজম আছে। দুদেশেই একরকম!

ফ্র্যাংকলি স্পিকিং, হাতে মালকড়ি যদি প্রচুর থাকে সিংগাপুর ভালো লাগবে, না হলে কেএলই ভালো..

কেএল এ আসতে চাইলে এমএসসি স্টেটাস ওয়ালা কাম্পানীর মাধ্যমে আসা বেটার। আরেকটা জিনিস মালেশিয়ায় পিআর বলে কিছু নেই। চাকরী গন তো মালেশিয়া বাস গন...

শুভেচ্ছা!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:২১

মাশীদ বলেছেন: হ্যাঁ, এটা ঠিক। যদিও প্রথমে এখানের সবকিছু এবং সবাইকে আমার খুব মেক্যানিকাল মনে হতো, এখন আপনার মতই মনে হয়। রাস্তায় অচেনা অনেকেই হরহামেশা হাসি দিচ্ছে, আমিও দিচ্ছি। এটা ভাল লাগে।

আপনার লেখায় কে এল বিষয়ক প্রশ্নগুলোর উত্তর অরূপ বা গোপু ভাই ভাল দিতে পারবে।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:২৯

মাশীদ বলেছেন: সিঙ্গাপুরের পি আর সিস্টেম ভাল। অপু ব্যাক্কলের কথা শুনে ভুল করবেন না। ও সিঙ্গাপুরে এসেছে সর্বসাকুল্যে 4 বার আর আমি গত দু'বছরে কে এল গেছি 30 বার! তার উপরে ও আবার অতি আইলসা ঘরকুনো টাইপ - ভাল করে ঘুরেও দেখেনি কিছুই। একটা ছেলের জন্য সেফটি ইসু্যটা খুব বেশি ফিল করা সম্ভব নয়। আমি মেয়ে হিসেবে অনেক বেশি ফিল করি তাই বারবার বলছি। ক্যাব-গাড়ি ছাড়া সিঙ্গাপুরে খুব ভাল চলে যায়, চমৎকার একটা বাস আর MRT সিস্টেম। কোন অজানা জায়গায় যেতে হলে http://www.streetdirectory.com এ গিয়ে শুরু আর শেষের জায়গা বললেই পুরা বাস রুট বলে দেয়। বিদেশী হিসেবে টেলিফোন লাইন নেয়াসহ অন্য অনেক সুবিধা এখানে সহজ। রেসিজম ডেফিনেটলি এখানে অনেক কম। খাবারের দাম এখানেও কম, যদিও অন্য সবকিছু বেশি। না রান্না করেও সুন্দর চালিয়ে দেয়া যায় আর অনেক অনেক অপশান আছে।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:৪৮

অতিথি বলেছেন: অরুপ, ধন্যবাদ দরকারী তথ্যগুলোর জন্য, পি আর একেবারেই না থাকাটা দুঃখজনক, তার অর্থ সেকেন্ড হোম না হলে লংটার্ম থাকার কোন মানে নেই। কে এল এ দুজন থাকতে গেলে কিরকম খরচ হতে পারে? চার-পাচ হাজার রিংগিত খরচের মধ্যে দুজনের কি থাকা সম্ভব?

১১| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১২:৫৪

অতিথি বলেছেন: মাশীদ@ যাক পি, আর থাকাটা বেশ ভাল। রেসিজম কম থাকাটা প্রয়োজন, বাংলাদেশেই রান্না বাসায় করবার অভ্যেস কম, কে এল খাবার সস্তা এবং ভালই মনে হয়েছে। কে এল এর ট্রাফিক জ্যাম একেবারেই ভাল লাগেনি। তবুও সিন্গাপুর আমার জন্যে বেশ এক্সপেনসিভ হবে।

১২| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ১:০১

অরূপ বলেছেন: দামানসারা, বাংসার, মন্ট কিয়ারায় ফ্ল্যাট বা বাড়ির ভাড়া 2500-6000 রিঙ্গিত হয় (যদিও আমার এক পরিচিতের মুতিয়ারা দামানসারার বাড়ি ভাড়া 12000)। আমরা অবশ্য সবাই 800-1500 এর মধ্যে ভালো ফুল ফার্নিশড ফ্ল্যাট পেয়েছি, অফিসের কাছে শহর থেকে দূরে (15 মিনিট)। কেবল নেট ইউটিলিটিস মিলে পড়বে 500 এর মতো! ফোন আরও 400 (দুজনের)। খাবার 600, ট্রানসপোর্ট 1500, বিনোদন 500। সো 4500-5000 খরচেই যাবে। সঞ্চয় করতে হলে 7000 থেকে শুরু করা ভালো...

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০০৬ রাত ২:৪৩

ঝরা পাতা বলেছেন: আমিও ভাবছি মালেয়শিয়াতে পাড়ি জমাব। থিসিসটা কমপ্লিট করে নিই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.