নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Sunshine from paradise…

যে বিশ্বাস নিয়ে একটা ছোট্ট শিশু হেসে ওঠে তাকে পরে ছুড়ে দেয়া হলে, তেমনি বিশ্বাস আমি করি তোমাকে। আমি জানি তুমি দুঃখ কখনও দেবেনা আমাকে।

রাতজাগাপাখি

স্বপ্ন বলেই সুন্দর তুমি ভালবাসা বলেই এত কাছের আমার না হয়েও আমার তুমি বুকের গহীন মাঝে...

রাতজাগাপাখি › বিস্তারিত পোস্টঃ

আধুনিকা হবার আশায়!!!

১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৩

কথাগুলো আমার একান্তই নিজস্ব। বলার বা শোনার কেউ নেই বলে হয়ত ভার্চুয়াল জগতের বন্ধুদের সাথে শেয়ার করছি। কি করে যাচ্ছে আমার দিনগুলো!



অনেক old fashioned আমি। পছন্দের মানুষটি বলতেন, আমি শরতের গল্পের নায়িকাদের যুগের মানসিকতা সম্পন্ন। আধুনিকতা বিবর্জিত। মানসিকতা পরিবর্নের প্রথম ধাপ হিসাবে বাহ্যিক পরিবর্তনকে সঙ্গী করলাম। যদি আয়নাতে নিজের মুখ চিনতে না পারলে মানসিকতাও বদলাতে পারি। যদি একটু আধুনিক হতে পারি। তাই, আজ আজন্ম লালিত কেশ রাশি বিসর্জন দিলাম। ছোট বেলায় যখন এপি ১৫ কেশ তেলের বিজ্ঞাপনে একটা পুতুলের চুল অনেকে ধরে নিয়ে যেতে দেখতাম, তখন থেকে মনে হত, যদি এমন একটা সময় আসে যখন আমার চুলের ভার এমনি করে মানুষ বইবে। ক্লাশ ২ তে যখন পড়তাম, বাবা দুষ্টুমী করে বলত এখনই তো ২ জনের ধরে নিয়ে যাবার মত বড় হয়ে গেছে।



কালের সাথে ভালবাসার মত বস্তুর সংখ্যা বড়ল, বাড়ল মানুষের সংখ্যাও। তাদের ভালবাসতে গিয়ে ছোট বেলার ভালবাসা চুলগুলোর যত্ন করা একরকম ছেড়েই দিয়েছিলাম। তাই তারাও আমাকে ছেড়ে যাওয়া শুরু করেছিল। তবু যা ছিল মন্দ ছিলনা হয়ত, কিন্তু আজ তার বিসর্জন দিলাম। গত ৩ দিন যখন সিদ্ধান্ত নিচ্ছিলাম চুল কেটে ফেলব, মন খারাপ হচ্ছিল খুব। আজ কেটে ফেলার পর একটুও কষ্ট হচ্ছে না কেন যেন। মনে হচ্ছিল চুল কাটার সময় হয়ত আত্মা বেড়িয়ে যাবে কষ্টে। খুব মনে পড়ল, একবার এক মামাতো বোনকে বলেছিলাম চুলের আগা গুলো একটু ছেটে দিতে। ও প্রায় ৩ ইঞ্চি পরিমান চুল কেটে ফেলেছিল। মনে পরে কি কান্নাটাই না কেদেছিলাম। ওকে তো প্রায় খুন করতে গিয়েছিলাম। আমার এত শখের চুল। অথচ কোথায়, কেটে ফেলার সময় এতটুকুও ব্যথা অনুভূত হয়নি তো! শুধু আয়নায় নিজেকে অচেনা লাগছে। সে তো অনেক দিন ধরেই লাগে। আর একটু না হয় অন্য রকম লাগল!



হঠাৎ মনে হল এভাবেই ভাল লাগার বস্তুগুলো সব একসময় হারিয়ে যাবে। আমি হারিয়ে যাবো এই নশ্বর পৃথিবী থেকে। তাহলে এই ভাল লাগার, এই ভালবাসার কি অর্থ আছে? ভাললাগা, ভালবাসাগুলোকে সাথে নিয়ে বাচি, আর তাদের ছাড়া বাচি, সময় তো কেটে যাবেই। কিচ্ছু থেমে থাকবে না তো! তাহলে কেন এত কষ্ট হয় না পাওয়া জিনিসগুলোর জন্য? চুল কেটে philosopher হয়ে গেলাম নাকি ভাবছি। এত ছোট চুলে কেমন হাস্যকর লাগছে আমাকে।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১

মোজাহেদুল ইসলাম ফয়সাল বলেছেন: আপনার ভালো লাগার জিনিসটা কে আপনি ধরে রাখতে পারেন নি। তা অবশ্যই আপনার ব্যর্থতা।

১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৫

রাতজাগাপাখি বলেছেন: চাইলেই কি সব কিছু ধরে রাখা যায়? না কি থাকে? অনেক অনেক ভালবাসা দিয়েও অনেক কিছুই আকরে থাকা যায় না। বরং ছেড়ে দিয়ে দেখি, যদি ফিরে পাই!!! ভাল থাকবেন।

২| ১০ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

হাওড়ার যোগী বলেছেন: কারো জন্য আধুনিক হতেই হবে?

১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:১১

রাতজাগাপাখি বলেছেন: আমি নিজের জন্যই আধুনিক হতে চাই। কারও জন্য না। জগতটাকে ভিন্ন রুপে দেখতে ইচ্ছা হল, তাই দেখতে চাই। ভাল থাকবেন।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:১১

সাইফুলহাসানসিপাত বলেছেন: মানুষের মন , কখন যে কেমন ভাবে পরিবর্তন হয় তা কেউ জানে না । আজ যেটা ভাল লাগে কাল যে সেতা ভাল লাগবে সেটা কখনো ভাবিনা । সময়ের পরিবর্তনে সবকিছুই ফিকে হয়ে আসে ।

১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১০

রাতজাগাপাখি বলেছেন: মানুষ যদি অতীত আকরে বেচে থাকে, তাহলে এগিয়ে যেতে পারে না। সে জন্যই বোধ করি আমি পিছিয়ে পরাদের দলে। ভাল থাকবেন।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫১

পড়শী বলেছেন: ++

১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:১১

রাতজাগাপাখি বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৪৪

দুরন্ত জেসি বলেছেন: আধুনিকতাই কি সবকিছু???

১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৫

রাতজাগাপাখি বলেছেন: সেটা বোঝার জন্যই তো এত আয়োজন! ভাল থাকবেন।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৩২

সনি ভাইজান বলেছেন: আমি নিজমতে সেকেলে একজন মানুষ, জানিনা অন্যরা কি ভাবে আমাকে নিয়ে, জানার ইচ্ছাও নেই। ছোট্ট একটি গল্প "আমার এক বন্ধু তথাকথিত ছ্যাঁক খেল, ইচ্ছা হল মেয়েটা এবং মেয়ের পরিবারের সবাইকে পথে-ঘাটে অপমান করবে কারন তারা সবাই আমার বন্ধুর ভালোবাসা ভাঙ্গা-গড়া উভয়ের জন্য ই দায়ী। মেয়েটাকে একদিন অপমান করল, মেয়ের পরিবারকে অপমান করার জন্য প্ল্যান করার কাউকে পাচ্ছিল না, তাই আজ হতে ৬ দিন আগে আমার কাছে আসল। আমি প্ল্যান না দিয়ে বললাম, যে চলে গিয়েছে তাকে নিয়ে সময় নষ্ট না করে তুই তোর ব্যবসাতে সময়দে, কাজে লাগবে। আজ থেকে ৫ বছর পর কৃতকর্মের জন্য অনুশোচনা না করে, ৫ বছর পর শুকরিয়া করবি যে তোর সময় নষ্ট হয় নি। বন্ধু প্রথমে আমার উপর রাগ করে চলে গেল কিন্তু গতকাল মেনে নিল আমার কথা।" আপনার পোষ্ট দেখে কমেন্ট দেয়ার ইচ্ছা জাগ্রত হল কিন্তু আপনিতো চুল কেটে philosopher হয়ে গেছেন, তাই কারো কথা হয়ত শুনতে চাইবেন না! পরিশেষে বলতে চাই, গতকাল একটা হিন্দি ছবি দেখলাম "The Dirty Picture"। আপনাকে দেখার জন্য বলব এবং ছবিটির শেষ অংশে একটা চিঠি পাঠ করা হয়, ওই অংশটুকু(চিঠিটি) মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে...

১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৯

রাতজাগাপাখি বলেছেন: ছবিটা না দেখে আপনার মন্তব্যের জবাব দিতে ইচ্ছা করছিল না। যাহোক, দেখলাম। চিঠিটা ভাল লিখেছে। এখানে একটা কথা ভাল লেগেছে। একটা মুভি সাক্কেসফুল করতে ৩টা জিনিস প্রয়োজন, Entertainment! Entertainment!! Entertainment!!! জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি প্রতিটা মানুষের আলাদা।

আপনাদের আন্তরিকতা দেখে কিছু ব্যক্তিগত কথা শেয়ার করতে ইচ্ছা করছে। এখানে যখন প্রথম আইডি খুলি, সেটা একটা বন্ধুর সাথে বাজী ধরে, যে ওর থেকে বেশি মানুষ আমার লেখা পড়বে। ওর থেকে বেশি মন্তব্য থাকবে আমার লেখায়। কিন্তু একটা ব্যপার লক্ষ করলাম, যখন ব্যক্তিগত প্রসংগ আসে, ব্লগের লেখায় বেশি সারা পাওয়া যায়। সেই ভাবনা থেকেই এটা লেখা।আমি জিতে গিয়ে খুশি।

আধুনিক আমি নই। আর নিজের আস্তত্ত্ব হারাতেও চাইনা। যাকে ভালবাসি, সে যতটুকু ভালবাসে, সেটা একজীবন পার করার জন্য অনেক অনেক অনেক বেশি। ওর জন্য আমাকে আধুনিক হতে হবে না। কিন্তু এটা লিখলে ব্লগে কেউ পড়ে না :( । তাই এত নাটক করে লেখা। চুল কেটেছি সত্য, তবে আধুনিক হবার বাসনা নিয়ে নয়, অনেক চুল পরছিল বলে।

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনার উছিলায় একটা মুভি দেখা হল অনেক দিন পর। সে জন্যও ধন্যবাদ। আপনার মূল্যবান সময় দিয়ে মন্তব্য করেছেন, সে জন্যও ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৩:৫৫

পটল বলেছেন:
সময়কে উপলদ্ধি করে বেঁচে থাকাই ভালো।
কিছু হওয়ার আশায় বিসর্জন বা অর্জন দুটোই চাপিয়ে দেয়ার মতো কিছু হয়ে যায়।

নাটক করে লেখাও খ্রাপ লেখেন নাই। বেশি করে লিখুন, আরো ভালো কিছু লেখা বের হবে।
শুভকামনা।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৬

রাতজাগাপাখি বলেছেন: লেখার জন্য ইন্সপায়ার করার জন্য ধন্যবাদ। আপনারা পড়বেন এবং পড়ে মন্তব্য করবেন এই আশ্বাস দিলে নিশ্চয়ই লিখব। ভাল থাকবেন।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:১৮

ঘুমকাতুর বলেছেন: আপনি চুল কেটে philosopher হননি। বাঙ্গালী জন্মগত philosopher /:)

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৮

রাতজাগাপাখি বলেছেন: হতে পারে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১১ ভোর ৪:৩৬

নিশাচর ভবঘুরে বলেছেন: আপনার চুলকাটার কষ্ট বুঝতে পারি। আমার ঘাড়ে ফেলা চুল ছিলো। ভালোবাসার মানুষটা এই চুল পছন্দ করেনা বলে, কেটে ফেলেছি।

১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১৭

রাতজাগাপাখি বলেছেন: আহা রে! ব্যপার না। ভালবাসার মানুষটির জন্য অনেক কিছু বিসর্জন দেয়া যায়। দোয়া করি আপনার এই ত্যাগের কথা তিনি বুঝতে পারুক। ভাল থাকবেন আপনি।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:২১

ডেজা-ভু বলেছেন: আপচুচ!! আমার চুলগুলাও কাইট্টা ফালাইছি!! :( :( :(( :((

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫১

রাতজাগাপাখি বলেছেন: :( :( . ছেলেদের বড় চুল আমারও খুব একটা ভাল লাগেনা। তবে অনেকের বড় চুল চেহারার সাথে মানিয়ে যায়, খুব খারাপ ও না। চুল কেটে মন একটু কম খারাপ করলেও চলবে। আবার বড় হয়ে যাবে।

ভাল থাকবেন।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৫৪

সনি ভাইজান বলেছেন: ধন্যবাদ আপনাকেও কষ্ট করে মুভিটি দেখার জন্য। যদিও ব্লগ খুলেছেন বাজি ধরে তারপরও আমার অনুরোধ থাকবে Fake কিছু না লিখার জন্য। ব্লগাররা কমবেশি সবার লিখা ই পড়ে, কিন্তু ভিন্নতা হচ্ছে কারো লিখা পড়ার পর মনে মনে অথবা কমেন্টের মাধ্যমে গালি দেয়, আর কাউকে তার লিখার জন্য প্রশংসা করে। আপনার একটি ব্যপারে বাহবা না দিয়ে পারলাম না যে, আপনি ব্যক্তিগত কিন্তু সত্য কথাটি স্বীকার করেছেন, যে গুনটি খুবই কম মানুষের মধ্যে আছে। ধন্যবাদ...

১৮ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:৪৮

রাতজাগাপাখি বলেছেন: কষ্ট করে দেখিনি। আমি মুভি কম দেখি। কারন না থাকলে দেখা হয়না। কারনটা অনেকের কাছে ক্ষুদ্র মনে হয়, কিন্তু কারও কথার দাম দেয়াটা আমার কাছে ক্ষুদ্র মনে হয়নি কখনও। আপনি বলেছেন, সেটা কারন হিসাবে যথেষ্ট ছিল।

যাহোক, কারও লেখায় গালি দেয়াটা আমার ভাল লাগেনা। মনে হয়, সভ্য ভাবে বললে মানুষ কথা সহজে বুঝতে পারে। অন্তত আমি ভাল ভাবে কথা বললে শুনার চেষ্টা করি। ধমকের সুরে বললে রাগ লাগে, তাই একদম শুনিনা। সেজন্য অন্য কাউকে বলার ব্যপারেও সেই শালিনতাটুকু বজায় রাখার চেষ্টা করি শুধু। যদিও আজ কাল মনে হয় ভাল মানুষের ভাত উঠে যাচ্ছে জগত থেকে।এ পর্যন্ত fake কিছু লিখিনি। কিন্তু একটু চেষ্টাতো ছিলই লিখাকে অতিরঞ্জিত করার।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৮

সনি ভাইজান বলেছেন: ধন্যবাদ

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫১

সুফি বলেছেন: আপনার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছিলেন আমার পোস্টে।
Click This Link

আমি ঠিক উল্টোটার জন্য সবকিছু ছেড়ে দিয়েছি ! জীবনটা আসলে অদ্ভুত, যেন এক পয়সার এপিঠ ওপিঠ।

আসুন বন্ধু হই।

২৫ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০৩

রাতজাগাপাখি বলেছেন: নিঃসন্দেহে সুফি। বন্ধু পাওয়া এই জমানায় বিরল। কেউ বন্ধুত্ত্বের হাত বাড়ালে তাকে ফিরিয়ে দেব, এতটা মানসিক জোড় আমার নেই। আমার ইয়াহু আইডি দিচ্ছি, যদি মনে করেন, add করে নিতে পারেন,

[email protected]

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৫:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার লিখাটা পড়ে, বেশ পুরোনো একটা বিজ্ঞাপনের কথা মনে পড়লো। "তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন..." হা হা হা মনে পড়ে?

লিখাটার কোথাও একটু দুঃখবোধ খুঁজে পেলাম, আমার ভুলও হতে পারে। তবে সত্যি বলতে কি, বাঙালী মেয়েদের ঠিক দীঘল চুল ছাড়া আমার কাছে যেন কেমন লাগে। সেই ছোট্ট বেলা থেকেই মা'র অনেক বড় চুলের খোঁপা দেখে আসছি। দাদু, খালামনি, ফুপু ওদের সবারই বেশ বড় চুল। একটা অজানা মায়া কাজ করে বৈকি!

ব্যক্তিগতভাবে বয়সের দিক থেকে আমি ৩০এর কাঁছাকাছি। খুব বেশী পুরোনো মানুষ না হলেও মনের দিক থেকে কিছু "ব্যাকডেটেড" হয়তো বলতে পারেন। কিন্তু বয়স দিয়েই কি আর সব বিচার করা সম্ভব?

প্রবাসে এসেছি, অনেকদিন হয়ে গেল। তেমন দীর্ঘ চুল দেখা হয়নি অনেকদিন। এখানেতো, সোনালী, রুপালী, লাল-নীল কত রকম চুল দেখা যায়, কিন্তু বাঙালী রমণীর সেই চুল আর নেই।

দীর্ঘদিনের ভালোবাসার সেই মানুষটিরও বেশ দীঘল চুল ছিলো, কি যে অসম্ভব ভালোলাগতো তার চুল, সেটা সে কখনো বোঝেনি।
http://youtu.be/p8X5Lm2oMiY
একটা কবিতা লিখেছিলাম তাকে নিয়ে, কিন্তু দেয়া হয়নি কখনো। এখন সে অন্য ঘরে, ভাবি সে কি এখনো তেমন করেই চুল আচঁড়ায়? ঠিক তেমনি খোঁপা বাঁধে? ভীষণ জানতে ইচ্ছে করে।

আজ যখন আপনি চুল নিয়ে লিখলেন, কেন যেন ভীষণ অভিমাণ হলো। ভালো থাকুন।

২৬ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১৪

রাতজাগাপাখি বলেছেন: মনে আছে বিজ্ঞাপনটার কথা।ঠিক ধরেছেন, লেখাটাতে দুঃখ বোধ প্রবল ছিল। আমার চুল আমার খুব শখের একটা জিনিস। কিন্তু সত্যি বলতে কি, ভীষন নষ্ট হয়ে গিয়েছিল। আমি বান্দর ছিলাম অনেক আগে থেকেই। কখনোই লক্ষী সভ্য মেয়ের মত চুল বেধে রাখতে ভাল লাগত না। সব সময় চুল ছেড়ে ঘুরতাম। তার উপর যোগ হয়েছে সাময়িক অযত্ন আর দুঃচিন্তা। সব মিলিয়ে আমার শখের জলাঞ্জলী দেয়া ছাড়া উপায় ছিল না।

মনের মানুষদের মনে পরেই, না পড়লেই অবাক হবার কথা, যাকে একদিন এত ভালবাসলেন, সে অন্যের ঘরে বলে ভালবাসা নিষেধ বুঝি!? অতৃপ্তি থাকবেই জীবনে। কিন্তু নিঃস্বার্থ ভাবে কোন চাওয়া-পাওয়ার হিসাব না করে আপনার মনে সে ঠিক থাকতে পারে।

আপনার আবৃতি শুনলাম। ভীষন ভীষন ভীষন ভাল লাগল। অসাধারন। কবিতাটাও অনেক ভাল লাগল। কিন্তু শুধু একটাই ।

বাধুক না খোপা, রুপে সে নিশ্চয়ই ভোলায়নি আপনাকে। অভিমান করে কি হবে? আমার মনে হয় এই ছোট্ট জীবনটা রাগ, অভিমান, ঘৃনা নিয়ে থাকার জন্য অনেক ই ছোট্ট। অভিমান আমার উপর যদি হয়, তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বষয়ে লিখার জন্য এবং আপনাকে এসব মনে করিয়ে দেবার জন্য। ভাল থাকবেন আপনি। দূর প্রবাসে, কাছের মানুষগুলো থেকে দূরে নিজের যত্ন নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.