নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Sunshine from paradise…

যে বিশ্বাস নিয়ে একটা ছোট্ট শিশু হেসে ওঠে তাকে পরে ছুড়ে দেয়া হলে, তেমনি বিশ্বাস আমি করি তোমাকে। আমি জানি তুমি দুঃখ কখনও দেবেনা আমাকে।

রাতজাগাপাখি

স্বপ্ন বলেই সুন্দর তুমি ভালবাসা বলেই এত কাছের আমার না হয়েও আমার তুমি বুকের গহীন মাঝে...

রাতজাগাপাখি › বিস্তারিত পোস্টঃ

বিবাহের তারিখ ২১-১২-২০--

১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:০৫

মানুষ কেন এমন একটা দিনে ভালোবাসার পরিনতি দিতে চায়, সেদিনটি শত বছরে একবার আসবে? ভালোবাসার মানুষের সাথে মিলনের এই ক্ষন যেন প্রতি বছর আসে, এটাই তো কাম্য হবার কথা ছিল!



এই ব্যপারে আমার রোমান্টিক জাদুর একটা মতবাদ ছিল। আমাদের ইচ্ছা ছিল, সম্পর্কের পরিনতি যদি হয়, সেটা হবে ২১শে ডিসেম্বর। সেই দিন দক্ষিন গোলার্ধে দিনের দৈর্ঘ্য কম থাকে, আর থাকে দীর্ঘতম রাত। আমাদের একাত্ম হবার সেই রাত যেন অনেক দীর্ঘ্য হয়, এই ইচ্ছা নিয়ে, আর প্রতি বছর দিনটা অনেক আনন্দ নিয়ে পালন করার ইচ্ছা নিয়ে এই দিনটি ঠিক করা হয়েছিল।



১২-১২-১২ ভালো তারিখ, কিন্তু, ২১-১২ থেকে ভালো কি!?

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৭

নাফীস কাজী বলেছেন: ২১শে ডিসেম্বর দীর্ঘতম রাত !!! পরে বিরক্ত হইয়া ঘুমায় পড়বেন। ;)B-)B-)B-)

১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫২

রাতজাগাপাখি বলেছেন: :#>

২| ১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০৮

পেন্সিল চোর বলেছেন: আমি বিয়ে করবো ফেব্রুয়ারির ২৯ তারিখ ।
বউকে প্রতি বছর গিফট দেওয়া থেকে বেঁচে যাবো। :) :)

১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৩

রাতজাগাপাখি বলেছেন: ফাকিবাজ ভাইয়া, আমি ঠিক বাংলা তারিখটা তোমার বউকে জানিয়ে দিয়ে আসব। :D

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৪০

শার্লক বলেছেন: পেন্সিল চোরের বুদ্ধিটা দারুন। =p~

১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৪

রাতজাগাপাখি বলেছেন: সব ফাকিবাজ। নিজের জীবনের আনন্দঘন মুহূর্তটাও উপভোগ করতে নারাজ। অন্যকে ঠকানোর তালে নিজে যে কতখানি ঠকছে, সেই খেয়াল নেই।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০২

পেন্সিল চোর বলেছেন: আপু আপনি না আমার দলের!! :( :(
আমার দল ছেড়ে আপনি আমার বউকে সাহায্য করবেন!! :(( :(( :((

১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:১০

রাতজাগাপাখি বলেছেন: তোমার দলের বলেই তো বউকে সাহায্য করব ভাইয়া। যেন সেই "নবাবের বেটি" আমার ভাইটাকে ঠিক মত যত্ন করে। আজকালকার দিনের মেয়েদের আমি ভরসা পাইনা ভাইয়া।

আর, বউকে কিছু বললাম বলে আবার আমার উপর রাগ করনা যেন। বিয়ে হলে তো ভাইরা পর হয়ে যায় :(

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:১০

পেন্সিল চোর বলেছেন: আপনার সাপোর্ট সবসময় আমার দিকেই রাখতে হবে।
নো চিন্তা আপু পেন্সিল চোর কখনও পর হবে না ;)

১৪ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩৮

রাতজাগাপাখি বলেছেন: আমার সাপোর্ট তোমার দিকেই থাকবে ভাইয়া। আগে বিয়ে কর, তারপর এসব বলো। তখন দেখব ভাইয়া।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৫

এ্যাপোলো৯০ বলেছেন: আপনি যে কারনে এ তারিখ ভেবেছেন আমিও ঠিক একই কারনে সেম তারিখ ভেবে রেখেছি।দেখা যাক কি আছে

১৪ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩৫

রাতজাগাপাখি বলেছেন: আপনার জন্য দোয়া রইল। আপনার জীবন সুখের হোক। এই তারিখ যে ঠিক করেছিল, তার সাথে যেহেতু হচ্ছে না, কোন একদিন হলেই হল বিয়ে। একটা চুক্তি বৈ অন্য কিছু তো নয়।

আপনার জীবন সুখের হোক। ভাল থাকবেন।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৪:১২

প্রিন্স হেক্টর বলেছেন: আপু পৃথিবী নাকি ২১ ডিসেম্বরে ধ্বংস হয়া যাবে? :(( :(( :((

আগে ভাগে কইরা ফালান, রোষ্ট খামু;)

১৪ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৩৭

রাতজাগাপাখি বলেছেন: এই এক সপ্তাহে পাত্র পাব কই ভাইয়া? পাইলে করে ফেলতাম। রোষ্টের জন্য তো আমিও বিয়েতে রাজি হয়েছি। ভাবছি, পাত্রী সয়ং এত খেলে, শ্বশুর বাড়িতে বদনাম হয়ে যাব। তবুও খাব।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১২ ভোর ৬:৪৩

সীমানা ছাড়িয়ে বলেছেন: তারিখ ঠিক আছে। ভেনুটা নরওয়েতে নিয়ে যান। ওখানে তখন ২২ ঘন্টা রাত থাকবে :D

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৭

রাতজাগাপাখি বলেছেন: ভালো বুদ্ধি দিয়েছেন। ধন্যবাদ।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:১৭

সাককাম জিতু বলেছেন: :P

১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৮

রাতজাগাপাখি বলেছেন: আপনি জিভ কাটছেন কেন? কোন ভুল হয়ে গেছে, নাকি লজ্জ্বা পাচ্ছেন। বিয়ে তো একবারই করার ইচ্ছা। সাধ মিটিয়ে মনের মত দিনে করাই তো শ্রেয়, নাকি?

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ২১/১২...তারিখই ভালো সহমত..তবে আমার মনে হয় ২১/০৬ তারিখ..রাত সবচেয়ে ছোট..দিন সবচেয়ে বড়......সবচেয়ে কম সময় জেগে থেকে বলা যাবে..নির্ঘুম রাত...তাছাড়া..দিনের বেলা কিছুটা ঘুমিয়ে নেয়া যাবে... =p~

আমার ব্লগে দাওয়াত আপনার নতুন কবিতা পড়ার নিমন্ত্রণ...আর ভালো লাগা দিলাম। :) ২+++++

১৭ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:১২

রাতজাগাপাখি বলেছেন: হা হা হা... সবার খালি ঠকানোর ধান্দা। সব চেয়ে কম সময় জেগে থেকে নির্ঘুম রাত বলার ইচ্ছা। নিজেকে এত ঠকাতে আমি রাজী না।

ভালে লেগেছে জেনে খুশি হলাম। ভাল থাকবেন।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

মৃত্যুঞ্জয় বলেছেন: দুঃখিত আপি ১২-১২ তো প্রতিবারই আসবে, আর ২০১২ সন এর ব্যাপারটা তো আলাদা তাইনা !!!
নাকি আমি বুঝতে ভুল করছি !! ?? আর দিন তো কোন ভাবেই ফেরত আসবেনা :)

আমি অবশ্য এইসব নিয়ে চিন্তা করছিনা, কারন আমি মনে করি প্রতিটি দিনই কাম্য হওয়া উচিৎ :)

১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৫০

রাতজাগাপাখি বলেছেন: ভাইয়া, ২০১২ এর ব্যপারটা আসলেই আলাদা। তুমি এতটুকুও ভুল করনি।

সত্যিই প্রতিটি দিন কাম্য হওয়া উচিত। ভালো থেক তুমি।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: রাতজাগা পাখি ...শুধু শুধু লম্বা রাত জেগে থাকার ইচ্ছা। :)

১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪৭

রাতজাগাপাখি বলেছেন: আমি রাত জাগতে চাইনা, কিন্তু পাছে কোন ছোট সুখ আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে ফাকি দিয়ে যায়, এই ভয়ে জেগে থাকি। ভালো থাকবেন।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৯

আতিকুল০৭৮৪ বলেছেন: biya korte cai,je kono din e,,sudu moner moto meye holei hobe

১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৭:৪৯

রাতজাগাপাখি বলেছেন: পৃথিবীতে সবাই সতন্ত্র। কেউ কারও মনের মত না। আমরা মনে করি মনের মত বুঝি পেলাম, তাইতো যখন দেখি একটু মনের অমিল, সেটা খুব বেশি কষ্ট দেয়।

দোয়া থাকল। আপনি আপনার মন খুজে পান। ভালো থাকবেন।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: আসলে যে দিনকাল পড়েছে এরকম রাতজাগা পাখি পাহারায় রেখে ঘুমানো নিরাপদ,....প্রধনমন্ত্রীতো আবার কারো বেডরুম পাহাড়া দিতে পারবেন না। =p~

১৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯

রাতজাগাপাখি বলেছেন: আমার মত পাখি না জেগে থাকাই নিরাপদ। আমি বেশি টেনশন করি। সবাইকে আমার আপন মনে হয়। নিজেকে মনে হয় আমি যদি ঢাল হয়ে সারা বিশ্বের প্রহরায় থাকতে পারতাম!!

প্রধানমন্ত্রী তার দ্বায়িত্ব ঠিক মত পালন করলে এই দেশের এই হাল হত না।

আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, বলেছি বোধ হয়। ইন্টার পাশ করে যে সব ছাত্র ছাত্রী আসে, ওদের জ্ঞান দেখলে সত্যিই এই দেশটার জন্য মায়া হয়। অথর্ব একটা জাতি আসছে নিকট ভবিষ্যতে। এই দেশটাকে বাচানোর জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি কোয়ান্টামের কোর্স করেছি। সেখানে একজন বলছেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার মন ছবি দেখছেন। ভদ্রমহিলা সবার জন্য ভালোবাসা ফিল করেন। একলোক বলল, কি পাশ আপনি? তিনি উত্তর দিলেন ক্লাশ ফাইভ পর্যন্ত পড়েছেন। ভদ্রলোক বললেন, আমরা তো আর অশিক্ষিত মানুষকে ভোট দেব না। আপনি প্রধানমন্ত্রী কি করে হবেন? মহিলা রেগে গেলেন।

আমার হাসি পেয়ে গেল। যে সবাইকে মায়া করে, তার বিরোধীতা করলে সেই মায়া কোথায় চলে গেল বুঝলাম না। এই হল এই দেশের হাল। আমি ঘুমাই কি করে বলেন?

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭

মৃত্যুঞ্জয় বলেছেন: আপি আবার এলুম আপনার ঘরে, আপনার বেশ কিছু কথা আমার মতের সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ আমরা সবাই সতন্ত্র,

ধন্যবাদ, আপনার ক্লাস কেমন চলছে, আরও কিছু বলুন না ক্লাস বা মেডিটেশনের ব্যাপারে

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৫

রাতজাগাপাখি বলেছেন: ভাই, আমার ছোট ভাইটা অসুস্থ। কিছু মানসিক সমস্যা হচ্ছে ওর। তাই মন ভালো নেই। ক'দিন পর নিশ্চয়ই আবার লিখব। ভালো থেক। আর দোয়া কর ওর জন্য।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: নো টেনশন....এই জন্য বলি ঘুমাও বৎস...গভীর ঘুম......এক ঘুমে ...সমস্ত ক্লান্তি শেষ....সমস্ত ভয় শেষ.........আমার কাছে জীবণে সবচেয়ে কাম্য শান্তি..আমি শান্তি চাই আর চাই নিরাপত্তা..আর গভীর ঘুম। :)

২৩ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৬

রাতজাগাপাখি বলেছেন: বাবা সুস্থ হয়, তো ভাই অসুস্থ হয়। ভাই সুস্থ হয়, তো মা তাবিজ কবজ আর হুজুর নিয়ে পেছনে দৌড়ায়, ঘুমাই কি করে বলুন তো!?

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: রাতজাগাপখি আমার কবিতা পূনর্জন্ম পড়..ঘুম এসে যাবে দেখবা......তুমি আমি পরীর দেশে....ঘুম আ যাও..রাতজাগা পাখি ঘুমাও। =p~

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৯:৫৪

ইভা_110 বলেছেন: সময় মানুষ গড়ে না বরং মানুষই সময় গড়ে। তাই কোন বন্ধন তৈরীর ক্ষেত্রে সময়ে নিজেস্ব কোন বিশেষত্ব নেই বরং মানুষের মানবিক ভাবমূর্তি পারে সময়কে বেঁধে রাখতে। কিন্তু আধুনিক বিশ্বের মানুষেরা যতই শিক্ষার আলোকছটা পাচ্ছে ততই যেন যুক্তিহীন বিশ্বাসে নিমজ্জিত হয়ে যাচ্ছে।
তাই গানের ভাষায় পানিতে লেখ নাম সে নাম... কিন্তু হৃদয়ে লেখ নাম রয়ে যাবে। হৃদয় আছে যার সে-ই তো ভালবাসে ...। অতএব সময় নয়, সময়ে লেখ নাম সে নামও ডুবে যাবে ..। ভাল থাকুন সবাই

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

সপ্নাতুর আহসান বলেছেন: আমি নকচারনাল, তাই আপনার বুদ্ধিটা আমার পছন্দ হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.