![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চতুর্মাত্রিকে একটা শাখা আছে আমার পোর্সেলিন হার্ট নামে...http://www.choturmatrik.com/blogs/পোর্সেলিন হার্ট বি.দ্র: এই ব্লগে যা কিছু পোস্ট করেছি তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে কোন ভাবেই পুনঃপ্রকাশ করা যাবে না।
একজন রিসার্চারের জীবনের পয়লা রিসার্চটা হচ্ছে তার এমএসের বা অনার্স লেভেলে করা থিসিসটা। এবং প্রথমবারের মত কাজটা করতে যেয়ে সবাইকেই প্রচুর নাকানি-চুবানি খেতে হয় কয়েকটা কমন জিনিষ নিয়ে-
*সুপারভাইজর স্যার কি যে বলেন, কিছুই বুঝা যায় না (এন্টেনায় কোনভাবেই ধরে না)
*আগের বছরগুলোতে সিনিয়ররা কি যে করে রেখেছে, জার্নালগুলোর পেপারগুলোতে কিভাবে কি করেছে কিছুই বুঝা যায় না
*আগের বছরের সিনিয়রদের কথাও পুরা বুঝা যায় না, অনেকটা টিচারদের মতই বলে
সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য কমন কিছু স্টার্টিং টিপস দেখা যাক আজকের পোস্টে (কম্পিউটার সায়েন্স বাদে)।ইকোনোমিস্টদের কাজে লাগবে, সোশলজির ক্ষেত্রে কাজে লাগবে, ইন্জিনিয়ারদের জন্যও কাজে লাগবে আশা করা যায় (সিএসই ছাড়া)! এবং এই টিপসগুলো থিসিসের জন্য, প্রজেক্টের জন্য ততটা এফেক্টিভ হবে কিনা জানিনা-কিছুটা কমন হেল্প হয়ত পাওয়া যাবে। মুটামুটি সেম প্রিন্সিপাল পেপার লিখতেও কাজে লাগবে, খালি আরেকটু প্রিসাইজড হবে কিছু কিছু ক্ষেত্রে।
প্রথম কথা হল, থিসিসে আপনি কি করছেন? উত্তর: রিসার্চ!! রিসার্চ কি? রি=পুনরায়, সার্চ=খোঁজা। কি খুঁজছেন? হতে পারে, কোন এক্সপেরিমিন্টের আউটকামের অন্য কোন পসিবল অল্টারনেটিভ, কোন নতুন থিওরী, নতুন কোন ইনভেনশনের ক্রিটিসিজম (অবশ্যই কোন এক্সপেরিমেন্টের সিগনিফিকেন্ট রেজাল্টের সাপেক্ষে), হতে পারে কারেন্ট কোন থিওরীর এক্সটেনশন/মডিফিকেশন অথবা, কোন সোশ্যাল/ইকোনোমিক্যাল ইভেন্টের পেছনের ডিটারমিনেন্ট/ডিফারেন্সিয়াল, কোন ইভেন্টের নতুন কোন এস্টিমেশন।
অথবা, উপরে যেগুলো বলা হল, সবকিছুর কারেন্ট ফর্মুলা/থিওরীর স্লাইট মডিফিকেশন
অথবা, এক্সিজটিং কোন থিওরী বা ফর্মুলার প্র্যাক্টিকালি প্রুভ চেক করা, অথবা প্র্যাক্টিকালি এপ্লাই করা!
তো, পুরান রিসার্চারদের ভাষায় একটা জিনিষ বলি, বেস্ট রিসার্চ টপিকস হবে
নাম্বার১ : নতুন কিছু ইনভেন্ট করা অথবা এক্সিজটিং থিওরী/মেথডকে এক্সটেন্ড করা কোন স্পেসিফিক সাইটে
নাম্বার২: কোন এক্সিজটিং থিওরী/মেথডকে সিমুলেট করে দেখান এটার সত্যতা অথবা ইউজ এফেক্টিভনেস অথবা কোন পরিস্হিতির ব্যাখ্যায় এক্সিজটিং কোন থিওরী/মেথড ইউজ করে নতুন এস্টিমেট দাঁড় করান
নাম্বার৩: কোন এক্সিজটিং থিওরী/মেথডকে প্র্যাক্টিকাল কোন ডেটার উপর প্রয়োগ করে দেখান।
তিন নম্বরটাকেই সবচেয়ে উইক থিসিস ধরা হয়। যদিও কোন কোন সাবজেক্টে এটাই বেস্ট থিসিস হবে পরিস্হিতির জন্য।
মেইন টিপসে যাওয়ার আগে আরো কয়েকটা জিনিষ ফোকাস করি। যেকোন রিসার্চে আপনার কমন কিছু আইডিয়া লাগবে তিনটা সেক্টরে-
*নিজের সাবজেক্টের যেই পোর্শন নিয়ে কাজ করছেন
*রিসার্চ মেথডলজি
*স্ট্যাটিসটিক্সের কিছু কমন ইউজ (মিন/মেডিয়ান/মোড, ডেটার বিভিন্ন গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন এবং টেস্ট অফ হাইপোথিসিস)
এগুলো মাস্ট। আদারওয়াইজ কোনভাবেই সম্ভব না (সিএসই আমার পোস্টে কাভার করছি না)
ওকে!! থিসিসের প্রথম এবং সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হল সুপারভাইজর যোগাড় করা (প্রাইভেট ভার্সিটিতে এটা কোন ব্যাপারই না, কিন্তু পাবলিকে এটা একটা বিশাল সমস্যা, সব সাবজেক্টে সব টিচার এক্সপার্ট না এবং এক্সপার্ট না হলে ভাল আইডিয়া থাকলেও টিচাররা থিসিস করাতে চান না! অন্য কাজে ব্যস্ততা বা নিজে থেকেই না করাতে চাওয়ার টেন্ডেন্সি তো আছেই)। সুপারভাইজর যোগাড়ের আগে, নিজে একটু কাজ করুন। নিজের সাবজেক্টে পসিবল রিসার্চের ফিল্ডগুলো কি কি, একটু জেনে নিন। পড়তে হবে প্রচুর। তবে সিনিয়র স্টুডেন্টরা এক্ষেত্রে ভাল হেল্প করতে পারে, ডিপার্টমেন্টের পসিবল রিসার্চ ফিল্ডগুলো জানার জন্য। এরপর নিজের ইন্টারেস্টের ফিল্ড কোনটা কম্পেয়ার করে দেখুন। এরপর দেখুন, ঐ ফিল্ডে কোন টিচার গবেষণা করেন এবং থিসিস করান। তাঁর পেছনে এবার ঘুর ঘুর শুরু করে দিন
সুপারভাইজর পাওয়ার পরই কষ্ট শুরু। পড়া শুরু করে দিন, আই মিন পুরান কাজ কি আছে আপনার ফিল্ডে, দেখা শুরু করে দিন। প্রথমে ডিপার্টমেন্টের সেমিনার/লাইব্রেরিতে যান, পুরান থিসিসগুলো একটু নেড়েচেড়ে দেখুন। প্রথমে২/৩টা থিসিস নিয়ে আগাগোড়া পড়ুন। কিছুটা আইডিয়া পাবেন থিসিসের স্ট্রাকচার সম্পর্কে। একটা থিসিস ঘাটলে মুটামুটি কয়েকটা কমন হেডলাইন পাবেন-
এবস্ট্রাক্ট: যদিও এটা দিয়েই শুরু হয় থিসিস অথবা পেপার কিন্তু স্ট্যান্ডার্ড প্রসিডিওরে এটাকে নাম্বারিং করা হয় না কোন চাপ্টারের আন্ডারে। ১০/১৫ লাইনের মাঝে আপনার রিসার্চের প্রয়োজনীয়তা, অবজেকটিভ, মেথডলজি, রেজাল্ট সবকিছু বলতে হবে এখানে। শুধু ভাইটাল আউটকামগুলো ফোকাস করুন এখানে। মনে রাখবেন এবস্ট্রাক্ট যত বড় হবে সাইজে (১৫/১৭লাইনের উপরে বা আরো বেশি) ততই এটা দেখতে জঘন্য হবে এবং আপনার অযোগ্যতাকে সার্টিফাই করবে। (আমি আড়াই পৃষ্ঠার এবস্ট্রাক্টও দেখেছি এক অপদার্থের!)
১) ইন্ট্রোডাকশন: এটাতে আপনার ইন্টারেস্টের ফিল্ডের শর্ট বর্ণনা থাকবে।
২) রেশনাল অফ স্টাডি/ব্যাকগ্রাউন্ড অফ স্টাডি: কিছু পুরান কাজের সাপেক্ষে এবং বর্তমার সায়েন্সের আপডেট পর্যন্ত কতটুকু প্রয়োজনীয়তা আপনার এই ফিল্ডে কাজ করা, তার একটা শর্ট ডিসক্রিপশন থাকবে এই পোর্শনে।
৩) লিটারেচার রিভিউ: এই পোর্শনে থাকবে আপনার ইন্টারেস্টের টপিকসের আগাগোড়া কতখানি কাজ হয়েছে এবং লেটেস্ট আপডেট কি পর্যন্ত! এখানেই বের হয়ে আসবে সামারি হিসেবে, আপনার ফিল্ডে কোন জায়গাতে এক্সটেনশনের সুযোগ আছে, সেটা করতে আপনি এই রিসার্চটা করছেন। এটার ব্যাপারে পরে আরো ডিটেইলস বলছি।
৪) অবজেকটিভ: রিসার্চের আল্টিমেট অবজেকটিভ শেষ পর্যন্ত, অবশ্যই লিটারেচার রিভিউয়ের সাপেক্ষে।
৫) এনালাইসিস/এক্সপেরিমেন্টের ডিটেইলস: সাবজেক্ট/ফিল্ড অনুযায়ী। এই জায়গাটাতেই আপনার ফাইন্ডিংসের যথার্থতা প্রমাণ করতে স্ট্যাটিসটিকাল কিছু থিওরী এপ্লাই করতে হবে, টেস্ট অফ হাইপোথিসিস প্রায় কম্পোলসারি। তবে উন্নতমানের থিসিসে রিগ্রেশন মডেলও আশা করা হয়
৬) সামারি অফ ফাইন্ডিংস/ডিসকাশন: আপনার ইনভেনশনের শর্ট সামারি একটা।
উল্লেখ্য, পয়েন্ট ১-৪ আপনার রিসার্চ প্রোপোজাল লিখার কাজেও লাগবে। যেকোন ফার্দার গবেষণার কাজে রিসার্চ প্রোপোজাল জমা দেয়া লাগে হায়ার অথরিটির কাছে আপনার এই গবেষণার উদ্দেশ্য এবং প্রয়োজন সম্পর্কে অবগত করতে। বাংলাদেশে খুব কম জায়গাতেই থিসিসের আগে রিসার্চ প্রোপোজাল জমা দিতে বলা হয় তাই এই অংশটুকু আমি আপাতত এড়িয়ে যাচ্ছি। যাকগে, প্রথম ৮/১০ টা থিসিস আগাগোড়া এভাবে দেখলে, এর পরেরগুলোতে দেখবেন, অবজেক্টিভ, এবস্ট্রাক্ট, সামারি অফ ফাইন্ডিংস এই পয়েন্টগুলো ভালমত পড়লেই পুরা থিসিসের কনসেপ্ট পেয়ে যাচ্ছেন, কোন ফিল্ডে কি টাইপের কাজ হয়েছে। কাজের শুরুতে লিস্ট করতে থাকুন, কি কি কাজ এখন পর্যন্ত করা হয়েছে আপনার ইন্টারেস্টের ফিল্ডে!
এবার আসা যাক অবজেকটিভের ব্যাপারে। অবজেকটিভ আপনি পুরান থিসিসগুলোতে যা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই সেটা আসলে ঠিক হয় কাজের শেষ পর্যায়ে যেয়ে। শুরুর দিকে যদি মনে হয় অনেকদিন হয়ে গেল, এখনো অবজেকটিভ ঠিক করতে পারিনি, হেনতেন.....ঘাবড়ানোর কোন কারণ নেই। আসল জিনিষ হচ্ছে আপনি কোন ফিল্ডে করবেন ঠিক করতে পেরেছেন কিনা, কাজ শুরু করে দিন ঐ ফিল্ডে ইন্টারেস্ট পাচ্ছেন এরকম একটা দিক লক্ষ্য করে, মুটামুটি মাঝামাঝি গেলে নিজেই বুঝে যাবেন আপনার অবজেকটিভ কি লিখতে হবে। আসলে এই জায়গাটাতেই কনফিউশন আর ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় সুপারভাইজরদের সাথে। তাঁরা যথেষ্ট এক্সপার্ট নিজেদের ফিল্ডে, কাজেই তাঁরা যত সহজ ভাষায় আপনার অবজেকটিভ বলে দেবেন আপনাকে আপনি অন্তত দুইতিনমাস যাওয়ার আগে সেটা বুঝার পর্যায়ে যেতেই পারবেন না। কাজেই মাথা গরম করার দরকার নেই, ফিল্ড ঠিক করে কাজ শুরু করে দিন আগেভাগেই, জার্নাল ঘাটতে ঘাটতে অনেক কিছু নিজেই বুঝে যাবেন। তবে থিওরী বেসড থিসিসে এত সহজে এই ঝামেলা কাটানো যায়না, পুরা টাইমেই আপনাকে নির্দিষ্ট দিকে হিসেব কষে যেতে হবে
এবার দেখা যাক ভাল একটা থিসিস কমপ্লিট করার কমন টিপসগুলো (পুরা থিসিসের জন্য রাইটআপ সহ)-
#প্রথম কয়েকদিন সুপারভাইজারের পেছনে বেশি ঘুরঘুর করে তাঁকে আইডিয়া দেবেন আপনার সিরিয়াসনেস নিয়ে , কিছুদিন গেলে নিজেই সপ্তাহে ফিক্সড একদিন সময় ঠিক করে নিন দেখা করার, টাইমসহ। লাভ ২টা, সুপারভাইজার খুশি থাকবে প্লাস কাজ আপটুডেট থাকবে সবসময়! সুপারভাইজারের মনজয় থিসিসের সবচেয়ে বড় কাজগুলোর একটা
#যে ফিল্ডে কাজ করছেন, আগে কাছাকাছি/সেম ফিল্ডে কাজ করা সিনিয়রদের সাথে কথা বলে ন্যুনতম আইডিয়াটুকু নিয়ে নিয়েন। টিচার যতই গাইড করুক, এটা আপনার কাজে সবচেয়ে বেশি হেল্প করবে।
#বেশি বেশি জার্নাল ঘাটুন। ভাল থিসিস করতে চাইলে এর কোনরকম কোন বিকল্প নেই। (এটাই থিসিসে ভাল করার বেস্ট টেকনিক, পরবর্তীতে পেপারের কাজেও এটা বেসিক শিক্ষা দেবে আপনাকে)। এবং লিটারেচার রিভিউ লেখার সময় প্রিভিয়াস ফাইন্ডিংস হুবহু কপি-পেস্ট করবেন না, টিচার-রা দেখলেই চিনে ফেলেন কোন জার্নাল বা অথারের পেপার থেকে মারা। এটা মারকিং-এ নেগেটিভ ইমপ্রেশন ফেলে। কিছু কিছু ইউনিভার্সিটি নিজেদের স্টুডেন্টদের থিসিস অনলাইনে দেখতে দেয়, পারলে ওগুলোর স্ট্রাকচার ফলো করুন, কোয়ালিটি সম্পর্কে আইডিয়া পাবেন।
#টপিকস/ফিল্ড সিলেক্ট হয়ে দেরি না করে সেদিন থেকেই লিটারেচার রিভিউ লেখা শুরু করে দিন। পরে একসাথে অনেক কাজ জমে দেখা যায়, গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ফাইন্ডিংস বাদ পড়ে গেছে।
#ভেতরে যত জায়গায় কোন রেফারেন্স দেবেন, বিবলিওগ্রাফি/রেফারেন্স সেকশনে অবশ্যই সেটা থাকতে হবে (এটার জন্য আলাদা মারকিং থাকে।) সময় অথবা নামের এলফাবেটিকাল অর্ডার যেকোন একটা ফলো করতে হবে সেজন্য (ভেতরে এবং বিবলিওগ্রাফিতে)।
#যে কয়টা চাপ্টার হবে (এপ্রক্সিমেটলি আরকি, সাথে এপেনডিক্স/রেফারেন্স এগুলোও আছে), আগে থেকেই সেগুলোর কভার পেজ আর শুরুরদিকের হাবিজাবি পেজগুলো বানিয়ে রেখে দেয়ার চেষ্টা করবেন, তাহলে পরে বসে খালি এডিট করে জমা দিলেই হবে। শেষের দিকে এত কাজ একসাথে এসে পড়ে, মাঝেমাঝে হাস্যকর কিছু ভুল হয়ে যায় এসব কারণে।
# আপনি যত গ্রাফ ইউজ করবেন থিসিসে এর রিলেটেড ডেটা অথবা ডেটা সোর্স অবশ্যই অবশ্যই উল্লেখ থাকতে হবে থিসিসে। আদারওয়াইজ ভ্যালিডিটি নিয়ে কোশ্চেন উঠবেই!
আগেই বলেছি লিটারেচার রিভিউয়ে এবং বিবলিওগ্রাফির জন্য আলাদা মার্কস থাকে! এবং এই পোর্শনে ভুল করেনা এরকম পাবলিক খুব কম! সঠিকভাবে লেখার জন্য একটা এক্সাম্পল দেই। নিচের লাইনগুলো লক্ষ্য করুন,
Dimiter Philipov and Aiva Jasilioniene (2008) applied Life-table techniques to examine the recent trend of fertility in Russia and Bulgaria considering the main two determinants along with other demographic and socio-economic factors. The analysis was based on data from the Generation and Gender Surveys (GGS) carried out in 2004. They generated a large number of single-decrement and multi-decrement life tables describing various life course events: leaving home and........
এই অংশটুকু লিখা হয়েছে লিটারেচার রিভিউয়ের একটা অংশে দিমিটার ফিলিপভ এবং আইভার ২০০৮ সালে পাবলিশড হওয়া পেপার ‘Union Formation and Fertility in Bulgaria and Russia: A Life Table Description of Recent Trends’ থেকে। শর্টকাট মেথড: পেপারের এবস্ট্রাক্ট পড়ুন, আপনি নিজেই পেয়ে যাবেন কোন অংশটুকু আপনার লিট. রিভিউয়ে রাখতে হবে। এবং মনে রাখতে হবে কোন প্রিভিয়াস পেপারের বা ইনভেনশনের কথা লিট. রিভিউ অথবা থিসিসের যেকোন অংশে উল্লেখ করা হলে যেটার ডিটেইলস অবশ্যই বিবলিওগ্রাফিতে রাখতে হবে। সাপোজ এই পেপারটা পাবলিশড হয়েছিল Demographic Research জার্নালের ১৯ নং ভলিউমের ৬২ নং আর্টিকেল হিসেবে, এবং জার্নালের পেজ নাম্বারের হিসেবে ছিল ২০৫৭ থেকে ২১১৪ নং পৃষ্ঠা পর্যন্ত। তাহলে বিবলিওগ্রাফিতে এর লিংকটা হবে নিচের মত,
Philipov, Dimiter and Jasilioniene, Aiva (2008). ‘Union Formation and Fertility in Bulgaria and Russia: A Life Table Description of Recent Trends’, Demographic Research, vol: 19, article: 62, pages: 2057-2114.
কোন কোন ক্ষেত্রে দেখবেন লেখা আছে-
Philipov, Dimiteret et al (2008). ‘Union Formation and Fertility in Bulgaria and Russia: A Life Table Description of Recent Trends’, Demographic Research, vol: 19, article: 62, pages: 2057-2114.
এক্ষেত্রে Philipov, Dimiteret et al মিন করে, দিমিতারের সাথে আরো এক বা একাধিক অথার ছিলেন যাদের নাম ঐ মুহুর্তে এভেইলেবল ছিল না!
টিপসে উল্লেখ করা আরেকটা লাইন একটু ডিটেইলস বলি (লিটারেচার রিভিউ লেখার সময় প্রিভিয়াস ফাইন্ডিংস হুবহু কপি-পেস্ট করবেননা)। লিটারেচার রিভিউ রেডি করা হয় আসলে আগের কোন পেপারের এবস্ট্রাক্ট বা ফাইন্ডিংস-কে সামারাইজড করে। সাপোজ এবস্ট্রাক্টে আছে নিচের কথাগুলো-
Women constitute 47.5 percent of total international migration flow in today’s world. However, representation of Bangladeshi female migrants in the labour market is the thinnest among all the countries in Asia. The paper tries to identify factors hindering female migration and instigate a debate on the role of religion as hindrance to female migration in Bangladesh and Indonesia. Data were collected from 13 families having sent at least one migrant abroad. The available data substantiates that religion hinders female migration process in Bangladesh to a considerable extent; however, it is not true in case of Indonesia. Under the norm of female seclusion, women have to veil themselves from the head to toe when they go out of the home. This "protects" the women's modesty and husband's family's respectability. Among the twelve factors worked out ‘religion’ received the highest WMI (0.846) followed by ‘language’ inefficiency (0.818). ‘Illiteracy’ received third highest WMI (0.750) followed by ‘marital factor’ (0.692). However, ‘governance’ received the least WMI (0.375) followed by less exposure to modern world (0.400). Inappropriate state policies, legislation and administrative restrictions have driven women's labour migration dissident. Last of all, it is the government who should take pains to promote international female migration because this is a matter of bilateral governmental concerns.
লিটারেচার রিভিউয়ে আপনি উল্লেখ করবেন এভাবে যে "রাইটার (পেপার পাবলিশড হওয়ার সাল) মহিলাদের মাইগ্রেশনে রিলিজিয়নের ভূমিকা বের করার জন্য *** সোর্স থেকে ডেটা কালেক্ট করেন। এবং তিনি দেখতে পান যে, রেজাল্ট দুয়েক কথায়! তার রেজাল্ট থেকে তিনি অমুক অমুক ফ্যাক্টরগুলোকেই বেশি পরিবর্তন আনা দরকার বলে তার গবেষণায় মত প্রকাশ করেন।" সোজা কথায় নিজের ভাষায় এবস্ট্রাক্ট-টা ইউজ করুন ফলাফল, ডেটা সোর্স, মেথড ক্লিয়ারলি মেনশন করে। তবে শুরুতে যে পড়াটুকু পড়তে বলেছিলাম, সেই ব্যাকগ্রাউন্ড না থাকলে এত সহজে এটা করা যাবেনা!
লিটারেচার রিভিউ বা বিবিলিওগ্রাফি দুটাই লিখার দুইটা কমন ওয়ে মেইনটেইন করা হয়। হয় সময়ের হিসেবে, (সবচেয়ে পুরানটা থেকে শুরু করে লেটেস্টগুলোর দিকে) অথবা নামের হিসেবে (এলফাবেটিকালি)! লিটারেচার রিভিউ ডিনোট করে আপনি আপনার থিসিসের জন্য কতটুকু পড়াশুনা করেছেন অথবা পুরান কাজগুলো রিভিউ করেছেন। তবে অবশ্যই টপিকসের সাথে রিলেভেন্ট হতে হবে, শুধু শুধু পৃষ্ঠা বাড়ালে সেটা নাম্বার কমাবে ছাড়া বাড়াবে না।
ভাল কথা, লিটারেচার রিভিউ তৈরী করাটা এমনিতে খুব সহজ কোন কাজ না নতুন একজন রিসার্চারের জন্য। লিটারেচার রিভিউ রেডি করার/নেটে পেপার ঘাটার দুইটা সহজ ওয়ে আছে।
নাম্বার ওয়ান: আপনার রিলেটেড কাজের পুরান একটা থিসিস নিন। সেটার বিবলিওগ্রাফি দেখুন, কোন কোন পেপারকে রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে। সেগুলো বের করুন খুঁজে, তারপর সেগুলোতেও সেম টেকনিক ইউজ করুন। লেখার ওয়ে তো জানেনই।
নাম্বার টু: এটাই প্রেফার করি বেশি। আপনি আপনার কাজের/ফিল্ডের পসিবল ডাইমেনশনগুলো কাগজে লিখে ফেলুন। সাপোজ, খুব সহজ একটা এক্সাম্পল চিন্তা করুন, গ্রহের কক্ষপথের সীমা নিয়ে কাজ করছেন, নতুন কোন এস্টিমেট বের করতে চান বা এক্সিজটিং ফর্মুলাকে এক্সটেন্ড করতে চান। ফার্স্টে বের করুন এর সাথে রিলেটেড জিনিষ কি কি-
------------ পাশের গ্রহের অবস্হান
কক্ষপথের সীমা ---------- গ্রহের আকৃতি
------------ পাশের গ্রহের ভর/আকৃতি
এবার গুগলে সার্চ দিন কক্ষপথের সীমা ও পাশের গ্রহের অবস্হান লিখে, এরপর ক্রমাণ্বয়ে লিস্টের বাকিগুলো ধরে।
বেশিরভাগ পেপার যেহেতু পিডিএফ ফরমেটে থাকে, বেটার রেজাল্টের জন্য গুগলের এডভান্স সার্চ অপশন ইউজ করুন, আর ফাইল ফরমেটে পিডিএফ সিলেক্ট করে দিন। কুইক ভাল রেজাল্ট পাবেন। আসলে, মুটামুটি এটাই বেসিক সার্চের নিয়ম।
ভাল জার্নাল সাইটের নাম এই মুহুর্তে দিতে পারছিনা, কেননা সব সাবজেক্ট/ফিল্ডে বেস্ট জার্নাল সাইট সম্পর্কে আইডিয়া কম আমার। তবে কমবেশি হিনারীটা সবাইকে প্রেফার করতে দেখি, মেডিকেল/পাবলিক হেলথ রিলেটেড কেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/স্ট্যাট... সাইটের জন্য পাবমেড (এটা আমেরিকার গভর্নমেন্টের সেন্ট্রাল ডেটাবেজের একটা পার্ট সম্ভবত) এইসব। তবে হিনারী বেস্ট হলেও সব জায়গায় খুলতে পারবেন না, বাংলাদেশে অল্প কয়েকটা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ ওরা, পাসওয়ার্ড সরবরাহ করে খোলার জন্য। ঢাবি থেকে এক্সেস পাওয়া যায়।
শেষ আরেকটা পয়েন্ট!
ডেটাবেসড থিসিসে স্যাম্পল প্রোফাইল সম্পর্কে ডিটেইলস বর্ণনা থাকা খুবই দরকারি। কিন্তু কোন রিনাউনড অথবা রিলায়েবল সোর্সের ডেটা ইউজ করলে শুধু শুধু স্যাম্পল প্রোফাইল নিয়ে বেশি কথা না লিখাই ভাল। শুধু ডেটার নাম কালেকশন প্রসিডিওর কি ছিল বলে ছেড়ে দিলেই হবে। একটা কথা খেয়াল রাখবেন, ডেটার উপর ডিপেন্ড করে থিসিস করবেন না, আপনার টপিকসের উপর বেস করে সেকেন্ডারি ডেটা খুঁজুন! সিমুলেশনের এই জমানায় না হলে আপনার থিসিসকে কেউ খুঁজবে না!
আর ফাইনালি, সোশলোজির থিসিস নিয়ে কয়েকটা কথা বলি। বেশিরভাগ সোশলজির থিসিসেই দেখি ডেটা কালেক্ট করে সেটার বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে থিসিসে, আর কিছু বাইভেরিয়েট রিলেশন দাঁড়া করানোর ট্রাই করা হয়। সবকিছু ঠিক আছে, মেইন এমফাসাইজ দিন কোশ্চেনারি ডেভেলপের সময়। মিসলিডিং আন্সার আছে এরকম কোশ্চেন ভুল এবং জটিলতার সৃষ্টি করে এনালাইসিসের সময়।
একটা ভাল থিসিস আপনাকে নিয়ে যেতে পারবে বহুদূর। থিসিস না করে যত বড় রিসার্চারই হোন না কেন নিজের যোগ্যতা্য, থিসিসের ভূমিকাটা সবসময়ই অন্যরকম, রিসার্চার হিসেবে আপনার ফার্স্ট জব হিসেবে! কাজেই সচেষ্ট হোন নিজের বেস্ট এফোর্ট-টা দেয়ার জন্য!! বেস্ট অফ লাক টু অল নিউ রিসার্চারস
***** থিসিসের ফাইনাল রাইটআপে ফরম্যাটিংগুলো কি টাইপের হবে, ফার্স্ট-টু-লাস্ট জানার জন্য আমি সবাইকে ব্লগার অপ্রয়োজনের এই পোস্টে যেতে সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে এই বিশাল পোস্ট মনযোগ দিয়ে পড়ার জন্য!
উৎসর্গ: এই পোস্ট-টা আমি এবং অপ্রয়োজন ভাইয়া অনেকদিন ধরেই লিখার চিন্তা করছিলাম একসাথে। আমরা দুজনই খুশি, অলসতা পরিহার করে পোস্ট ছাড়তে পেরেছি শেষ পর্যন্ত!
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৪
কালীদাস বলেছেন: কাজেই আপনিই পেলেন প্রথম ধন্যবাদ
থ্যাংকস, নিশান!
২| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৩
নিশান ইব্রাহিম বলেছেন: পোস্টতো ভালাই দিলেন............ আমারতো ইন্টার্ন রিপোর্ট করার কথা মনে হইলেই জ্বর আসে.....................।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৬
কালীদাস বলেছেন: ইন্টার্ন রিপোর্ট কম্পারেটিভলি থিসিসের চেয়ে ইজি! একটু খাটলেই ভাল করা যায়, খালি কোশ্চেনারিটা যত্ন নিয়ে বানান আর যে কাজ করছেন ইন্টার্নে সেটা বেশি ফোকাস করুন রিপোর্টে। আমরা রিপোর্ট দেখতে বসে সেটার ফোকাসিংটাই খুঁজি বেশি!
৩| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৫
জর্জিস বলেছেন: বিরাট থিসিস করেছেন....
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৮
কালীদাস বলেছেন: এ্যাঁ, আপনি দেখলেন কেমনে?
৪| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৭
আলামিনস্টাইন বলেছেন: ভাল হইল। কিছুদিন পর থিসিস সেমিস্টার টা শুরু হবে।
অনেক ধন্যবাদ।
সোজা প্রিয়তে।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০১
কালীদাস বলেছেন: আশা করি আপনার কাজে লাগবে!
অনেক অনেক ধন্যবাদ!
৫| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৭
অপ্রয়োজন বলেছেন: রিসার্চার হওয়ার যা ইচ্ছা ছিলো তাও নাই হয়া গেলু ... এখন কি হপে !!!
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৪২
কালীদাস বলেছেন: হায় হায়, তাইলে কি হইব?!
বুচছি, আপনের নামের পেপারগুলা আমি লিখছিলাম
৬| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৭
অডং চাকমা বলেছেন: পেলাস দিলাম কষ্ট করে লিখেছেন।
সেই সাথে জিজ্ঞাস করতে ইচ্ছা হয় আপনি কয়টা থিসিস বা গবেষণা করেছেন? গবেষণা প্রতিবেদন থাকলে পোস্ট করেন। আমরা অনেক পাঠক আছি।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৪
কালীদাস বলেছেন: পেলাসের জন্য ধন্যবাদ!
আমার রিসার্চ এক্সপেরিয়েন্স....! বুঝতে পারছি না কি বলব!!
গবেষণা প্রতিবেদন ছাড়ার জায়গা ব্লগ না! সেটার জন্য অসংখ্য রিনাউনড জার্নাল আছে, সেখানেই পাঠাই! আর এক সাবজেক্টের এক্সপার্টের জন্য আরেক সাবজেক্টের পেপার ধরতে পারাটা একটু টাফই বটে!!
৭| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০০
নিশম বলেছেন: পুলাপানের মাথার উপ্রে দিয়ে যাবে! যেমনটা আমার গেছে!
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৫
কালীদাস বলেছেন: নাহ, যারা সাফার করছে, তারা ঠিকই বুঝবে আশা রাখি! আজ থেকে ২বছর আগে আমি মহা মুসিবতে পড়েছিলাম প্রথম তিনটা পয়েন্ট নিয়ে।
সঠিক সময়ে কাজে লাগবে!!
৮| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৫
রিয়াল ফেরদৌস বলেছেন: এত্তো বড় লেখা????
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৬
কালীদাস বলেছেন: সরি, এইটা আমার ব্লগীয় স্বভাব-দুষ!!
৯| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৮
অপ্রয়োজন বলেছেন: পুরা কোঅথর কোঅথর লাগছে
কালীদাস এট অল
ইনপুট দিবোনে পরে ....
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১১
কালীদাস বলেছেন:
অপ্রয়োজন, কালীদাস (২০১০). "একটা ভাল থিসিসের কমন টিপস/পয়েন্টগুলো!" সামহোয়ারইনব্লগ, ভল: অক্টোবর; আর্টিকেল ৮, পেজ১!
হৈসে না?
১০| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১০
১৬ই ফেব্রুয়ারী বলেছেন: ++++++++++++++++++++
ওয়েট
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১১
কালীদাস বলেছেন: মেলা ধইন্যা!
খবর কি?
১১| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১২
কালীদাস বলেছেন: আরে, ধন্যবাদ তো আমি দেব এত বড় লেখাটা পড়েছেন বলে
থ্যাংকস, একলব্যের পুনর্জন্ম!
১২| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৯
কবির চৌধুরী বলেছেন: অনেকের কাজে আসবে, মনে করি।
++
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২১
কালীদাস বলেছেন: থ্যাংকু, কবির চৌধুরী
১৩| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৫
অক্টোপাস বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫০
কালীদাস বলেছেন: থ্যাংকস, অক্টোপাস!
১৪| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৬
ত্রিভুজ বলেছেন: ব্লগে আসা সার্থক করার জন্য সপ্তাহে এরকম একটা লেখাই সম্ভবত যথেষ্ঠ... অনেক ধন্যবাদ।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫১
কালীদাস বলেছেন: থ্যাংকস, ত্রিভুজ!
১৫| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২৮
লিলি বিন্তে সো্লায়মান বলেছেন: দারুণ!!
+++++++++++
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫১
কালীদাস বলেছেন: থ্যাংকস, লিলি!
১৬| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ++++++++++++++++++++
কিন্তু বস, এই পোস্ট যদি আরো ২ মাস আগে নাজিল হইত আর এক উইক ক্লাশ, এক্সাম শেষ হবে নভেম্বরে, তার পর মাত্র এক সপ্তাহ দিবে ফাইনাল থিসিস সাবমিট করতে। আমার মহান সুপারভাইজার এর কথা তো আগেই বলেছিলাম , আর ডাটা নিয়ে নাকানিচুবানি তো আছেই, ৪ মাস ধরে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে ঘুরতেসি, আজকেও গিয়া ১ ঘন্টা বসে ছিলাম , এখনো পাইনাই। আমার থিসিসের শুরুর দিকের উতসাহ আর বিন্দুমাত্র অবশীষ্ট নাই, এখন ভালোয় ভালোয় যা করসি সেটাই লেখে শেষ করতে পারলে বাচি
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৩
কালীদাস বলেছেন: আপনাদের এরকম কেন? বুয়েটে তো দেখি ১বছর পর্যন্ত সময় দেয়, কমপ্লিট করার জন্য! এখনো আপনার কাজে লাগবে, লিট. রিভিউ কিন্তু কন্টিনিউয়াস একটা প্রসেস, আমি ফাইনাল প্রিন্ট নেয়ার আগের সন্ধ্যাতেও যোগ করেছি!
আশা হারাবেন না, এখনো সময় আছে!!
১৭| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৩৭
হাসান মাহবুব বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৩
কালীদাস বলেছেন: বস, গল্প কেমন হৈসে?
১৮| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৮
সিদ্ধার্থ আনন্দ বলেছেন:
বস কাজে লাগবে। থিসিসের কথা ভাবতে গায়ে জ্বর জ্বর ভাব আসে। দেখা যাক জ্বর কমে কিনা।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৫
কালীদাস বলেছেন: শুনেন ভাই, রিসার্চকে ভয় পাওয়ার কিছু নেই! ফিল করুন এভাবে যে, আপনি নতুন একটা গবেষণা করতে যাচ্ছেন, আপনি একজন ভবিষ্যত ইনভেন্টর! ডিএনএ ডাবল হেলিক্স মডেলের জন্য যে নোবেল পেয়েছিল, ওরা কিন্তু কাজ করছিল পিএইচডির জন্য, পেয়ে গেছে সারা পৃথিবীতে পরিচয়!
আশা করি আপনার কাজে লাগবে এই পোস্ট!
১৯| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৯
মুনতা বলেছেন: এই পোস্টের কমেন্ট পড়তে হইলে আপনার আগের পুস্টে যান........
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৬
কালীদাস বলেছেন:
২০| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০২
সাধারণমানুষ বলেছেন: এই পোস্ট আমার কাজে লাগবে ২ বছর পরে , আপাতত ধইন্যা
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৬
কালীদাস বলেছেন: জমায়া রাখেন ভবিষ্যতের জন্য
২১| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৭
সায়েম মুন বলেছেন: আপনার পোষ্টই তো একটা থিসিস হয়ে গেছে।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৭
কালীদাস বলেছেন: আর কয়েন না, চাইরহাত লম্বা পোস্ট না দিলে ভাত হজম হয় না সারা সপ্তাহ
২২| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৫
টিভি পাগলা বলেছেন: হাইরে, আর কিছুদিন আগে যদি দিতেন এই পোস্ট!!
কি যে যন্ত্রণা গেছে গত কয়েকটা মাস।
তয় এখন কেমন জানি ফাকা ফাকা লাগছে। সব শেষ।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৮
কালীদাস বলেছেন: কিছুদিন আগে নিজেও যে এই পথেরই পথিক ছিলাম
২৩| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:২৬
অপ্রয়োজন বলেছেন: ফরম্যাট ঠিকনাই ... রিজেক্টেড ... মাইনাশ ...
মাইনাস টা কে দিলো?
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৯
কালীদাস বলেছেন: মাইনাস এখন কেয়ার করিনা আর। তবে এই পোস্টে মাইনাস ইন্ডিকেট করবে কোথাও কোন ভুল আছে। সেটা উল্লেখ করে দিলে ভাল হত মাইনাসটা!!
কে দিয়েছে কে জানে! অনেকক্ষণ কারেন্ট ছিলনা!
২৪| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৭
দ্রোহ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া কাজে লাগবে।
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০০
কালীদাস বলেছেন: থ্যাংকস, দ্রোহ!
২৫| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৪৯
কাঠের খাঁচা বলেছেন: এত বড় লেখা পইড়া ঘাম ছুইটা গেলু। চ্রম হইসে বস
(সিএসই আমার পোস্টে কাভার করছি না) তেব্র পরতিবাদ করা হইল।
সুপারভাইজারের মন জয় করার লাইগা সপ্তাহে ৩ দিন গিয়া গাল গপ্প পাইরা আসতাম। ২ দিন তো মিনিমাম যাইতাম। কামে দিসিল
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০২
কালীদাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, কাঠের খাঁচা! আছেন কেমন?
সিএসই সম্পর্কে সত্যিই খুব একটা ভাল জানিনা! বাকিগুলা সম্পর্কে কমবেশি দেখেছি জানি খানিকটা তাই কমন পয়েন্টগুলো মার্র করলাম!!
আমি সুপারভাইজরের শরীর কেমন জানতে চাইতাম একঘন্টা শুনতাম শরীর ঠিক রাখা রিলেটেড লেকচার তারপর সমস্যার কথা তুলতাম! ততক্ষণে স্যারের মন নরম
২৬| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫০
লুথা বলেছেন:
এতোদিনে দিলেন কেন ?? আরো আগে দিলে কি হইতো ?
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০২
কালীদাস বলেছেন: আরো আগে নিজেও যে এই পথেরই পথিক ছিলাম
২৭| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৩
মহসিন০৮ বলেছেন: ধন্যবাদ.........
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৪
কালীদাস বলেছেন: আপনাকেও ধন্যবাদ, মহসিন!
২৮| ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৪৭
কাঠের খাঁচা বলেছেন: আছি ভালাই। চলে আর কি দিনকাল, বাইচ্চা বুইচ্চা আছি
১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
কালীদাস বলেছেন:
২৯| ১১ ই অক্টোবর, ২০১০ রাত ১:০৮
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আরে ভাই, বুয়েটের কথা আর বইলেন না, ৪ বছর আমরা কি পাইলাম আর বুয়েট কি পাইলো এই হিসাব আর কথা মিলাইতে মিলাইতে গেল। ভাল দিক হচ্ছে, আমাদের কোর্স টাইমলি শেষ হয়ে যাচ্ছে, ৪ বছরের কোর্স ৪ বছরেই। কিন্তু অনেক পেইন বেহুদা কামে, যেমন ফাইনাল পরীক্ষার মাঝে ছুটি থাকে একেদিনের মধ্যে সর্বোচ্চ ৩ দিন, এমনকি একদিন ছুটি দিয়ে পরেরদিন আরেক পরীক্ষা এমন ও আছে। অথচ বুয়েটের দোস্তরা এমনিতেই প্রত্যেক্টা পরীক্ষার মাঝে ৬ দিন করে গ্যাপ পায়, আর কিছু হইলে পরীক্ষা পিছানোর চান্স তো পায়ই আর বুয়েটে লেভেল ৪ এর ২ টা টার্ম কাগজে কলমে ১ বছর হলেও প্রত্যেকবারেই আসলে এক বছরের বেশি লাগে, আর আমরা সময় পাইসি ২ টার্ম , প্রত্যেক্টা ৪ মাস+ ৪ মাস+অন্যন্য মিলে ৮ মাস, এখন চলতেসে সেই ৮ম মাস।
১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
কালীদাস বলেছেন: বড়ই দুঃখের কাহিনী!
কিন্তু তারপরও কেন জানি নিচের কোবতেটা মনে পড়ে গেলু
নদীর এপাড় কহে ছাড়িয়া নিশ্বাস
ওপাড়েতে সর্বসুখ আমারো বিশ্বাস!!
৩০| ১১ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:২৮
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বিশাল খাটনি করসেন ভাইডি। অনেক কাজে আসবে মানুষের। ইন ফ্যাক্ট যেহেতু আমি নিজেই এখনও পার্টটাইম পড়াশোনা চালিয়ে যাচ্ছি কাজেই আমার নিজেরও কাজে আসতে পারে। গুড জব!
নিজের পুরনো লেখাগুলো এখন আর খুব একটা শেয়ার করা হয় না, তবু থিসিস নিয়ে ঘটে যাওয়া ভয়ঙ্করতম ঘটনাগুলো নিয়ে একটা পোস্ট লিখেছিলাম, সেটা শেয়ার করতে ইচ্ছে হলো।
Click This Link
১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০২
কালীদাস বলেছেন: আপু, আপনার ঐ লেখাটা আগেই পড়েছিলাম। নিজের থিসিসের টাইমের হিউজ সাফারিং, আরো অনেকের কষ্টের কাহিনীর সাথে আপনার ঐ পোস্ট-টাও বলতে পারেন এই পোস্টের অন্যতম ইন্সপারেশন! ভয়ংকর ঘটনা ছিল ওটা, আর আপনিও খুব নার্ভাস হয়ে পড়েছিলেন। থাক, বাদ দেন সেই দুঃসহ স্মৃতি!!
অনেক অনেক ধন্যবাদ আপু। কাজে লাগুক, বুঝে রিসার্চ করুক সবাই এটাই আমার আশা!
৩১| ১১ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:০২
হায়রে ভালবাসা বলেছেন: হায়, পন্ডিত মশাই, আচেন কিরাম???......
১১ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৪
কালীদাস বলেছেন: কি কলির জমানা আসল রে
! পন্ডিতরে মাইনষে এখন হায় কয়! আরে ইনদ্যাইয়ারনাইটিনসিক্সটিনাইন আমরা তো পন্ডিতদের পোস্টে ঢুকার আগেও গার্জিয়ানদের পারমিশন নিয়ে ঢুকতাম
৩২| ১২ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ৩১ নম্বরের রিপ্লাই পৈড়া হাসতে হাসতে শ্যাষ।
১২ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫৬
কালীদাস বলেছেন: খিকজ
এরকম রিপ্লাই দেখলে ইনদ্যাইয়ারনাইটিনসিক্সটিনাইন আমরাও হাসতাম
৩৩| ১২ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: "এট এল" সাধারণত *** এন্ড দেয়ার/হিজ কো-ওয়ার্কারস বোঝায়।
একটা চমৎকার এবস্ট্রাক্ট পাঠককে ধরে রাখতে পারে পুরো পেপারে। সেই সাথে রেজাল্ট এন্ড ডিসকাশন খুবই গুরুত্বপূর্ন।
অনেকে মনে করে রেফারেন্স যত বেশি হবে পেপারের গুরুত্ব তত বাড়বে, বা পেপার তত ভারী হবে। এটা কিন্তু ভুল।
সায়েন্স ডিরেক্টে ইনডেক্সড একটা জার্নালে আর্টিকেল পাঠালাম। মোট রেফারেন্স ছিল ৫৯ টি। ওরা ফিরতি মেইলে জানালো হাইয়েস্ট ৩০-৩২ টা রেফারেন্স দেয়া যাবে।
চমৎকার পোস্ট।
১২ ই অক্টোবর, ২০১০ রাত ৯:১৯
কালীদাস বলেছেন: ৫৯ টা রেফারেন্স?!! কিঞ্চিত আতংকিত বোধ করলাম! আমার আজ পর্যন্ত কোন পেপারে ১৮টার বেশি দেই নি, একটাতে ৬টা দিয়েছিলাম
এবস্ট্রাক্টের ব্যাপারটা চমৎকার বলেছেন। এবং বেশিরভাগ থিসিসই এবস্ট্রাক্ট দেখার পর আর সামনে যেতে ইচ্ছা করে না, এতটাই জঘন্য লাগে!
স্টুডেন্টরা থিসিস মোটা করে দুইটা পোর্শন দিয়ে- মিনিংলেস/অপ্রয়োজনীয় রেফারেন্স আর রিনাউনড ডেটা সোর্সের ক্ষেত্রেও পৃষ্ঠার পৃষ্ঠা স্যাম্পল প্রোফাইল রেখে! মিনিংলেস, নাম্বার কমানো ছাড়া বাড়ায় না জিনিষটা!
থ্যাংকস, ব্লগার!!
৩৪| ১৩ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৩২
ফাহাদ চৌধুরী বলেছেন:
আমার কাছে থিসিস মানেই সাফারিং!! এক ফ্রেঞ্চকাট ***** এর হাতে হয়্রানি হওয়ার ইতিহাস!!
অর্ধেক্টা পড়েছি!! এখন ঘুমাসে! পরে বাকিটা!!
১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৭
কালীদাস বলেছেন:
৩৫| ১৩ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৯
শেখ আমিনুল ইসলাম বলেছেন: ইশ! পোস্টটা কেন মাস দুয়েক আগে দিলেন না? আমারটা তখন জমা দিলাম। আফসুস
প্লাসাইলাম
১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৯
কালীদাস বলেছেন: আমারটা জমা দিয়েছি ফেব্রুয়ারিতে, তখন নিজেও দৌড়ের উপর ছিলাম!!
ব্যাপার না, এখন পেপারের কাজে ইউজ করবেন, থিসিস তো একবার করেই শেষ, পেপার বের করবেন সারা জীবন
থ্যাংকস, আমিনুল
৩৬| ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০০
অপ্রয়োজন বলেছেন: রেফারেন্সে কোনো নাম যায় যখন সেই পেপার বা কাজ থেকে সিগনফিকেন্ট ধরনের হেল্প নিয়েছেন। অনেকেই একলাইনের কোট নিলেও সেটাকে রেফারেন্সে যোগ করে, এমনকি এমনও দেখেছি রিলেটেড একগাদা পেপারের নাম (অনেকটা গুগল স্কলারে সার্চ দেবার মতন) রেফারেন্সে যোগ করতে।
রুল অফ থাম্ব হলো যদি আপনার পেপারের কাজ অন্য কোনো পেপারের অন্তত ২৫% মিলে, তাহলে সেটাকে রেফারেন্স দিতে পারেন (যদি আপনি সে পেপারের কাজটা আপনার পেপারেও ব্যাবহার করেন)। একলাইনের কোট বা কোনো ব্লক কোট থাকলে সেটার রেফারেন্স যাবে ফুটনোটে (বা এন্ডনোটে), রেফারেন্স পেইজে না।
অনেকসময় (এটা সাধারনত জার্নাল পেপারে বা ডিসার্টেশনে দেখা যায়) আলাদা একটা সেকশন তৈরি করে দেয়া হয়: Works Cited নামে, যেন রেফারেন্স পেইজে শুধুমাত্র রিলেটেড কাজ গুলোই রাখা যায়। বইয়ে বা এ্যাডভান্সড জার্নাল আর্টিকেলে আরেকটা সেকশন রাখা হয় Further Readings নামে।
রেফারেন্স পেইজের মূল উদ্দেশ্য হলো যদি পাঠক আরো গভীরভাবে বিষয়টা সম্পর্কে জানতে চায়, বা সিমিলার মডেল বা কাজ অন্যভাবে কিভাবে করা হয়েছে সেটা দেখতে চায় তাহলে এই সেকশনের উল্লেখ করা পেপারগুলো দেখতে পারে।
১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৯:০৩
কালীদাস বলেছেন: সহমত! আসলে এই কারণগুলোর জন্যই রেফারেন্স দেয়া হয়।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, পয়েন্ট-টা যোগ করার জন্য!
৩৭| ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৪৫
অন্ধ আগন্তুক বলেছেন: অনেক বেশী কাজের একটা পোস্ট । অচিরেই কাজে লাগতে যাচ্ছে !
আর প্রথমবারেই দেখার সাথে প্রিয়তে নিয়েছিলাম ।
কিন্তু দৌড়ের উপরে থাকায় মন্তব্য করা হয়নি ।
১৩ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫০
কালীদাস বলেছেন: কাজে লাগলেই আমি খুশি! কারণ প্রথম প্রথম এই লাইনে সবাই এতই সাফার করে, বলার মত না!
অনেক অনেক ধন্যবাদ, অন্ধ আগন্তুক
৩৮| ১৩ ই অক্টোবর, ২০১০ রাত ১১:০০
সায়েম মুন বলেছেন: ইনদ্যাইয়ারনাইনটিনসিক্সটিনাইনপন্ডিতদেরছিলবেশদাম
১৪ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৮
কালীদাস বলেছেন: ব্ড়মিস্করিসম্য়্টা!!
৩৯| ১৪ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
কোর আই সেভেন বলেছেন: চরম কাজের পোস্ট হয়েছে। অদূর ভবিষ্যৎ এ কাজে লাগবে...
১৪ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৮
কালীদাস বলেছেন: আইচ্ছা!!
৪০| ১৪ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৫৬
বাবুনি সুপ্তি বলেছেন: রেখে দিলাম। যদিও আর কিছু দিন আগে হলে ভালো হত
১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:০৮
কালীদাস বলেছেন: হা হা হা! লেখাটার কারণ সেটাই। আমি নিজেরটা করার সময় এই স্টার্টিং টিপসগুলোর জন্য কতটা সাফার যে করেছি বলার মত না।
ভবিষ্যতে কারো যদি বিন্দুমাত্র কাজে লাগে সেজন্যই এই লেখা। পেপারের কাজেও বেসিক হেল্পটুকু পাওয়া যাবে এই গাইডলাইনটা ফলো করলে।
থ্যাংকস, বাবুনি সুপ্তি!
৪১| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৩
কিষান বলেছেন: আমার থিসিস পর্যন্ত যাইতে আরো প্রায় দেড় বছর....যাকগে শোকেসে ভরে রাখলাম। কখন কাজে লাগে বলা যায় না
আপনাকে অনেক ধন্যবাদ
১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:০৯
কালীদাস বলেছেন: অনেকদিন পর কিষাণের কমেন্ট পেলাম। আছেন কেমন?
আশা করি আপনার কাজে লাগবে পোস্ট-টা। স্টার্টিং-এ এই কমন প্রবলেমগুলো ফেস করে না এরকম পাবলিক খুবই কম!
৪২| ১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:১৩
জিসান শা ইকরাম বলেছেন: আমার মাথা পুরা আউলা ঝাউলা হইয়া যাইব। থিসিসের উপ্রে কার একটা পুষ্টে কমেন্ট দিলাম।
আবার আর একটা ?
আমারে মাফ কেন যায় না ?
১৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:২৬
কালীদাস বলেছেন: খিকজ
! যার পোস্টে কমেন্ট করছেন, তারটার লিংকও আমার পোস্টের নিচে দেয়া আছে
! দুইজনেই যার যার থিসিসের সময় যেই কষ্টগুলা পাইছিলাম, তার সলভের জন্যই পুরা থিসিসের সব স্টেপ ভাগ কইরা লেখছি দুইজনের দুই পোস্টে!! ইহা ছিল অনেকটা যৌথ প্রযোজনার পুস্টের সিরিজ
ওক্কে, করলাম মাফ
৪৩| ১৫ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:৫২
জিসান শা ইকরাম বলেছেন: থিসিস দেখলেই মাথা পিছনে ঘুইরা জায়
এই যে পুষ্ট।http://www.somewhereinblog.net/blog/siftekhar/29252643 ২ থিসিসে আমার মাথা শেষ
হলিডে তে হালকা রসালাপ করুম, টার বদলে ..... আমারে যে কেডা বাচাইব ????
পিলাস কিন্তু ঠিকই দিসি
জাতে ,মাতাল ...
১৫ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
কালীদাস বলেছেন: খিকজ!
পেলাসের জন্য কড়কড়া করে ভাজা ধইন্যা
৪৪| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৮
শূণ্য উপত্যকা বলেছেন: আমার কাজে লাগার কোনো সম্ভাবনা নাই অনেকের অবশ্য কাজে লাগবে পোস্টটি।
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০০
কালীদাস বলেছেন: কপালপুড়াদের জন্যই এই পুস্ট
৪৫| ১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:০৪
কিষান বলেছেন: দাদা থিসিস তো কইরা ফেলছেন, এখন কি থাকবেন দ্যাশে নাকি উড়াল দিতেছেন শীঘ্রই?
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০২
কালীদাস বলেছেন:
নাহ, যেতে দেরি আছে।
আর আমারে নিবাই বা কেডা?!
৪৬| ১৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:০২
দূর্যোধন বলেছেন: বহুৎ দেরী হৈয়া গেল প্লাসাইতে.......
কিন্তু মহাকবি আরিস্ততল বলে গিয়েছেন,'' বেটার লেট দেন নেভার ''
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৩
কালীদাস বলেছেন: আরিস্টটলের গুষ্ঠি কিলাই ঐ বেটার জন্যই মানবজাতির এই ভয়াল দশা
থ্যাংকস, দূর্যোধন
৪৭| ১৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৩
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: কিরাম আছেন বস ?? অনেকদিন এইদিকে আসা হয় না, তাই পুস্ট ও পড়া হয়নাই।
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৩
কালীদাস বলেছেন: আছি একরকম! আপনার খবর কি?
ব্যাপার নাহ
৪৮| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪০
কবি মৃত্যুময় বলেছেন: ভাই, আনেক ধন্যবাদ। কিন্তু আমরা যারা সিএসই তাদের জন্য কিছু সাজেশন দিন। কৃতজ্ঞতা রইল।
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৬
কালীদাস বলেছেন: ধন্যবাদ, কবি মৃত্যুময়!!
আমার সত্যিই সিএসইর থিসিস সম্পর্কে কোন আইডিয়া নেই, কখনো দেখিনি! বেসিক পয়েন্টগুলো এক হতে পারে হয়ত- এর বেশি সত্যিই কিছু বলতে পারলামনা ভাই।
৪৯| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৪৫
মেঘকন্যা বলেছেন: অনেক ধন্যবাদ কালীদাস ভাই। ভবিষ্যতে কাজে লাগবে।
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৬
কালীদাস বলেছেন: ধন্যবাদ, মেঘকন্যা!
কাজে লাগলেই পুস্টের সার্থকতা!!
৫০| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৫
হায়রে ভালবাসা বলেছেন: ছরি পন্ডিত আংকেল...কানে ধচ্চি...আর কমুনা....
১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১০:০৭
কালীদাস বলেছেন: ঘুড! বেরি ঘুড!
৫১| ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ১১:২৮
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন: অনেক ধন্যবাদ বস! কাজে লাগবেই...
১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৪
কালীদাস বলেছেন: থ্যাংকস, পিয়েল!
আশা করি আপনার কাজে লাগবে!
৫২| ১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৩
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আমার থিসিস শেষ !!!
১৭ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৪৯
কালীদাস বলেছেন: কংগ্রাচুলেশনস!!
জীবনের সবচেয়ে বড় ঝামেলাগুলোর একটা শেষ!!
৫৩| ১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: থ্যাংক্স।
হুম। এই বছরটা খুব পেইনের মধ্যে দিয়ে গেছে।
১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৯
কালীদাস বলেছেন: এবছরই জমা দিয়েছেন মনে হয়?!
থিসিসের বছর সবসময়ই আনন্দদায়ক হয়
৫৪| ১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৫
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: জি ! বছর মানে মাসখানেক আগের কথা আর কি।
থিসিস শেষ হওয়ার সাথে সাথে মাথাটা পুরা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মনে হচ্ছে কি যেন নাই ।
১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
কালীদাস বলেছেন: আমারো এরকম মনে হয়েছিল, জমা দেয়ার পর প্রায় মাসখানেক সময় মাথা কাজ করত না। পেপারের কাজ কমপ্লিট করার পর আবার নর্মাল হয়েছিলাম
৫৫| ১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৮
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ভচ,
কামেল পুষ্ট।। ++
ওভার।।
১৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
কালীদাস বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ, আলফা ১৬!
রজার দ্যাট!
ওভার
৫৬| ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:২০
আলিম আল রাজি বলেছেন: আপনারে অনুসরণ করলাম বস।
১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
কালীদাস বলেছেন: সম্মানিত বোধ করছি!
অনেক অনেক ধন্যবাদ, রাজি! ভাল থাকুন।
৫৭| ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৩২
দরজার ওপাশে বলেছেন: থিসিস নিয়া থিসিস! ভয় পাইসি!
১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
কালীদাস বলেছেন: আমিও
৫৮| ১৮ ই অক্টোবর, ২০১০ সকাল ১১:১৬
কানন শাহ বলেছেন: কয়েকদিন আগে একটা জমা দিলাম। এই পদ্ধতিতেই প্রায় করছি।
যা হোক অনেক ভাল্লাগছে বস।
+ তো দিতেই হয়
১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
কালীদাস বলেছেন: থ্যাংকস, কানন শাহ!
৫৯| ১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫১
অপ্রয়োজন বলেছেন: লিট রিভিউর কিছু পয়েন্টার দিতে ভুলে গেছি ... দিচ্ছি পরে। আছেন কেমন?
১৮ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
কালীদাস বলেছেন: অপেক্ষায় রইলাম, ভাইয়া!
আছি মুটামুটি দৌড়ের উপর, লাইফটা কয়লা হয়ে যাচ্ছে পুরা!
আপনি কেমন আছেন? নতুন পোস্টের খবর কি?
৬০| ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ৮:০২
অপ্রয়োজন বলেছেন: মেইল পড়েন্না ক্যান
মাথায় ছিলো যখন পোস্ট দিয়েছিলেন তখন থেকেই ... আমার আইলসামির কাহিনী তো আর ব্যাখ্যা করতে হবে না
১৮ ই অক্টোবর, ২০১০ রাত ৮:১৩
কালীদাস বলেছেন: মেইল পড়ছিলাম! ভাবলাম, দুইদিনে নিজেরে ভুইলা আবার যদি দুয়েকলাইন লিখা ফেলান, তাই কইছিলাম আর্কি
আরে, আমিও তো আইলসা (যদিও আপনের চেয়ে একডিগ্রী কম)। ব্যাখ্যা করার দরকার কি?! ইদানিং অবশ্য কমেন্ট করতেও আইলসামি লাগে আমার
৬১| ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২৫
মৃতস্বর বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২৯
কালীদাস বলেছেন: থ্যাংকস!!
৬২| ২০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩২
অপ্রয়োজন বলেছেন: বোরড ... পোস্ট দ্যান ... কমেন্ট কর্মু ...
২০ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৫৪
কালীদাস বলেছেন: আমি বোরড হওনের টাইমও পাইতাছি না ভাই, জীবনটা তামা তামা হয়ে গেলু
শুক্র/শনিবারের যেকোন একদিন মেগাসিরিয়ালটা খতম দিয়া ফেলুম! লেখার ধৈর্য্য পাইলে
৬৩| ২১ শে অক্টোবর, ২০১০ ভোর ৪:১১
শিশিরবিন্দু বলেছেন: ধন্যবাদ এত কষ্ট করে এত বড় পোস্ট দেয়ার জন্য। কাজে লাগবে আশা করি।
২১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩৯
কালীদাস বলেছেন: থ্যাংকস, শিশিরবিন্দু!
৬৪| ২১ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৬
জুন বলেছেন: আমি আর্টসের ছাত্রী
২১ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৩
কালীদাস বলেছেন: সোশলজিতে যেয়ে আমার দৌড় শেষ
তবে স্ট্রাকচারটা একইরকম হওয়ার কথা আর্টসের ক্ষেত্রেও! যদিও আমি শিওর না!!
৬৫| ২২ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৫
টানজিমা বলেছেন: এই পোষ্টে কর্ছিলাম??....
২২ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:১৩
কালীদাস বলেছেন: হ্যাঁ।
৬৬| ২২ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
হায় হায়! আর কয়মাস আগে লিখতেন! এখন খালি বাঁধাই করাই বাকি...
২২ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫৯
কালীদাস বলেছেন: খিকজ! বাঁধাই-এর টিপসের জন্য পুস্টের শেষে আরেক মহা পুস্টের লিংক দিয়া রাখছি
!!
বেস্ট অফ লাক!!
৬৭| ২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪৩
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: ভাইয়া , কেমন আছেন?? হলের নেটের লাইনের যন্ত্রনায় লাইন কেটে দিছি...তাই আর আগের মত সামুতে আসা হয় না । দিনকাল কেমন কাটতেছে????
২৪ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৮
কালীদাস বলেছেন: চলে কুনুমতে! ভোরবেলা হাইজ্যাকারে ধরছিল আজকে, মোবাইলটা নিয়া গেছে!!
তুমি কেমন আছো? তোমাদের ক্লাশ কতদূর, কি দশা?
৬৮| ২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
নির্বাসিত পথিক বলেছেন: পিলাচ
২৪ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
কালীদাস বলেছেন: থ্যাংকস
৬৯| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৩
আকাশটালাল বলেছেন: ভাই, কেমন আছেন? আপনাদের অনেক মিস করছি। সব ঝামেলা গুলোর খবর রাখছিলাম। যাই হোক, আশা করি ভালো আছেন।
২৬ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫১
কালীদাস বলেছেন: এইতো ভাই, আছি একরকম! আপনার খবর কি? লম্বা ডুব মেরে উঠলেন এবার....ভাল আছেন তো?
৭০| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪০
১৬ই ফেব্রুয়ারী বলেছেন:
শাহবাগে কাব্যিক ভুমি আগ্রাসনঃ কবিদের জায়গায় দিনরাত ফ্যাশন হাউজ খুলিয়া কাপড় বেচিলে কয় লাইন কবিতা উতপন্ন হয় এক পেজ কাগজে ??
২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৪
কালীদাস বলেছেন: কমেন্ট করে আসলাম। ঠান্ডা কমেন্ট!!
৭১| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪০
১৬ই ফেব্রুয়ারী বলেছেন:
২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৪
কালীদাস বলেছেন:
৭২| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৭
আকাশটালাল বলেছেন: ছিনতাইকারীর কবলে পড়লেন কি করে???
২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৮
কালীদাস বলেছেন: ভোরবেলা অফিসের গাড়ি ধরার জন্য রিকশা দিয়ে মতিঝিল যাচ্ছিলাম! পথে ফাঁকা রাস্তায় ধরেছিল
৭৩| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৯
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: আপনারতো তাইলে শনির দশা চলতেছে....ক্লাসের কথা আর বইলেন না, মাইরা ফালাইতে বাদ রাখছে
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩৬
কালীদাস বলেছেন: আসো, একসাথে গলা ধইরা কান্দি
৭৪| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩০
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: আকাশটালাল বলেছেন: ছিনতাইকারীর কবলে পড়লেন কি করে???
ঘটনা কি ভাই ?? কবে হইলো এই ঘটনা ?
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪৭
কালীদাস বলেছেন: রোববার, ঈগল! ভোরবেলা অফিসের গাড়ি ধরার জন্য রিকশা দিয়ে মতিঝিল যাচ্ছিলাম! পথে ফাঁকা রাস্তায় ধরেছিল...মোবাইল আর টাকাগুলো খুইয়েছি!!
৭৫| ২৯ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৫৪
মেহবুবা বলেছেন: অনেকের কাজে আসবে এ পোষ্ট ।
হাইপোথেসিস এর সাথে স্টাডি ডিজাইন এর উপর ডিপেন্ড করে রিসার্চ কোশ্চেন আসতে পারে ।
আর কাজ করবার সময় নির্ভুল ভাবে রেফারেন্স রাখা প্রয়োজন আলাদা ফাইলে , প্রয়োজনে চট করে দেখে নেবার জন্য ।
শুভকামনা রইল ।
২৯ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:০৭
কালীদাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, মেহবুবা! ঠিকই বলেছেন, প্রথম থেকেই এই অংশগুলো গুছিয়ে রাখলে পরে অনেক ঝামেলা সহজে কাটানো যায়! অনেকসময় দেখা গেছে, লিট রিভিউ পারফেক্ট আছে কিন্তু রেফারেন্সের লিংক আর খুঁজে পাওয়া যায় না!
থ্যাংকস!!
৭৬| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:০৫
কোহকাফের বাসিন্দা! বলেছেন: সিএসই আপনের কি ক্ষতি করছিল? কেন সিএসই নিয়া লেখলেন না?! এই জেবন রাখপো না....
অসাধারণ একটা পোস্ট দিছেন, অনেকদিন ওয়েট করছি এরকম কুনু গাইডলাইনের জন্য! কামান সহকারে পাঁচ দাগাইলাম
৩১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫১
কালীদাস বলেছেন: আহত হইলাম কামানের গোলায়!
আসলে সিএসই সম্পর্কে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই, সেজন্যই টাচ করিনি!
থ্যাংকস!
৭৭| ৩১ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:০২
ইসটুপিড বলেছেন: জোসিলা পোস্ট! তয়, আরো আগে পাইলে বড় উপকার হইতো আমারো
৩১ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৫২
কালীদাস বলেছেন: আগে নিজেও যে এই পথেরই পথিক ছিলাম....
থ্যাংকস, ব্লগার!
৭৮| ০৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২০
কালীদাস বলেছেন:
# মামুইননা
# হ্যামিলনের বাঁশিওয়ালা
# স্করপিয়নবিডি
# বনজ্যোৎস্নায়,সবুজ অন্ধকারে
# রাষ্ট্রপ্রধান
এদের কেউ একজন সেকেন্ড মাইনাসটা দিয়েছেন! সমস্যা নেই, তবে পোস্টের ভুলটা ধরিয়ে দিলে ভাল হত।
০৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১
কালীদাস বলেছেন:
৭৯| ০৯ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৪১
মাসউদুল_আলম বলেছেন: কাম কইরা লাইসেন। ১৩ তারিখের মধ্যে রিসার্চ প্রপোজল স্যারের কাছে জমা দিয়ে বাড়িতে যেতে হবে। এইটা মনে হয় আমার কামে লাগবো।
১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৫
কালীদাস বলেছেন: কাজে লাগলে সত্যিই ভীষণ খুশি হব!
থ্যাংকস, মাসউদুল
৮০| ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪৩
গৌতম রায় বলেছেন: অনেক ধন্যবাদ। দারুণ একটা কাজ করেছেন।
এই লেখাটা কি ইংরেজিতে অনুবাদ করে এই সাইটের (http://www.bdeduarticle.com) জন্য দিতে পারবেন? তাতে হয়তো আরে অনেকে উপকৃত হবে।
১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪৭
কালীদাস বলেছেন: থ্যাংকস, গৌতম!
চেষ্টা করে দেখব! কিন্তু কোন শিওরিটি দিতে পারলাম না, কয়দিনে শেষ করতে পারব! শেষ করতে পারলে আপনাকে জানাব!
৮১| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:২৫
গৌতম রায় বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করলেই পেরে যাবেন। সময় কোনো ব্যাপার না। প্রয়োজনে সময় নিন। অপেক্ষায় থাকলাম।
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৭
কালীদাস বলেছেন: ওকে! চেষ্টা করব!!
অথবা আপনি চাইলে ঐ সাইটে পোস্টের লিংক শেয়ার করতে পারেন, বাংলায় লেখা আর্টিকেল উল্লেখ করে।
৮২| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:২০
গৌতম রায় বলেছেন: ওখানে বাংলা লেখার লিংক দিলে লাভ নেই, কারণ ওটার ভাষা ও অডিয়েন্স ইংরেজিকে কেন্দ্র করে।
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:২২
কালীদাস বলেছেন: থাক, তাহলে আর কি করা!! দেখি লিখে শেষ করতে পারি কয় দিনে!!
৮৩| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৫০
উদাসী স্বপ্ন বলেছেন: নতুন লেখা কব্বে পয়দা হইবে?
১৭ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:৫৮
কালীদাস বলেছেন: মাত্র ডুব থিকা উঠলাম ভাইয়া, আরো দুইচারদিন লাগবে
৮৪| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৭
নষ্ট ছেলে বলেছেন: যদিও কইয়া দিছেন আমগো কামে লাগব না তয় ফেরেন্ডগো কামে লাগব। প্রিয়তে রাখলাম
২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৫
কালীদাস বলেছেন: হুমম, সিএসই মনে হয়
থ্যাংকস, ব্লগার
৮৫| ২১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:৩৬
শেখ মিনহাজ হোসেন বলেছেন: প্রিয়তে রাখার জন্য এর চেয়ে দরকারি পোস্ট আর হয় না।
এই পোস্টে দুইটা মাইনাস পড়ার একটাই কারণ খুঁজে পাই। ওনেক বড়, তাই বিরক্ত হয়ে কেউ মাইনাস দিতে পারে।
কিন্তু অসম্ভব দরকারী পোস্ট।
২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৩
কালীদাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, মিনহাজ! আপনার কাজে লাগলে আরো খুশি হব!!
মাইনাসের কারণ পোস্টের সাইজ না ভাই আমাকে মাইনাস দেয় শুধু কিছু পুরান ছাগু, আমার জন্য ছাগু-গুষ্ঠী দুইটা নিক খুইয়েছিল তো তাই
ভাল থাকবেন!
৮৬| ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০১
আসিফ মুভি পাগলা বলেছেন: প্লাস সহ প্রিয়তে । থিসিসের সময় এখনো আসে নাই । দেরী আছে ।
২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৭
কালীদাস বলেছেন: আপনার কাজে লাগলে খুবই খুশি হব! ধন্যবাদ
৮৭| ২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২২
ফয়সালরকস বলেছেন:
আহো বাই...দুস্ত পাতাই!
তুমারে আগে চিনি নাই! বহুত কামেল ব্লগার...ছুপা রুস্তম!
(এই পোষ্টটা আমার আগে চোখে পড়ে নাই...নিজেরে মাইনাস! অবশ্য ব্লগে থাকি কম। একটা লেখা আসতেছে...অনেক উপকার হইতে পারে, এট্টু খিয়াল কৈরা...কেমুন?)
২৪ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:২৪
কালীদাস বলেছেন: হা হা হা
ওক্কে! অপেক্ষায় থাকলাম
৮৮| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৩
চন্দ্রগ্রহণ বলেছেন: দাদা, রিসার্চ প্রপোজাল নিয়ে একটু বিস্তারিত বলবেন? খুব দরকার। একটা করেছি কিন্তু হয়েছে কিনা বুঝতে পারছিনা।
লেখার বিসয়ের জন্য অনেক ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৯
কালীদাস বলেছেন: টিপসের পয়েন্ট ১ থেকে ৪ হচ্ছে রিসার্চ প্রোপজালের বেস! এখানে থাকবে আপনার ইন্টারেস্টের টপিকসের আগাগোড়া কতখানি কাজ হয়েছে এবং লেটেস্ট আপডেট কি! এবং এখানেই বের হয়ে আসবে সামারি হিসেবে, আপনার ফিল্ডে কোন জায়গাতে এক্সটেনশনের সুযোগ আছে এবং সেজন্যই আপনি এই রিসার্চটা করছেন।
মুটামুটি এই হচ্ছে রিসার্চ প্রোপজালের সারকথা! তবে ডেটা বেসড রিসার্চ হলে, স্যাম্পলিং প্রসিডিওর এবং মেথডলজি উল্লেখ করতে হবে (শর্টকাটে)। এখন চেক করে দেখুন এই পয়েন্টগুলো কভার করেছেন কিনা আপনার প্রোপজাল পেপারে!
ধন্যবাদ!
৮৯| ০৩ রা জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৮
সপ্রতিভ বলেছেন: পোস্টটি ২০০৯ বার পঠিত...
আমি দুইবার পড়ায় ২০১১ হল,
নতুন বছরের শুভেচ্ছা রইল
০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:০৯
কালীদাস বলেছেন: হা হা হা, আমার সবচেয়ে কাটখোট্টা পোস্ট-টা কিভাবে আমার সবচেয়ে বেশি হিট হওয়া পোস্ট হল সেটাই চিন্তা করি মাঝে মাঝে
অনেক অনেক ধন্যবাদ সপ্রতিভ এবং আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ভাল থাকবেন
৯০| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৪০
শাওলিন বলেছেন: কাল বিকেলের মধ্যে গবেষণার বিষয় জমা দিতে হবে। আলসেমি লাগছিল ভাবতে।
মাসখানেক পর সামুতে ঢুকলাম। কাকতালীয়ভাবে আপনার লেখাটা চোখে পড়লো। অনেক ধন্যবাদ এত কাজের একটা পোস্ট দেয়ার জন্য।
আপনাদের মত পরিশ্রমী ব্লগারদের দয়ায় আমার মত আলসেদের অনেক উপকার হয়।
++++++++++++++++++++++
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২১
কালীদাস বলেছেন: হা হা হা, কাজে লাগলে খুবই খুশি হব!
ধন্যবাদ, শাওলিন!
৯১| ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮
আর্কভিল বলেছেন: +
১২ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:০১
কালীদাস বলেছেন: থ্যাংকস, আর্কভিল
৯২| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৩৪
ঝটিকা বলেছেন: ++++++++++++++++++++++++++++++++
অনেক কস্ট করছেন এটার পিছনে,কত যে কাজের পোষ্ট।আপনার সব কষ্টই সার্থক হবে,যখন অনেকে উপকৃত হবে।ছোট থিসিস শেষ করেছি বেশ অনেকদিন,সামনে বড় থিসিসে কাজে লাগবে আশা করি।
অবশ্যই প্রিয়তে
১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫২
কালীদাস বলেছেন: আপনার কাজে লাগলে খুবই খুশি হব, ঝটিকা।
ভাল থাকবেন
৯৩| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৭
প্রামানিক বলেছেন: কাজের জিনিস ভাই, অনেক ধন্যবাদ.....
২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৯
কালীদাস বলেছেন: আপনার কাজে আসলে খুবই খুশি হব
৯৪| ২২ শে মে, ২০১১ সকাল ৭:৫৯
মেেহদী ৪৯৭ বলেছেন: onek koshto kore likhesen. bes valo hoyese, kaje lagbe. Thanks a lot.
১১ ই জুলাই, ২০১১ রাত ১০:০৮
কালীদাস বলেছেন: আপনার কাজে লাগলে খুবই খুশি হব!!
৯৫| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৪
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: আচ্ছা,
আমি কিছুটা অফটপিক এর প্রশ্ন করি।
ক্লাস নাইন-টেনে পড়ার সময় কোয়ান্টাম মেকানিক্স আর ওয়েভ মেকানিক্স এর উপর বেশ আগ্রহ জন্মায়। তারপর কলেজে উঠে এই দুটো নিয়ে বিস্তর পড়াশোনা করেছি। তারপর সাথে নিউটনীয় আর আইন্সটানীয় থিওরী নিয়ে পড়লাম। এখন ভার্সিটিতে উঠে আবার ওয়েভ মেকানিক্স নিয়ে দারুন একটা ইনভেনশনের আইডিয়া আসছে মাথায়, বলাই বাহুল্য যে আগের তিনটি বিষয়ের উপর বেইস করে নতুন আইডিয়া টা মাথায় আসছে। মাথায় সারাদিন কুটকুট করে।
এখন আমার ইচ্ছা হল, আমার আইডিয়াটা নিয়ে একটা থরো কিছু করা, পসিবিলিটি বা থিওরী স্টাব্লিশের মত কিছু, এটা থিসিসের পর্যায়ের কিছু কিনা জানি না, তবে সমস্যা হল আমি আন্ডারগ্র্যাড এর নবীন স্টুডেন্ট(। তার উপর প্রথম সারির একটা প্রাইভেট ইউনিতে পড়ি। এই ক্ষেত্রে কি আমার নিজেই আগানো উচিত নাকি ইন্সটিটিউশনালি কিছু করা পসিবল?
আপনার শ্রমসাধ্য পোস্টের জন্য সাধুবাদ , আশা করি সৎ পরামর্শ পাব আপনার কাছ থেকে।
উত্তরের আশায় থাকলাম।
১১ ই জুলাই, ২০১১ রাত ১০:২০
কালীদাস বলেছেন: মাহি, আপনি কোথায় পড়েন সেটা কখনই আপনার গবেষণার প্রতিবন্ধক হওয়াটা কাম্য হওয়া উচিত না। সমস্যা হবে আপনার রিসার্চের ইন্টারেস্টের যে ফিল্ড তার জন্য ল্যাব ফেসিলিটি দেশে এভেইলেবল কিনা।
নেক্সট আসি আপনার ইনভেনশনের ব্যাপারে। গত কয়েক শতাব্দী ধরেই রিসার্চের সিগনিফিকেন্ট আউটকাম পাবলিশ করার একমাত্র স্বীকৃত পন্হা হচ্ছে রিসার্চ জার্নালে পাবলিশড পেপার। আপনার ইনভেনশন সিগনিফিকেন্ট কিনা চেক করার জন্য প্রথমে ডিটেইলস পড়ুন ফিল্ডে রিলেটেড বই সবকটা। নেক্সট জার্নাল নিয়ে বসে যান, দেখুন সেম কাজ অথবা রিলেটেড কাজ কেউ করেছে কিনা। লাভ দুইটা- আপনার ইনভেনশন কতুটুকু সিগনিফিকেন্ট আর কোনদিকে আরো ডেভেলপ করা যায়; সেই ব্যাপারে ভাল একটা আইডিয়া পাবেন হয়তো আপনার এই মুহুর্তে করা পলিসির চেয়েও বেটার হতে পারে সেটা। সেই সাথে পেপার কিভাবে লিখতে হয় ডিটেইলস আইডিয়া পাবেন। রিসার্চ অথবা টিচিং লাইনে থাকলে পেপার সারাজীবনই লিখতে হবে
ফিজিক্সের সাথে আমার টাচ নেই বহুদিন (একটা সময় নিজের ডেইলি লাইফের বড় পোর্শনটা ফিজিক্সকে দিতাম)! আপনি ব্লগার উদাসী স্বপ্নের সাথে যোগাযোগ করে দেখতে পারেন উনি আপনাকে আশা করি হেল্প করতে পারবেন।
আর কি?! আমার পক্ষ থেকে শুভকামনা রইল একজন নতুন রিসার্চারের উদ্দেশ্যে!
৯৬| ১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৪৫
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা।
আমিও একইভাবে ভাবছিলাম যে আগে জার্নালগুলো ভালমত পড়ব শুধু কারো কাছ থেকে ডিটেইলস কনফার্মেশনের অপেক্ষায় ছিলাম।
অনেক ধন্যবাদ।
পেপার লেখা শুরুর আগে জানাব ইনশাআল্লাহ, ওয়ার্ম আপ সেশন টা পার করি তাহলে।
আবারো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
১১ ই জুলাই, ২০১১ রাত ১১:৫২
কালীদাস বলেছেন: জার্নাল এবং রিলেটেড বই একটাও বাদ দেবেন না কিন্তু।
শুভকামনা রইল আপনার জন্য।
৯৭| ২৯ শে জুলাই, ২০১১ রাত ১২:১০
নয়া আমদানী বলেছেন: ভাই সিএসই ছাড়া কেনো???
সিএসই ওলারা কি থিসিস করবে না???
২৯ শে জুলাই, ২০১১ সকাল ৭:৩৫
কালীদাস বলেছেন: সিএসইর থিসিস সম্পর্কে আমার কোন ধারণাই নেই, সেটা মেইন পোস্টে উল্লেখ করেছি
আপনার জানা থাকলে সেটা পোস্ট করুন, আরো কয়েকজন সিএসইর থিসিসের ব্যাপারে জানতে চেয়েছেন উপরে, তাদের অনেক কাজে আসবে।
৯৮| ২৯ শে জুলাই, ২০১১ রাত ১২:১৩
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: দরকারি পোস্ট। আমার কয়েক বছর পরই লাগবে।
২৯ শে জুলাই, ২০১১ সকাল ৭:৩৬
কালীদাস বলেছেন: আপনার কাজে লাগলে খুবই খুশি হব
৯৯| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:৫৩
রোমন্থন বলেছেন: দরকারী পোস্ট। ধন্যবাদ ভাই। "+"
২৫ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৪
কালীদাস বলেছেন: থ্যাংকস, রোমন্হন
১০০| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩২
কাউন্সেলর বলেছেন: আমাকে নিয়মিতই ছোটখাট রিসার্চের কাজ করতে হয়। আরেকজনের প্রিয়তে দেখে পড়তে এলাম আর আমার প্রিয়তেও নিয়ে গেলাম ।
অনেক ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:০০
কালীদাস বলেছেন: থ্যাংকস, কাউন্সেলর।
তবে দুঃখজনক হলেও সত্যি, পেপার/থিসিসের ফরম্যাটের পোস্টটা অপ্রয়োজন সম্ভবত আর আনড্রাফট করবেন না; যেটা এই পোস্ট ব্যবহারকারী সবার জন্য একটা অপূর্ণতা হয়ে থাকছে
১০১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪১
তাই... বলেছেন: সময়মত পাইলাম।সামনের সেম থেকেই কাজ শুরু ওয়ারলেস কম্যুনিকেশন এর বাপরে।রিসার্চ করব ভাবতেই কেমন যেন লজ্জা লাগতেশে,বড় হইয়া গেলাম।পেপার ডাউনলোড কওয়ার কিছু ভাল সাইট এর লিঙ্ক দিতে পারবেন?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৭:৪২
কালীদাস বলেছেন: গুগল....এর চেয়ে ভাল কোন বিকল্প নাই আর ওয়ারলেস কম্যুনিকেশনসের জার্নাল সম্পর্কে আমার কোন আইডিয়াও নেই
২০০৮ এর নভেম্বরে (এম এস শুরু করার প্রথম সপ্তাহ)আমার লজ্জা লাগে নাই, নিজেরে আধমরা বুড়া মনে হয়েছিল
১০২| ০৭ ই মার্চ, ২০১২ সকাল ৭:৫৯
যোগিনী বলেছেন: পোষ্টটা ভাল কিন্তু বিবিএ পড়োয়াদের জন্যে কিছু কন
০৭ ই মার্চ, ২০১২ সকাল ৮:১১
কালীদাস বলেছেন: বিবিএ-তে যেটা করে সেটা থিসিস না, সেটা ইন্টার্নি রিপোর্ট, সেটার সাথে এই পোস্টের বলতে গেলে কোন সম্পর্কই নেই। স্ট্রাকচারে সামাণ্য মিল আছে চেপ্টারগুলোর দিক দিয়ে, কিন্তু বাদবাকি কাজের ধরণ সম্পর্কে আপাতত কিছু বলছি না।
১০৩| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১২:১০
আরজু পনি বলেছেন:
খুবই কাজের একটা পোস্ট। ভাবছি, একশন রিসার্চ নিয়ে সহজ-সরল(আমার মতো ) করে একটা পোস্ট দিব কি না...
ও প্রিয়তে নিলাম
০৩ রা এপ্রিল, ২০১২ ভোর ৬:৪০
কালীদাস বলেছেন: লেখে ফেলেন, সবার কাজে দেবে। ব্লগে রিসার্চের উপর সলিড পোস্ট অনেকদিন ধরেই খুব কম আসছে....গানবাজনা আর কত?
থ্যাংকস
১০৪| ০৩ রা এপ্রিল, ২০১২ রাত ১২:১২
আরজু পনি বলেছেন:
৩৩২ জন প্রিয়তে নিয়েছে (আমি সহ)
০৩ রা এপ্রিল, ২০১২ ভোর ৬:৪১
কালীদাস বলেছেন: হে হে, থ্যাংকস
১০৫| ০৯ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৩৪
যোগিনী বলেছেন: ভাই, ঐটা রে যে থিসিস পেপার বলে না সেটা ামি জানি ইন্টার্নিশিপ রিপোর্ট ভাল করার পয়েন্টই জানতে চেয়েছিলাম।
০৯ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
কালীদাস বলেছেন: কখনো করিনি, খুব একটা ভাল আইডিয়া দিতে পারছি না। তবে আগে ডিফেন্সের সময় স্যাম্পলিং ডিজাইন, টেস্ট অফ হাইপোথিসিস থেকে প্রশ্ন বেশি করতাম আমি।
১০৬| ০৯ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪১
শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো পোষ্ট।!!+
০৯ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
কালীদাস বলেছেন: আরে শরৎভাই যে ধন্যবাদ অনেক
১০৭| ১১ ই মে, ২০১২ দুপুর ১২:২৪
জাওয়াদ তাহমিদ বলেছেন:
ভাই বাচাইছেন।
১৫ ই মে, ২০১২ রাত ১০:০৭
কালীদাস বলেছেন: কেন, কোমায় ছিলেন নাকি?
১০৮| ১৬ ই জুন, ২০১২ বিকাল ৫:৪২
মিনহাজুল হক শাওন বলেছেন: অতি কাজের। শুকেসে লইলাম।
২২ শে জুন, ২০১২ সকাল ১০:১৪
কালীদাস বলেছেন: থ্যাংকস, শাওন আপনার কাজে আসলে খুবই খুশি হব
১০৯| ০৩ রা জুলাই, ২০১২ ভোর ৫:১২
সুদীপ্ত কর বলেছেন: ভাই, সিএসই রে এমনে বাদ দিলেন কেনু? :-& :-&
০৩ রা জুলাই, ২০১২ সকাল ৭:০০
কালীদাস বলেছেন: সিএসইর ব্যাপারে আগে কয়েকবার বলেছি যে এটার ব্যাপারে জানি না কিছু। আপনাকে উত্তরটা আরো প্রিসাইজলি দেই (পরের কম্পিউটার স্পেশালিস্টদের জন্যও)!
আমি স্ট্যাট ব্যাকগ্রাউন্ডের, পোস্টে উল্লেখিত সাবজেক্টগুলোর ফরম্যাট কিছুটা হলেও স্ট্যাটের সাথে মেলে, যে কারণে জেনরালাইজ করা যায় চাইলে। সিএসইর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, পরিচিত যে কয়জনের কাজ দেখেছি, আমার জানা রিসার্চের গন্ডির সাথে কোনভাবেই মেলে না। যা জানি না, তার উপর লেখি কিভাবে?!
ভাল থাকবেন
১১০| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ৯:২৭
নাজনীন১ বলেছেন: খুব ভাল একটা পোস্ট!
কালীদাস, কেমন আছেন আপনি? পড়াশোনা শেষ হয়েছে?
২১ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫০
কালীদাস বলেছেন: ঐ মিয়া, আপ্নের ঈদ নাই? ঈদের পরদিন এরকম কাঠখোট্টা একটা পোস্টে কমেন্ট করলেন কেমনে?
ভাল আছি আপা আপনি কেমন আছেন?
বাংলাদেশে আমার পড়াশোনা শেষ দুই বছর হয়, এখন পড়াই তবে সামনে আবার শুরু করার ইচ্ছা আছে, দোয়া করবেন
ভাল থাকবেন, আপা
১১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৪
মোঃ তানভির বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।।
০২ রা অক্টোবর, ২০১২ রাত ১০:২০
কালীদাস বলেছেন: রিসিট সহকারে গ্রহণ কর্লাম
১১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৪৭
মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট প্রিয়তে নিয়েছি
এটা বলতে ভুলে গিয়েছি
০২ রা অক্টোবর, ২০১২ রাত ১০:২০
কালীদাস বলেছেন: ব্যাপার না, এই লাইনে এইটা কমন ঘটনা....থ্যাংকস
১১৩| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:২০
মামুন রশিদ বলেছেন: প্রিয় তালিকা ৩৯৩
সামনে অনেক থিসিস-এসাইনমেন্ট-রিপোর্ট এর ঝক্কি আছে । উপকৃত হব নি:সন্দেহে ।
০৯ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১১
কালীদাস বলেছেন: আপনার কাজে আসলে খুবই খুশি হব
১১৪| ০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৯
ছায়াপাখির অরণ্য বলেছেন: খুবি কাজের পোস্ট!
থ্যাঙ্কস!
০৯ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১৩
কালীদাস বলেছেন: থ্যাংকস
১১৫| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৪
আরজু পনি বলেছেন:
বুঝছি এই পোস্টে আপাতত দোচালা ঘর বানাতে হবে...যেন পড়াশুনাটা ঝড়-বাদলেও ঠিকমতো করা যায়!
আমি যে ফাকিঁবাজ!
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪০
কালীদাস বলেছেন: এই পোস্টে শুধু থিসিসের আর পেপার/প্রোপোজাল রাইটিং-এর বেসিকটা আছে। লাস্টে লিংক দেয়া পোস্টটা খুব দরকারি ছিল সবার জন্য, আসলে দুইজন মিলে একসাথে দিয়েছিলাম পোস্ট দুইটা।
অপ্রয়োজন ভাই ব্লগে আসার টাইম আমার চেয়েও কম পান (মাঝে মাঝে আমার পোস্টে কমেন্ট পাবেন ওনার), আর ব্লগের অবস্হা নিয়েও সন্দিহান মেলাদিন, তাই সব পোস্ট ড্রাফট করেছেন, অনেক রিকোয়েস্ট করেও ফেরাতে পারিনি ওনাকে। উনি এই ব্লগের সত্যিকার একজন রিডার ছিলেন, ওনাকে হারানো ব্লগের জন্য সত্যিকারে একটা ক্ষতি।
১১৬| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৭
আরজু পনি বলেছেন:
পোস্টটি ইতিমধ্যে আপনার পছন্দের তালিকায় সংযুক্ত হয়েছে...!
প্রিয়র লিস্টি থেকে এই পোস্টটিকে মুছে আবার প্রিয়তে নিতে হবে যেন একেবারে উপরের দিকে থাকে
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪১
কালীদাস বলেছেন: হা হা
১১৭| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৮
আরজু পনি বলেছেন:
আরো পোস্ট দেখুন অপশনে পেছনের পোস্ট তো মোছার কোন অপশন দেখতে পাচ্ছি না!
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৭
কালীদাস বলেছেন: আরে তাই তো
এ দেখি পুরা ওয়ান ওয়ে জার্নি বানায়া ফেলসে
১১৮| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৫
আশাবাদী ডলার বলেছেন: প্রিয়তে, সাথে +++
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৮
কালীদাস বলেছেন: অনেক ধন্যবাদ
১১৯| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৫
আরজু পনি বলেছেন:
আপনি বলছেন ওয়ান ওয়ে জার্নি ...ঠিকই বলেছেন! আর আমার অনেক প্রিয় ব্লগারের পোস্টই পেছনে পড়ে গেছে সেগুলো সামনে আনবো কেমন করে
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৯
কালীদাস বলেছেন: কেমনে কই?! আমি ঠিক করছিলাম আমার ফেভারিট লিস্টের দুইটা পোস্ট ফালায়া দিমু, ঐ দুইটার কি হইব?
আরেকটা আতংকজনক সংকলন পোস্ট বানায়া প্রিয়তে নেন
১২০| ০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬
আরজু পনি বলেছেন:
হা হা হা হা
সংকলনের ভুতে ধরছে আমারে
একটা সারপ্রাইজ দিমু কয়েকদিনের মধ্যেই
আপনিও আছেন তালিকায়
০৯ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫২
কালীদাস বলেছেন: সংকলন আর রিপোস্টে খাইল ব্লগটারে
চোরাই পোস্টের লিস্ট না হইলেই চলে
১২১| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩২
আরজু পনি বলেছেন:
=====
তাহলে এতো খেটে যে সংকলন করি এটাকে আপনি খারাপ বলতে চাচ্ছেন??!!
এই সংকলনের কারণে কি আপনার মনে হচ্ছে না, অনেকেই ভালো লিখতে চেষ্টা করছে?!
১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫০
কালীদাস বলেছেন: সংকলনকে আমি সরাসরি খারাপ বলিনা আপা, কিছুটা আতংক ফিল করি জিনিষটাকে নিয়ে যদিও। কারণটা হল, গত বছরের মাঝামাঝি থেকে একটা ফ্যাশন হয়ে গিয়েছিল সংকলন পোস্ট এবং তার রিপোস্ট দেয়ার, সংকলনগুলোর বেশিরভাগই ছিল সিম্পলি তেল মারার জন্য। হিটসিকিং বিহেভ ছাড়া কিছুই মনে হয়নি জিনিষটা। দুর্যোধনের মাসিক সংকলন নিয়ে কখনো আপত্তি তুলিনি আমি, আপনার মাসিক সংকলনটা নিয়েও তেমন একটা আপত্তি করিনা, কারণ একটা এইম ছিল আপনাদের। দেখান তো, আর কয়টা ক্ষেত্রে এরকম এইম ছিল? মোটিভ ছিল রিডারদের সামনে চোখে না পড়া কোয়ালিটি তুলে ধরার??
নাহ, মোটেও না! সংকলনের কারণে ব্লগের কোয়ালিটি কোন চেন্জ হয়নি। সবাই রাইটার হচ্ছে ব্লগে, রিডাররা একের পর এক মারা যাচ্ছে, কেউ পড়তে চায় না। ঠিক এই মুহুর্তে আপনি মাসিক সংকলনটা ধরে রাখছেন, আগে ফিফার বার্ষিক সংকলন দেখার জন্য আমি ওয়েট করতাম (যদিও কোন কমেন্ট পাবেন না আমার সেখানে)। আমি মেইনলি রিডার এই ব্লগে, লেখালেখির সময় খুবই কম পাই। বিলিভ মি, আজকে আমি কমেন্ট করার মত পোস্টও বলতে গেলে খুঁজে পাই না। আমি আজ থেকে দুইবছর আগে ব্লগে হাজার কাজের চাপের পরও উঠতে পারতাম না ব্লগ ছেড়ে, সেই সুর কোথায় আজ??
ওহ, আরেকটা বড় কারণ। দুইআড়াই বছরের পোস্টগুলো যখন ফাস্ট পেজে আরেকটা জায়গা নেবে, খুব স্বাভাবিকভাবেই জিনিষটা একজনের মাত্র লেখা পোস্টকে ফাস্ট পেজ থেকে সরিয়ে দেবে। আমি খুব ফিল করি এই কষ্টটা। সাত আটদিন ধরে লেখার পর আমার কোন পোস্ট যখন দশমিনিটের মধ্যে সেকেন্ড পেজে চলে যায়.....থাক কি আর হবে বলে!! যাদের বলার, অনেকবার নক করা হয়েছে, কিছুই হয়নি!!
১২২| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩১
আরজু পনি বলেছেন:
সংকলনের কারণে আমি গালি খাচ্ছি, অনেকেরই মন মতো না হওয়ায় ...এর চেয়ে অনেক কম খেটেও নিজের পোস্ট দিয়ে আড়াম করতে পারি।
কিন্তু যখন দেখি অনেকেই সিরিয়াস খেটে পোস্ট দিচ্ছে আর তাদের পোস্টে কমেন্ট উল্লেখযোগ্য না মোটেও, তখন সংকলন পোস্টের প্রয়োজনীয়তাটা বেশি অনুভব করি।
তবে নির্বাচিত পাতার সদ্ব্যবহার দেখে আমি মোটামুটি সন্তুষ্ট। কারণ ভালো লেখাগুলি তবুও কিছুটা সময় সবার নজড়ে থাকতে পাচ্ছে, তাই বা কম কি!
যদিও এখানেও স্বজনপ্রীতি বা অপছন্দের ব্লগারের ভালো পোস্টও সরিয়ে দেবার প্রবণতাটাও অনেকসময়ই চোখে পড়ে...
কাজেই আপনি পোস্ট দিতে পারেন ....নির্বাচিত পাতাকে ভরসা করেই।
১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৬
কালীদাস বলেছেন: ফাস্ট পেজের কোয়ালিটির দিকে নজর ঠিকমত রাখলে আজকে সংকলন/নির্বাচিত পাতায় সলুশন খুঁজতে হত না। রিপোস্টের ভিড়ে ভালো পোস্টকে ফোকাস করা যখন হয় নির্বাচিত পেজের এইম....ইনডাইরেক্টলি সেটা রিপোস্ট/ফ্লাডিং মেনে নেয়াকেই মিন করে।
এই ব্লগে মেইনলি নিজের জন্যই লেখি। যে কারণে মেটাল সিরিজের মত কোন কোন লেখায় কেউ ঢুকে না, তাও চালিয়ে যাই অবিরাম।
১২৩| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৩৫
অন্ধ আগন্তুক বলেছেন: বস ! অপ্রয়োজন ভাইয়ের পোস্টটা যে এখন কী দরকার ছিলো ! ঐ পোস্টটা আর আপনারটা মিলে পিডিএফ করে রাখছিলাম সেইসময়েই । হার্ডডিস্ক ক্রাশ করায় সব শ্যাষ , বেশ কিছু ডিস্কোগ্রাফি আর ডকুমেন্টরিসহ পোস্ট দুইটাও …………………..
জিনিসপাতি গোছানো শেষ , রাইট আপ শুরু করার আগে ভাবলাম আরেকবার রিভিউ দিই আর আপনারে একটা নক দিই ! বুইড়া ভাম ভাম লাগে নিজেরে আয়নার সামনে দাঁড়াইলে ! বেকারত্বের দিনগুলির সহিত প্রেম শুরুর অপেক্ষা
উইশ মি লাক ! অনার্সের মনোগ্রাফে টপ করছিলাম ! সেইবারো এই দুইটা পোস্ট শুরু লেখা শুরু কর্সিলাম । এইবারে ধরা খামু আশা করা যায় , গুডলাক চার্মেই গিট্টু লাগছে !
৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০২
কালীদাস বলেছেন: আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ বিবলিওগ্রাফি আর কপিপেস্টের ব্যাপারে সাবধান থাকবেন, ব্যস তাহলেই কোন সমস্যা নাই
অপ্রয়োজন ভাইকে বেশ কয়েকবার রিক করেছি পোস্ট আনড্রাফট করতে, উনি রাজি হননি। ব্লগের ছন্নছাড়া অবস্হার জন্যই রাজি হননি, দুঃখজনক হলেও এইটাই কারণ
১২৪| ৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৩৮
গুগলরকস বলেছেন: পিলাচ লন
৩১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০৩
কালীদাস বলেছেন: নিলাম!!
১২৫| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:২২
আরজু পনি বলেছেন:
আমি প্র্যাকটিশনার রিসার্চের কথা বলেছিলাম। কর্মক্ষেত্রে উপযোগী রিসার্চ।দেখি আগামীকাল থেকেই গোছানোর কাজ শুরু করবো।
======
থ্যাংকস।
টেনশন কমাতে সামু বড্ড আপনজনের মতো ভুমিকা পালন করে।
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২০
কালীদাস বলেছেন:
হাসলাম কেন?! তাইলে শুনেন, পাবলিকের অনেক টিচারই আছে সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকে রিসার্চের টাইম কই? সেন্টারে কনসালট্যান্ট ছিলাম গতবছর, ঐটার সাথে কম্পেয়ার করলে করুনা লাগে নিজেদের জন্য
কথা সইত্য। কিছুক্ষণ এদের হাজার হাজার মাল্টিনিকে খায়াফালামু, মাইরাফালামু, দেইক্ষ্যা নিমু, ভাদা তরে লাইথ্যায়া ইন্ডিয়ায় পাঠামু, ছাগু তরে গদাম, ছাঈদি ছাহেব শতাব্দীর শ্রেষ্ঠ আলেম, রাজারবাগ জিন্দাবাদ, ... .... ব্লা ব্লা ব্লা দেখলে মনটা ভাল হইতে সময় লাগে না
১২৬| ১২ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:৫৫
rakibmbstu বলেছেন: আরে বাহ! আমাদের স্যারেরা যে সব বিষয় ৫ বছরে ১০ ক্রেডিট খরচ করিয়ে বুঝাতে পারেননি তা আপনি সহজেই বুঝালেই
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩০
কালীদাস বলেছেন: রিসার্চ মেথডলজির কোর্স একটা আমারও ছিল ফোর্থ ইয়ারের সিলেবাসে। কোশ্চেনারি বানানো শিখছি, ডেটা কালেকশনের হাবিজাবি শিখছি,... ... কথা হইল কুঠারির বইয়ের জিনিষপত্রে বাস্তবের রিসার্চের অনেক কিছু ঘাটতি দেখায়।
১২৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
রামিজের ডিপফ্রিজ বলেছেন: হুমম, আপনার পোস্ট সামুতে আমার কাছে সবচেয়ে কাজের পোস্টের মধ্যে একটা লাগল। আমি পি এইচ ডি প্রোগ্রামে যোগ দিচ্ছি অগাস্ট মাস থেকে; আমার কাছে তাই প্রতিটি ছোট ছোট টিপসই মূল্যবান।
বাই দ্য ওয়ে, আপনার কোন সাবজেক্ট ছিল? আমি থিওরিটিকাল ফিজিক্সে (বিশেষত ডিকোহারেন্স নিয়ে) কাজ করব।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
কালীদাস বলেছেন: কাজে আসলে খুশি হব, পিএইচডির জন্য অনেক প্রিসাইজড হবে প্রায় সব কয়টা পয়েন্টই, ব্যাকগ্রাউন্ডের টানাহেঁচড়া বাড়বে অনেক সব কয়টা চাপ্টারেই আমি স্ট্যাটের
১২৮| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০
সবুজ মহান বলেছেন: বহুকাল আগে আপনার এই পোস্টটি পড়েছিলাম ,এখনো কাজে লাগানোর সময় আসে নাই, কাজে লাগাতে পারব কিনা সেটাও জানি না ।
ব্রাদার আপনি কি এখনো দেশেই আছেন?
কোথাও(দেশের বাইরে) আপ্লাই করেছেন নাকি ?
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
কালীদাস বলেছেন: আসবে, অবশ্যই কাজে আসবে। ফার্মেসি লাইনে রিসার্চ ব্যাপক হয়, কপাল খারাপ (!) হলে সারা জীবনই পেপার লিখে পার করতে হয় অনেককে
হ্যাঁ, দেশেই আছি এখনও। বাইরে যাওয়ার মত পুরো ফান্ড পাইনি গতবছর, তাই আপাতত এপ্লাই বন্ধ।
১২৯| ১৩ ই মে, ২০১৩ রাত ১১:৫১
সোহাগ সকাল বলেছেন: উচ্চস্তরের গেয়ানীগো কাম-কাইজ!
১৪ ই মে, ২০১৩ রাত ৮:০১
কালীদাস বলেছেন: বুঝতে পারা লিগা ধইণ্যা
১৩০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
বুলি বলেছেন: কি এক দারুন লিখা পেয়ে গেলাম, আমার ভাগ্যই বলতে হবে. লেখক কে অনেক অনেক ধন্যবাদ তার চমতকার টিপস গুলার জন্য, অনেক কাজে লাগবে আমার,
২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০১
কালীদাস বলেছেন: ও ইয়েহ!
১৩১| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৫
সরোজ মেহেদী বলেছেন: ভালোবাসা ভাই। সিন্দুকে তুলে রাখলাম।
১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১
কালীদাস বলেছেন: কাজে লাগলেই হয়।
দেরিতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত, পুরান পোস্টের কমেন্টে কোন নোটিফিকেশন দেখায় ন ব্লগে
১৩২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭
নিয়াজ সুমন বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট, প্রিয়তে রাখলাম। শুভ কামনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪
কালীদাস বলেছেন: আপনার কাজে আসলে খুশি হব।
দেরিতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত, পুরান পোস্টে নতুন কমেন্ট আসলে কোন নোটিফিকেশন দেখায় না ব্লগ।
১৩৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:১২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ খুবই প্রয়োজনীয় একটি বিষয়ে লিখেছেন ।
বেশ পরিশ্রমী কাজ করেছেন ।
এটা অনেকের অনেক উপকারে লাগবে
রেকর্ড সংখক পাঠক তাই এটাকে প্রিয়তে নিয়ে গেছে ,
আমি কোন পোষ্টকে এত ব্যপক আকারে প্রিয়তে যেতে দেখিনি এখনো ।
৭ বছর আগের এই পোষ্ট টির এখনো অনেক গুরুত্ব রয়ে গেছে ।
এ টাকে আবার রিপোষ্ট করলে মনে হয় অনেকে দেখতে পারবে এবং তাদের বেশ উপকারে লাগবে ।
অন লাইনে আমাদের দেশের অনেক বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদের বেশ কিছু থিসিস ( মাস্টার ও পিএইচডি ) দেখেছি ।
অনেক থিসিসের কোয়ালিটি দেখে একটু হতাশ হয়েছি ।
থিসিসের টাইটেল একটা গুরুত্বপুর্ণ বিষয় , এটার সাথে পুরা থিসিসটারই সঙ্গতি থাকা একান্ত প্রয়োজন , কিন্ত নামকরনের সাথে এনালাইসিস ও ফাইনডিংএর সঠিকতা একান্ত প্রয়োজন , কিন্তু অনেক ক্ষেত্রেই এর ঘাটতি দেখা যায় ।
কিছু থিসিস দেখে মনে হয়েছে একটি ভাল থিসিস লেখার জন্য ছাত্রদের ঠিকমত প্রিপারেশন বা গাইডেন্স ছিলনা । মেথডলজি এবং লিটারেচার রিভিউ পার্ট খুবই দুর্বল মনে হয়েছে । এর প্রভাব পড়েছে তথ্য সংগ্রহ হতে শুরু করে এনালাইসিস এবং চূড়ান্ত পর্যায়ে ফাইডিংস এর উপরে । রেফারেস্ম ও বিবলিউগ্রাফি চেকিং এ সঠিকতা পাওয়া যায়না অনেক ক্ষেত্রে , এখন এটা চেক করা কত যে সহজ তা তো আপনি ভাল করেই জানেন । এর উপরেও ভাল একটা থিসিসের গ্রহনযোগ্যতা নির্ভর করে ।
মেথডলজিতে অনেক ক্ষেত্রে কোনটাতে বলা হয়ে থাকে কোয়ালিটিটিভ , কোনটায় কোয়ানটিটিটিভ কিংবা মিক্সড । কিন্তু বাস্তবে দেখা যায় মেথডলজি যে রকমটি হবে বলে বলা হয়েছিল তা যথাযথভাবে প্রতিফলিত হয়নি। কিভাবে যে ঐ থিসিস গুলি পাশ মার্ক পেয়েছে ভাবতে কিছুটা অবাক লাগে । ছাত্রদের চাইতে বিশ্ব বিদ্যালয়ের মানের বিষয়টিই চোখে বেশি বাজে । বেশ কিছু ভার্সিটি টিচারের সাথে কথা বলেছি , তারা বলেছেন অবস্থার উন্নতির জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন । আপনি ভাল কথা বলেছেন , ছাত্রদের উচিত হবে নীজ নীজ ইউনিভার্সিটির গ্রন্থাগার বা অনলাইনে বিশ্বের নামকরা ইউনিভার্সিটির কিছু থিসিস দেখে নিতে । তবে ভারতীয় গুলি নয়, সে গুলি প্রায়ই থাকে গুজামিলে ভরা ,এরা কমার্শিয়াল উদ্দেশে অনেক থিসিস পিডিএফ ফরম্যাটে অনলাইনে ছাড়ে বিভিন্ন বানিজ্যিক উদ্দেশ্যে , সচেতন না হলে অনেকেই ধরা খেয়ে যাবে প্লেগিয়ারিজম চেকিংএ অন্তিমকালে ।
তাই সবচেয়ে বড় দিকটি প্লেগিয়ারিজমের বিষয় , এটা অনেক জায়গায় মাত্রাতিরিক্ত । এখনতো অনেক ইইনিভার্সিটিতেই ইলেকট্রনিকেলি থিসিস সাবমিট করতে হয় এবং তা প্লেগিয়ারিজম চেকারের মধ্য দিয়ে যায় । অতএব প্রেগিয়ারিজম টেস্ট পাশ করতে না পারলে পাশ তো দুরের কথা অনেক জায়গায় ছাত্রদেরকে এখন অনেক কঠীন পানিশমেন্টের সম্মুখীন হতে হয় । তাই এ দিকটাও প্রথম থেকেই খেয়াল রাখতে হবে । থিসিস সাবমিটের ডেড লাইনের কাছাকাছি গিয়ে প্লেগিরিজম চেকিং সিমিলারিটি গ্রহনযোগ্য মাত্রার থেকে বেশী হয়ে গেলে সময়মত তা সাবমিটে বিরাট সমস্যা হবে ।
আরো একটি বিষয় সেটা হলো থিসিসের মধ্যে শব্দ সংখ্যার পরিমান । এটা শিক্ষা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান তারতম্য হয়ে থাকে । এর উপরেও থিসিসের স্ট্রাকচার নির্ভর করে ।
তাই এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে একটি ভাল থিসিস লেখার জন্য লেখাটিকে সামান্য একটু এডিট করে আবার রিপোষ্ট করলে মনে হয় অনেকের বেশ উপকার হবে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩
কালীদাস বলেছেন: কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এনেছেন কমেন্টে।
প্রথমে টাইটেল নিয়ে বলি। একটা আকর্ষণীয় টাইটেল রিভিউয়ারের আগ্রহ বাড়ায় থিসিসে, রিভিউয়ের কমেন্ট হয় অনেক ফ্রুটফুল এডিট করার সময়। যদিও এই কালচারটা বাংলাদেশে বোঝার উপায় নেই (কারণতা নিচে বলছি)।
সেকেন্ড, বাংলাদেশের থিসিসের মান!! এই পোস্ট লেখি ২০১০ এর অক্টোবরে, মার্চে আমার এমএস থিসিসের ডিফেন্স ছিল। বাংলাদেশের ডিফেন্স অন্যরকম, এখানে ডিফেন্সের পর থিসিস এক্সটার্নালের কাছে চলে যায় এরপর এক্সটার্নালদের দেয়া মার্কস নিয়ম অনুযায়ি প্রসেসিং শেষে ফাইনাল স্কোরে চলে যায়, .... কাজেই ঐ ডিফেন্স পর্যন্তই, রিভিউয়ারের কমেন্ট পাওয়া বা সে অনুযায়ি রেসপন্স করার সুযোগ নেই বাংলাদেশে। এটা বাজে একটা প্রাকটিস, রিভিউয়ারের কমেন্টের রেসপন্স কিভাবে করতে হয় এটা একজন জানতে পারে কেবল কোন জার্নালে পেপার সাবমিট করে রিভিউয়ার পয়লা ধাক্কাতেই রিজেক্ট না করলে। এই ল্যাকিংসটা কাটছে না এখনও। লেখাতেই উল্লেখ করেছি, এক অপদার্থের দুই পৃষ্ঠার এবস্ট্রাক্ট দেখেছি মাস্টার্সের থিসিসের। আরও অনেক অভিজ্ঞতা এখন বলা শুরু করলে নতুন একটা সিরিজই মনে হয় লেখা যাবে। কিছুদিন আগে এক বাংলাদেশি মহাপন্ডিত বলল, পলিটিকাল এফিলিয়েশনের কারণে এখন নাকি হুড়াহুড়ি করে পিএইচডি দেয়া হচ্ছে পুরান অথর্ব কিছু লোককে বাংলাদেশি পাবলিক ইউনিগুলোতে। ঘটনা সত্যি হলে এরা কি জিনিষ পয়দা করবে ভালই আইডিয়া আছে দেশে কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে।
রেফারেন্স/ইন টেক্সট সাইটেশন: পোস্টের এই পার্টটা আরও টানা উচিত ছিল, সাইজে অনেক বড় হয়ে যায় বলে খুবই সিম্পল ভাষায় খানিকটা বেসিক বলে ছেড়ে দিতে হয়েছে। এখানে গাইডেন্সের ব্যাপারটা আসে, সুপারভাইজর ইনিশিয়ালি একজন স্টুডেন্টকে এ ব্যাপারটা খানিকটা আইডিয়া না দিলে ফ্রেশ একজন স্টুডেন্ট ভুল করবেই। আমার মনে আছে, আমার সুপারভাইজর আমার একটা রেফারেন্স দেখে বিরক্ত হয়েছিলেন। রেফারেন্সটা ছিল এনোভার, বাস্তবে আমার কাজ ছিল সারভাইভাল এনালাইসিস আর এপ্লাইড এস্টিমেশন। ইউজ করার কারণটা স্যারকে বলার পর স্যার বলেছিলেন কোন পেপার সাইট করার কন্ডিশন কি। এর আগে আসলেই জানতাম না।
কোয়ালিটিটিভ নাকি কোয়ান্টিটিভ নাকি মিক্সড,... এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আমার নিজের ফিল্ড বেশ কয়েকবার চেন্জ হয়ে এখন ম্যাথমেটিকাল ডেমোগ্রাফির কোর ডেভেলপমেন্ট পার্টে ঠেকেছে, সিমুলেটেড ডেটা নিয়েই বেশির সময় কাজ করি, কাজেই ডেটা রিলেটেড কমেন্ট আপনার উপরেই ছেড়ে দিলাম। এই জিনিষ আপনি অনেক ভাল বলতে পারবেন, যেহেতু সম্পূর্ণ আপনার ফিল্ডের সাথেই মেলে বেশি। পোস্ট করতে পারেন, করার আগে এই রিপ্লাইয়ের পরেরর অংশটুকু দেখে নিন। এরপরও আগ্রহ থাকলে পোস্ট করুন, আমি যখনই আসি না কেন ব্লগে পাঠক হিসাবে পাবেন ইনশাল্লাহ।
প্লেইজারিজম। যেখানে লোকাল জার্নালগুলোও এই কাজটা করেনা, সেখানে সবাই সুযোগ নেবেই দুইটা এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনার সাথে। আমরা যখন মাস্টার্সের থিসিস করি, ডিপার্টমেন্টের লাইব্রেরিতে পরপর দুই বছরের দুইটা থিসিস আবিষ্কার করি হুবহু একই জিনিষ। ডেমোগ্রাফির টপিক ছিল, পয়লাটা খানিকটা ইন্টারেস্টিং ছিল বলে পড়তে ভালই লেগেছিল পয়লাবার। পরের বছরেরটা হাতে নিয়ে থ হয়ে গিয়েছিলাম। জাস্ট পৃষ্ঠা নাম্বারগুলো ভিন্ন, স্টুডেন্ট এবং সুপারভাইজরদের নাম এবং সালগুলো ভিন্ন। বাকি সব দাড়ি,কমা,কোলন, সেমিকোলন, সব কিছু একেবারেই এক জিনিষ। অনেকগুলো প্রশ্ন এসে যায় মান নিয়ে। আমি তখন মাত্র মাস্টার্সের স্টুডেন্ট, আমার চোখেও ধরা পড়ছে, সেখানে এত সিনিয়র এক্সপেরিয়েন্সড টিচারদের চোখে ধরা না পড়ার কারণটা রহস্যময় নয় কি? পরের বছরে স্টুডেন্টটা হয়ত কোনভাবে সফট কপি পেয়ে গিয়েছিল, ব্যাস! দুঃখজনক। এমনকি তার সুপারভাইজরের তো চেনার কথা, নাকি? পরের এক্সপেরিয়েন্সটা আমার ব্যক্তিগত, গত বছরের। আমি একটা লো ইমপ্যাক্ট ফ্যাক্টরের জার্নালের এসোসিয়েট এডিটর, গতবছর চীফ এডিটর একটা পেপার আমাকে এসাইন করেছিল ইনিশিয়াল রিভিউয়ের জন্য। অভ্যাসবশত গুগলে কয়েকটা জিনিষ চেক করতে যেয়ে দেখি জাস্ট টাইটেলের দুইটা শব্দ চেন্জ করে সেইম অথরের আগের পেপার একেবারেই বাজে একটা জার্নালে (প্রিডেটরি জার্নাল) অলরেডি পাবলিশড এবং আমাদের হাতের পেপারে সেটার কোন রেফারেন্স নেই। এডিটরিয়াল টিম থেকে আমরা মেইল করি বিস্তারিত জানতে, কোন রেসপন্স আসেনি ঐ লোকের। একমাস অপেক্ষার পর তাকে আমরা এই জার্নালের ব্ল্যাকলিস্টেড অথরের লিস্টে তার নাম যোগ করা হয়েছে জানিয়ে দেই, তবুও রেসপন্স করেনি আর কোনদিন। ঐ লোক বাংলাদেশের একটা ইউনিভার্সিটির টিচার। কি বলব আর!
বেশিরভাগ ইউনিভার্সিটিতেই থিসিসের অফিশিয়াল গাইডলাইন এবং ফরম্যাট থাকে নিজস্ব রিক্যোয়ারমেন্ট মেনশন করে, টেম্পলেট ওরাই অনলাইনে এভেইলেবল রাখে স্টুডেন্টদের জন্য। কাজেই স্টুডেন্টরা কাজ করার সময় বাংলাদেশের মত এতিম অবস্হায় পড়ে না।
ইন্ডিয়ান পাবলিকেশন। আমি অনেকদিন ভেবেছি এব্যাপারে একটা পোস্ট করব। পড়ার লোক নেই বললেই চলে আর বাংলার অনলাইন ভর্তি পোজার চোরে, এজন্য উৎসাহ পাইনি। সহজে ল্যাটেক শেখানোর একটা ছোট খাট সিরিজ লেখার ইচ্ছা করত মাঝে মাঝে, একই কারণে ঐ জিনিষও পোস্ট করা হবে না। যা বলছিলাম। ইন্ডিয়ান জার্নাল এবং পাবলিশার গুষ্ঠী অনলাইনে বিশার ব্যপ্তির ব্যবসা শুরু করেছে। এরা এতটাই নিচু মানের পেপার টাকার বিনিময়ে ছাপায় যে একজন ব্যাচেলরের স্টুডেন্টও এগুলো রিজেক্ট করবে একবার দেখলে। আমাদের দুয়েকজন টিচারের আবার এই জার্নালগুলোর ব্যাপারে আগ্রহের কমতি নেই। কারণটা যার চোখ কান খোলা সহজেই বুঝবে
অনেক কথাই বললাম। আরও বলা যায়, সিসটেমের দোষ আরও আসবে বলে অফ গেলাম আপাতত।
যাকগে। এত পুরান পোস্ট নিজ আগ্রহে খুঁজে বের করেছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ জানবেন। আসলেই, এত লোক পড়েছে পোস্টটা যে আমি নিজেও অবাক হই মাঝে মাঝে। এই পোস্টটা ব্লগার অপ্রয়োজনের সাথে একসাথে লিখেছিলাম, আমি নিয়েছিলাম কনটেন্টের পার্টটা অপ্রয়োজন লিখেছিলেন ফরম্যাটিংএর পার্টটা। অপ্রয়োজন তার সব পোস্ট ড্রাফট করেছেন, এখনও অনেকদিন পরপর ওনার সাথে মেইলে যোগাযোগ হয়; না, উনি ওনার পোস্ট আর আনড্রাফট করবেন না। অফটপিকে বলছি: অপ্রয়োজনকে আমাদের সময়কার ব্লগাররা ব্লগের অক্সিজেন ডাকতেন। ছোট ছোট অথচ খুবই ইফেক্টিভ কমেন্ট করার ন্যাচারাল স্বভাবের জন্য। উনি একজন এসেট ছিলেন ব্লগের, এখনও আমি ব্লগে যখনই লগইন করি ওনাকে মিস করি, আমাদের মেন্টালিটিও অনেকটা একরকম ছিল।
স্যরি, পোস্ট এডিট বা রিপোস্ট করব না। সত্যি বলতে কি পাঠকদের এখনকার মত রেসপন্স এবং এত কপিপেস্টার অলস অনলাইন এক্টিভিস্ট থাকলে তখনও এই পোস্ট আমি লেখতাম না, অপ্রয়োজনও তার পার্টটা লেখতেন বলে মনে হয় না। মেরটিলেস এক বিশাল অনলাইন জেনারেশন গড়ে উঠছে বাংলাদেশে বিগত বছরগুলোতে: এদের সামনে সারা দুনিয়া তুলে ধরলেও কিছু খুঁজে পাবে না ফেসবুক না গুঁতিয়ে (গুগলে না)। শেইম। যাদের সত্যিই প্রয়োজন এই পোস্টের কনটেন্ট, তাদের প্রথম অভ্যাস হওয়া উচিত গুগলে সমস্যার সমাধান খোঁজার অভ্যাস গড়ে ওঠা, নিজে নিজে এস্যে লেখার অভ্যাস গড়ে ওঠা, কাজেই তারা ঠিকই খুঁজে পাবে আশা করি। তাছাড়া আমি ব্লগে খুবই ইরেগুলার, রেগুলার মডারেট করাও সম্ভব না আমার পক্ষে। প্লিজ কিছু মনে করবেন না, আপনার মত একজন পাঠককে না বলতে আমি নিজেও খুবই সংকোচ ফিল করছি। ক্ষমাসুন্দর চোখে দেখলে কৃতজ্ঞতা বোধ করব।
ভাল থাকবেন
১৩৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য । মন্তব্য বা প্রতিমন্ন্তব্যের কোন নোটিশ অআমি পাইনা । বেশ সমস্যার মধ্যে আছি ।
জানিনা এটার নোটিশ পাবেন কিনা । তাই বেশি কথা এখনে আর বললাম না । আমার মনে হয়েছিল একটু এডিট করে রিপোষ্ট করলে অনেকের উপকার হবে । তবে এটা একান্তই আপনার নিজস্ব ব্যপা্র । সংকোচ ফিল করার কিছু নেই ।
শুভেচ্ছা রইল ।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৯
কালীদাস বলেছেন: আমি স্যরি নেগেটিভ রিপ্লাইয়ের জন্য। ইনফ্যাক্ট এই পোস্টটা ড্রাফট করা উচিত। এই কপিপেস্টার, পোজার অনলাইন জেনারেশন খালি নিজের নামে চালাবে অথবা সংকলন বানিয়ে সাজিয়ে রাখবে। যারা ইফেক্টিভ ইউজ করতে পারত, তারা ব্লগে বা ফেসবুকে আসবে না।
১৩৫| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৫
আরজু পনি বলেছেন: আজকে এই বইটা আবার পড়বো
২৪ শে মার্চ, ২০১৮ ভোর ৬:১৬
কালীদাস বলেছেন: মানলাম লেখাটা বড়, তাই বলে বই? এতই বড়?
১৩৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
ভূল পথের গাঙচিল বলেছেন: কাজে লাগবে ।
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
কালীদাস বলেছেন: আপনার কাজে লাগলে খুশি হব
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১০ রাত ৮:৫২
নিশান ইব্রাহিম বলেছেন: আমিই প্রথম.................. +++++