নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোর পথের যাত্রী

আহমেদ রব্বানী

আমি একজন অতি সাধারণ মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি।নিজ কাজের প্রতি দায়বদ্ধ ।লেখালেখি করি মনের তাড়না থেকে।পছন্দ করি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভালবাসি মা মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক তা কখনোই কামনা করিনা।.........................................................................................................................................................আমার আমি:-প্রকৃত নাম:: আবু সালেহ মো.রব্বানী,ডাক নাম:: স্বাধীন,বাবার নাম:: মো.আফতাব উদ্দিন মন্ডল,মায়ের নাম:: মোছা.সুফিয়া বেগম,জন্ম:: ১৯৮০ সালের ২৬ জানুয়ারি জয়পুরহাট জেলার কালাই উপজেলার তেলিহার গ্রামে।(সার্টিফিকে অনুযায়ী জন্ম তারিখ:২০/০১/১৯৮০)।পাঁচ ভাই-বোনের মাঝে তৃতীয়।লেখাপড়া: নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়,মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়,সরকারি আজিজুল হক কলেজ,বগুড়া এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে মাস্টার্স।পেশা: সরকারি চাকুরি(উপজেলা পরিসংখ্যান অফিসার)।বর্তমান ঠিকানা: জয়পুরহাট সদর,জয়পুরহাট।ইমেইল: [email protected] ,প্রকাশনা: অদ্যাবধি কোন একক বই প্রকাশিত হয় নাই।প্রিয় বিষয়: লেখালেখি করা (বিশেষ করে শিশুদের জন্য)লেখালেখির সাইট: প্রথম আলো ব্লগ ও জলছবি বাতায়ন।.......................................................যা কিছু প্রিয় :...............প্রিয় রঙ: নীল,প্রিয় ফুল: কৃষ্ণচূড়া,প্রিয় ঋতু: শরৎ,প্রিয় ব্যক্তিত্ব:- মহানবী হযরত মুহম্মদ(স:)।প্রিয় কবি: কাজী নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ ঠাকুর,শামসুর রাহমান,জীবনানন্দ দাশ,সুকান্ত ভট্টাচার্য।প্রিয় লেখক: আনিসুল হক,হুমায়ুন আহমেদ,সুনীল গঙ্গোপাধ্যায়,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।প্রিয় স্থান: নিজ গ্রাম।প্রিয় সংগীত: বাউল গান।পছন্দ: সুন্দর মনের মানুষকে।অপছন্দ: অন্যের সমালোচনা করা।ভাল লাগে: মেঘমুক্ত রাতের আকাশ আর শরতের আকাশে সাদা মেঘের ভেলা।শখ: আড্ডা দেয়া,গান শোনা,মুভি দেখা।প্রিয় উক্তি: আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই,কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাইনা।(লেখক:অজ্ঞাত)।ভালবাসা: আমার মেয়ে অরণি ।।

আহমেদ রব্বানী › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোকে মনে পড়ে

২২ শে মে, ২০১৪ রাত ১১:২৬

বন্ধু তোকে মনে পড়ে

বন্ধু তোকে মিস করি আমি...



কৃষ্ণচূড়া রঙ তোর খুব

পছন্দ ছিল। আমারও যে ছিল না তা নয়!

শুধু তোকে রাগানোর জন্যে আমি

মিথ্যে করে বলতাম, এটা কোনো ফুল হলো? কেমন বিশ্রী দেখতে।

তুইও জানি কেমন! আমার কথাকেই সত্যি ভেবে

মুখ গোমড়া করে বসে থাকতিস

চুপচাপ, কিছুক্ষণ।

তারপর তোর অভিমান ভাঙানোর জন্যে

আমার সে কী ব্যর্থ প্রচেষ্টা।

একসময় তুই নিজে থেকেই বলে উঠতিস,

বাদ দে তো ওসব ভাল লাগালাগি, রোমান্টিসিজম!



ভার্সিটির করিডোরে যেদিন প্রথম দেখা

দুজনার, এখনও আমার চোখের তারায় ভাসে।

আমি ছিলাম সমাজবিজ্ঞানের ছাত্র, আর তুই

আমার প্রিয় সাহিত্যের...



দুজনে পড়ার ছলে কত সময় কাটিয়েছি লাইব্রেরিতে!

ঘুরে বেড়িয়েছি আমাদের প্রিয় ক্যাম্পাসে দিনরাত-

কত সময় করেছি পার।

প্রথম যেদিন তুই আমার হাত ধরেছিলি

মনে আছে তোর? আমি লজ্জায় লাল!

আর তুই আমাকে বলেছিলি, ''এই হাত আর ছাড়ছিনে।''



অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস বল,

যখন আমি তোর হাত ধরবো বলে সব আয়োজন

শেষ করলাম

তখন, তুই আমাকে ছেড়ে চলে গেলি।চিরতরে...।

এভাবে কি কেউ চলে যায়?

নাকি চলে যেতে হয়?



তোকে হারানোর পর আমি

আর কোনদিন যাই নি আমাদের প্রিয় ক্যাম্পসে!

গ্রামে চলে এসেছি থাকবো বলে।

গ্রাম তোর কত প্রিয় ছিল

এই সহজ সরল সাধারণ জীবন।



বাড়ীর উঠোনে আমি একটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি

যখন ফুল ফোটে

তখন তোকে খুব মনে পড়ে

বন্ধু তোকে মনে পড়ে আমার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.