নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানের অনুর্বর জমিতে কোন কালে কোন দেশ প্রেমিক জন্ম হয় নাই, তবে দলাল তৈরির নজির আছে। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় তারা খাবার টেবিলে বসে রুটি আর গোস্ত খেতে খেতে দেশ ভাগ করেছিলো। এর পরের ইতিহাস তো সবার জানা, পূর্ব পাকিস্তানের সাথে ২৪ বছর তারা কি নির্মম আচরণ করেছিলো। জাতিয় আয়ের সিংহ ভাগ যোগান দেয়া পূর্ব পাকিস্থানে খরচ করা হতো ২০% আর শিক্ষা, চিকিৎসা,সামরিক, অবকাঠামো উন্নয়ন খাতের বৈষম্য ছিলো আকাশ পাতাল ব্যবধান। বীর বাঙালি কখনো মেনে নেয়নি। এর পরের ইতিহাস কতো নির্মম তা কিছু বাংলার কুসন্তান ছারা সারা দুনিয়া যানে।কুকুরের মতো পিটিয়ে এ দেশ ছারা করেছিলাম আমরা। এ প্রযন্ত ৪ বার যুদ্ধ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের ১বার হয়েছে বাংলাদেশ ভারত অার পাকিস্তানের সাথে। ৪ বারই হেরেছে পাকিস্তান, এবারও হারবে।
(১) ২১ অক্টোবর ১৯৪৭ – ৩১ ডিসেম্বর ১৯৪৮
ফলাফলঃ পাকিস্তানঃ পাকিস্তান কাশ্মীরের তিন ভাগের এক ভাগ নিয়ন্ত্রণে নেয় ও নিহত ৬০০০, আহত ১৪০০০ জন।
ঃ ভারতঃ ভারত কাশ্মীরের ৩ ভাগ নিয়ন্ত্রণে নেয়। নিহত ১৫০০, আহত ৩৫০০ জন।
(২) আগস্ট – ২৩ সেপ্টেম্বর ১৯৬৫
ফলাফলঃ পাকিস্তানঃ নিহত ৩৮০০ জন। আহত ৪১০০০ জন।
ঃ ভারতঃ নিহত ৩০০০ জন। আহত ৮৬৩৮ জন।
(৩) ৩ ডিসেম্বর ১৯৭১ – ১৬ ডিসেম্বর ১৯৭১
ফলাফলঃ ভারত-বাংলদেশের যৌথ বিজয় ও বাংলাদেশের স্বাধীনতা লাভ। নিহত- ১৫২৫ জন। আহত- ৪০৬১ জন।
পাকিস্তানঃ ৯৭,৩৬৮ জন পাকিস্তানিকে বাংলাদেশ যুদ্ধবন্দী করে। নিহত হয়- ৮ হাজার।
বাংলাদেশঃ ৩০ লক্ষ বেসামরিক নাগরিক খুন এবং চার লাখেরও বেশি নারী,বিশেষ করে বাঙালি হিন্দু মহিলা ধর্ষণের শিকার হন। সংঘাতের ফলে, এক কোটিরও বেশি মানুষ প্রতিবেশী দেশ ভারতে আশ্রয়ের জন্য পালিয়ে যায় অসংখ্য।
(৪) মে-জুলাই ১৯৯৯
ফলাফলঃ পাকিস্তান- ৪০০০ নিহত ও ৬৬৫ জন।
ভারতঃ ১৫২৭ নিহত ও ১৩৬৩ জন আহত।
ফলাফলঃ আন্তজাতিক মধ্যস্থতায় মীমাংসা।
(৫) ১৪ফ্রেরুয়ারী ২০১৯
চলছে- পাকিস্তান ঃ ৩০০ জন নিহত আর অসংখ্য আহত।
ভারতঃ ৪৬ জন নিহত।
যে পাকিস্তানিদের অতীত ইতিহাস এতো জঘন্য তাদের ও তাদের পক্ষের দালালদের কথা শুনলে মনে হবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এখন সময় এসেছে এসব দালালদের খুজে বের করে প্রয়োজনে নতুন আইন করে বিচারের আওতায় আনা।
©somewhere in net ltd.