নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিদেল কেষ্ট হিমালয় দেখেনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখে হিমালয়ের উচ্চতা অনুভব করতে পেরেছিলেন। আমি যতটুকু বঙ্গবন্ধু সমন্ধে পড়েছি বা পড়ছি ততোই হতবাক বিস্ময় হচ্ছি, একটা মানুষ একটা জাতির মুক্তির জন্য কতোটা কষ্ট, অত্যচার, নির্যাতন সহ্য করতে পারে!কিন্তু যে জাতির মুক্তির জন্য এতো কষ্ট সহ্য করেছেন ,সে দেশেরই কিছু কুলাঙ্গার দ্বারা তিনি নির্মমভাবে স্বপরিবারে খুন হয়েছেন। তারপরে খুনি জিয়া ও মোশতাক সে খুনের বিচার যাতে কেউ না করতে পারে, ইনডেমনিটি নামক এক কালো অধ্যাদেশ জারি করে। সে সব খুনিদের মরণোত্তর বিচার দাবি করছি।
©somewhere in net ltd.