নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষা আসে, সঙ্গে আসে বন্যা। প্রতি বছরের মতো এ বছরও ধেয়ে এসেছে বন্যা। ভাসিয়ে নিয়ে চলেছে ফসলের খেত, খামার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, বৃষ্টির পানির তোড়ে ডুবে গেছে শহর, গ্রাম।
এটা বাংলাদেশীদের জন্য পরীক্ষা । প্রতি বছরই এ পরিক্ষা দিতে হয় আমাদের।পরীক্ষার পরে রেজাল্টও দেয়া হয় যথাসময়। পানিতে ভেসে যাওয়া ফসলের জমি,বসত ঘর, গবাদি পশু, নদী ভাঙ্গন এটা একটা কমন ব্যাপার হয়ে দাড়িয়েছে। কৃষকের আত্মচিৎকার সুষ্টিকর্তার কান প্রযন্ত পৌঁছায় না। এ পরীক্ষা প্রতিবছর শুধু আমাদেরই দিতে হয়। আমাদেরই দিতে হবে।
©somewhere in net ltd.