নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিব্বত এবং পশ্চিম চীনা অঞ্চলে সংখ্যালঘুদের ঐতিহ্য এবং সাংস্কৃতিকে ধ্বংস করতে চীন তাদের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। গত মাসের শেষের দিকে চীনের শিচুয়ান প্রদেশে তিব্বতিদের পূজনীয় দ্বিতীয় বৌদ্ধ মূর্তিটি ধ্বংস করে দেশটি। আর যে গুলো এখনও ধুকে ধুকে টিকে আছে সে গুলো ধ্বংস হবে অচিরেই মনে হচ্ছে। অনেকেরই তো মনে থাকার কথা যখন আফগানে তালেবানি শয়তানরা প্রথম দেশ দখল করার পর হাজার হাজার বছরের পুরোনা পৃথিবীর শ্রেষ্ঠ বৌদ্ধ মন্দির,নির্ধেষণ গুলো একে এক ধ্বংস করে দিচ্ছিল সারা বিশ্ব বিবেক নাড়া দিয়ে উঠেছিলো। এখন বিশ্ব বিবেক দিনে দিনে বধির হয়ে যাচ্ছে। আজ বিশ্ব বিবেক নিরব কেন? আমাদের ধর্ম বিশ্বাস ভিন্ন হতে পারে, কিংবা ধর্ম বিশ্বাস না থাকতে পারে, কিন্তু একটা প্রাগৈতিহাসিক শৈল্পিক নির্দেশনা যে একটা জাতির জন্য, একটা দেশের জন্য, একটা ইতিহাসের সর্বোপরি একটা পৃথিবীর জন্য কত বড় অমূল্য সম্পদ তা কি একটা ধর্মীয় শয়তান, বর্বর অসভ্য সরকার অনুধাবন করতে পারে? চীনে বৌদ্ধ মূর্তি ধ্বংসের উৎসব চলছে দেখার কেউ নেই?
©somewhere in net ltd.