নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

লিঙ্গের অগ্রভাগের চর্মের কিয়দংশ কাটলে মুসলিম হওয়া যায়

১৩ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১২

লিঙ্গের অগ্রভাগের চর্মের কিয়দংশ কাটলে মুসলিম হওয়া যায় কিন্তু বাঙালী সংস্কৃতি, কৃষ্টি ,বাংলাভাষা ও সাহিত্য কে মনে প্রানে ধারন করতে না পারলে বাঙালী হওয়া যায় না।
প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা নিয়ে একদল পাকী প্রেমিক শারমেয় শাবকের দল নানা ভাবে ইসলামের দোহাই দিয়ে বিরোধিতা করে। ওরা জানেনা আরবের দেশেও মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে,ডোব বাজিয়ে উৎসব করে সাথে উলুধ্বনি দিয়ে আনন্দ প্রকাশ করে। আর আমরা শোভাযাত্রা করলে তাদের গাত্রদাহ শুরু হয়।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

নতুন বলেছেন: লিঙ্গের অগ্রভাগের চর্মের কিয়দংশ কাটলে মুসলিম হওয়া যায়

ঈহুদী, কিছু খৃস্টান এবং মুসলমানেরা খাতনা করে, শুধুই মুসলমানেরাই খাতনা করেনা।

এরা অতিউতসাহী র্ধামিকেরাই সামাজিক প্রথা বাদ দিতে বলে....

২| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: https://youtu.be/_PZz5vvhzBg

৩| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৩৩

আমি নই বলেছেন: লিঙ্গের অগ্রভাগের চর্মের কিয়দংশ কাটলে মুসলিম হওয়া যায়

এত সহজ? পাকি পন্থী আর আপনি সমান উগ্রপন্থি, জংগী।

৪| ১৩ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৩২

তানভির জুমার বলেছেন: উগ্রপন্থির উৎকৃষ্ট উদআহর হচ্ছেন আপনি।

৫| ১৪ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: মুসলিম হওয়া সহজ, ধার্মিক হওয়া আরো সহজ। কিন্তু 'মানুষ' হওয়া কঠিন। এজন্য লোকজন ধার্মিক হয়, মুসলমান হয় কিন্তু মানুষ হয় না।

৬| ১৪ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্ম, সংস্কৃতি আর জাতীয়তাবাদ নিয়ে স্বচ্ছ ধারণা না থাকলে অনেক প্যাঁচ লেগে যায়।

৭| ১৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:১৫

ফিরোজ এ. মামুন বলেছেন: ওমা গো, পশ্চিম বঙ্গের দাদারাও তো খাঁটি বাংগালী তাই না? উনারা কিভাবে নববর্ষ পালন করলো? ২৭-২৭ বছর আগে চালু হওয়া আনন্দ শুভ যাত্রা টুশ করে মঙ্গল শুভ যাত্রায় রুপান্তর করে মিথ্যা হাজার বছরের বাঙ্গালি ঐতিহ্য পালনের (কোন ইতিহাস গ্রন্থে লেখা আছে মঙ্গল শুভ যাত্রার কথা?) ভেক ধরাটি সহি বাংগালীয়ানা?
কেউই নববর্ষের বিরুদ্ধবাদি না, কিন্তু পালনের রীতি রেওয়াজে মত পার্থক্য থাকতেই পারে। সব কিছুতেই মুসলমানিত্ব টেনে আনতে হবে কেন? কলকাতার বাঙ্গালী হিন্দু দাদারা কেন মঙ্গল শুভ যাত্রার জোশ পায় না? আমাদের এত জোশ আসে কত্থেকে?

৮| ১৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০২

বিটপি বলেছেন: কারো যদি গাত্রদাহ হয়, আপনার সমস্যা কি? আপনাকে কি আপনার কাজ করতে কেউ বাধা দিতে এসেছে?

৯| ১৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীতে বিভিন্ন জাতির মধ্যে যুগে যুগে লিঙ্গের অগ্রভাগের চামড়া কাটার প্রথা ছিল এবং আছে। ইহুদি, খৃস্টানরাও লিঙ্গের অগ্রভাগের চামড়া এখনও কাটে। এই কারণে তারা মুসলমান হয়ে যায় না। আরবের কাফেররাও খৎনা করতো সামাজিক প্রথা হিসাবে। কিন্তু তারা মুসলমান ছিল না। খৎনা করলেই মুসলমান হয়ে যায় এই ধারণাটা ভুল। খৎনাকে অনেক মাজহাবেই ফরজ মনে করা হয় না। তবে অনেক মাজহাবে এটাকে জরুরী বলা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.