|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আজ বিশ্ব নারী দিবস, আজ আমরা হারালাম ধর্ষণের শিকার এক ছোট্ট শিশুকে।
এটা শুধু দুঃখজনক নয়, ভয়াবহ ও লজ্জার। নারী দিবসে যখন আমরা নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তার কথা বলছি, তখনই এমন একটি নিষ্ঠুর ঘটনা আমাদের সমাজের অন্ধকার দিকটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
এই ধরনের অপরাধের মূল কারণ হলো বিচারহীনতা, সামাজিক সচেতনতার অভাব এবং নৈতিক অবক্ষয়। আমরা যতই নারী অধিকার নিয়ে কথা বলি, যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে এমন ঘটনা বারবার ঘটবে।
শিশুটির জন্য মন ভেঙে যাচ্ছে। তার পরিবারকে কোনো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। আমাদের উচিত সোচ্চার হওয়া, বিচার দাবি করা, এবং একটি নিরাপদ সমাজ গড়ে তোলার জন্য কাজ করা। শুধু একদিন নারী দিবস পালন করলে হবে না—প্রতিদিন নারীর নিরাপত্তা ও মর্যাদার জন্য লড়তে হবে।  
  
 ৫ টি
    	৫ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৮ ই মার্চ, ২০২৫  সকাল ৮:২৬
০৮ ই মার্চ, ২০২৫  সকাল ৮:২৬
কামাল১৮ বলেছেন: নারী আজ কোথাও নিরাপদ নয়।
৩|  ০৮ ই মার্চ, ২০২৫  সকাল ৯:৪৮
০৮ ই মার্চ, ২০২৫  সকাল ৯:৪৮
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ইশশ, কি প্যাথেটিক! মন খারাপ হয়ে গেল।
৪|  ০৮ ই মার্চ, ২০২৫  দুপুর ১২:১৬
০৮ ই মার্চ, ২০২৫  দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত গর্হিত কাজ।
৫|  ০৮ ই মার্চ, ২০২৫  দুপুর ১:১৪
০৮ ই মার্চ, ২০২৫  দুপুর ১:১৪
কাঁউটাল বলেছেন: এই মেয়ের বাপ মা মেয়ের ব্যপারে অসতর্ক ছিল মনে হচ্ছে। আত্মিয়দের ভিতরে একজন এই কাজ করেছে শুনছি। বাচ্চাদের ব্যপারে কাউকে বিশ্বাস করা যাবে না। আমরা এখন পশুর স্তরে নেমে গেছি।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২৫  ভোর ৬:০০
০৮ ই মার্চ, ২০২৫  ভোর ৬:০০
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: এরপরেও কেন এই পিশাচগুলো ক্যাপিটাল পানিশমেন্ট পাবে না ?