![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগের নির্বাচনের এত আলোচনা, তবে ইউনুস গং কোন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বা টিকে আছে? রাষ্ট্রীয় ক্ষমতার প্রতি এত লোভ থাকলে তারা কেন নির্বাচন করে আসছে না? তাদের তো নিজের দলও তৈরি হয়েছে। যদি সৎ হয়ে থাকে, তবে সৎ পথে আসুক। ভয় কিসের? ক্ষমতার লোভ থাকলে নির্বাচনে জিতে দেখাক, অসুবিধা কোথায়?
শেখ হাসিনা যদি বিনা ভোটে বা রাতের ভোটে ক্ষমতায় থেকেও থাকেন, তাহলেও তাদের সাংবিধানিক ভিত্তি ছিল। ছোট-বড় অনেক দল সেই নির্বাচনে অংশ নিয়ে জিতে মন্ত্রী-এমপি হয়েছে এবং দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে।
ইউনুস গং কোন ভালো কাজ করেছে তার ফিরিস্তি দিন। কথা বলার স্বাধীনতা ১০০% হরণ করেছে। যে অভিযোগ একসময় আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, এখন সেটিই বাস্তবে করে দেখাচ্ছে তারা। বিটিভি এখন দলীয় বাক্সে পরিণত হয়েছে, ইউনুসের বাক্সে। টিভি মিডিয়া, প্রেস মিডিয়া—কেউই তাদের বিরুদ্ধে লিখতে পারবে না।
গুম-খুনসহ ভয়ভীতি দেখিয়ে টিভি ও পত্রিকা অফিসগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। হত্যা, খুন, গুম, বিনা বিচারে জেল থেকে সব মামলার আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। থানাগুলো লুট হচ্ছে, রাস্তাঘাটে দিনের বেলা ডাকাতি ও ধর্ষণের মহোৎসব চলছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। অথচ একদল স্বাধীনতা-বিরোধী লোক তাদের পক্ষে সাফাই গেয়ে মুখে ফেনা তুলছে!
©somewhere in net ltd.