নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

শুধু ইসরায়েল নয়, হামাসও এই সহিংসতার জন্য দায়ী।

১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩০

প্যালেস্টাইনিদের উপর চলমান নিপীড়ন নিঃসন্দেহে বিশ্ব বিবেককে নাড়া দেয়। তবে শুধু ইসরায়েল নয়, হামাসও এই সহিংসতার জন্য দায়ী। বিনা উসকানিতে নিরপরাধ ইসরায়েলি নাগরিকদের হত্যা ও অপহরণ কোনোভাবেই ন্যায্য নয়। হামাস নিশ্চয়ই জানে, এর ভয়াবহ প্রতিক্রিয়া কতটা ভয়ংকর হবে সাধারণ প্যালেস্টাইনিদের জন্য। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় শিশু, নারীসহ অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারাবে এটা কি তারা ভাবেনি? একপাক্ষিক দোষারোপ নয়, বরং মানবতার পক্ষে দাঁড়াতে হলে উভয় পক্ষের অন্যায়কে স্বীকার করতে হবে। ইসরায়েল যেমন যুদ্ধাপরাধ করছে, হামাসও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। রাজনৈতিক ফায়দা নয়, সাধারণ মানুষের জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুঃসহ ট্র্যাজেডিতে প্যালেস্টাইনই সবচেয়ে বেশি রক্ত হারাচ্ছে। তাই শান্তির পথে ফিরতেই হবে উভয় পক্ষের জন্যই এটাই একমাত্র মানবিক সমাধান।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫১

কামাল১৮ বলেছেন: সঠিক বলেছেন।

২| ১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৭

ঊণকৌটী বলেছেন: হামাস এর কৃতকর্মের ফল গাজা বাসি পাচ্ছে, এইটাই বাস্তব |আর বাস্তব কে অস্বীকার করা যায়না |

৩| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫৪

অগ্নিবাবা বলেছেন: মুমিন হতে গেলে মুমিনদের দোষ গোপন করতে হয়।

৪| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: সারা বিশ্বের উচিৎ হামাসের বিরুদ্ধে কথা বলা।
আসল কালপিট হামাস। ইজরায়েল নয়।

৫| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৫৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সত্য কথনের জন্য । হামাস ইসরায়েল পরিচালিত দল যারা ফিলিস্তিনি মুক্ত ইসরায়েল চায় ।

৬| ১৪ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: কিন্তু হামাস তো ইসরাইলের প্রয়োজনে ইসরাইলের নির্দেশেই সব সময় কাজ করে! ওরা তো কখনও মুসলিমদের প্রয়োজনে কাজ করে নি।

আর এতদিন পর এত রক্তের পর যদি আপনি এসে বলেন চড়ের বদলায় খুন-খারাবি সঠিক আছে, তাহলেতো ভায়া বিপদ!

৭| ১৫ ই এপ্রিল, ২০২৫ রাত ২:১৮

আমি নই বলেছেন: ১৯৮৭ এর পুর্বেতো হামাস ছিলনা তখন কেন হামলা করত?
পশ্চিম তীরে হামাসের হও নাই, সেখানে কেন গনহত্যা চলছে?

চোখ-কান বন্ধ রাখার বড় সুবিধা হল যা খুশি বলা যায়, কিন্তু একটু চোখ-কান রাখলেই দেখা যায় ইসরাইলি হারামিরা প্রকাশ্যেই বলতেছে তারা পুরো ফিলিস্তিন দখল করবে। আর ফিলিস্তিনিরা দেশ না ছারলে তাদের হত্যা করবে, হাজারো ভিডিও আছে যেখানে তারা এগুলো প্রকাশ্যেই গর্ব করে বলতেছে। এমনকি তারা জাতিসংঘেও পুরো ফিলিস্তিনের ম্যাপকে ইসরাইল হিসেবে দেখিয়েছে।

ফিলিস্তিনে যা হচ্ছে তার জন্য বিশ্বের প্রতিটা দেশই দায়ী, কারন তারা একটা পাগলা কুত্তাকে আটকানোর চেষ্টাও করছেনা।

যারা হামাস হামাস করে মুখের ফেনা তুলতেছেন তাদের একটা চ্যানেলের ভিডিও দেখতে বলব যেখানে সাবেক আইডিএফ সৈন্যরা ফিলিস্তিনিদের উপর চালানো অমানবিক অত্যাচারের ঘটনা গুলো এক্সপোজ করে।

https://www.youtube.com/@breakingthesilence/videos

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.