নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়ে কিছু প্রশ্ন :

২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:০৭

ধর্ম নিয়ে কিছু প্রশ্ন :
বিশ্বাস, স্বাধীনতা ও সহনশীলতার আলোকে
ধর্ম ধর্ম বলে মুখে ফেনা তোলা এক শ্রেণির মানুষের প্রতি আমার একান্ত কিছু প্রশ্ন আছে। আমি যদি ধর্ম পালন না করি, বা ধর্মে বিশ্বাস না রাখি তাহলে আপনি কি তার কারণে শাস্তি ভোগ করবেন? যদি উত্তর হয় “হ্যাঁ”, তাহলে প্রশ্ন আসে পবিত্র বেদ, গীতা, বাইবেল কিংবা কোরআনের কোন্ জায়গায় এমন কথা লেখা আছে যে, অন্যের অবিশ্বাসের শাস্তি আপনি পাবেন?
আর যদি উত্তর হয় “না”, তাহলে বলুন তো, ধর্মের নামে কথায় কথায় অবিশ্বাসীদের প্রতি এত রাগ, বিদ্বেষ, এমনকি হত্যা পর্যন্ত কেন?
অন্যকে আঘাত করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন আপনি নিজে আপনার ধর্মকে কতটুকু বিশ্বাস করেন? আপনার বিশ্বাস কি এতটাই ঠুনকো, যে কেউ তা নিয়ে প্রশ্ন তুললেই সেটি নড়ে চড়ে ওঠে? যদি আপনার বিশ্বাস সত্যিই দৃঢ় হয়, তবে সেটা তো প্রশ্ন, সমালোচনা কিংবা অস্বীকৃতিতেও টিকে থাকার কথা।
একজন ধর্মবিশ্বাসীর যেমন বাঁচার অধিকার আছে, তেমনি একজন অবিশ্বাসীরও রয়েছে সমান বাঁচার অধিকার। ধর্ম এক অদৃশ্য বিশ্বাসের নাম যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, এমনকি দাড়ি-টুপি বা পৈতা-ধুতি পরেও বোঝা যায় না সে ধার্মিক কিনা।
আপনার যেমন ধর্ম পালনের স্বাধীনতা আছে, ঠিক তেমনি কারো ধর্ম না মানার স্বাধীনতাও আছে। কেউ যদি গাছকে পুজো দিয়ে বা সূর্যকে প্রণাম করে মানসিক শান্তি খুঁজে পায় তাকে তার মত করে বাঁচতে দিন। আবার কেউ যদি মসজিদে, মন্দিরে বা গির্জায় প্রার্থনা করে আত্মিক প্রশান্তি অনুভব করে তাকেও সেই অধিকার দিন।
এমনকি কেউ যদি কোনো ধর্ম না মেনে, কেবল মানুষ হয়ে বাঁচতে চায় তবুও তার সেই স্বাধীনতা থাকা উচিত।
তবে এটাও সত্য, ধর্মীয় স্বাধীনতার নামে অন্য ধর্ম বা বিশ্বাসের প্রতি কটাক্ষ, অপমান বা উদ্দেশ্যপ্রণোদিত আঘাতও গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা মানে খোলা বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ নয় কারো মুখ চেপে ধরা।
আজকের দিনে দাঁড়িয়ে, যখন ধর্মের নামে বিভাজন, বিদ্বেষ ও হিংসা বাড়ছে তখন এই কথাগুলো বলা খুবই জরুরি।
“এমন সমাজ কবে গো সৃজন হবে
যেদিন হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান
জাতি-গোত্র নাহি রবে।”

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.