![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিসার কাঁটাতারে ভালোবাসা
রাজনীতি যখন মানুষকে ছিন্নভিন্ন করে, তখন সবচেয়ে বেশি আহত হয় সম্পর্কগুলো। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে ভিসা বাতিলের ঘটনায় যে হৃদয়বিদারক চিত্র উঠে এসেছে, তা শুধুই কূটনীতির খবর নয় তা একেকটি পরিবারের কান্না, একেকটি ভালোবাসার বিচ্ছেদ। বহু পাকিস্তানি নারী তাদের স্বামী ও সন্তানদের ভারতে রেখে কাঁটাতারের ওপারে ফিরে গেছেন, শুধু রাষ্ট্রের আদেশে। একজন মা তার শিশু সন্তানকে ফেলে চলে যেতে বাধ্য হচ্ছেন এ কল্পনা করা যায় না, তবু সেটাই বাস্তব।
সীমান্তে বিদায়ের মুহূর্তগুলো যেন কোনো যুদ্ধক্ষেত্রের চেয়েও নির্মম। শিশু কাঁদছে, “মা কোথায়?”, আর মা ওপাশে দাঁড়িয়ে চোখের জলে ভিজিয়ে দিচ্ছে সীমান্তের মাটি। দুটি দেশের রাজনৈতিক সিদ্ধান্ত একটি সংসার, একটি জীবনের স্বাভাবিক গতিকে থামিয়ে দিচ্ছে। সম্পর্কগুলো আজ পররাষ্ট্রনীতির নথিতে আটকে গেছে।
ভিসা, পাসপোর্ট, সীমান্ত এসব যেন আজ ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা। যখন রাষ্ট্র নিজের অহংকার রক্ষায় ব্যক্তির অনুভূতিকে উপেক্ষা করে, তখন জন্ম নেয় এইসব মর্মস্পর্শী মানবিক ট্র্যাজেডি।
ভালোবাসা কি কোনো দেশের নাগরিক হয়? হয় না। কিন্তু তারপরও, তা আজ সবচেয়ে বড় শত্রুর মতো দেখা হচ্ছে যে মানুষকে মানুষ থেকে আলাদা করে দিচ্ছে।
©somewhere in net ltd.