নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

পুলিশ হত্যার বিচার চাই।

১৩ ই মে, ২০২৫ বিকাল ৫:৫১

সব হত্যার বিচার চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু পুলিশের হত্যার বিচার চাওয়ার অধিকার নেই! পুলিশ কি মানুষ নয়? তারা কি কোনো মায়ের সন্তান নয়? তারা কি কোনো সন্তানের বাবা নয়? সব হত্যার বিচার কি হবে না?
সব হত্যার বিচার চাই, এটা আমাদের মৌলিক অধিকার। একজন সাধারণ মানুষ খুন হলে, আমরা সোচ্চার হই, রাস্তায় নামি, বিচার দাবি করি ঠিকই করি। কারণ, একটি প্রাণ হারানো মানে এক পৃথিবী স্বপ্নের অবসান। এক বুক মায়ের আদর, এক সন্তানের আশ্রয়, এক স্ত্রীর ভালোবাসা হারিয়ে যায় চিরতরে। কিন্তু যখন কোনো পুলিশ সদস্য খুন হয় আমরা চুপ থাকি! তখন যেন সমাজের মুখে তালা পড়ে যায়, আমাদের বিবেক ঘুমিয়ে পড়ে। তখন প্রশ্ন ওঠে পুলিশ কি মানুষ নয়? তারা কি কারো সন্তান নয়? তাদের কি কোনো পরিবার নেই যারা প্রতিদিন আতঙ্কে থাকে, তাদের ফিরিয়ে আনার অপেক্ষায় প্রহর গোনে?
পুলিশেরা তো আমাদেরই জন্য জীবন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আইন-শৃঙ্খলা রক্ষার নামে তারা নিজের জীবন বাজি রাখে। উৎসবের রাতে যখন আমরা পরিবার নিয়ে সময় কাটাই, তখন তারা ডিউটিতে। ঝড়, বৃষ্টি, তাপদাহ, হরতাল, দাঙ্গা সব সময় তারা সবার আগে ছুটে যায়। তবুও তাদের রক্ত যখন মাটিতে ঝরে, তখন যেন চারপাশে নীরবতা নেমে আসে।
কেন? https://www.facebook.com/reel/1187361772945332

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৫ বিকাল ৫:৫৫

যামিনী সুধা বলেছেন:



আপনি আসলেই চান? চিন্তা করে জানাইয়েন!

২| ১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২১

সৈয়দ কুতুব বলেছেন: আপনি পুলিশ হত্যার বিচার চান কিন্তু আবরার ফাহাদ, বিশ্বজিৎ সহ যাদের ক্রসফায়ারে মারা হয়েছিলো তাদের বিচার চেয়েছিলেন?
নিজেকে আগে দৃষ্টান্ত স্থাপন করতে হয়।

১৩ ই মে, ২০২৫ রাত ৮:২৮

রাবব১৯৭১ বলেছেন: সব হত্যার বিচার হয়েছে ও চলমান।

৩| ১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

নতুন বলেছেন: পুলিশ হত্যা অবশ্যই নিন্দনিয়। এবং হত্যার পরে তাদের লাশ ঝুলিয়ে রাখা অবশ্যই চরম বর্বরতা।

কিন্তু এই পুলিশগুলি কেন মানুষ হত্যা করছিলো?

আয়ামীলীগ হত্যার নির্দেশ দিতে পারে, কিন্তু বন্দুকের ট্রিগার ঐ পুলিশের হাতে সে ইচ্ছা করলে মাথা বা বুকে গুলি না করে পায়ে গুলি করতে পারতো।

পুলিশের নির্দয় আচরনেই মানুষের ক্ষোভ এমন পর্যায়ে নিয়ে গেছে যে পুলিশকে যখন বাগে পেয়েছে তখন জনগনের ক্ষোভ ঐ পুলিশের উপরে মিটিয়েছে।

প্রতিটা কাজেরই একটা প্রতিক্রিয়া আছে।

৪| ১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

যামিনী সুধা বলেছেন:



@নতুন,

আপনি কি নতুনভাবে জন্ম নিলেন? এত বড় ক্যু হলো, পিলিশকে গুলি করা হচ্ছে, পুলিশ যদি গুলি না করতো, মোট কত পুলিশ মরতো? পুলিশ তো উট না।

৫| ১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০২

নতুন বলেছেন: পুলিশকে গুলি করা হয়েছে এটা কখন সৃস্টি করলেন?

পুলিশ হত্যা করেছে জনগন এটা ঠিক কিন্তু গুলি করে না। পিটিয়ে কারন কি সেটা আপনার মাথায় ঢুকা উচিত। না বুঝতে পারলে বইলেন সবাই বুঝিয়ে বলবে।

যেই সরকার ক্ষমতায় থাকার জন্য হাজারখানের মানুষ হত্যা করতে পারে তাদের হঠাতে ক্যু লাগেনা।

শেখ হাসিনা তার সরকারকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিলো, ক্যু আর ম্যু যেটাই বলেন সেটার পেছনে ১০১% অবদান ছাত্রলীগ আর খুনী ক্যাডারেরা।

৬| ১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৯

যামিনী সুধা বলেছেন:



@নতুন,

প্রচুর পুলিশ গুলিতে প্রাণ হারায়েছে।

পুলিঝকে পিটিয়ে হত্যা করলেও পুলিশ গুলি করার কথা।

৭| ১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩০

যামিনী সুধা বলেছেন:



@নতুন,

ছাত্রলীগ অপরাধ করেছিলো; এখন কোমলমটিরা অপরাধ করছে; আপনার ভাগিনাও কোমলমতিদের অংশ ছিলো।

৮| ১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

নতুন বলেছেন: যামিনী সুধা বলেছেন: @নতুন, প্রচুর পুলিশ গুলিতে প্রাণ হারায়েছে।
পুলিঝকে পিটিয়ে হত্যা করলেও পুলিশ গুলি করার কথা।


প্রচুর না কয়েকটা পুলিশকে গুলি করে হত্যা হয়েছে একটু খুজে দেখুন।

আর মানুষ কখন পুলিশ পেটাতে যায় সেটা বোঝার মতন জ্ঞান আপনার এখন বাকি নাই।

৯| ১৩ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

নতুন বলেছেন: প্রচুর না কয়েকটা পুলিশকে গুলি করে হত্যা হয়েছে একটু খুজে দেখুন।


কারেকসন:- আপনার দাবি প্রচুর, কিন্তু গুলি করে পুলিশ হত্যার কোন দাবী কোথাও নাই। আপনি কোথায় পেলেন যে পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে একটু খুজে দেখুন।

১০| ১৩ ই মে, ২০২৫ রাত ৮:০৭

রিফাত হোসেন বলেছেন: লীগের পেইড পোস্ট।

১১| ১৩ ই মে, ২০২৫ রাত ৮:০৭

কামাল১৮ বলেছেন: প্রতিটা হত্যার সুষ্ঠু বিচার হতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.