|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১৯৭১-এর গণহত্যা ও বর্তমান প্রেক্ষাপট: রাজাকারের পুনরুত্থানে জাতির উদ্বেগ
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এ দেশের স্বাধীনতাকামী মানুষের ওপর যে নজিরবিহীন গণহত্যা ও বর্বরতা চালানো হয়েছিল, তা বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এ দেশের মাটি, মানুষ, ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে চালানো সেই হত্যাযজ্ঞে শহীদ হয় প্রায় ৩০ লক্ষ নিরীহ মানুষ, ধর্ষণের শিকার হন অন্তত ২ লক্ষ মা-বোন এবং অগণিত মানুষ পঙ্গু হয়ে জীবনভর বয়ে বেড়াচ্ছেন যুদ্ধের ক্ষত। এসব অপার মানবিক বিপর্যয় জাতির হৃদয়ে আজও রক্তক্ষরণ ঘটায় এ ক্ষত কোনোদিন মুছে যাওয়ার নয়।
স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা দেখতে পাচ্ছি, সেই যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরা আবার রাষ্ট্রক্ষমতা দখল করে বিভিন্ন সেক্টরে নিজেদের প্রভাব বিস্তার করছে। বিশেষত অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বে একটি গোষ্ঠী যেভাবে নানা সুবিধাভোগী শক্তিকে একত্রিত করে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে অবস্থান করছে, তা শুধু দুঃখজনকই নয়, ভয়ংকর অশনিসংকেতও বটে। স্বাধীনতাবিরোধীদের পুনরুত্থানে জাতি আজ চরম উদ্বেগের মধ্যে দিন পার করছে।
এই প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সাম্প্রতিক বক্তব্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি পাবনার আটঘরিয়া উপজেলায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই মাটিতে জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামায়াতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না।” তার এ বক্তব্য শুধু সময়োপযোগী নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি এক ধরনের শ্রদ্ধা ও প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।
যারা ১৯৭১ সালে বাঙালি জাতির স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের কোনোভাবেই এই পবিত্র ভূমিতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যায় না। হাবিবুর রহমান হাবিবের বক্তব্য সেই চেতনারই সাহসী উচ্চারণ, যা আজকের প্রেক্ষাপটে অভিবাদনযোগ্য ও প্রয়োজনীয়।
আজ যখন আমরা স্বাধীনতার পঞ্চাশ পেরিয়ে ৫৪ বছরে পা রাখছি, তখন শুধু স্মৃতি নয়, বিচার এবং সঠিক ইতিহাস চর্চার মধ্য দিয়েই আমাদের প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন আর কখনো এই বাংলার মাটিতে রাজাকারদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
           -- সালাউদ্দিন রাব্বী 
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৮ ই মে, ২০২৫  রাত ৮:৫৭
১৮ ই মে, ২০২৫  রাত ৮:৫৭
কলাবাগান১ বলেছেন: এমন উগ্রবাদীতাই এই তিন দেশকে (BPI) পারমানবিক যুদ্ধে জড়াবে আর এটা হবে টেক্সটবুক একজাম্পল of MAD
৩|  ১৮ ই মে, ২০২৫  রাত ১১:৩৯
১৮ ই মে, ২০২৫  রাত ১১:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: গোলাম আজমের কাছে দোয়া চাইতে কে গেছিল? কার বেয়াই রাজাকার?
৪|  ১৯ শে মে, ২০২৫  সকাল ১০:৩৫
১৯ শে মে, ২০২৫  সকাল ১০:৩৫
রাজীব নুর বলেছেন: রাজাকারও থাকবে না। এনসিপিও থাকবে না- এই বাংলাদেশে।
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২৫  রাত ৮:৩২
১৮ ই মে, ২০২৫  রাত ৮:৩২
কামাল১৮ বলেছেন: দেশ প্রেমিক জনগনকে ঐক্যবদ্ধ হয়ে রাজাকারদের ঠেকাতে হবে।