|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বাংলাদেশ: এক নীরব দুর্বিপাকের দিকে
বাংলাদেশ আজ এক চরম সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিসরে যে অস্থিরতা এবং চরম অনিশ্চয়তা বিরাজ করছে, তা ইতিহাসে বিরল। রাষ্ট্রীয় নিপীড়ন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মতপ্রকাশ, সংবাদ পরিবেশন কিংবা ন্যায্য প্রশ্ন তোলাও হয়ে উঠেছে শাস্তিযোগ্য অপরাধ।
প্রতিদিন গার্মেন্টস শিল্পে কর্মসংস্থান হারাচ্ছে হাজার হাজার শ্রমিক। বহু কারখানা বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার মুখে। এই শিল্প দেশের প্রধান রপ্তানি আয়ের উৎস হলেও তার দুরবস্থার জন্য নেই কোনো সুনির্দিষ্ট রাষ্ট্রীয় পরিকল্পনা বা সহায়তা। অন্যদিকে, প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে গেছে। করিডর সংক্রান্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্তগুলো গোপনীয়তার আবরণে ঢাকা, যার পরিণাম জাতিকে বহুমুখী বিপদের মুখোমুখি করেছে।
ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্কও দিনকে দিন সংকুচিত হচ্ছে। ট্যারিফ সুবিধা হ্রাস, পণ্য পরিবহন জটিলতা এবং কাস্টমস নিয়ন্ত্রণে কঠোরতা সব মিলিয়ে বাণিজ্য ভারসাম্য এখন সম্পূর্ণভাবে বাংলাদেশের বিপক্ষে। উন্নত দেশগুলোও এখন বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদানে অনাগ্রহী। এর ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসা প্রত্যাশীরা প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন।
দেশের ভেতর পরিস্থিতি আরও ভয়াবহ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এমনভাবে ঊর্ধ্বমুখী যে সাধারণ মানুষ কার্যত এক প্রকার নীরব দুর্ভিক্ষের মধ্যে দিনযাপন করছে। রান্নার গ্যাস, চাল, ডাল, তেল, বিদ্যুৎ সবকিছুর দাম বেড়েছে অথচ আয় কমেছে কিংবা নেই।
এই সংকটের কথা কেউ বললেই রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হতে হয়। সংবাদমাধ্যমের কণ্ঠ রুদ্ধ, লেখালেখি বা প্রতিবাদ করলেই মামলা, হামলা, গ্রেপ্তার, এমনকি জেল-জরিমানার মুখোমুখি হতে হয়। মানুষের কথা বলার জায়গা নেই, বিচারপ্রার্থী হওয়ার সুযোগ নেই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর।
বাংলাদেশ আজ এক ভয়াবহ খাদের সামনে দাঁড়িয়ে। এখনই যদি সত্য বলা না হয়, এখনই যদি প্রতিবাদ না ওঠে, ভবিষ্যৎ হবে আরও অন্ধকার, আরও হাহাকারময়। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ সত্যের পক্ষে দাঁড়ানো, সাহসিকতার সঙ্গে কথা বলা এবং একটি গণতান্ত্রিক, মানবিক রাষ্ট্রব্যবস্থার দাবি তোলা।
 
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৯ শে মে, ২০২৫  রাত ১০:৩৩
১৯ শে মে, ২০২৫  রাত ১০:৩৩
অপু তানভীর বলেছেন: আপা ছাড়া আমাদের আর কোন উপায় নাই  
৩|  ২০ শে মে, ২০২৫  সকাল ৯:৪০
২০ শে মে, ২০২৫  সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব সামাল দিতে পারছেন না।
৪|  ২০ শে মে, ২০২৫  বিকাল ৪:২৬
২০ শে মে, ২০২৫  বিকাল ৪:২৬
ইমরান৯২ বলেছেন: বুঝতে পারছি আপনি আফাকে মিস করতেছেন
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০২৫  বিকাল ৪:০৭
১৯ শে মে, ২০২৫  বিকাল ৪:০৭
জ্যাক স্মিথ বলেছেন: এত টেনশনের কিছু নেই, একদিন সব ঠিক হই যাইবো।
