নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ড. ইউনূস: আস্থার প্রতিমা ভেঙে ফেলার দায় কার?

২৪ শে মে, ২০২৫ বিকাল ৩:২১

ড. ইউনূস: আস্থার প্রতিমা ভেঙে ফেলার দায় কার?

ড. মুহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, ক্ষুদ্রঋণের প্রবর্তক এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান এক বাংলাদেশি। ব্যক্তিগতভাবে আমি তাঁকে শ্রদ্ধা করি, বিশেষ করে নারী অধিকার এবং যৌন সংখ্যালঘুদের পক্ষে তাঁর অবস্থানের জন্য। জানা যায়, তিনি এমন কিছু সংগঠনের পাশে দাঁড়িয়েছিলেন, যারা সমাজে অবহেলিত হয়ে থেকেছেন। একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে এটি প্রশংসনীয়। যদিও নারী অধিকারের জন্য আমাদের নারী অধিকার কর্মীদের দেয়া প্রস্তবনার বিরুদ্ধে যেভাবে তার পক্ষের লোকেরা বিদ্রোপ করেছে বা করছে তা ভায়ায় প্রকাশ করার উপযোগী নয় বলে আমি মনে কনি। অথচ তিনি রহস্য জনক কারনে নিঃশ্চুপ রয়েছেন।

তবে, তাঁর প্রতিষ্ঠিত ক্ষুদ্রঋণ মডেল সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা থেকে মনে হয়েছে ব্যবস্থাটি মূলত ভালো হলেও এর বাস্তব প্রয়োগে রয়েছে বেশ কিছু অসংগতি, বিশেষ করে সুদের উচ্চহার। গ্রামের দরিদ্র নারীদের জন্য এটি অনেক সময় সহায়তা নয় বোঝায় পরিণত হয়েছে।

আমি যখন তাঁকে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে দেখলাম, তখন ভেবেছিলাম তিনি অন্তত দেশের ক্ষতি করবেন না। কিন্তু গত ৯ মাসে যা ঘটেছে, তা আমাদের কল্পনার বাইরে। তাঁর সময়কালে নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণ, গণগ্রেফতার, রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, লুটপাট এবং বিচারবহির্ভূত নিপীড়নের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সময় প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়েছেন, অনেকে আটক হয়েছেন, আবার কারও বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজারে। এই ঘটনাগুলো কেবল রাজনৈতিক প্রতিহিংসার প্রতিচ্ছবি নয় এটি ছিল এক বিপজ্জনক দৃষ্টান্ত।

অথচ একই সময়ে দেখা গেছে, প্রভাবশালী কিছু আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তা যাঁদের বিরুদ্ধেকোন অভিযোগ ছিলনা প্রানের ভয়ে তারা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছিল আপনি তাঁদের নীরবে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, বলা হয় ‘উৎকোচের বিনিময়ে’। অন্যায় যদি করে থাকে তবে তাদের বিচার করলেন না কেন?

সবকিছু বিবেচনায় আজ প্রশ্ন ওঠে একজন আন্তর্জাতিকভাবে সমাদৃত মানুষ কীভাবে দেশে এমন অরাজকতা ও ভয়ভীতির আবহ তৈরি করলেন? রাষ্ট্রক্ষমতা কি শুধুই অভ্যন্তরীণ শত্রু নির্মূলের যন্ত্রে পরিণত হয়েছে?

তারপরও বলবো আপনি যদি সত্যিই বিশ্বাস করেন, আপনি দেশকে সঠিক পথে নিচ্ছেন তাহলে থাকুন, আরও দীর্ঘদিন থাকুন। বাংলাদেশের রূপ, রস, গন্ধ চুষে চুষে উপভোগ করুন যতক্ষণ না আপনার পেট ভরে। তবে মনে রাখবেন ইতিহাসের কাঠগড়ায় আপনাকে এ দেশের মানুষ দাঁড় করাবেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২৫ বিকাল ৫:১৭

নতুন বলেছেন: দোষ তো আপার।

আপা ফিরে এলেই ড: ইউনুসকে পদ্মাতে ২টা চুবনি দেবেন তাই উনি পালাতে চাইছে।

২| ২৪ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

সৈয়দ কুতুব বলেছেন: রাজনৈতিক দলের মধ্যে এখন যে মনকষাকষি সেটা একান্তই তাদের। এর মধ্যে নিষিদ্ধ কোনো দলের প্রবেশের সুযোগ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.