![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিবাদ হোক মানবতার পক্ষে, অরাজকতার নয়
আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে প্রতিদিন প্যালেস্টাইনের মতো এক একটি ভূখণ্ডে মানবতার নির্মম পরাজয় দেখতে পাচ্ছি। শিশুর কান্না, মায়ের আহাজারি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্বপ্ন সবই আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা প্রতিবাদ করি, করবও কারণ আমরা মানুষ, আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াতে শিখেছি।
কিন্তু সেই প্রতিবাদ যখন যুক্তিহীন, উদ্দেশ্যহীন ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়, তখন সেটি শুধুই আবেগ নয়, একধরনের বিপথগামিতা। মসজিদের প্রবেশপথে ইসরায়েলের পতাকা এঁকে মানুষের পদদলনে ফেলা কি ইসরায়েলের আগ্রাসন থামাতে পেরেছে? প্যালেস্টাইনের ক্ষত শুকাতে পেরেছে? বরং এই প্রতীকি পদদলন ইসরায়েলের কঠোর আগ্রাসনকে আরো শক্তিশালী করার মতো মনস্তাত্ত্বিক খোরাক জুগিয়েছে মাত্র।
আমরা দেখি, কেউ কেউ প্যালেস্টাইনের নামে রাস্তায় বাটা সু, কেএফসি বা কোকাকোলার দোকান লুট করছে। কিন্তু এই লুটতরাজ প্যালেস্টাইনের কোন ক্ষত মুছে দেয়নি। বরং এটি আমাদের সমাজকে আরো বিশৃঙ্খল করেছে, আইনের শাসনের প্রতি অবজ্ঞা বাড়িয়েছে, এবং আন্তর্জাতিকভাবে আমাদের প্রতিবাদের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
আমরা যদি সত্যিই প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে চাই, তাহলে আমাদের উচিত হবে গঠনমূলক, সুশৃঙ্খল ও নৈতিক প্রতিবাদ গড়ে তোলা। যেমন:
আন্তর্জাতিক গণমাধ্যমে লেখালেখি করা,
মানববন্ধন ও শান্তিপূর্ণ মিছিল করা,
তথ্যভিত্তিক প্রচারণা চালানো,
ফান্ড সংগ্রহ করে সরাসরি সাহায্য পাঠানো,
সরকারের প্রতি আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরি করার দাবি জানানো।
একটি সত্য কথাই এখানে সবচেয়ে প্রাসঙ্গিক:
যে প্রতিবাদে মানবতা নেই, যুক্তি নেই, শৃঙ্খলা নেই সেটি কখনও ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না।
আমরা চাই ইসরায়েলের অমানবিক আগ্রাসন থামুক। আমরা চাই প্যালেস্টাইন ফিরে পাক তার হারানো স্বাধীনতা। কিন্তু সে চাওয়া অর্জিত হবে না যদি আমরা শুধুই আবেগে ভেসে গিয়ে লুটতরাজকে প্রতিবাদের মুখোশ পরিয়ে দিই।
সত্যিকার প্রতিবাদ হোক পরিশীলিত, মানবিক ও কার্যকর। তাহলেই প্যালেস্টাইনের শিশুর কান্নার জবাব আমরা সত্যিকার অর্থে দিতে পারবো।
২| ২৫ শে মে, ২০২৫ সকাল ১০:১৭
কাঁউটাল বলেছেন: ভুতের মুখে রাম নাম
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২৫ সকাল ১০:০৪
ফেনিক্স বলেছেন:
আপনার অভ্যাস হচ্ছে লেখা, কি লিখছেন আপনি নিজেও জানেন না; সবকিছু মিলে গরুর রচনা