|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকবার্তা
আজ ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনাটি আমাদের সকলকেই গভীর শোক এবং স্তব্ধতার মাঝে ফেলে দিয়েছে। নিরীহ যাত্রীদের প্রাণহানির এই হৃদয়বিদারক ঘটনায় শুধু তাদের পরিবার নয়, গোটা মানবজাতি আজ শোকাহত।
একটি মুহূর্তেই কতোগুলো পরিবার ছিন্নভিন্ন হয়ে গেল, স্বপ্নগুলো থেমে গেল চিরতরে। হয়তো কেউ ফিরছিল প্রিয়জনের কাছে, কেউ যাচ্ছিল জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে, আবার কেউ হয়তো সন্তান বা বাবা-মায়ের কাছে পৌঁছাতে চাইছিল। কিন্তু ভাগ্য এতটা নির্মম হবে, তা কেউ কল্পনাও করেনি।
আমরা যারা আজ বেঁচে আছি, দূর থেকে খবর শুনছি, তারা বুঝি না একজন আপনজন হারানোর ব্যথা কতোটা অসহনীয় হতে পারে। আহমেদাবাদের আকাশে ছড়িয়ে থাকা সেই ধোঁয়া যেন আমাদের চোখেও অশ্রু এনে দেয়।
এই কঠিন সময়ে আমরা সমবেদনা জানাই নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের প্রতি। তাদের এই শোক, এই ক্ষতি কোনো শব্দ দিয়ে পূরণ করা যায় না। তবে একটুকু মানবিকতা, একটুকু সহমর্মিতা হয়তো তাদের পাশে দাঁড়াতে পারে এই দুঃসময়ে।
যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। এবং আমরা আহ্বান জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা আর না ঘটে।
আজ আমরা সবাই ধর্ম, জাতি, দেশ নির্বিশেষে একত্রিত হই মানবতার পাশে দাঁড়াতে। প্রাণ গেছে অনেক, কিন্তু যদি আমাদের ভালোবাসা, সহানুভূতি ও সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো সেই আত্মারা কিছুটা শান্তি পাবে।
আহমেদাবাদের এই কালো দিন আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অমূল্য, কতটা ক্ষণিক। তাই আসুন, আমরা একে অপরকে ভালোবাসি, যত্ন করি, এবং এই শোকের সময়ে মানুষের পাশে দাঁড়াই।
শ্রদ্ধাঞ্জলি সকল নিহত যাত্রীদের প্রতি।
আমরা ভুলবো না। আমরা শোকাহত। আমরা সংহত। 
 ৩ টি
    	৩ টি    	 +০/-০
    	+০/-০২|  ১৩ ই জুন, ২০২৫  রাত ১২:৫৩
১৩ ই জুন, ২০২৫  রাত ১২:৫৩
জ্যাক স্মিথ বলেছেন: দুঃখজনক!
৩|  ১৪ ই জুন, ২০২৫  সকাল ১১:২৪
১৪ ই জুন, ২০২৫  সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: !
©somewhere in net ltd.
১| ১২ ই জুন, ২০২৫  রাত ১০:৩৯
১২ ই জুন, ২০২৫  রাত ১০:৩৯
ফেনিক্স বলেছেন:
আপনি শোকাহত, বুঝলাম; কিন্তু আপনারা কারা কি নিয়ে "সংহত" হলেন?