![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবস্ত্র বাংলাদেশে বেঁচে থাকা এক মেয়ের আর্তনাদ
==============================
সিলেটের কিন ব্রিজের নিচে এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের পর মৃত্যু ভেবে ফেলে রেখে যায় ধর্ষকেরা। মেয়েটি অলৌকিকভাবে বেঁচে আছে। কিন্তু প্রশ্ন হলো এই মেয়েটির বেঁচে থাকা কি আমাদের বিবেককে জাগাবে? বিচার কি হবে এই ইউনূসের শাসিত বিবস্ত্র বাংলাদেশে?
এই বাংলাদেশ এখন আর সেই মানবিকতার বাংলাদেশ নয়, যেখানে অন্যায়ের প্রতিবাদ গণসাধারণের অধিকার ছিল। এখনকার বাংলাদেশে প্রতিদিন ধর্ষণ, হত্যা, নিপীড়ন সব কিছুই যেন স্বাভাবিক হয়ে গেছে। সিলেটের এই ঘটনাও হয়তো কালকের সংবাদপত্রে পাতার এক কোণে হারিয়ে যাবে। ধর্ষকেরা নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, আর মেয়েটি বেঁচে থাকলেও সমাজ ও রাষ্ট্র তাকে প্রতিনিয়ত মেরে ফেলবে লজ্জা, অপমান আর ন্যায়বিচারহীনতার ছোবলে।
এই ঘটনার চেয়েও ভয়াবহ যে জিনিসটি চোখে পড়ে, তা হলো তথাকথিত নারীবাদীদের নীরবতা। যেসব মানুষ "উইমেন এমপাওয়ারমেন্ট" এর ব্যানার নিয়ে শহরে শহরে হাঁটে, যাদের কণ্ঠ উচ্চস্বরে “নারীর নিরাপত্তা চাই” বলে গর্জে ওঠে, তারা আজ চুপ কেন? কেন আজ কেউ রাস্তায় নামছে না? কেন এই মেয়েটির জন্য কোনো সংবাদ সম্মেলন, কোনো মানববন্ধন হচ্ছে না?
কারণ মেয়েটি গরিব? কারণ সে পরিচিত পরিবারের নয়? কারণ এতে মিডিয়া আলোচনার বাজার গরম হবে না? তাহলে প্রশ্ন উঠে এই নারীবাদ কি কেবল শহুরে মধ্যবিত্ত নারীর জন্য সংরক্ষিত?
আমরা বলছি, এই চুপচাপ থাকাই হলো অপরাধের অংশীদার হওয়া। ধর্ষণকারীদের বিচার চাওয়ার আগে, এই ভণ্ড নৈতিকতাবাদীদের মুখোশ খুলে ফেলা দরকার।
এই রাষ্ট্র, এই সরকার, এই প্রশাসন সবাই মিলে এখন ধর্ষকদের রক্ষাকবচে পরিণত হয়েছে। বিচার না হওয়ার মানে, রাষ্ট্র নিজেই অপরাধীকে আশ্রয় দিয়েছে। এই রাষ্ট্র এখন একটি ধর্ষক ব্যবস্থার নাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৫ রাত ১:২৮
এইচ এন নার্গিস বলেছেন: সত্য ঘটনা নিয়ে বিবেক কে জাগ্রত করা আর ইউনুস সরকারের দুর্বলতা ফুটিয়ে তোলা লেখা টি ভালো লাগলো ।