![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধ্বংসের পরে নব উদ্দামে নবজাগরণ।
=========================================
প্রত্যেক জাতির জীবনে এমন কিছু সময় আসে, যখন তারা বিপর্যয়ের মুখোমুখি হয়, দিশাহারা হয়ে পড়ে, নিজের অস্তিত্ব ও আত্মমর্যাদা নিয়ে প্রশ্নের মুখে পড়ে। কিন্তু একটি সচেতন ও আত্মসচেতন জাতি সেই সঙ্কটকে দুর্বলতা নয়, বরং শিক্ষার উৎস হিসেবে দেখে। ২০২৪ সাল বাংলাদেশের জন্য ছিল এমনই এক দুর্যোগময় বছর রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর ভিত নড়ে উঠেছিল।
তবু ইতিহাস আমাদের শেখায়: ধ্বংসই শেষ নয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের সবচেয়ে বড় প্রমাণ। পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলার মানুষ রক্ত দিয়ে অর্জন করেছিল স্বাধীনতা। সেই জাতি বারবার প্রমাণ করেছে আমরা যখন এক হই, তখন কোনো শক্তিই আমাদের থামাতে পারে না।
২০২৪-এর সংকটকালেও আমরা সেই একই জাতি।
আমরা ভুল করেছি হ্যাঁ, তা মানতে হবে।
আমরা বিভক্ত হয়েছি তাও সত্যি।
আমরা অনেক সময় কূটচাল, ষড়যন্ত্র ও স্বার্থান্ধ নেতাদের ফাঁদে পা দিয়েছি এটাও অস্বীকার করা যাবে না।
কিন্তু ইতিহাস কেবল ভুলের বিচার করে না, শিক্ষা নেয়ার সুযোগও দেয়। আওয়ামী লীগ, যেই দল ১৯৭১-এ জাতির মুক্তির কণ্ঠস্বর হয়েছিল, সেই দলকেও এবার নিজের ভুলগুলো উপলব্ধি করতে হবে। গণমানুষের ভাষা বুঝতে হবে, ক্ষমতার অহংকার ত্যাগ করতে হবে, এবং নতুন করে জনগণের পাশে দাঁড়াতে হবে।
আমরা যদি অতীতের ভুলকে ঢেকে রাখতে চাই, ভবিষ্যত আর নির্মল হবে না। আজকের ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, মানুষের হতাশা, ও গণতান্ত্রিক চেতনার অবমূল্যায়ন এগুলোর মুখোমুখি হতে হবে। যে জাতি নিজের ভুল স্বীকার করে, কাঁদে, শেখে সে জাতিই আবার মাথা উঁচু করে দাঁড়ায়।
আমাদের করণীয়:
১. রাজনীতি নয়, দেশপ্রেম হোক নেতৃত্বের চালিকা শক্তি।
২. জনগণের কণ্ঠ রুদ্ধ নয়, শ্রবণযোগ্য হোক প্রতিটি অভিমত।
৩. গণতন্ত্রের প্রহসন নয়, হোক কার্যকর ও বিশ্বাসযোগ্য নির্বাচন।
৪. দল নয়, রাষ্ট্র হোক অগ্রাধিকার।
বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে, যদি আমরা সবাই মিলিতভাবে বলি “এই দেশ আমাদের, এই ভুল আমাদের, এই শিক্ষা আমাদের।” তবেই নবজাগরণের আলোয় উদ্ভাসিত হবে বাংলাদেশ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
-- সালাউদ্দিন রাব্বী
সংখ্যালঘু বাচাও আন্দোলন
বাংলাদেশ
২| ২৩ শে জুলাই, ২০২৫ সকাল ১০:৩৩
কাঁউটাল বলেছেন: হাউয়ামী চাগলের দল, শকুনের দোয়ায় যে গরু মরে না - এই কথা জানিস না নাকি তোরা?
২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৫৯
রাবব১৯৭১ বলেছেন: পাকী বিজের ফসল!
৩| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: এই দেশে আনন্দ নিয়ে বেঁচে থাকা যাবে না।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৪২
কামাল১৮ বলেছেন: যে জাতি পেছন দিকে হাটে সেই জাতির ভবিষৎ অন্ধকার।।