নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

"মুক্তারপুরে বিষের বাতাস নয়, চাই নির্মল জীবন!"

৩০ শে জুলাই, ২০২৫ বিকাল ৩:৪৭

প্রতিবাদ লিপি
"মুক্তারপুরে বিষের বাতাস নয়, চাই নির্মল জীবন!"
আমি, সালাউদ্দিন রাব্বী, একজন সচেতন নাগরিক হিসেবে আজ সব ভাইকে বিশেষ করে মুক্তারপুর থেকে বিনোদপুর, সিপাহীপাড়া, রিকাবী বাজার, চড় মুক্তারপুর, সৈয়দপুরের বাসিন্দাদের আহ্বান জানাই, আসুন আমরা নিজের ও বাচ্চাদের সুরক্ষায় রাস্তায় নামি, প্রতিবাদ করি।
আমাদের প্রিয় মুক্তারপুর আজ সিমেন্ট কারখানার বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ করা পরিবেশে পরিণত হয়েছে। দিনে-রাতে, ২৪ ঘণ্টা বাতাসে ছড়ানো হচ্ছে বিষাক্ত ধুলিকণা, গ্যাস ও কেমিক্যাল, যা প্রতিনিয়ত আমাদের শরীরে জমে ফুসফুসের রোগ, হাঁপানি, শিশুদের শ্বাসকষ্ট, এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করছে।
এই দূষিত বাতাসে থাকে:
পিএম ২.৫ ও ১০: অতিক্ষুদ্র ধুলিকণা যা ফুসফুসের ভেতরে ঢুকে মারাত্মক ক্ষতি করে।
সালফার ও নাইট্রোজেন অক্সাইড: হাঁপানি, শ্বাসকষ্ট ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।
ক্রোমিয়াম, সিলিকা ও ভারী ধাতু: ক্যান্সার, ত্বক রোগ, স্নায়বিক সমস্যার কারণ।
কার্বন গ্যাস: অক্সিজেন কমিয়ে মানুষের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত করে।
একটি শিশু প্রতিদিন এই বায়ু গ্রহণ করে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আমরা কি তা চুপচাপ মেনে নেব?
তাই আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি:
জনবসতিপূর্ণ এলাকায় সিমেন্ট কারখানা বন্ধ করতে হবে।
অবিলম্বে পরিবেশ ছাড়পত্রবিহীন ও দূষণ নিয়ন্ত্রণহীন ফ্যাক্টরি বন্ধ করতে হবে।
স্থানীয়দের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফুসফুস পরীক্ষা চালু করতে হবে।
প্রতিটি কারখানায় দূষণ পর্যবেক্ষণ যন্ত্র বসাতে হবে এবং তা জনসম্মুখে প্রকাশ করতে হবে।
উন্নয়নের নামে বিষ নয়, আমাদের দরকার নির্মল বাতাস।
চলো একসাথে, বাঁচাই মুক্তারপুর।
আমরা এখনই রাস্তায় নামবোসুস্থ ভবিষ্যতের জন্য, বাঁচার অধিকারের জন্য!
– সালাউদ্দিন রাব্বী
সভাপতি, সংখ্যালঘু বাচাও আন্দোলন
পশ্চিম কাজী কসবা, মিরকাদিম ১৫০২, মুন্সীগঞ্জ সদর

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.