![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাজা: ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানবতা
ছবিটা যেন কোনো গ্রহান্তরের নয়, এ আমাদেরই পৃথিবী। গাজা উপত্যকা যেখানে একসময় শিশুদের কোলাহল, দোকানপাটের ব্যস্ততা, পরিবারগুলোর স্বপ্ন ছিল। আজ সেখানে শুধুই মৃত্যু, ধ্বংসস্তূপ আর আর্তনাদ। ছবিতে দেখা যায়, সব ধ্বংস হয়ে গেছে বাড়ি, স্কুল, হাসপাতাল, বাজার কিছুই অবশিষ্ট নেই। মানুষের মুখে ভয়ের ছাপ, দেহে ক্ষুধা, আর চোখে গভীর শূন্যতা।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল সঠিকই বলেছেন "ইসরায়েল এখন ক্রমেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে।" আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এই উদ্যোগ শুধু কূটনৈতিক নয়, এটি একটি নৈতিক দায়িত্বের বহিঃপ্রকাশ। ফিলিস্তিনিদের আর্তনাদ যদি বিশ্ব না শুনে, তাহলে সভ্যতার কোনো অর্থ থাকে না।
জাতিসংঘের হিসাব মতে, হাজার হাজার শিশু নিহত হয়েছে, লক্ষাধিক মানুষ বাস্তুহারা। পুষ্টিহীনতায় ভুগছে প্রায় ৯০ শতাংশ শিশু। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য, পানি, বিদ্যুৎ কিছুই নেই। এমনকি, মানবাধিকার কর্মীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
এ কী সভ্যতা?
বিশ্ব যদি এ বর্বরতার বিরুদ্ধে না দাঁড়ায়, তবে আর কবে দাঁড়াবে? সভ্যতা কি শুধুই প্রযুক্তি, সুউচ্চ দালান আর পরমাণু অস্ত্র? নাকি সভ্যতা হলো একজন ক্ষুধার্ত শিশুর মুখে আহারের নিশ্চয়তা, একজন মায়ের নিরাপদ আশ্রয়? গাজায় যা চলছে, তা কোনো যুদ্ধ নয়, এটি একপাক্ষিক গণহত্যা।
মানবাধিকার কোথায়?
জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র অনুযায়ী, প্রতিটি মানুষের জীবন, নিরাপত্তা, খাদ্য, আশ্রয় ও শিক্ষার অধিকার রয়েছে। কিন্তু গাজায় একটি শিশুও আজ সেই অধিকার পাচ্ছে না। আন্তর্জাতিক আইন ও মানবিক বিধি এখানে পদদলিত হচ্ছে প্রতিদিন।
আমাদের অবস্থান কী হওয়া উচিত?
আমরা নীরব থাকতে পারি না। আমরা যারা কলম ধরতে পারি, যারা কথা বলতে পারি, আমাদের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। আমাদের সরকারগুলোর উচিত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া, মানবিক সহায়তা পাঠানো এবং ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে কঠোর কূটনৈতিক অবস্থান নেওয়া।
এই রচনার শেষ লাইন নয় এটা হোক নতুন সংগ্রামের শুরু।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০২৫ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: আমাদের নিরব থাকা ছাড়া আর কিছু করার নেই।
এই যে আমাদের দেশে এত অন্যায় হচ্ছে- আমরা কি কিছু করতে পেরেছি?