![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধ চলছেই ভয় নয়, জয়ই আমাদের নিয়তি।
একজন প্রকৃত যোদ্ধা কখনো পরাজয়ের কথা ভাবে না। যুদ্ধ মানেই ত্যাগ, যুদ্ধ মানেই কষ্ট। কিন্তু এই কষ্ট, এই ত্যাগের পথ পাড়ি দিয়েই আসে গৌরবময় বিজয়। আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়ে গেছেন দেশ ও জনগণের অধিকার রক্ষায় কিভাবে মৃত্যু বরণ করতেও পিছপা হওয়া যায় না। আমরা সেই মহান নেতার অনুসারী, তাঁরই রাজনীতির উত্তরাধিকারী।
আজ আবার বাংলাদেশ আওয়ামী লীগ এক ভয়াবহ ফ্যাসিবাদী সরকারের নির্মম আগ্রাসনের মুখে। ইতিহাসে কখনোই কোনো গণতান্ত্রিক শক্তির উপর এমন রাষ্ট্রীয় নিপীড়ন হয়নি। জামায়াত ও ইউনূস-সমর্থিত অবৈধ সরকার দেশের মাটিতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। দল নিষিদ্ধ করে, কর্মীদের গুম, খুন, ধর্ষণ, গ্রেফতার করে এক অমানবিক দুঃশাসন কায়েম করা হয়েছে।
অত্যাচারের নির্মম চিত্র
গত ছয় মাসোজার হাজার আওয়ামী লীগ কর্মীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে।
রিমান্ডের নামে নির্যাতন করে হত্যা করা হয়েছে যুবলীগের নেত্রী মিতা আক্তারকে।
পাবনায় ছাত্রলীগ নেতা এনামুল হককে গুলি করে হত্যার পর লাশ গুম করে ফেলা হয়।
বগুড়ায় নারী আওয়ামী লীগ নেত্রী আয়েশাকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় আত্মহত্যা বলে চালাতে।
৩২টি জেলার থানাগুলোতে অভিযোগ নিতে অস্বীকৃতি জানানো হচ্ছে শুধু দলীয় পরিচয়ের কারণে।
এ সব নিপীড়ন বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিকদের থামিয়ে রাখতে পারবে না। ভয় নয়, সময় এসেছে জেগে ওঠার। পালিয়ে গেলে চলবে না। নির্যাতনের মুখে মাথা নোয়ানো যাবে না। জয় তখনই আসে যখন মনে থাকে শতভাগ বিশ্বাস: আমরা অবশ্যই জয়ী হবো।
শেখ মুজিব আমাদের সাহস দিয়েছেন
১৯৬৬ সালে ছয় দফা ঘোষণার সময় তিনি জানতেন না কবে সফল হবেন, কিন্তু বিশ্বাস রেখেছিলেন জয় হবেই। পাকিস্তানি সেনাবাহিনীর গুলি, নির্যাতন, কারাগার সব কিছু পেরিয়ে ১৯৭১ সালে আমরা পেলাম স্বাধীনতা। আজও আমাদের সামনে অন্যায় আর স্বৈরাচারের দেয়াল, কিন্তু সেই দেয়াল গুঁড়িয়ে দিতে হবে।
আমরা বঙ্গবন্ধুর মতো ভয়কে জয় করবো, শেখ হাসিনার মতো দৃঢ় মনোবলে সামনে এগিয়ে যাবো।
আজও আমরা ইতিহাস গড়বো
শহীদ রফিক, বরকত, শামসুল হক, জব্বার, ছাত্রলীগের শহীদ মঞ্জুর কিংবা বীরমুক্তিযোদ্ধা নেতা-কর্মীদের রক্তের উত্তরসূরি আমরা। আজ যারা ভয় দেখাচ্ছে, হত্যা করছে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সময়ের নিয়তি অপরাধীদের ছাড় দেয় না।
শেষ কথা: ভয় পেও না, জেগে উঠো
আজকের সংগ্রাম আগামী প্রজন্মের মুক্তির পথ তৈরি করবে। আজকের লড়াই বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষা করবে। তাই হাতে হাত রাখো, একত্রিত হও, সাহসের সাথে দাঁড়াও। রক্ত দিয়ে হলেও সত্য ও ন্যায়ের পতাকা উড়াতে হবে।
এই দেশ আমাদের, এই দল আমাদের, এই পতাকা আমাদের। কেড়ে নিতে এলে প্রতিরোধ হবেই। ভয় নয়, জয় হবেই।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
-- সালাউদ্দিন রাব্বী
©somewhere in net ltd.