নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক সহিংসতা, দুর্নীতি ও ন্যায়বিচারের প্রশ্ন

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:০৭

সাম্প্রতিক সহিংসতা, দুর্নীতি ও ন্যায়বিচারের প্রশ্ন

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বরাবরই বিতর্কিত। তবে গত এক বছরে যে দৃশ্যপট দেশবাসী প্রত্যক্ষ করেছে, তা নিঃসন্দেহে ভয়াবহ ও নজিরবিহীন।শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনামলে নানা উন্নয়নকাজ হয়েছে, কিন্তু সেই সঙ্গে রাষ্ট্রযন্ত্রের অন্যায়, দুর্নীতি, দমন-পীড়ন এবং প্রাণহানির যে চিত্র প্রকাশ্যে এসেছে, তা জাতিকে গভীরভাবে ব্যথিত করেছে।

দুর্নীতির প্রসঙ্গে আজ আর নতুন করে বলার কিছু নেই। বিএনপি-আওয়ামী লীগ উভয় বড় দলেরই শীর্ষ নেতাদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ বহুবছর ধরে প্রচলিত। ক্ষমতার পালাবদলে একে অপরের বিরুদ্ধে মামলা ও বিচার চলে, কিন্তু জনগণ এখনো নিরপেক্ষ ন্যায়বিচারের স্বাদ পায়নি। প্রশ্ন জাগে যে বিচারক বা প্রতিষ্ঠান বিচার করবে, তারা কি নিজেরাই দুর্নীতির বাইরে? ফলে জনমনে আস্থা তৈরি হয়নি। মানুষ আজ চায়, যে-ই হোক না কেন, যার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ আছে, সবার সমান বিচারের আওতায় আসুক।

তবে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে সহিংসতা। ২০২৪ সালের মাঝামাঝি কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের দমন করতে পুলিশ, আনসার, এমনকি ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের হামলার ঘটনা ব্যাপকভাবে ঘটতে থাকে। আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকশ মানুষ নিহত হয়েছে। কিছু প্রতিবেদনে নিহতের সংখ্যা ২০০ থেকে ১,৪০০ পর্যন্তও উল্লেখ করা হয়েছে। যদিও ইউনূস সরকার ৫৫৮ জনের তালিকা দিতে সক্ষম হয়েছে। ৩০০০ পুলিশ হত্যার অভিযোগও আছে বর্তমান ক্ষমতাসীনর নামে। যদিও সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে, তবে এটুকু নিশ্চিত বাংলাদেশের ইতিহাসে এক বছরে এত প্রাণহানি আগে কখনো ঘটেনি। নিহতদের মধ্যে অধিকাংশই ছাত্র, পাশাপাশি সাধারণ মানুষ এবং পুলিশ সদস্যও প্রাণ হারিয়েছেন।

এই ভয়াবহ হত্যাযজ্ঞে ছাত্র হত্যা, সাধারণ নাগরিক হত্যা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনাও রয়েছে। যে রাষ্ট্র নাগরিকের জীবন রক্ষা করার দায়ভার বহন করে, সেই রাষ্ট্র যদি উল্টো মৃত্যুর মিছিলে অবদান রাখে, তবে তা নিঃসন্দেহে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এক কলঙ্কজনক অধ্যায়।

মানুষের মৌলিক দাবি হচ্ছে বিচার। হত্যাকাণ্ড হোক ছাত্রের, পুলিশের, কিংবা অন্য কোনো নিরীহ নাগরিকের সবারই বিচার হতে হবে। বিচার যেন বাছবিচারহীন হয়, এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু বাস্তবতা হলো, বিচার ব্যবস্থাই যখন প্রশ্নবিদ্ধ, তখন এই ন্যায়বিচার কীভাবে আসবে? অনেকেই বলেন, দেশে স্বাধীন, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারব্যবস্থা গড়ে না উঠলে, বা আন্তর্জাতিক পর্যবেক্ষক ও মানবাধিকার সংস্থার সম্পৃক্ততা না থাকলে, প্রকৃত বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে প্রতিহিংসা ও দলীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে। প্রতিবারই ক্ষমতায় থাকা দল নিজেদের নিরাপদ রাখতে বিচারকে ব্যবহার করেছে হাতিয়ার হিসেবে। আর এ কারণেই জনগণের কাছে “সব চোরের বিচার হোক”এই স্লোগান আজ জাতীয় চেতনায় পরিণত হয়েছে।

আজকের বাংলাদেশের বড় প্রয়োজন হলো নিরপেক্ষ তদন্ত কমিশন, স্বাধীন বিচারব্যবস্থা এবং রাজনৈতিক সদিচ্ছা। নইলে এই সহিংসতা, দুর্নীতি ও অন্যায়ের চক্র কখনোই ভাঙবে না। যেদিন সত্যিকার অর্থে সব হত্যার বিচার হবে, সেদিনই দেশবাসী মুক্তি পাবে ভয়, অনিশ্চয়তা ও প্রতিহিংসার অচলায়তন থেকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:২৬

আমি নই বলেছেন: বিচারতো আপনাদের আমলে করা ট্রাইবুনালেই হচ্ছে, টিভিতেও নাকি লাইভ দেখায়, আপনারাতো সাংবাদিকও ঢুকতে দ্যান নাই। আন্তরজাতিক পর্যবেক্ষক, মানবাধিকার সংস্থা এইগুলোতে আপনারা বিলিভ করেন? যদি করে থাকেন আপনারা যখন বিভিন্ন বিচার করেছেন তখন বিবাদীরা দাবী করলেও ঐসকল সংস্থাকে ইনক্লুড করেন নাই কেন?

বর্তমান ক্ষমতাসীনদের নামে ৩০০০ পুলিশ হত্যার অভিযোগ আছে? আপনাদের কাছে কি কোনো লিস্ট আছে, এতগুলো পুলিশের পরিবাররা কই? যতটুকু মনে পরে পুলিশ সদরদপ্তর থেকে কর্মক্ষেত্রে অনুপস্থিতদের একটা লিস্ট দেয়া হয়েছিল, যাদের অনেকেরই দেশ ছেরে পালিয়ে যাওয়ার প্রমান আছে।

যাইহোক, বাছবিচারহীন ভাবে সকল হত্যার বিচার হওয়া উচিৎ, একমত।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাসে কত করে দেয়?

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২২

সৈয়দ কুতুব বলেছেন: আপনি এই সরকারের একজনের করাপশন নিয়ে বিশদ ভাবে জানেন বলে মনে হয় না । জানেন কি ?

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: নির্বাচনের পর আওয়ামীলীগ দেশে ফিরে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.