নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখতে ভালবাসি.. কিন্তু স্বপ্নরা কেন যেন বাস্তবে ধরা দেয়না.. কিন্তু আমার বিশ্বাস একদিন তারা ঠিকই আমায় ধরা দেবে.. . . . . . সেই দিনের অপেক্ষায়.....

রাবেয়া রাবু

রাবেয়া রাবু › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ভাবনা.. :|

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ভালবাসা জিনিষ টা আপেক্ষিক । সত্যিকারের ভালবাসা বলতে পৃথিবীতে আসলে কিছু নেই । সবই
ক্ষণিকের মোহ । যখন মোহ শেষ হয়ে যায় , তখন ভালবাসাও মরে যেতে থাকে অথবা এর রূপ পরিবর্তন
করে । মানুষ যখন প্রেম করে তখন
এটা ওটা বলে স্বপ্ন দেখে । কিন্তু বাস্তব
জীবনে কখনো সেটার প্রতিফলন ঘটে না । দীর্ঘদিন যাবত্ একসাথে সংসার করার পরও একটা নির্দিষ্ট সময় পার করার পর তাদের মাঝে আর কোন
ভালবাসা অবশিষ্ট থাকে না । যা থাকে তা হল এক ধরণের মায়া , নির্ভরশীলতা । এই মায়াকে আকঁড়ে ধরেই তাদের বাকিটা জীবন কাটে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

নুর ইসলাম রফিক বলেছেন: সেই এক ধরণের মায়াটাই কি ভালবাসা নয়?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: এই মায়াকে আকঁড়ে ধরেই তাদের বাকিটা জীবন কাটে ।

এই মায়াটাই ভালবাসা

৩| ০২ রা জুন, ২০১৫ সকাল ১০:১১

রাবেয়া রাবু বলেছেন: @রফিক ভাইয়া , মন্তব্য করার জন্য ধন্যবাদ ..
কিছু কিছু ক্ষেত্রে সেই মায়াটাই হয়ত ভালবাসা, আবার কিছু কিছু ক্ষেত্রে সেই মায়াটা হয়ত ভালবাসা না , শুধুই একসাথে থাকার দায়বদ্ধতা..

৪| ০২ রা জুন, ২০১৫ সকাল ১০:১৫

রাবেয়া রাবু বলেছেন: @ইমতিয়াজ ১৩ ভাইয়া , মন্তব্য করার জন্য ধন্যবাদ ..
আসলেই কি সেই মায়াটা ভালবাসা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.