নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমোদাচির ব্লগবাড়িতে স্বাগতম!!

তোমোদাচি

শিকড়ের টানে শিকড় গেড়ে বসতে শিকড়ের কাছে ফিরছি .।

তোমোদাচি › বিস্তারিত পোস্টঃ

গাড়ীর হর্ন ঃ জাপানীজ স্টাইল !!! :) (২)

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:৫২



আজ বাইক চালিয়ে ইউনিভার্সিটিতে আসার পথে একটা হর্ন খেলাম!:P একটু তাড়া ছিল, হলুদ লাইট দেখেও ভাবলাম পার হয়ে যেতে পারব, দিলাম টা--ন; ব্যাস! পং ং ং ং ...

জাপানিজরা সাধারণত গাড়ীতে হর্ন বাজায় না। তবে এখানে হর্ন খাওয়া বলে একটা ব্যাপার আছে! হর্ন খাওয়া আবার দুই ধরনের, একটা খেলে ভালই লাগে অন্যটা খুবই তিতা!;

মনে করেন আপনার পাশে সাইড রোড় দিয়ে কেও মেইন রোডে ঠূকবে; আপনি তাঁকে একটু সুযোগ করে দিলেন আপনার আগে যেতে। সেক্ষেত্রে সে আপনাকে ক্রস করে যাওয়ার সময় আস্তে ছোট্ট করে একটা হর্ন দিবে। এটার অর্থ কৃতজ্ঞতা স্বীকার! অর্থাৎ আপনার যেখানে প্রাওয়োরিটি সেখানে আপনি যদি অন্যকে যেতে সুযোগ দেন তাহলে এধরনের একটা হর্ন কৃতজ্ঞতা স্বরূপ পেতে পারেন।



আর একধরণের হর্ন আছে যেটা খুব কর্কশ এবং জোরে। আপনি যদি চলতি পথে কোন ট্রাফিক রুল ভায়োলেট করেন বা করতে উদ্দত হন তাহলে পাশের গাড়ী থেকে এরকম হর্ন খেতে হতে পারে। এই হর্ন খাওয়াটা খুবই লজ্জা জনক! কারণ এই হর্ন খেলে চারদিকের সবাই আপনার দিকে চমকে তাকাবে; যেমনটা হয় আমাদের দেশে একটা গাড়ী আরেকটার সাথে জোরে ধাক্কা খেলে! সবাই আপনার দিকে এমন ভাবে তাকাবে, মনে হবে কি না কি ভয়ানক এক্সিডেন্ট ঘটাতে যাচ্ছিলেন। নিজেকে খুব বেক্কল বেক্কল আর অপরাধী লাগে ... :|



এখন বুঝতেই পারছেন আমি সাত সকালে কোন হর্ন টা খেয়েছি ... :((:((



যাহোক, যে যেখানেই গাড়ী চালান না কেন আরেকটু ধর্য্য বাড়ান; সতর্ক হোন! এক সেকেন্ডের একটা ভুলে পুরা জীবন ওলোট পালট হয়ে যেতে পারে!



সবাই নিরাপদে থাকুন!!!

মন্তব্য ৬১ টি রেটিং +২১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:০২

এস বাসার বলেছেন: শুধু বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশেই গাড়ীর হর্ন খুব কম সময়ই বাজানো হয়, আর বাংলাদেশে গাড়ী চালাতে গেলে আশেপাশের হর্নের ঠেলায় মাথা এমনিতেই আউট হয়ে যায়।


০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৫

তোমোদাচি বলেছেন: আমার প্রফেসর প্রথমবার যখন বাংলাদেশে যান, এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার পথে গাড়ীর মধ্যে বার বার কেপে কেপে উঠে আসে পাশে তাকাচ্ছিলেন! ;)


অবশ্য কিছুক্ষন পর বুঝতে পারলেন, ভয় পাওয়ার কিছু নাই ... গাড়ীগুলোতে এমনিতেই হর্ন বাজাচ্ছে !!

২| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:০৫

এই আমি রবীন বলেছেন: "ছোট ছোট বালু কণা...................../ .................. সাগর অতল"! +

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৬

তোমোদাচি বলেছেন: হু, ছোট ছোট হর্নের শব্দ ও একত্র করলে বোমা ফাটার আওয়াজ হয়ে যায় ;)

৩| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:০৯

নাম বলবো না বলেছেন: মনেতো হচ্ছে কর্কশ হর্নটা খেয়েছেন, এইটা খেলে কি নিজেরে অপরাধী মনে হতে থাকে!!!!!
আমাদের দেশেতো হর্নের চোটে কান জ্বালাপালা হয়ে যায়, জাপানীজরা দেখছি অনেক ভদ্র, অযথা হর্ন দেয় না।

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৯

তোমোদাচি বলেছেন: জী, বেশ কিছুদিন এই পরিবেশে থেকে স্বভাবটা খারাপ হয়ে গেছে, হর্ন খেলেই লজ্জা লাগে। তবে দেশে আসলে আবার কিছুদিনের মধ্যেই নির্লজ্জ হয়ে যাব, এটা নিশ্চিত!! ;)

৪| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:১০

১১স্টার বলেছেন: ভাই আপনার লেখাটা আমার চমৎকার লেগেছে এতো ছোট রম্য লেখায় প্রতিক্রিয়াটা মারত্মক। অন্য দেশে যেখানে হর্ণ ক্ষেলে লজ্জা লাগে সেখানে আমাদের দেশে এক্সিডেন্ট করলেও লজ্জা লাগেনা কারন এখানে এটা অহরহ ঘটছে।

আমি মালয়েশিয়াতে আছি এখানে হর্ণ বাজানো নিষেধ আর বাংলাদেশে হর্ণ না বাজালে দোষ। ঈদের সময় মটর নিয়ে বের হয়েছি আমি আমার সাইডে আছি একলোক দেখি রাস্তার মাঝখান দিয়ে হাটতেছে বাধ্য হয়ে হর্ণ দিলাম ওনি ঘুরে আমার সাইডে এসে পড়ল। কড়া ব্রেক দেবার পর আমি মটর নিয়েপড়ে গেলাম। পড়তে পড়তে ওই লোকের পায়ের সাথে হালকা একটু ধাক্কা ও লাগলো।মটর এর লুকিং গ্লাস ভেঙ্গে গেলো। ওই লোকটা রং সাইডে আমি পড়ে গেছি আমাকে না তুলে আমার মটর না তুলে আমাকে উল্টা মারতে আসলো এবং বিচ্ছিরি ভাষায় গালি দিলো এবং মহত্বের পরিচয় দিয়ে বল্ল আমি রোজাদার নইলে তোর...। আমি তাকে বল্লাম ভাই আমার দোষটা কোথায় লোকটা বল্ল আরো আগে কেন হর্ণ বাজালাম না।

আমি আমার সাইডে আছি, লোকটা রাস্তার মাঝখান দিয়ে হাটছিলো, আমি কড়া ব্রেক করে পড়ে গেছি, আমার গাড়ি ভেঙ্গে গেলো আমাকে ই গালি খেতে হলো :( :( :( :(( :(( ভাবলাম বাড়ি গিয়ে মটর বিক্রি করে দিবো।

দুঃখের ক্থা শেয়ার করলাম আর কি

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:০৫

তোমোদাচি বলেছেন: ব্যাপার না, যে দেশে যে রীতি!
এখানে একটা গাড়ীর সাথে আরেকটার লাগলে আগে পুলিশে খবর দেওয়া হয়, আর আমাদের দেশে দুই ড্রাইভারে মারামারি, নইলে পালিয়ে বাচা !

বাই দ্যা বাই, মালেশিয়াতে মটরসাইকেল গুলোকে আমার কাছে খুবই বিপদজনক মনে হয়েছে। হাইওয়েতে এত স্পিডে বাইকগুলো চলে ... একটু ধাক্কা লাগলেই ... !!

৫| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:২৭

ইমরুল_কায়েস বলেছেন: ভাই তোমোদাচি মানে কি? B:-) B:-) B:-) B:-) B:-)

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:০৫

তোমোদাচি বলেছেন: ভাই তোমোদাচি জাপানী শব্দ, মানে বন্ধু!

৬| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:৩১

বাঁধলেই বাঁধন বলেছেন: ভাই তোমোদাচি ... ব্যাপার না হজম করে ফেলেন । :)

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:০৬

তোমোদাচি বলেছেন: জী, হজম করা ছাড়া উপায় নাই ;)

৭| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৩

মাক্স বলেছেন: তোমোদাচি কি একটা জাপানি শব্দ? মানে জানতে চাই।

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:০৬

তোমোদাচি বলেছেন: হ্যাঁ, জাপানী শব্দ; মানে বন্ধু!

৮| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১০:৩৭

নিজাম বলেছেন: এই প্রথা পৃথিবীর অন্যান্য দেশেও আছে। এই নিয়ম যেন এদেশেও চালু হয়। এই কামনায়।

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:১৩

তোমোদাচি বলেছেন: এগুলো আসলে আইন করে বন্ধ করা কষ্টকর, সচেতনতা আর বিবেক বুদ্ধির দরকার।
আমাদের অবস্থা এখন এমন হয়েছে রাস্তায় হর্ন না বাজালে গাড়ী চালানোই মুশকিল।

তারপরও কামনা করি শব্দদুষন মুক্ত হোক আমাদের শহরগুলো !!

৯| ০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৪

জল ছাপ বলেছেন: সবাই নিরাপদে থাকুন!!!

০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৭

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ !

১০| ০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৫

মহামহোপাধ্যায় বলেছেন: ভাইরে মাঝে মাঝে হর্ন শুনলে মনে হয় মাথাটা ফেটে চৌচির হয়ে যাবে।

০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১:১৬

তোমোদাচি বলেছেন: এত দুষন আর সমস্যাভরা আমাদের দেশ, সেখানে শব্দ দূষণ নিয়ে চিন্তা করা বিলাসিতা। কিন্তু শন্দ দুষনের প্রভাব ও কিন্তু মারাত্মক!

১১| ০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৩:০৫

ফুরব বলেছেন: ঢাকার রাস্তায় গাড়ি গুলো যেহেতু কম স্পীডে চলে তাই হর্ন গুলো আইন করে খুলে ফেলা উচিত।

০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৫

তোমোদাচি বলেছেন: প্রস্তাব খারাপ না ;)

১২| ০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৩:২১

আমি ইহতিব বলেছেন: সুখে আছেন ভাই, আমাদের দেশে যে অবস্থা রাস্তায় বের হলে মনে হয় সবাই প্রতিযোগিতায় নেমেছে - কে কত জোরে হর্ণ বাজাতে পারে আর কে কার আগে যেতে পারে।

০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৭

তোমোদাচি বলেছেন: এই সুখ আর কয় দিনের ভাই, এ তো আর নিজের দেশ না। নিজের দেশের ভাল কিছু হলেই সেটাই আসল সুখ

১৩| ০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৪

ধানের চাষী বলেছেন: ভালো লাগলো আপনার এই ছোট ঘটনাটা, আমরা বিপদে না পড়লে কখনোই ভালো হতে শিখি না, আজকে খারাপ শরীর নিয়ে বের হলে রাস্তার হর্ণ খারাপ লাগবে, কিন্তু কাল আমি সুস্থ থাকলে নিজেই হর্ণ বাজাবো, অথচ পাশের গাড়ীর কারো যে এতে খারাপ লাগতে পারে সেই কথা ভুলে যাই।

০৩ রা অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪৭

তোমোদাচি বলেছেন: সুন্দর কথা বলেছেন

১৪| ০৩ রা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: + দিয়ে গেলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১২ ভোর ৬:৪৬

তোমোদাচি বলেছেন: ধন্যবাদ রইল

১৫| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ৯:২২

হাসি .. বলেছেন: আপনার হর্ন খাওয়া ভালো লাগল :#>

০৪ ঠা অক্টোবর, ২০১২ ভোর ৬:৪৬

তোমোদাচি বলেছেন: ;)

১৬| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ৯:৩২

তামিম ইবনে আমান বলেছেন:
দোয়া করি আজীবন যেন হর্ন খেয়েই যান ;)

০৪ ঠা অক্টোবর, ২০১২ ভোর ৬:৪৭

তোমোদাচি বলেছেন: এই দোয়া ঊঠাইয়া নেন ভাই

১৭| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ৯:৪৮

ডাব্বা বলেছেন: অনেক বছর আগের কথা। আপনার ঘনা শুনে মনে পড়ল আবার।

মাস দুয়েক হোল বিদেশে। এদিক সেদিক যাই, ভাল লাগে ঘুরতে। কিন্তু কি যেন একটা মিস্‌ করি সবসময়। ফিল্‌ করি কিন্তু বুঝে উঠতে পারছি না। একদিন ঘুরতে ঘুরতে অনেক দুর চলে গেলাম। ভাবলাম পাশের দেশ থেকে একটু ঘুরে আসি। টানেল এ ঢুকলাম, লম্বা লাইন। হঠাৎ জানি না কোথা থেকে যেন হর্ণ বেজে উঠল!

আমি ও চমকে উঠলাম, আরে এই তো সেই জিনিস! যা আমি এতদিন মিস্‌ করছিলাম!!

আরো একটা জিনিস মিস্‌ করতাম। কিন্তু বুঝতে পারতাম না কি মিস্‌ করছি। পরের বছর দেশে ফিরে বুঝলাম।

আজান। আজান মিস্‌ করতাম।

১৮| ০৩ রা অক্টোবর, ২০১২ রাত ৯:৪৮

ডাব্বা বলেছেন: ঘনা=ঘটনা

০৪ ঠা অক্টোবর, ২০১২ ভোর ৬:৪৯

তোমোদাচি বলেছেন: আসলেই আজান টাকে খুব মিস করি।
গতমাসে মালেশিয়া গিয়ে রাস্তায় হাটছি, হঠাত আযানের শব্দ শুনলাম, খুব ভাল লাগল!

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ৯:৪৪

নিশ্চুপ শরিফ বলেছেন: পড়ে ভাল লাগলো। বাংলাদেস এ উল্টা। কর্কশ হর্ন দিতে পারলে মাইনসে খুসি হয়, দেখ আমার গাড়ীর পাওয়ার কত :D । আর নরম হর্ন দিলে শালা একটা দইঞ্চা গাড়ি কিঞ্চস হর্নও বাজে না X(

এখন মাইনসে হুদাই মোটরসাইকেলেও হাইদ্রলিক হর্ন লাগাইয়া একটু পরপর বাজায়ে আর ভাদ ধরে যে তার মতরসাইকেল আছে X(( X(( |-) । মন চায় তাদের ধরে ডিম্ব থেরাপি দেই :P :P

০৪ ঠা অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৬

তোমোদাচি বলেছেন: দেখ আমার গাড়ীর পাওয়ার কত :D । আর নরম হর্ন দিলে শালা একটা দইঞ্চা গাড়ি কিঞ্চস হর্নও বাজে না ...



হাসতেই আছি .........

২০| ০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩১

হাসান মাহবুব বলেছেন: দারুণ তো নিয়মটা!

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০২

তোমোদাচি বলেছেন: সভ্য মানুষের সভ্য নিয়ম !

২১| ০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন: হাসি .. বলেছেন: আপনার হর্ন খাওয়া ভালো লাগল

:#> :#> :#>

০৯ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০৩

তোমোদাচি বলেছেন: আমি লজ্জা পাইলাম দেশে আপনি আনন্দ পাইলেন ... (কান্দন এর ইমো হইবেক)

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:২৯

একাকী বাংলাদেশি বলেছেন: আমিও প্রথম প্রথম ভুল করলে একটু হর্ন খেতাম। এখন আর খাই না। উল্টা চান্স পেলে কাউকে দেই B-) B-) B-) B-)

০৭ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:১৫

তোমোদাচি বলেছেন: ;)

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আরো পর্ব চাই।



+++++

১১ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৩

তোমোদাচি বলেছেন: আসছে ... তবে পরেরটা কিছুটা ১৮ + হতে পারে, বাচ্চা কাচ্চা ঢোকা নিষেধ!! ;)




জাষ্ট জোকিং!

২৪| ১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

টুনা বলেছেন: বাংলাদেশের মত এত আকামে হর্ন পৃথিবীর কোথাও বাঁজায় কিনা আমার জানা নাই।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভাল থাকবেন নিরন্তর।

১১ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫

তোমোদাচি বলেছেন: হাজার সমস্যা নিয়ে আমাদের বসবাস, সামান্য হর্ন নিয়ে ভাবার সময় কৈ??

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ৭:২৬

ইয়ার শরীফ বলেছেন: অবশ্য কিছুক্ষন পর বুঝতে পারলেন, ভয় পাওয়ার কিছু নাই ... গাড়ীগুলোতে এমনিতেই হর্ন বাজাচ্ছে !!

২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৪

তোমোদাচি বলেছেন: ;)

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৪১

পুরাতন বলেছেন: বাংলাদেশে হর্ণ বাজাইলেও কাম হয়না X((

২১ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪৫

তোমোদাচি বলেছেন: ্কেমনে কাম হইব, সবাই খালি বাজায় কেও কারোটা শুনে না!

২৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

রিফাত হোসেন বলেছেন: এইজন্যই গাড়ির ঝামেলাতে নাই , দরকার হলে দুই তিনটা কম্পিউটার কিনব কিন্তু গাড়ির সমস্যায় নাই । ভয় লাগে চালাতে কখন না এক্সিডেন্ট হয়ে যায় !

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩

তোমোদাচি বলেছেন: =p~

২৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৬

আশিক মাসুম বলেছেন: এ এ এ এ তমদাচি কা?? গেঙ্কি???

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৮

তোমোদাচি বলেছেন: হায়, গেঙ্কি দেস!
দোমো ...

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ট্রাফিক রুলস মেনে চলুন... ;) ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

তোমোদাচি বলেছেন: :P

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

আদম_ বলেছেন: হর্ণ শুনতে শুনতে আর হর্ণ আলাদের গালি দিতে দিতে মুখটাই খারাপ হয়ে গেছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

তোমোদাচি বলেছেন: ;)

৩১| ২৭ শে জুন, ২০১৩ রাত ১:০৩

সাহাদাত উদরাজী বলেছেন: অরা আর কত সভ্য হবে?

২৭ শে জুন, ২০১৩ ভোর ৬:২৪

তোমোদাচি বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.