![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মোড়ে রাজু ভাস্কর্যের পিছনে রাজপথে নারীর শ্লীলতাহানী ।
ঢাকা বিস্যবিদ্যালয় এর টিএসসি তে বৈশাখী উৎসব এ বেড়াতে এসে, ১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ৬.৩০ -৭টার মধ্যে শ্লীলতাহানীর শিকার হয়েছে কিছু সংখক নারী। প্রতিবাদ করতে যেয়ে হাত ভাঙল ছাত্র ইউনিয়নের ঢাকা বিস্যবিদ্যালয় সভাপতি লিটন নন্দি ও রমনা থানা সংসদের সাধারন সম্পাদক অমিত দে এর।
ময়নামতি ক্যান্টনমেন্ট,কুমিল্লা তে তনু হত্যা হয়, তাতে প্রধান মন্ত্রির কোন বক্তব্য থাকে না।
যে দেশের প্রধানমন্ত্রী নারী, সংসদের স্পিকার নারী, নারীর ক্ষমতায়ন-নিরাপত্তায় রাষ্ট্র সদা জাগ্রত সেই দেশের পুলিশ দাঁড়িয়ে নির্বিকার চিত্তে তামশা দেখল।
দুষ্কৃতিকারীরা বুঝে গেছে ঢাবি ক্যাম্পাসে অভিজিৎ রায়কে হত্যা করলে কোন শাস্তি হয় না, প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা করলে কোন শাস্তি হয় না, সাংবাদিক সাগর ও রুনি কে বাসায় রাতের আধারে হত্যা করলে কোন শাস্তি হয় না, প্রকাশ্যে দিবালোকে নারীর শ্লীলতাহানী করলে কোন শাস্তি হয় না, সেখানে দুয়েকটা নারীকে খুন ও ধর্ষণ করা যেতেই পারে।
আমাদের প্রধান মন্ত্রি চ্যাম্পিয়ন অব দি আর্থ হলেও আমাদের সমাজ চলছে সম্পূর্ণ পুরুষতান্ত্রিক নিয়মে। ধিক্কার এই সমাজ কে।
©somewhere in net ltd.