নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বল্টু : দোস্ত দেখ, খাদিজারে যখন বদরুল কোপাচ্ছিল, তখন আমি ভিডিও করে রেখেছি। ভালো হইছে না বল?
ঝন্টু : তোরা এত মানুষ দাড়িয়ে শুধু ভিডিও‘ই করলি আর চিৎকার করলি, ওরে বাঁচাতে আগালি না কেন?
বল্টু : আরে বদরুলের হাতে তো অস্ত্র ছিল।
ঝন্টু : কিন্তু তোরা তো অনেক ছিলি!
বল্টু : তাতে কি? সবাই কি লিটন, অমিত আর সুমনদের মত আবাল আর বোকা যে নিজের প্রাণের পরওয়া না করে অন্যকে বাঁচাবে!
ঝন্টু : কিন্তু দোস্ত চাইলে তোরা কিছু করতে পারতি!
বল্টু : পারতাম কিরে? করেছি তো! আরো করবো সামনে।
ঝন্টু : তুই ও কি খাদিজাকে নিয়ে হসপিটালে গিয়েছিলি? আর কি করবি?
বল্টু : আরে নাহ্! ফেসবুকের প্রফাইল পিক চেঞ্জ করেছি, এখন মানব বন্ধন করবো, সভা সমাবেশ করবো, স্মারক লিপি দিবো, মন্ত্রনালয় গুলো ঘেরাও কর্মসুচী ঘোষনা করবো, দেশ ব্যাপি আগুন জালিয়ে দিবো স্লোগানে স্লোগানে ইত্যাদি ইত্যাদি!
ঝন্টু : এখন করে করে কি লাভ?
বল্টু : এখনি তো লাভ, সাপ ও মরলো, লাঠি ও সহি সালামাত!
ঝন্টু : যদি খাদিজা তোর বোন হতো, তো তুই এমন করতে পারতি?
বল্টু : ওতো আর আমার বোন না, তো আর কিছু করার নাই! নিজের খেয়ে পরকে বাঁচাতো যাব কেন?
ঝন্টু : আমার এই উত্তর নাই!
------(জয়)
০৯ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫০
রাফিন জয় বলেছেন: একদম হক কথা! কিন্তু ক্রোকোডাইল টিয়ারস কথাটা শুনে আরো মজা পেলাম !
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
এসব ভীরু আর কাপুরুষদের ক্রোকোডাইল টেয়ারস দেখে ঘৃনা হয়। এদের থেকে প্রভুভক্ত সারমেয়রা অনেক অনেক ভাল। অন্তত ভণ্ডামি করে না।