নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

নেহাতই বাস্তবতা. . .!

৩০ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৫

নেহাতই বাস্তবতা. . .! একবার যেই নিউজ আলোড়ন তুলেছে, তা নিয়ে কয়েকদিন ইচ্ছা মত চিৎকার করে গলা ফাটাবো, মিডিয়া কাপিয়ে ছাড়বো, নিজেদের নাম খুব ভালো ভাবে ফোকাস করবো এবং কিছু দিন পরে আবার ভুলে যাবো!! এটাই তো বাস্তবতা!
জলজ্যান্ত প্রমান তনু, রিশা, আফসানা, তন্নি, মিতু, খাদিজা ইত্যাদি ইত্যাদি!

তবে এটা আরো বড় বাস্তবতা যে, যেখানে গিয়ে ব্যাক্তি সংস্কৃতি প্রদর্শন সম্ভব নয়, সেখানে কেউ আর এগিয়ে চিৎকার করে না। যেমন পূজা আর দ্বীপা! তাদের নিয়ে আজ ভাব ধারী সুশীল সমাজের কোন মাথা ব্যাথা নেই! কিন্তু কেন? কারণ কি এই যে এটা সংবাদ ও সামাজিক গণমাধ্যমে ঠিক ভালো মত ফোকাস হয়নি এবং এখানে দলের ও ব্যাক্তির নামটা ও বড় অক্ষরে প্রকাশ করা সম্ভব হচ্ছে না?

এই লিখাটা দেখেও অনেক ভাববাদী বলে থাকবেন যে, “তুই বেটা কারে বলস? নিজে কি একদিন রাজপথে নামছিস? বেটা ফাইজলামি চো--! ”

আমি বুর্জুয়া-দরিদ্র, ডান-বাম, উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম, মার্কস, মাও, লেলিন ইত্যাদি ইত্যাদি কোন পন্থী হয়ে বলছি না, শুধু বাস্তববাদী হয়ে কথাটা বললাম! আর ঐসকল ভাববাদীদের সাথে উত্তর দিতে গিয়ে তর্কে না জড়িয়ে, চুপ থাকাই ভালো!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩১

মারিয়া ফেরদৌসী বলেছেন: বাঙালি আমরা কিন্তু মানুষ নই ।

৩১ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩৮

রাফিন জয় বলেছেন: তো আমরা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.