![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন অস্তিত্বের সংকটে মুক্তচিন্তা ও বাক স্বাধীনতা, তখনো পরস্পরের প্রতি অভিযোগের পুরনো খেলায় ব্যস্ত রাজনীতিবিদরা। ব্লগার অভিজিৎ রায়, নীলাদ্রি নিলয়, ওয়াশিকুর রহমান, নাজিমুদ্দিন সামাদ, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন সহ আরো অনেক মুক্তচিন্তাবিদদের হত্যার আজ বছরের পর বছর হয়ে যাচ্ছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আর বিচারহীনতার সংস্কৃতির দিকে অঙ্গুলি নির্দেশ করে কথা বলছি যে তারা আজ স্বদেশের শত্রু। প্রশাসন আজ ফ্যাসিস্ট সংস্কৃতির পক্ষে! একের পর এক মুক্তচিন্তার অধিকারী মানুষ নৃশংসভাবে খুন হলেও ধরা পড়ছে না খুনিরা, শাস্তি হচ্ছে না কারো। এঅবস্থায় কিন্তু ভয়ানক এই সময়ে জনগণ জানতে চায়...এই হত্যার, মুক্তচিন্তায় এই আঘাতের শেষ কোথায়?
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:২৮
রাফিন জয় বলেছেন: যুক্তি দেখানো আর আঘাত করা এক কথা নয় দাদা। আপনার কথার প্রতি সম্মান প্রদর্শন করছি। তবে ‘এটাই সত্যি এখন ধর্মের কুরটনাই এখন মুক্ত চিন্তার অধিকারী রা।’ কথা টা মানতে পারছি না
২| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪
মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: সত্যিয় বাংলাদেশের এখন খুব খারাপ সময় চলছে। ধর্মীয় কুসংস্কারে আবদ্ধ মানুষকে কুসংস্কার থেকে মুক্ত হতে বহু যুগ লাগবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
হাবিব শুভ বলেছেন: মুক্ত চিন্তা এখন ধর্মের পিছনে ছুটছে । মুক্ত চিন্তা মানে সব কিছু নিয়ে মুক্ত চিন্তা করা। দেশের রাজনীতি , সরকার, বিরোধী দল এমনকি নিজের দোষ-ভুল নিয়ে চিন্তা করা। কিন্তু দূর্ভাগ্য হলেও এটাই সত্যি এখন ধর্মের কুরটনাই এখন মুক্ত চিন্তার অধিকারী রা। অন্যদিকে এদের চিন্তা বদ্ধ ঘরে বন্দি