![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বীজ বপনের প্রক্রিয়া জামায়েত শিবির খুব ভালো ভাবে জানে। গতকাল আমি আমার স্টুডেন্টের বাসায় যখন পড়াতে যাই, তখন আমি ওর টেবিলের ওপর একটা বই দেখতে পাই। বইয়ের নামছিল ‘মানুষ সৃষ্টির উদ্দেশ্য’। আমি খুব ভালো ভাবেই জানি যে, ওর ক্লাস 10 এ কোনো এমন টেক্সট বই নেই. আমি ওকে অনেক আদার্স বই পড়তে সাজেস্ট করি. যেমন সাহিত্য, সাইন্সফিকশন, ইতিহাস ইত্যাদি। বইটা হাতে নিয়ে সূচীপত্রে দৃষ্টি কারলো “মুজাহিদদের মর্যাদা” লেখাটা। ২৮ নাম্বার পেজ দেখে গেলাম পেজটাতে। তার পরে দেখি যা লিখা ছিল প্রথম লাইনে,“আল্লাহ্ সেই সব মুজাহিদকে অত্যধিক ভালবাসেন যারা আল্লাহর পথে সীসা ঢালা-প্রাচীরের মত কাতারবদ্ধ হয়ে যুদ্ধ করে।” এছাড়াও অনেক কিছু পড়েছিলাম, যা পড়ে আমি চিন্তায় পড়ে গেছি!!!!!! আমি আমার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে জানতে পারি যে, বইটা ওকে স্কুল থেকে দাওয়া হয়েছে। আর এও জানতে পারি যে জামায়েত কর্মীরা এই কাজ করে যাচ্ছে। বাকি আরও কিছু বুঝতে পেরেছি, যা না বলাই শ্রেয়। কিন্তু বর্তমান সরকার বার বার শুধু বলেই যাচ্ছে যে, অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে চাই। কিন্তু রাষ্ট্রের মাঝে ছোট ছোট ছেলে-মেয়েদের মাঝে যেই সাম্প্রদায়িক বীজ বপন করা হচ্ছে, যেই সাম্প্রদায়িক জিহাদি বিষ ঢেলে দেয়া হচ্ছে, সেদিকে অতন্দ্র হীনতা কেন?
২| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
জ্বলন্ত আলো বলেছেন: আপনার ছাত্রের এই অবস্থা??? এও কি সম্ভব?
১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৯
রাফিন জয় বলেছেন: কেন নয়?
৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
স্কুল থেকে দেয়া! জঙ্গি সমর্থক বই “মুজাহিদদের মর্যাদা”
“আল্লাহ্ সেই সব মুজাহিদকে অত্যধিক ভালবাসেন যারা আল্লাহর পথে সীসা ঢালা-প্রাচীরের মত কাতারবদ্ধ হয়ে যুদ্ধ করে।”
এই হচ্ছে দেশের অবস্থা?
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
সরকার সাধারণ বাচ্ছাদের নিয়ে মাথা ঘামায় না, ওদের বাচ্ছা আছে, ছাত্রলীগ।