![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গৌতম বুদ্ধ সাধারণ মানব সমাজের জন্য পাঁচটি নীতি প্রচলন করেছিলেন। যথা;
১. তুমি কোন জীব হত্যা করবে না
২. অপরের কিছু চুরি করবে না
৩. কোন ব্যভিচার বা অনাচার করবে না
৪. মিথ্যা কথা বলবে না
এবং
৫. মাদক গ্রহণ করবে না।
এখন কথা হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা কি জীব না? তারা কি জড় পদার্থ? বিষয় টাকে আমি সাম্প্রদায়িক ভাবে দেখছি না, এখানে শুধু মুসলিম না, সারা বিশ্বের মানবতা খুন করা হচ্ছে। এই মৌলবাদীকতার শেষ কথায়? তবে মায়ানমার বার্মা নিয়ে এটা বলতেই হচ্ছে যে, যদি গৌতম বুদ্ধ আজ জীবিত থাকতো, তাহলে আজ সে আত্মহত্যা করতে বাধ্য হত!
আমার দৃষ্টি ভঙ্গীতে বিষয়টা হচ্ছে এমন যে,
''মানব কল্যাণের ওয়াস্তে
ধর্ম দিয়েছিল ভগবান,
পাপিষ্ঠ মানব কতল করিয়া
গাহে ধর্মের জয়গান!
কোন খোদা ঈশ্বর বলে ভগবান,
দাও কর্তন তুমি মানব গর্দান?
এরি নাম কি ধর্ম
নাকি ঘৃণ্য কর্ম?
ওদের কৃত শত কর্ম
হয় না মোর বোধগম্য!
ওরে বিধাতা কোথায় রইলি হায়,
তব নাম লয়ে ওরা বিশ্ব লুটে যায়!
বিধাতা হলে মোর পাপ, করে দিস মাপ,
তবে সত্যি চাইনা ধর্মের এই অভিশাপ!''
২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: গৌতম বুদ্ধের মানবতার দোহাই এখন বাতাসে উড়ে....
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
ধর্ম মানুষকে কোন কালে বাঁচায়নি, ধর্মের কারণে ভালো মানুষ বেশী নিহত হয়েছে।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪
আশরাফ ও নীল বলেছেন: পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যায় - এই বৌদ্ধরাই সবচেয়ে বেশি মানুষ খুন করেছে। কেবল খুনই নয়, অত্যচার নিরযাতনের নানা টেকনিক তারাই আবিষ্কার করেছে। তাছাড়া জাতিগত বিদ্বেষ সকলের মধ্যেই আছে - কেবল মাত্র রাসুলের (স) তরীকায় চলা মুসলিম ব্যতিত। যিনি বিদায় হজ্বের ভাষণে মুসলিমদের মধ্যে সমস্ত ব্যবধান তুলে দিয়েছিলেন এবং সমস্ত মুসলিম জাতিকে একটি অভিন্ন শরীরের সাথে তুলনা করেছিলেন।
©somewhere in net ltd.
১|
১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ওরা এখন আর গৌতম বুদ্ধের সঠিক পথে নাই........ওদের আজ খুন ধর্ষণের নেশায় পেয়ে বসেছে