![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মম চেতনা যদ্যপি তোমা বোধগম্য নয়,
তত্র হেতা কিইবা মদীয় দায়?
মম বাঙ্গালিত্ব অধিষ্ঠিত রবে হেতা স্বীয় চেতনায়!
কাহারো বিলোপ ক্রিয়ায়
কেহ বিলাপ করে,
আর সেই আর্তনাদ স্পর্শ ও পীড়িত করে
হৃদপিণ্ডের হৃদপিণ্ড কে,
আর সে বস্তু রহে বিবেকের শুভ্র বেদিতে।
আমি মর্মগ্রহণ করিতে পারি সেই
বিলাপ কারির হৃদয় ভাষা!
দরূন আমি তো মনেপ্রাণে বাঙালি!
সেই তো মম চেতনা,
ভাব তুমি যাতনা!
পুনরাবৃত্তি করিহে ভাই,
“মম চেতনা যদ্যপি তোমা বোধগম্য নয়,
তত্র হেতা কিইবা মদীয় দায়?
মম বাঙ্গালিত্ব অধিষ্ঠিত রবে হেতা স্বীয় চেতনায়!”
--জয়
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো.,,