নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভীষিকা এই কাননে
অরুণ বীণার করুণ সুর,
কেন বাজে হিয়ার মাঝের এই কোণে?
এই ধরিত্রীতে কোন ত্রাসে
আজ
অসুর নাচছে উল্লাসে?
সামের সুরে সর্বগ্রাসী
গ্রাস করে নেয়
উচ্ছ্বাসিত হাসি হেসে!
ভিন্ন করে সর্বগ্রাসী
দুর্বলের ও শীরটাকে,
হার হিম করে
ঐ ভীম দেখে
হার হিম করে ঐ ভীম দেখে!
দৌলতে কেউ বরেণ্য
আর
কেউ রয়ে যায় নিরন্ন।
ধরিত্রী এই অনন্যতে
প্রথা
কি এই নগণ্য!
ছি: ছি: একি
জঘন্য!
অভিলাষী মন এ মম,
চিত্তাভিলাষ চাই সম
এই চেতনায় মন
ভাসে,
তাই তো আজি মনের মাঝে
আঁকছি সাম্য ছবি
ক্যানভাসে!
আমি চাইছি সাম্য
উল্লাসে!
©somewhere in net ltd.