![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষণ্ণতায় ছেঁয়ে যাওয়া হিয়া মোর
নব-দিশা অন্বেষণ করে দিন ভোর
আঁখি হতে জন্ম নেয়া নেত্র-জলপ্রপাত
রক্ত অক্ষি যেন মম তপ্ত আগ্নেয়গিরির
অগ্ন্যুৎপাত!
যুগে যুগে রাজ-রাজা প্রভুদের নিপীড়ন
মাঝে
চেয়ে দেখ আমি কাঁদছি বিষাদ ভাঁজে
কারণ দাসের জ্বালা ভুগেছি আমি ঐ
দাস সমাজে,
সয়েছি আমি ভূস্বামীর নিপীড়ন নরপৈশাচিক
সামন্ত সমাজে,
খেয়েছি চাবুক আমি নীলকর দানব দিগের
কাছে,
মরেছি নিত্য সাম্প্রদায়িক দাঙ্গার সাজে,
খেয়েছি বুলেট, লাঠি তেভাগার মাঝে,
জ্বলেছি আগুনে আমি পুড়েছি ৫২’র মাতৃভাষা
রক্ষার ঝাঁজে,
মারিছে ওরা বার বার ঊনসত্তর, সত্তর এবং
একাত্তরের মাঠে,
বুলেট আহা অবশ্যম্ভাবী আজো যাহারা
গর্জনে-হুঙ্কারে ওঠে।
ঐ আদি হতে আজো নিপীড়িত দাস-মনিব,
ভূস্বামী, ধনতন্ত্র, ফ্যাসিতন্ত্রের কাছে আমি
গোবেচারা,
সর্বকালেই কেঁদেছি এই ললাট লয়ে সর্বকালের
আমি সর্বহারা!
মরছি আজো, কাঁদছি আজো, খাচ্ছি কশাঘাত,
রুখিবে কবে ধনতন্ত্রের বলে বহে যাওয়া ঐ
নেত্র-জলপ্রপাত?
থামবে থামবে এই স্বপনে ভাসা,
লয়ে এক বক্ষ আশা,
জুড়াই হিয়া, বলিয়া পারিবই করিতেই
অভিলাষ খোলাসা,
গড়িব সাম্য মহত্ত্বের বাসা!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো+
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++
খুব ভালো লাগলো লিখা খানি, অভিনন্দন
লেখায় বোল্ড না করলে ভালো হতো, ধন্যবাদ।