নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

**সাম্য মূর্ছনা**

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬


আমি মত্ত প্রভঞ্জন, হয়ে উত্তাল বর্ষণ,
আমি ব্রহ্মাণ্ডে রূপে বিভীষিকা হয়ে আনব
প্রবল বান!
বর্ষণে রণে আনব রক্ত লহরী বান,
প্রবল প্রভঞ্জনে তোরা পাবিনা পরিত্রাণ!
তারুণ্য উচ্ছ্বাসে উঁচু করে স্বীয় শীর,
আমি উদ্দামি আমি উদ্দামি আমি হব চির
রণবীর!
আমি অনাবিল উচ্ছ্বাসে হয়ে যাব বিশ্বের তথা
বিশ্ব বিধাত্রীর!
আমি হব নব নজরুল, হব সাম্য-সমতায় প্রোজ্জ্বল
হয়ে অস্থিরাধীর!
আমি হব প্রতিভাত-প্রজ্বলিত হয়ে প্রোজ্জ্বল,
ভাঙবো মেঘমাল্য অঙ্কনে অংশুমালী ঢাকা, বেষ্টন
প্রয়াস শৃঙ্খল!
মম পথে দিবি যারা অর্গল,
আমি করে দেব তব নির্মূল!
আমি হব সাম্য ধুয়া ধরা অগ্নি,
ঝঞ্চার প্রবল প্রভঞ্জন রূপে বহ্নি,
আমি অন্যায়, পাপাচার ইস্পাত শৃঙ্খল করে দেব চূর্ণী!
আমি প্রলয় অগ্নি বান,
আমি বিভীষিকা হব
ভীম শিখা, হব অরুণ বর্ণ প্রাণ!
আমি করবো বৈষম্যের প্রথা বিদীর্ণ,
আমি ললাটে লাগায়ে অরুণ মৃত্তিকা করবো অত্যাচারী
তথা কশাঘাত-কারী বাহু চূর্ণ!
আমি হব রক্তিম রবি, মহাকাশে শুভ্র চান,
রক্ত বন্যায়,
ভাসাতে অন্যায়, আমি আনব প্রলয়বান!
আমি হব অগ্নিবীণার ছন্দ হব
প্রলয়শিখার বান,
মম বিভীষিকা-ভীম, অগ্নি রক্তিম প্রলয় হতে নিষ্ঠুর
জাতি পাবিনা পরিত্রাণ!
আমি হব নব নজরুল সাম্যের উজ্জ্বলা উদিত রবি,
আমি সামের নয়, হব সাম্যের প্রতিভাত কবি!
আমি দুর্দম হয়ে গড়ব সমাজ সাম্যের,
আমি দুর্বিনীত হয়ে আনব সে দিন রম্যের!
নব নজরুলে চেপে আজ নজরুল বলতে চায়,
“উদীয়মান কর তব চেতনা,
ঘুচিয়ে কালিমা দেখ দেখ দীপ্তোজ্জ্বল
আলোক প্রতিবিম্ব ছড়ানো মোহ
স্রোত বহমান মহনায়।
ধর ধুয়া সাম্য মূর্ছনায়!”
তাই তো আমি নব নজরুল আসব
প্রলয় বান নিয়ে অহনায়,
গাইবো সে দিন গান আমি সাম্য মূর্ছনায়!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৮

মীর মেহেদী হাসান বলেছেন: অনেক ভালো লাগলো ভাই। এখন আর এমন ঝঙ্কৃত চরণের কবিতা খুব কমই লেখেন। সত্যি অভিভুত হলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ মেহেদী ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.