নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

সবটাই অপ্রাসঙ্গিক-অবান্তর!

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১১:২০


সবটাই অপ্রাসঙ্গিক-অবান্তর! অন্তত আমার জন্য তাই। অরণ্য প্রাণীরাও হয়তো আমার চাইতে অনেকটা অনুকূলে আছে। সব দিকেই প্রতিবন্ধকতা, প্রতিকূলতা! অবসাদে বিষাদ গ্রস্ত আমি। ছয় বার জীবনের হুমকি খেয়েছি, তাও কলম থামাইনি। একবার তো গণ প্রহারের মুখোমুখি পড়তে নিয়েছিলাম। ভাগ্য হয়তো ঐ সময় অনুকূলেই ছিল। সঠিক জবাব দিয়েছিলাম উক্ত মডারেট মৌলবাদীদের। প্রশ্ন ও করেছিলাম তাদের। কিন্তু নির্বাক ছিল তারা। ছয় নাম্বার হুমকি খাওয়ার পর থেকে এই অবধি, অর্থাৎ প্রায় আট মাস মোবাইল বন্ধ রেখেছি। অনেকে বলেছে যে, ভয় পেলে মোবাইল অফ রেখে কলম চালাই কেন। তাদের প্রতি উত্তর আমার এই যে, আমি ভয় পেলে কলম বন্ধ করতাম, মোবাইল না। মোবাইল টা বন্ধ এই কারণ এই যে, এখন আর হুমকি শুনতে ভাল লাগে না। কিন্তু এখন হুমকি আর আসে না। প্রায় আট মাস। কিন্তু এখন অনেকে বলে যে, অপ্রাসঙ্গিক কথা লিখা লেখি করে কি লাভ? তাদের কে জবাব দিতে ইচ্ছে করে, নাসির নগরে হামলার পরে প্রতিবাদী মিছিল, তনু-তন্বী-রিশা-ফাতিমা-দীপা-আফসানা ইত্যাদি হত্যার পরে প্রতিবাদী মিছিল, রাজিব-দিপন-অভিজিৎ-নীলয়-হুমায়ূন আজাদ ইত্যাদি ব্লগার হত্যার পরে শোক এবং প্রতিবাদী মিছিল। কেন প্রত্যেক বার পরে হয়? আগে কেন প্রতিরক্ষা মূলক মিছিল হয় না? কেন আগে থাকতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য মিছিল হয় না? পরে কি প্রতিবাদী মিছিল হয় নাকি ব্যানার মিছিল প্রদর্শনের জন্য? এই কথা গুলো যে আমি বলছি, তা যদি সত্যিই অপ্রাসঙ্গিক মনে হয়, তো আমি সব অপ্রাসঙ্গিক কথাই বলি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



ব্যবস্হা আগে নিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.